হ্যালো! ঈদের পর প্রথম টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ২০ জুন, ২০১৮, ৫ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার। তো চলুন প্রতিবারের মতো বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে শিরোনামগুলো দেখে নেই:
এতক্ষন দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
Immigration and Custom Enforcement বা ICE এর সাথে ক্লাউড কম্পিউটিং চুক্তি বাতিল করার জন্য অনলাইন চাপের মুখে পড়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ইদানিংকালে আমেরিকা-মেক্সিকো বর্ডারে পরিবার বিচ্ছিন্ন করার পলিসি বাস্তবায়নের জন্য Immigration and Custom Enforcement এর উপর ব্যাপক নিন্দা করা হচ্ছে। মাইক্রোসফট এবং ICE এর সাথে তাদের Azure Government ক্লাউড সফটওয়্যার এর চুক্তি ব্যাপারের গত জানুয়ারী একটি ব্লগ টিউনে মাইক্রোসফট “proud to support” অভিব্যক্তি করায় কোম্পানিটি এবার অনলাইন রেশের মুখে পড়েছে। উল্লেখ্য যে Azure Government হচ্ছে মাইক্রোসফটের একটি ক্লাউড-কম্পিউটিং সফটওয়্যার যা মাইক্রোসফট বিভিন্ন সরকারী এজেন্সিগুলোকে বিক্রি করে থাকে। কিন্তু ICE এর সাথে চুক্তি বাতিল করার জন্য বিভিন্ন শেয়ারহোল্ডার এবং কোম্পানি থেকে চাপের মুখে রয়েছে মাইক্রোসফট।
গুগল একটি নতুন অ্যালগোরিদম আবিস্কার করেছে যেটা দ্রুত একজন রোগির হাজারো ডিজিটাল ডকুমেন্ট হেলথ রেকর্ডকে বিশ্লেষণ করতে পারবে। এর মাধ্যমে ডক্টরদেরকে এই টেকনোলজি একজন রোগী কতক্ষণে হাসপাতালে সুস্থ হয়ে উঠবে, হাসপাতালে কতক্ষণ একজন রোগীকে থাকতে হবে কিংবা একজন রোগীর মরে যাবার সম্ভাবনাকে আরো সুক্ষভাবে বলতে পারায় সাহায্য করবে। এই টেকনোলজিকে প্রতিটি ক্লিনিকে ছড়িয়ে দেবার পরিকল্পনা রয়েছে গুগলের। উল্লেখ্য যে হেলথ কেয়ার সেক্টরে AI টেকনোলজিকে এনে সমস্যা সমাধানের চেষ্টারত অনেকগুলো কোম্পানির মধ্যে গুগল হচ্ছে অন্যতম।
AOL কোফাউন্ডার এবং ভেনচার ক্যাপিটালিস্ট Steve Case মনে করেন আমেরিকার সম্ভাব্য টেক কোম্পানিগুলো সিলিকন ভ্যালি, নিউ ইর্য়ক সিটি এবং বোস্টন শহরের বাইরে থেকে গড়ে উঠবে। যা আমেরিকার সকল ভেনচান ক্যাপিটালের ৭৫ শতাংশ বহন করবে। বিলিয়নিয়ার Steve Case বর্তমানে DC ভিক্তিক ভেনচার ক্যাপিটাল ফার্ম Revelution চালাচ্ছেন। তিনি ২০১৪ সাল থেকে সাতটি “Rise of the Rest” বাস ট্যূর পরিচালনা করেছেন যেখানে তিনি আমেরিকার সকল শহরে শিল্পোদ্যোগকে প্রচার করেছেন। এ পর্যন্ত তিনি মোট ৩৮টি শহরে এই বাস ট্যুর পরিচালনা করেছেন।
সফটওয়্যার কোম্পানি Domo প্রাইভেট থেকে পাবলিক কোম্পানি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু সর্বশেষ তথ্য মতে ২.২৮ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানিটি নতুন ভাবে পাবলিক কোম্পানি হিসেবে চলে আসলে সেখানে ভ্যালুয়েশন থাকবে মাত্র ৫১১ মিলিয়ন মার্কিন ডলার যা কোম্পানিটির ইনভেস্টরদের জন্য একটি দুঃসংবাদ। কোম্পনিটি সম্প্রতি তাদের S-1 নীতিমালা আপডেট করেছে যেখানে তারা রিভার্স স্টক স্পিল্ট নিয়ম অনুসরণ করেছে, মানে হলো তাদের প্রতিটি ১৫টি শেয়ারকে সংযুক্ত করে একটি শেয়ারে রূপান্তর করে প্রতি শেয়ারের মূল্য ২০.৫০ মার্কিন ডলার সেট করেছে। এছাড়াও কোম্পানির সিইও Josh James এর ফাউন্ডকৃত বা কো-ফাউন্ডকৃত সকল কোম্পনিগুলোর সাথে বিজনেস রিলেশনশীপ চুক্তি ভঙ্গ করার কথাও জানা গিয়েছে। এ সমস্ত কারণে কোম্পনিটি অনেক কম ভ্যালুয়েশন নিয়ে পাবলিকে আসছে।
