হ্যালো! টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২৮ জুন, ২০১৮, ১৩ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার। বিস্তারিত সংবাদে চলে যাবার আগে চলুন দেখে নেই সংবাদ শিরোনামগুলো:
এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে;
গত মঙ্গলবার একটি ঘোষণায় ফেসবুক তাদের বড় ড্রোন নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে এবং প্রজেক্টের সাথে জড়িত ১৬ জন কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি দিয়েছে। তবে প্রজেক্টটি একেবারেই বাতিল না করে দিয়ে একে পুনরায় রিডিজাইন করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ফেসবুক তাদের ইংল্যান্ডের ড্রোন নির্মাণের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এবং ফ্যাক্টরিতে কর্মরত ১৬ জন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে। উল্লেখ্য যে এই ড্রোনগুলো দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস দেওয়ার পরিকল্পনা ছিলো ফেসবুকের। ড্রোনগুলোর দুটি টেস্ট ড্রাইভই অসফল হওয়ায় এবং ড্রোন নির্মাণের প্রজেক্টের মূল কর্মকর্তা কোম্পানি ছেড়ে চলে যাওয়ায় ফেসবুকের এই প্রজেক্টটি বন্ধ করতে হলো। উল্লেখ্য যে এখন ফেসবুক ছোট ছোট প্রজেক্ট যেমন ড্রোন ব্যাটারি এবং কম্পিউটার একসেসরিস নির্মাণের প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করবে। তবে ড্রোনের বদলে কিভাবে উন্নয়নশীল দেশগুলোকে ওয়্যারলেস ইন্টারনেট সেবা প্রদান করবে এ ব্যাপারে কোনো কিছু অফিসিয়াল ভাবে জানায়নি সোশাল নেটওর্য়াকিং জায়ান্ট ফেসবুক।
লন্ডনের কোর্টে দুই দিনের আইনী লড়াইয়ের পর অবশেষে Uber তার লন্ডনের অপারেটিং লাইসেন্স ফিরে পেলো। তবে এখনই Uber সকল বিপদমুক্ত নয়। নতুন এই লাইসেন্সটির মেয়াদ মাত্র ১৫ মাস এবং কোম্পানিকে লন্ডনের কোর্টকে এই সময়ের ভিতর প্রমাণ করতে হবে যে কোম্পানিটি তাদের পুরোনো পলিসি এবং পুরোনো কোম্পানি স্ট্রাকচারকে নতুন করে সাজিয়েছে। এই কেইসের জয়কে Uber এর বর্তমান সিইও Dara Khosrowshahi কে নতুন একটি বুষ্ট দিলো বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও কোর্টকে প্রতি ছয় মাস অন্তর ভেরিফাইড অডিট দেওয়া, গাড়ি এবং চালকদের সিরিয়াস সেইফটি অভিযোগগুলো সরাসরি কোর্টে রির্পোট দেওয়া, ড্রাইভারদের ট্রেনিং, নতুন ড্রাইভারদের গাড়ি-শেয়ারিং জ্ঞান দেওয়া এবং কোম্পানির কোনো ডাটা হ্যাক ঘটনা ঘটলে সরাসরি Transport for London (TfL) কে জানানোর আদেশ দেওয়া হয়েছে Uber কে। উল্লেখ্য যে গত বছর TfL ড্রাইভার ও গাড়ির নিরাপত্তা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে Uber এর লন্ডনের লাইসেন্স বাতিল করেছিলো।
Pentagon এর ১০ বিলিয়ন ক্লাউড চুক্তি একটি সিঙ্গেল কোম্পানিকে দেওয়ার পরিকল্পনাটি বর্তমানে টেক ইন্ড্রাস্ট্রিতে এক অদ্ভুত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমাজন এই ক্লাউড চুক্তিটি জিতে নেবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আমাজনের বিরুদ্ধে নয়টি প্রতিযোগী টেক কোম্পানি Pentagon এর এই winner-take-all এপ্রোচটির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তারা এই ক্লাউড চুক্তিকে একাধিক কোম্পানির উপর দেওয়ার দাবী জানাচ্ছে। একই সাথে কোম্পানিগুলো একত্র হয়ে আমাজনের বিরুদ্ধে রয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। Pentagon এর এই ১০ বিলিয়ন ক্লাউড চুক্তিটির নাম Joint Enterprise Defense Infrastructure বা JEDI। আমাজন ক্লাউড কম্পিউটিং এর লিডার হওয়ায় কোম্পানিটি একাই এই বড় প্রজেক্ট জিতে যাবে বলে ধারণা করা হলেও বর্তমানে আরো নয়টি প্রতিযোগী কোম্পানি একত্র হয়ে Pentagon কে একাধিক কোম্পানিতে চুক্তিটি দেওয়ার দাবি জানাচ্ছে। নয়টি কোম্পানিগুলো হলো Oracle, SAP America, General Dynamic CSRA Unit, Red Hat, VMware, Microsoft, IBM, Dell Technolegies এবং Hewlett Packard (HP)।
