হ্যালো! টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২১ জুন, ২০১৮, ৬ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার। তো চলুন প্রতিবারের মতো বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে শিরোনামগুলো দেখে নেই:
এতক্ষণ দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
বড় বড় টেক কোম্পনিটির সিইওরা ট্রাম্প প্রশাসনের বর্ডার পলিসির বিরুদ্ধে যাওয়া শুরু করে দিয়েছেন। এদের মধ্যে রয়েছে YouTube, Airbnb, Apple, Box এবং Twilio। অন্যদিকে টেক জায়ান্ট মাইক্রোসফটও তাদের অভ্যন্তরীণ কর্মকর্তাদের থেকে ট্রাম্প প্রশাসন বিরোধী মনোভাব প্রকাশ করছে বলে জানা গিয়েছে। ইউএস মেক্সিকো বর্ডারে শরনার্থী ফ্যামিলিদের থেকে বাচ্চাদের সরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। ইউটিউব সিইও Susan ঘটনাকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে টেক জায়ান্ট অ্যাপল সিইও টিম কুক ঘটনাকে অমানবিক বলেছেন এবং দ্রতু এই ঘটনা বন্ধের আহবান জানিয়েছেন। ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ ঘটনার নিন্দা করেছেন এবং শরনার্থীদের জন্য একটি ৬ মিলিয়ন ডলারের ফান্ডিং খুলেছেন। ইতিমধ্যেই সেটা পূরণ হয়েছে এবং তিনি ফান্ডগুলোকে টেক্সাস সিভিল রাইটস প্রজেক্টে ডোনেট করে দিয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইউএস-মেক্সিকো বর্ডারে শরনার্থীদের পরিবার বিচ্ছিন্নকরণ কার্যক্রম বদ্ধ করে দিয়েছে ট্রাম্প প্রসাশন।
গত মঙ্গলবার ফেসবুক এনাউন্স করে যে তাদের পেজে নতুন ফিচার আসতে চলেছে যার মাধ্যমে লাইভ কুইজ এবং কনটেস্ট তৈরি করা যাবে। শুরুর দিকে ফেসবুক লাইভে BuzzFeed, Fresno এবং Insider কোম্পানিগুলো গেম শো লঞ্চ করবে। পরবর্তীতে সাধারণ মানুষের ফেসবুক পেজে এই ফিচারটি চলে আসবে বলে জানিয়েছে ফেসবুক। অনেকেই মনে করছেন জনপ্রিয় লাইভ শো HQ Trivia অ্যাপরে আদলে ফেসবুক এই ফিচারটি আনছে। ফেসবুক লাইভ ফিচারে এই টুলটির মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের নিজস্ব লাইভ গেম শো এবং কুইজ শো হোষ্ট করতে পারবে। বর্তমানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যা কোম্পানি এই ফিচারটি ব্যবহার করতে পারছে। তবে এ বছরের শেষের দিকে ফিচারটি অফিসিয়ালি লঞ্চ হবার পর যেকোনো ফেসবুক পেজ এই ফিচারটি উপভোগ করতে পারবে।
নতুন AR কোম্পানি Blipper কে কিনে নেওয়া চুক্তি সম্পন্ন করেনি Snapchat। Blipper সিইও বলেছেন অনেকগুলো অভ্যন্তরীন মিটিংয়ের পরেও Snapchat সবশেষে চুক্তিটিতে সম্মত হ তে পারে নি। খবর পাওয়া গিয়েছে যে, Blipper এর ক্যারেক্টাজেশন স্ন্যাপচ্যাট সিইও এর পছন্দ হয় নি তাই কোম্পানি থেকে নিম্নতর সেল প্রাইস অফার করা হলেও তিনি Blipper কে কিনে নেন নি। উল্লেখ্য যে ২০১৭ সালের শেষ থেকেই Blipper কোম্পানিটি নতুন করে ফান্ডিং কিংবা ক্রেতা খুঁজে আসছিলো। অন্যদিকে খরচ বাঁচাতে Blipper তার ক্যালিফোর্নিয়ার অফিসটি বন্ধ করে দিয়েছে।