টেসলার এক কর্মীর বিরুদ্ধে “নাশকতার” অভিযোগ এনেছেন কোম্পনির সিইও Elon Musk। তিনি জানা টেসলার উক্ত কর্মীটি কোম্পানির ম্যানুফ্যাকচারিং অপারেটিং সিস্টেম কোডের পার্টস পরিবর্তন করেছেন এবং কোম্পানির “হাইলি সেন্সিটিভ” ডাটাগুলোকে অন্য বহিরাগত পার্টির সাথে শেয়ার করেছেন। উক্ত কর্মীটি তার পছন্দমত প্রমোশন পাননি বিধায় এ সকল কাজ করেছেন বলেও জানিয়েছেন ইলন মাস্ক। তবে এই কাজে শুধুমাত্র একজনের হাত রয়েছে নাকি অনেকজন মিলে নাশকতা করেছেন সেটা এখনো নিশ্চিত হতে পারেননি মাস্ক। বিষয়টি বর্তমানে তদন্তে রয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে গত রবিবার টেসলার ফ্রিমন্ট, ক্যালিফোর্নিয়ার ফ্যাক্টরিতে ছোটখাট আগুন লেগে সেখানে টেসলার গাড়ি উৎপাদন কার্যক্রম কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিলো বলে জানা গিয়েছে।
আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানে আমাজনের Rekognition সফটটির বিক্রি বন্ধের জন্য সিভিল রাইটস গ্রুপ গুলো এবং শেয়ারহোল্ডাররা আমাজনের সিইও Jeff Bezos এর উপর প্রচুর পরিমাণে চাপ দিচ্ছেন। গ্রুপগুলো প্রাইভেসি নিয়ে চিন্তার কারণ দেখিয়েছেন এবং বলেছেন এই সফটওয়্যার দিয়ে আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো “unfairly” সুযোগ নিতে পারেন। তবে এ ব্যাপারে আমাজন বলেছে যে তাদের সফটওয়্যার ইতিমধ্যেই শহরের ক্রাইম রেট কমিয়ে দিয়েছে এবং পুলিশ প্রশাসনকে অপরাধ দ্রুত নিষ্পত্তিতে সাহায্য করছে। গত শুক্রবার ২০ টি শেয়ারহোল্ডার গ্রুপ সরাসরি আমাজন সিইওকে Rekognition সফটওয়্যারটির বিক্রির ব্যাপারে একটি চিঠি দিয়েছে। অন্যদিকে একই সুত্রে গত সোমবার প্রায় ৭০টির বেশি সিভিল রাইটস সংস্থ্যা Jeff Bezos কে চিঠি দিয়েছেন, চিঠিতে আমাজনকে surveillance ব্যবসা থেকে চলে আসার জন্য ডিমান্ড করা হয়েছে।
বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন প্লেস্টেশন ৪ কনসোল ব্যবহার করছে গেম প্রেমীরা; অন্যদিকে মাইক্রোসফটের নিজস্ব গেমিং কনসোল এক্সবক্স ওয়ান এ দিক থেকে ২য় অবস্থানে রয়েছে। এক্সবক্স ওয়ান বিশ্বে ৩০ থেকে ৫০ মিলিয়ন রয়েছে বলে জানা গিয়েছে, কারণ মাইক্রোসফট সঠিক হার্ডওয়্যার সেল এর রির্পোট দেওয়া কয়েক মাস আগে থেকেই বন্ধ করে দিয়েছে। এ কারণে অনেকেই মনে করেছেন যে এক্সবক্স বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু না। মাইক্রোসফট তাদের গেমিং কনসোল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে। এদের মধ্যে গেমপাস দিয়ে Netflix এর মতো সাবক্রিপ্টশন ভিক্তি গেমিং সার্ভিস চালু করতে যাচ্ছে মাইক্রোসফট, যেকোনো স্থানে যেকোনো সময় কনসোল কোয়ালিটির গেমিং এর জন্য সকল ডিভাইসে ক্লাউড স্ট্রিমিং