আজকের টেকবুম – ২৩ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২৩ জুন, ২০১৮, ৮ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার। তো চলুন প্রতিবারের মতো বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে শিরোনামগুলো দেখে নেই:

  • ১) ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে নতুন অ্যাপ আনলো ইন্সটাগ্রাম।
  • ২) সার্ভার বন্ধ করে দেবার আগ পর্যন্ত খোদ Cambridge Analytica কোম্পানির কমকর্তারাই ডাটা স্ক্যান্ডালকে সিরিয়াসলি নেন নি।
  • ৩) পরীক্ষামূলকভাবে নতুন একটি সার্ভিস চালু করেছে ফেসবুক
  • ৪) ইউরোপিয়ান আইনজীবিরা নতুন একটি কপিরাইট আইন পাস করতে ভোট দিয়েছে, এর মাধ্যমে হয়তো ইন্টারনেট থেকে “Meme” উঠে যাবে।
  • ৫) ইউরোপের নতুন ইন্টারনেট আইনের মতো নতুন অনলাইন প্রাইভেসি আইনের উপর কাজ করছে ওয়াইট হাউস।
  • ৬) অনলাইন ডেটিং সার্ভিস Tinder এবং OKcupid কোম্পানির স্বত্তা Match নতুন করে Hinge কে কিনে নিয়েছে।
  • ৭) ২০০০ ডলারের প্রিমিয়াম ফোন এনাউন্স করলো চাইনিজ ফোনমেকার Oppo
  • ৮) নাশকতার অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে টেসলা।
  • ৯) আর্টেফিসিয়াল ইন্টেলিজেন্স Bonsai কে কিনে নিলো মাইক্রোসফট।
  • ১০) AMC তাদের নতুন মাসিক সাবক্রিপ্টশন ভিক্তিক সার্ভিস চালু করেছে।

এতক্ষণ দেখলেন সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে।

১) নতুন অ্যাপ উন্মোচন করলো ইন্সটাগ্রাম

গত বুধবার IGTV নামের নতুন অ্যাপ উন্মোচন করলো ইন্সটাগ্রাম। এর মাধ্যমে ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের সাথে সরাসরি যুদ্ধে নামলো প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে ইন্সটাগ্রামে বেশি সময়ের ভিডিও আপলোড করা যাবে। ডেডিকেটেড অ্যাপের মাধ্যমে কিংবা ইন্সটাগ্রামের নির্দিষ্ট সেকশনের মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইন্সটাগ্রামের নতুন এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। শুরু দিকে IGTV অ্যাপে কোনো বিজ্ঞাপণ থাকছে না তবে ইন্সটাগ্রাম সিইও Kevin Systrom জানিয়েছেন অদূর ভবিষ্যৎতে সার্ভিসে বিজ্ঞাপনযুক্ত করা হবে। উল্লেখ্য যে এর আগে ইন্সটাগ্রামে ১ মিনিটের বেশি ভিডিও ফাইল আপলোড করা যেতো না, এখন থেকে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা 4K রেজুলেশনের ১ মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার সুযোগ পাবেন।

২) Cambridge Analytica অভ্যন্তরীণ খবর

সম্প্রতি মাসগুলোতে ঘটে যাওয়া আলোচিত Cambridge Analytica স্ক্যান্ডালটি খোদ ক্যামব্রিজ এনালাইটিকার কর্মকর্তা সিরিয়াস ভাবে নেননি। কিন্তু ঘটনার শেষের দিকে এসে যখন কোম্পানিটির সার্ভারগুলোকে বন্ধ করে দেওয়া হয় তখন কর্মকর্তারা বিষয়টিকে গুরুর্ত্বের সাথে নিতে শুরু করেন। অন্যদিকে খবর পাওয়া গিয়েছে যে যখন Cambridge Analytica এর লন্ডন অফিসে সরাকারী কর্মকর্তারা তদন্ত করতে চান তখন কোম্পানির কর্মকর্তাদের মুড ছিলো স্বাভাবিক এবং চিয়ারফুল। বিসনেজ ইনসাইডার কে দেওয়া এক সাক্ষাৎকারে Cambridge Analytica এর দুজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন যে কোম্পানির বন্ধ করে দেবার আগ মুহূর্ত্ব পর্যন্ত অনেক কর্মীরাই কোম্পানির প্রতি আনুগত্য ছিলেন।