ভেনচার ক্যাপিটালিস্ট এবং Theranos ইনভেস্ট এবং ডিফেন্ডার Tim Draper গত মঙ্গলবার Cheddarয়ে একটি পাবলিক ইন্টারভিউ দিয়েছেন। Theranos সিইও Elizabeth Holmes এর উপর ক্রিমিনাল চার্জ প্রদান করার পর এটিই প্রথম Tim Draper এর পাবলিক ইন্টারভিউ। ইন্টারভিউয়ে তিনি ELizabeth Holmes এর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে তিনি (Elizabeth) ভালো কাজ করছিলেন কিন্তু কিছু মিডিয়ার লোকেরা এটাকে নিয়ে কুৎসা রটাচ্ছে। তিনি আরো বলেন মামলার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কাউকে দোষৗ বলা উচিত নয়। উল্লেখ্য যে সম্প্রতি Theranos সিইও Elizabeth Holmes এর উপর একটি জালিয়াতির মামলা করা হয়েছে এবং এটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে।
গত মঙ্গলবার সিকুরিটি সফটওয়্যার কোম্পানি Symantec জানিয়েছে যে, চীন ভিক্তিক একটি হ্যাকিং গ্রুপ আমেরিকার এবং সাউথ ইস্ট এশিয়ার স্যাটালাইট অপারেটরস, ডিফেন্স কনট্রাক্টর এবং টেলিকম কোম্পানিগুলোতে হ্যাকিং চালাতে সক্ষম হয়েছে। Symantec আরো জানায় যে হ্যাকিং গ্রুপটির উদ্দেশ্য ছিলো মিলিটারী যোগাযোগে অনুপ্রবেশ করা। এছাড়াও হ্যাকারদের কবলে স্যাটালাইট নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলোও চলে এসেছিলো, অর্থ্যাৎ তারা চাইলে উক্ত স্যাটালাইটের অরবিটের পজিশন পরিবর্তন এবং স্যাটালাইট থেকে তথ্য চুরি করতে পারতো। Symantec তাদের এই সিকুরিটি রির্পোটকে আমেরিকার FBI এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকুরিটি সহ এশিয়ার পাবলিক ডিফেন্স এজেন্সিতে প্রেরণ করেছে। উল্লেখ্য যে ইতিমধ্যেই হ্যাকিংয়ের শিকার কম্পিউটারগুলো থেকে হ্যাকারদেরকে সরিয়ে ফেলা হয়েছে।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের একটি রির্পোটে জানা গিয়েছে যে ২০১৬ সালের শেষ থেকে ২০১৭ সালে মধ্যবর্তী সময় পর্যন্ত টুইটার সিইও Jack Dorsey কমপক্ষে ১৭টি টুইস একজন রাশিয়ান ট্রলের থেকে শেয়ার করেছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। যে একাউন্ট থেকে Dorsey রিটুইট করেছেন সেটা হলো @Crystal1Johnson এটি Democrats কর্তৃক রিলিজকৃত একটি লিস্টের মধ্যে রয়েছে। যার মাধ্যমে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে একাউন্টটি একটি রাশিয়ান ট্রল ছিলো। উল্লেখ্য যে টুইটার তাদের প্লাটফর্ম থেকে রাশিয়ান ট্রলারদেরকে সরিয়ে রাখতে বেশ হিমশিম খাচ্ছে। আর এই খবরের মাধ্যমে নিশ্চিত হওয়া গেলো খোদ টুইটার সিইও নিজেও ট্রলাদের দ্বারা বোকা বনেছেন।
আইফোন এবং আইপ্যাডের থার্ড পার্টি রিপেয়ারিং সম্পর্কে “ভুল তথ্য” দেওয়ার অভিযোগে অ্যাপলকে ৬.৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সম্প্রতি অ্যাপল তাদের অস্ট্রেলিয়ান কিছু গ্রাহকদের ডিভাইস রিপেয়ার করতে অসঙ্গতি জানায়, বলা হয় যে তাদের ডিভাইসগুলো এর আগে থার্ড পার্টি রিপেয়ারিং করা হয়েছে। অর্থ্যাৎ অ্যাপল তাদের ডিভাইসগুলোকে রিপেয়ার করবে না কারণ তাদের ডিভাইসগুলো আগে থেকেই তৃতীয় পক্ষের দ্বারা সার্ভিসিং করানো হয়েছে। কিন্তু একে অস্ট্রেলিয়ান কম্পিটিশন এন্ড কনজিউমার কমিশন (ACCC) অস্ট্রেলিয়ার কনজিউমার আইন ভঙ্গ হয়েছে বলে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এবং গত মঙ্গলবার কোর্ট থেকে অ্যাপলকে এই পরিমাণ জরিমানা করা হয়। এ ব্যাপারে অ্যাপল থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।