সার্ভিস আনবে মাইক্রোসফট, পরবর্তী নতুন এক্সবক্স মডেলে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, মাইক্রোসফট তাদের পরবর্তী ২টি এক্সবক্স কনসোল “এক্সবক্স ওয়ান এক্স” এবং “এক্সবক্স ওয়ান এস” এনাউন্স করেছে, নতুন গেম সিরিজ তৈরি করার জন্য মাইক্রোসফট কয়েকটি গেম স্টুডিও কিনে নিয়েছে এবং সকল কনসোলে মাল্টিপ্লেয়ার গেমিং নিয়ে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট।
প্রায় ২০ বছর প্রাইভেট কোম্পনিটি হিসেবে কাজ করার পর Survey Monkey এবার পাবলিক কোম্পানি হিসেবে আসতে চলেছে। কোম্পানিটির সাইট কর্পোরেট প্যাটেন্ট SVMK Inc গত সোমবার Securities and Exchange Commission য়ে একটি S-1 খসড়া জমা দিয়েছে। তবে কতগুলো শেয়ার কত ডলারে কোম্পনিটি ছাড়বে সে ব্যাপারে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায় নি, তবে SEC এর ডকুমেন্টগুলো রিভিউয়ের পরেই কোম্পনিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে ১৯৯৯ সালে SurveyMonkey কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় এবং সর্বশেষ তথ্য মতে ২০১৪ সালে কোম্পানিটির ভ্যালু ছিলো ২ বিলিয়ন মার্কিন ডলার। এই নিয়ে এ বছর অনেকগুলো টেক কোম্পানি নিজেদেরকে পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে, এদের মধ্যে রয়েছে Dropbox, Zscaler, Zuora, Smartsheet সহ প্রমুখ।
ভাইরাল ফটো এডিটিং অ্যাপ প্রিজমার ফাউন্ডার এবং ক্রিয়েটর দুজনই প্রিজমা ছেড়ে চলে গিয়েছেন। ২০১৬ সালে ছবিকে আর্ট কোয়ালিটি ছবিতে রূপান্তরের জন্য অ্যাপটি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। প্রিজমার সিইও Alexey Moiseenkov এবং CMO Aram Hardy প্রিজমা ছেড়ে দিয়ে তাদের নিজস্ব আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি “Capture Technologies Inc.” কে লাঞ্চ করার জন্য ইতিমধ্যেই ১ মিলিয়ন ফান্ড রাইজিং করেছেন। এই কোম্পানিতে ফান্ডিং দিয়েছে KPCB, Social Capital, Dream Machine VC, Paul Heydon এবং Mail.ru গ্রুপ। নতুন এই AI অ্যাপটি সোশাল যোগাযোগের নতুন একটি মাত্র উন্মোচন করবে বলে তারা আশাব্যক্ত করেন। অ্যাপটি ২০১৮ সালের শেষের দিকে উন্মোচন করার কথা রয়েছে।
জনপ্রিয় কনসোল নিনটেনডু সুইচে টেলিভিশন কনটেন্ট আনার জন্য ডিজনি এবং নিনটেনডু এক সাথে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে। কনটেন্টটির নাম দেওয়া হয়েছে “Nintendo Switch Family Showdown” এবং এটি এই Summer মৌসুমে উন্মোচন হবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে চারটি পরিবার একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন নিনটেনডু সুইচ গেমে প্রতিযোগীতা করবেন। এদের মধ্যে থাকবে Super Mario Odyssey, Mario Tennis Aces এবং Just Dance 2018 এর মতো গেমগুলো। অনুষ্ঠানঠি নিনটেনডু সুইচ ছাড়াও ডিজনি চ্যানেল, Display XD এবং ডিজনির স্ট্রিমিং অ্যাপ DisneyNOW তেও প্রচার করা হবে।
এই ছিলো আজকের টেকবুমে সকল আয়োজন। নিয়মিত টেকনোলজি বিশ্বের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!