৩) নতুন সার্ভিস পরীক্ষা করছে ফেসবুক

ফেসবুক তাদের নতুন একটি সার্ভিসকে পরীক্ষামূলক ভাবে সাইটে ছেড়েছে। এই সার্ভিসটির মাধ্যমে ফেসবুকের গ্রুপ এডমিনরা তাদের গ্রুপের কিছু exclusive কনটেন্ট এর জন্য মাসিক চার্জ নিতে পারবেন। বর্তমানে সর্বোচ্চ ৩০ ডলার মাসিক চার্জ দিয়ে সার্ভিসটি পরীক্ষামূলক ভাবে ফেসবুক আনা হয়েছে। তবে বর্তমানে খুব কম সংখ্যক কোম্পানি এই ফিচারটি ব্যবহার করতে পারবে, এদের মধ্যে রয়েছে Declutter My Home, Grown and Flown Parents এবং Cooking on a Budget: Recipes & Meal Planning। সার্ভিসটির বিল পেমেন্ট এর জন্য ফেসবুক আলাদা করে বিল্ট-ইন টুলস তৈরি করতে যা ইউজারদের সরাসরি আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বিল চার্জ করতে পারবে  এটাকে ফেসবুক গ্রুপের exclusive একটি ফিচার হবে বলে আশাব্যক্ত করেছেন ফেসবুক কর্মকর্তারা।

৪) Meme নিয়ন্ত্রণ করতে আসছে আইন

ইউরোপে কপিরাইট আইনে পরিবর্তন আসতে চলেছে, যার মাধ্যমে বড় বড় সাইটগুলোতে (যেমন Reddit) ইউজার কনটেন্টগুলোর উপর ফিল্টার প্রয়োগ করা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা কখনো প্রকাশ্যে সরাসরি Meme ব্যবহার, তৈরি এবং শেয়ার করতে পারবেন না। কপিরাইটকৃত ছবি দিয়ে ব্যঙ্গচিত্র বা Meme তৈরিতে বর্তমানে কোনো আইন নেই তবে শীঘ্রই এ বিষয়ে আইন করতে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। আইনটি পাস হয়ে গেলে ইন্টারনেট সাইটগুলোতে কপিরাইটকৃত ছবি, ভিডিও এবং টিউন দিয়ে কোনো প্রকার ব্যঙ্গচিত্র বা Meme তৈরি করা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনটি এ বছরের শেষের দিকে চালু হতে পারে বলে জানা গিয়েছে।

৫) নতুন অনলাইন প্রাইভেসি আইনের উপর কাজ করছে ওয়াইট হাউস

সম্প্রতি ইউরোপের দেশগুলোকে আনিত নতুন ইন্টারনেট প্রাইভেসি আইনের মতো করে আমেরিকায় আইন প্রণয়ন করার পথে হাঁটছে ওয়াইট হাউস। অনলাইন ডাটা প্রাইভেসি আইন কিরূপ হওয়া উচিত সেটা ইউরোপের ইন্টারনেট প্রাইভেসি আইনের থেকে আইডিয়া নিয়ে আমেরিকার জন্য ইন্টারনেট আইনের পরিকল্পনা চলছে বলে খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি সময়ে অনলাইন ডাটা প্রাইভেসি নিয়ে ব্যাপক কর্তাবার্তা চলায় ওয়াইট হাউস এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের টেক, টেলিকম এবং সাইবার পলিসির স্পেশাল এসিসটেন্স Gail Slater বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের সাথে আলোচনায় বসেছেন। ধারণা করা হচ্ছে ২০১৩ সালে প্রেসিডেন্ট ওবামার সাইবার সিকুরিটির থেকে বেশি স্ট্রিক আইন আমেরিকায় আসতে চলেছে।

৬) Hinge কে কিনে নিলো Match Group

অনলাইন ডেটিং সার্ভিস ব্রান্ডগুলোকে নিজের আওতায় নিয়ে আসার জন্য Match Group এর আলাদা খ্যাতি রয়েছে। গ্রুপটি আবারো আলোচনায় এসেছে। সম্প্রতি Hinge কে কিনে নিলো Match Group। Hinge এর টোটাল শেয়ারের ৫১ শতাংশ এখন Match Group এর আওতায় থাকবে। তবে খবর পাওয়া যাচ্ছে যে বাকি শেয়ারগুলোও আগামী বছর কিনে নিয়ে সম্পূর্ণ Hinge কে কিনে নেবার পরিকল্পনা রয়েছে Match Group এর। তবে কত পরিমাণ আর্থিক লেনদেনের মাধ্যমে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে তা জানা যায় নি। উল্লেখ্য যে Hinge হচ্ছে আইফোনের একটি ডেটিং অ্যাপ যেটি জনপ্রিয়তার লিস্টের ৫ম স্থানে রয়েছে, লিস্টের ১ম স্থানে রয়েছে Tinder যেটিও বর্তমানে Match Group এর মালিকানাধীন হিসেবে রয়েছে।

৭) Oppo Find X Lamborghini-edition

চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo সম্প্রতি তাদের ২০০০ মার্কিন ডলারের একটি স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে  Oppo Find X Lamborghini-edition। ডিভাইসটি ০% থেকে ১০০% চার্জ হতে মাত্র ৩৫ মিনিট সময় নেবে। গত মঙ্গলবার প্যারিসে Louvre Museum ভ্যানুতে একটি ইভেন্টে ডিভাইসগুলোকে উন্মোচন করা হয়। Oppo Find X ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ১১৬০ মার্কিন ডলার। দুটি ডিভাইসেই থাকছে edge-to-edge ডিসপ্লে, মটোরাইজড হিডেন ক্যামেরা এবং চমৎকার সুন্দর চকচকে ডিজাইন।