জানুয়ারী মাসে ক্রিপ্টোকারেন্সি বিজ্ঞাপণের উপর ব্যান দেওবার পর এখন ফেসবুক তাদের এই ব্যান সরিয়ে নিচ্ছে। তবে ফেসবুক সকল ধরনেল ক্রিপ্টোকারেন্সি বিজ্ঞাপণ গ্রহণ করবে না, শুধুমাত্র “pre-approved advisers” দের কাছ থেকেই ক্রিপ্টোকারেন্সিমূলক বিজ্ঞাপণ গ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ক্রিপ্টোকারেন্সি এড ব্যানকে বড় ধাপ হিসেবে মেনে নিলেও ফেসবুক তাদের নতুন পলিসিতে বিজ্ঞাপণের ইন্টিগ্রিটি এবং সিকুরিটিকে আপগ্রেড করা হয়েছে বলে দাবি করেছে। এবং ফেসবুকে এখন স্ক্যামারদের লাভ উঠিয়ে নেওয়াও কঠিন হবে বলে বলেছে সোশাল নেটওর্য়াক জায়ান্টটি। উল্লেখ্য যে ক্রিপ্টোকারেন্সি বিষয়টি স্ক্যাম দিয়ে কানায় কানায় ভরা। তাই বড় বড় কোম্পানিগুলোর ক্রিপ্টোকারেন্সি বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে কয়েকবার ভেবে নেওয়া উচিত। FTC এর মতে ২০১৮ সালের প্রথম দুই মাসে গ্রাহকরা ক্রিপ্টোকারেন্সি স্ক্যামে প্রায় ৫৩২ মিলিয়ন মার্কিন ডলার লস করেছে বলে জানা গিয়েছে; এবং একজন অফিসিয়াল এজেন্সি ধারণা করছে যে ২০১৮ সালের শেষে গ্রাহকরা ক্রিপ্টোকারেন্সি স্ক্যামে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার লস করতে পারে।
ছবি শেয়ারিং সোশাল প্লাটফর্ম ইন্সটাগ্রামে চলে এলো ভিডিও চ্যাট ফিচার। আপনি এখন ইন্সটাগ্রাম ডাইরেক্ট এ ভিডিও চ্যাটিং করতে পারবে। ভিডিও চ্যাটটি এক জনের সাথে কিংবা গ্রুপ চ্যাটে চার জনের সাথে করা যাবে। ভিডিও চ্যাট ফিচারটি ইন্সটাগ্রামের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে একসেস করা যাবে এবং এই ফিচারটি উপভোগ করার জন্য কোনো ফোন নাম্বারের প্রয়োজন হবে না। এছাড়াও ইন্সটাগ্রামে নতুন আরেকটি ফিচার এসেছে, ইন্সটাগ্রাম এক্সপোরে এবার চলে এলো Topic Channels। ইন্সটাগ্রাম এক্সপোরে এবার নির্দিষ্ট টপিক ভিক্তিক চ্যানেল সার্চ দেওয়া যাবে। আর ইন্সটাগ্রাম তাদের ক্যামেরায় কয়েকটি নতুন ইফেক্টও এনেছে। এই ফিচারগুলো গত মঙ্গলবার থেকে ইন্সটাগ্রাম অ্যান্ড্রয়েড এবং আইওএস উন্মোচিত হয়েছে।
CNBC এর এক রির্পোটে জানা গিয়েছে, আমাজন গত তিন বছরে অনান্য টেক কোম্পানির থেকে বেশি মাইক্রোসফট কর্মকর্তাদেরকে রিক্রুইট করেছে। দক্ষ কর্মকর্তা বাছাইয়ের জন্য মাইক্রোসফটের আলাদ একটি সুনাম রয়েছে। তবে অনান্য টেক জায়ান্ট যেমন অ্যাপল এবং eBay গত তিন বছরে ২ জন এক্সিকিউটিভ নিয়েছে এবং গুগল গত তিন বছরে ৫ জন এক্সিকিউটিভ নিয়েও আমাজন গত তিন বছরে প্রায় ৩০ জন এক্সিকিউটিভ রিক্রুইট করতে সক্ষম হয়েছে। Dave Treadwell, Marc Whitten, Dirk Didascalou এর সবাই সাবেক মাইক্রোসফট কর্মকর্তা ছিলেন যারা ২০১৬ সালে আমাজনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। উল্লেখ্য যে আমাজনের স্টক প্রাইস গত দুই বছরে দ্বিগুণের বেশি হয়েছে এবং কোম্পানিটি প্রায় সকল ইন্ড্রাস্ট্রিতেই তার stake রেখেছে।
ফেইক একাউন্ট এবং স্ক্যাম বটসদের হাত থেকে টুইটারকে মুক্ত করার জন্য কোম্পানিটি তাদের নতুন ইউজার রেজিস্ট্রারে কিছু নতুন ধাপ যুক্ত করেছে। এখন টুইটারে রেজিস্ট্রি করতে হলে নতুন ইউজারদেরকে একটি সঠিক ইমেইল এড্রেস দিয়ে কনর্ফামেশন করতে হবে কিংবা ফোন নাম্বার দিয়ে সাইন আপ কনর্ফামেশন করতে হবে। উল্লেখ্য যে টুইটার বিভিন্ন টেক বিশ্লেষকদের কাছ থেকে তার সহজসরল একাউন্ট সিস্টেমের জন্য অনেক আগে থেকেই সমালোচনায় ছিলো। টুইটারে যে কেউ সহজেই অনেকগুলো একাউন্ট খুলে নিয়ে স্ক্যামিং করতে পারতো, তবে এই উদ্যোগ বন্ধের জন্য টুইটার তাদের রেজিস্ট্রি প্রক্রিয়ায় নতুন এই ধাপ যুক্ত করলো। এছাড়াও গত সপ্তাহে সিকুরিটি কোম্পানি Smyte কে টুইটার কিনে নিয়ে কোম্পানির অনলাইন স্ক্যাম, অপব্যবহার এবং ফ্রন্ডিং নিয়ন্ত্রণ করার কাজ শুরু করেছে। উল্লেখ্য যে ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় টুইটারে ব্যাপক ফেইক একাউন্ট থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হয়েছিলো।
সিলিকন ভ্যালির বৃহৎতর ভেনচার ক্যাপিটাল ফার্ম Sequoia সম্প্রতি ৬ বিলিয়ন মার্কিন ডলারের বড়সড় ফান্ড রাইজিং করেছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। Financial Times এর এক রির্পোটে এই তথ্যটি নিশ্চিত হওয়া যায়। কোম্পানি সামনের মাসগুলোতে আরো ২ বিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইজিং করবে বলেও শোনা যাচ্ছে। এই ৬ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ডটি সিলিকন ভ্যালির ইতিহাসে সবথেকে বড় ফান্ড রাইজিং এবং Sequoia কোম্পানির সর্বশেষ ফান্ড রাইজিংয়েল থেকে প্রায় চারগুণ বড়। এই ফান্ডিং দিয়ে কোম্পানিটি বিশ্বব্যাপী মাল্টিমিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করবে বলে খবর পাওয়া গিয়েছে।
মাসিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের লুসের মুখে রয়েছে MoviePass। এই লসের কারণে MoviePass এবং এর প্যাটেন্ট কোম্পানি Helios and Matheson Analytics (HMNY) তাদের চুক্তি ধরে রাখতে পারবে কিনা এ ব্যাপারেও সন্দেহ পোষণ করেছেন অনেকেই। এছাড়াও HMNY এর বর্তমান বোর্ড মেম্বার এবং মেজর শেয়ারহোল্ডার Muralikrishna Gadiyaram কে নিয়েও ইনভেস্টররা চিন্তায় রয়েছেন। Muralikrishna Gadiyaram হচ্ছেন HMNY এর সাবেক ইন্ডিয়ান প্যাটেন্ট কোম্পানি Helios and Matheson Information Technology (HMIT) এর সিইও। ২০১৬ সালে দেনা পরিশোধ করতে না পারার কারণে ইন্ডিয়ান কোর্ট HMIT কে জব্দ করার নির্দেশ দিয়েছিলেন এবং ওই কেইসটি এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে এই ইন্ডিয়ান ভিক্তিক HMIT কোম্পানিটি আমেরিকার HMNY কোম্পানির ৭৫% এর বেশি শেয়ারের মালিক হয়ে কোম্পানিটির নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও ভারতের পুলিশ জানিয়েছেন যে মার্চ মাসে Muralikhrishna Gadiyaram এর ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে এবং মে মাসে HMIT কোম্পানিকে দুটি ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ থেকে বহিস্কার করে দেওয়া হয়েছে।
১৮ বছর আগে লঞ্চ হওয়া গুগল এডসকে সম্প্রতি নতুন করে রিডিজাইন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গুগল এই নতুন রিডিজাইন করার ঘোষণা দেয়। গুগলের AdWords কে রিব্যান্ড করে Google Ads য়ে যুক্ত করা হয়েছে এবং অন্যদিকে Google Marketing Platform এবং Google Ad Manager কে একত্রকরণ করা হয়েছে। ছোট থেকে বড় বড় বিজনেস কোম্পানিগুলো গুগল এড ব্যবহার করে থাকে আর গুগল তাদের নতুন এড সিস্টেমের ডিজাইনকে এই বিজনেস কোম্পানিগুলোকে আরো সহায়তা দেবে বলে আশাব্যক্ত করেছে। আগামী ১০ জুলাই গুগলের মার্কেটিং লাইভ অনুষ্ঠানে আরো নতুন ফিচার উন্মোচনের মাধ্যমে আগামী মাস থেকেই এই নতুন ফিচারগুলো আসবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়াও গুগল এডস, গুগল মাকের্টিং প্লাটফর্ম এবং গুগল এড ম্যানেজারকে আরো সহজতর করে তোলা হচ্ছে এই নতুন ডিজাইনে।
এই ছিলো আজকের টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর জানতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এর পর্দায়। সবাইকে আগামী টেকটিউনস টেকবুম পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!