জনপ্রিয় অনলাইন গেম Fortnite তাদের অ্যাপল আইওএস প্লাটফর্মে মুক্তির ৯০ দিনের মাথায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার লাভ অর্জন করেছে বলে খবর পাওয়া গিয়েছে। মার্কেট এনালিস্ট Sensor Tower এর এক প্রতিবেদন থেকে এই তথ্যটি পাওয়া যায়। এর মাধ্যমে কনসোলের পাশাপাশি মোবাইল ডিভাইসেও গেমটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বলে লক্ষ্য করা যাচ্ছে। এ বছরের শেষের দিকে গেমটির অ্যান্ড্রয়েড সংষ্করণ মুক্তি পাবার কথা রয়েছে। গেমটি বর্তমানে পিসি, এক্সবক্স ওয়ান, প্লে-স্টেশন ৪, নিনটেনডু সুইচ এবং আইওএস ডিভাইসে ফ্রিতে খেলা যাচ্ছে।
৯) হ্যাকিংয়েরি শিকার Bithumb
বিশ্বে অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি সাউথ কোরিয়ান Bithumb সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছে এবং কোম্পানি থেকে সকল প্রকারের ডিপোজিট ও উইথড্র সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চিত খবর পাওয়া গিয়েছে যে Bithumb থেকে হ্যাকাররা ৩৫ বিলিয়ন Won (৩১ মিলিয়ন মার্কিন ডলার) চুরি করে নিয়ে গেছে। গতকাল দেওয়া এক খবরে Bithumb জানিয়েছে, হ্যাকিংয়ের কাজটি গত মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত করা হয়। তবে সঠিক কত পরিমাণের অর্থ চুরি হয়েছে সেটা জানায়নি কোম্পানিটি। অন্যদিকে কোম্পানির বাকি সম্পদগুলোকে একটি কোল্ড ওয়্যালেটে সরিয়ে ফেলা হয়েছে যেটা ইন্টারনেটের মাধ্যমে একসেস করা যায় না। বর্তমানে ট্রেড মার্কেটে Bithumb ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ট্রেডিং ভলিয়ম রয়েছে; এর মাধ্যমে কোম্পানিট বিশ্বের ৬ষ্ঠতম বৃহৎ এক্সচেঞ্জ কোম্পানি হিসেবে রয়েছে।
ইনভেস্টমেন্ট ব্যাংক UBS আংশঙ্কা করছে যে ডিজিটাল রেডিমেট ফুড ডেলিভারি সার্ভিসগুলোর জন্য ২০৩০ সাল নাগাদ সাধারণ মানুষের কাছ থেকে রান্নাঘরের প্রয়োজনীয়তাই হারিয়ে যাবে। কারণ বর্তমানে স্মার্টফোন ভিক্তিক অ্যাপসগুলো মাধ্যমে মানুষ ঘরে বসেই রেডিমেট খাবার পেয়ে যাচ্ছে যার কারণে ইতিমধ্যেই মানুষের রান্না করার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। একই সাথে UBS আরো আংশঙ্কা করেছে যে এই সিস্টেমে রেডিমেট খাবারের প্রতি ঝুঁকে পড়ার কারণে ফ্রেশ রান্না করা খাবার থেকে মানুষ শীঘ্রই বঞ্চিত হবে। তবে একই সাথে এই ডেলিভারী কোম্পানিগুলোকে সঠিকভাবে বিশ্বব্যাপী তাদের সার্ভিস চালু করতে আরো বেশ কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কিচেন রোবট এবং ডেলিভারী ড্রোনস এর ব্যবহারের মাধ্যমে সর্বপরি দ্রুত রেডিমেট খাবার চালু এবং ঘরের থেকে কমমূল্যে মানুষ খাবার পাবে বলে অদূর ভবিষ্যৎতে মানুষ ঘরে রান্না করা ভুলে যাবে বলে আশংঙ্কা করছে UBS।
এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেকবিশ্বের সকল লেটেস্ট খবরাখবর বাংলায় পড়তে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। আপনাদের সবাইকে আগামী টেকটিউনস টেকবুম পর্বে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!