২০০০ মার্কিন ডলার মূল্যের Oppo Find X Lamborghini-edition ডিভাইসে থাকবে ৫১২ গিগাবাইটের স্টোরেজ, ব্যাক সাইটে কার্বন ফাইবার টেক্সচার এবং Lamborghini লোগোও থাকবে ডিভাইসের পেছনে। দুটি ডিভাইসেই আরো থাকছে Facial recognition, ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৯৩% স্ক্রিণ টু বডি ডিসপ্লে। সবার আগে ইউরোপে এই আগষ্টে ডিভাইসগুলো অফিসিয়াল ভাবে বাজারজাতকরণ শুরু করবে বলে জানা গিয়েছে।

৮) অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে টেসলা

সম্প্রতি টেসলার সিইও ইলন মাস্কের দেওয়া তথ্যমতে “নাশকতার” অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে টেসলা। গত মঙ্গলবার Nevada তে এই মামলা প্রণয়ন করা হয়। মামলায় অভিযুক্ত সাবেক টেসলা কর্মী Martin Tripp এর বিরুদ্ধে বেআইনি ভাবে কোম্পানির গুরুত্বপূর্ণ ডাটা হ্যাকিং এবং গোপনীয় তথ্যাবলি বাহিরে পাচারের অভিযোগ রয়েছে। মামলার নথিতে জানানো হয় Martin Tripp গত বছরের অক্টোবরে টেসলায় যোগদান করেন এবং কয়েকমাস পর তাকে নতুন পদে সরিয়ে নেওয়া হয়। কিন্তু তিনি এই পদে আশাস্বরুপ ছিলেন না এবং ফলাফলে এইসকল বেআইনি কাজ করেন। অন্যদিক নতুন করে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রমাণিত হয়েছে, Martin Tripp তার তিনজন সহকর্মীর কম্পিউটারে হ্যাকিং সফটওয়্যার ইন্সটল করেছেন যাতে তিনি কোম্পানি ছেড়ে চলে যাবার পরে উক্ত সহকর্মীদের পিসি থেকে ডাটা লিক হতে থাকে এবং দায়ভার সহকর্মীদের উপর বর্তায়।

৯) Bonsai কে কিনে নেবার সিদ্ধান্ত নিলো মাইক্রোসফট

আর্টেফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি Bonsai কে কিনে নিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এর মাধ্যমে মাইক্রোসফটের AI প্রযুক্তিতে কার্যক্রমগুলো আরো সহজ হবে বলে আশা করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। Bonsai হচ্ছে একটি আর্টেফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যারা নন-প্রোগ্রামার নির্মাতাদের মেশিন লানিং টুলস নির্মাণে (ম্যানুফেক্টারিং, হিটিং এবং কুলিং সিস্টেম, যানবাহন টেস্টিং ইত্যাদি) সহায়তা করে থাকে। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে বড় বড় টেক কোম্পানিগুলো তাদের সার্ভিসকে AI খাতে নিয়ে আসার চেষ্টা করে আসছে। আর মাইক্রোসফটের এই পদক্ষেপ তারাই প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। Bonsai এর মাধ্যমে মাইক্রোসফট তাদের Azure Cloud সিস্টেমের অটোমেটিক সিস্টেম সঠিক ভাবে পরিচালনার জন্য একটি AI toolchain ডেভেলপ করবে বলে জানা গিয়েছে।

১০) নতুন মাসিক সাবক্রিপ্টশন ভিক্তিক সার্ভিস চালু করেছে AMC

AMC থিয়েটারগুলোতে এবার মাসিক সাবক্রিপ্টশন ভিক্তিক সার্ভিস চালু হয়েছে।  এর মাধ্যমে AMC এর প্রতিদ্বন্ধি প্রতিষ্ঠান MoviePass এর সাথে প্রতিযোগীতায় টিকে থাকার চেষ্টা করছে। প্রতি মাসে ১৯.৯৫ মার্কিন ডলার (ট্যাক্স ছাড়া) সাবক্রিপ্টশন চার্জে আপনি এবার AMC থিয়েটারগুলোতে প্রতি সপ্তাহে তিনটি ছবি উপভোগ করতে পারবেন। এছাড়াও সাথে ফ্রি পপকর্ন এবং অনলাইন টিকেটে ছাড় সহ যেকোনো মুভি যেকোনো ফরম্যাটে দেখার সুযোগ, এবং একই মুভি আপনার যত ইচ্ছে ততবার দেখার সুযোগ রাখা হয়েছে। AMC এর নতুন এই ফিচারটি জুন ২৬ তারিখে চালু হতে যাচ্ছে।

এই ছিলো আজকের টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সকল খবরাখবর বাংলায় পড়তে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এর পর্দায়। সবাইকে আগামী টেকটিউনস টেকবুম পর্বটি পড়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস