আজকের টেকবুম – ১৪ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

শুভ সকাল! টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবর নিয়ে টেকটিউনস এর নতুন আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা। আজ ১৪ জুন, ২০১৮, ৩০ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ; বৃহস্পতিবার। এটি ঈদের আগে শেষ টেকবুম।  প্রতিবারের মতোই বিস্তারিত সংবাদে চলে যাবার আগে শিরোনাম গুলো দেখে নেই চলুন:

  • ১)  ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে AT&T এবং Time Warner কোম্পানি দুটি একত্র হয়ে গেল
  • ২) টেসলাকে লাভজনক করতে কোম্পানিটির ৯% ওয়াকফোর্সকে লেঅফ করার ঘোষণা দিলেন ইলন মাস্ক
  • ৩) ইউজারদের ফ্রেন্ডস ইনফো শেয়ার করা থেকে অ্যাপ ডেভেলপারদেরকে বিরত থাকতে বলেছে অ্যাপল
  • ৪) ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফান্ডিং এর মাত্র সপ্তাহখানেক পরেই Bird আবারো রাইসিং করছে এবং এবার কোম্পানিটি ২ বিলিয়ন মার্কিন ডলারের ভ্যালুয়েশন খুঁজছে।
  • ৫) Uber সিইও বলেছেন নিউ ইয়র্ক শহরের সকল Uber রাইডের থেকে আলাদা একটি ফি নেওয়া উচিত যেটিকে সাধারণ টেক্সি ড্রাইভারদের সাহায্যে ব্যায় করা হবে।
  • ৬)  গত মঙ্গলবাবেরর ভিডিও গেম কনফারেন্স E3 তে নিনটেনডু কয়েকটি বড় এনাউন্সমেন্ট করেছে
  • ৭) শহরের বড় বড় কোম্পানির উপর নতুন ট্যাক্স প্রস্তাবটি বাতিল করলো Seattle's সিটি কাউন্সিল
  • ৮) Reddit নতুন এক ধরনের ভিডিও বিজ্ঞাপণ আনতে যাচ্ছে যেটি সাউন্ড ছাড়াই অটো প্লে হবে।
  • ৯) আমেরিকান Senate Democrats এবং Republicans রা একটি ডিলকে বাতিল করতে যাচ্ছে যেটি চাইনিজ ফোনমেকার ZTE কে বাঁচিয়েছিলো।
  • ১০) টুইটারের টুইটে এডিট বাটনের জন্য টুইটার সিইওর সাথে কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত কথোপকথন হয়েছে।

এতক্ষণ দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে।

১)  AT&Tএবং Time Warner কোম্পানিগুলো এবার একত্রে কাজ করবে

প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে AT&T এবং Time Warner এর মধ্যে, এখন থেকে কোম্পানিগুলো একত্র হয়ে কাজ করবে। গত মঙ্গলবার একজন বিচারক এই ঘোষণা দেন। এই চুক্তিটি সম্পন্ন করতে কোম্পানি দুটির প্রায় ২ বছরের মতো সময় লেগেছে এবং চুক্তিটির মাধ্যমে AT&T এর সিইও Randall Stephenson এর বড়সড় একটি জয় হয়েছে। অন্যদিকে অনেক antitrust আইনজীবিরা মনে করেছিলেন AT&T এই কেইসে হেরে যাবে। তবে Time Warner কোম্পানিটির পক্ষে কেইসটির রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সেটা কোম্পানিটি করবে বলে অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্টরা মনে করছেন। অন্যদিকে Comcast ও Disney এর সাথে 21st Century Fox এর আইনি লড়াইটাকেও অনেকেই বড় ধরনের সিদ্ধান্ত বলে দেখছেন। সম্প্রতি AT&T এর জয়ের কারণে এই কেইসে Comcast জিতে যাবে বলে অনেকেই ধারণা করছেন।

২) ৯% কর্মী ছাটাই করবে টেসলা

আগামী সপ্তাহ থেকে ৯% কর্মী ছাটাই প্রক্রিয়া শুরু করবে টেসলা, গত মঙ্গলবার এ ব্যাপারে কথা বলেছেন কোম্পানির সিইও ইলন মাস্ক। তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে এই ছাটাই প্রক্রিয়াটি টেসলা মডেল ৩ র‌্যাম্প আপ প্রডাক্টশনকে কোনো ভাবে প্রভাবিত করবে না। গত মে মাসে টেসলার সিইও ইলন মাস্ক বলেছিলেন কোম্পানির বাৎসরিক লাভ টার্গেট অর্জন করার জন্য কিছু সংখ্যাক কর্মী ছাঁটাই করা হতে পারে। আর এর মাধ্যমেই কোম্পানিট মধ্য বছর থেকেই লাভের মুখ দেখবে এবং বাইরে থেকে কোনো অর্থ রাইজিং করার প্রয়োজন হবে না বলে আশাব্যক্ত করেন তিনি। খবরটি প্রথমে ইলন মাস্ক ইমেইলের মাধ্যম টেসলার কর্মীদের কাছে পাঠান, পরবর্তীতে এটি সংবাদ মাধ্যমে লিক হয়ে যায়। তবে অন্যদিকে ইলন মাস্ক ছাটাইকৃ্ত কর্মীদেরকে “যথেষ্ট পরিমাণের” স্যালারি এবং স্টক দেওয়া হবে বলেও নিশ্চিত করেন।

৩) ইউজার ফ্রেন্ডসদের ডাটা শেয়ারিং বন্ধ করতে ডেভেলপারদের নির্দেশ দিয়েছে অ্যাপল

সাম্প্রতিক সময়ের ফেসবুকের ডাটা শেয়ারিং স্ক্যান্ডালের পর অ্যাপল এবার তাদের অ্যাপ ডেভেলপারদের আইফোনের ফোনবুক ভিক্তিক ডাটাবেস নির্মাণ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। মূলত ফেসবুক স্ক্যান্ডাল থেকে শিক্ষা নেওয়ার জন্যেই আ্যাপল এই পদক্ষেপটি গ্রহন করেছে বলে অনেকের মতামত রয়েছে।  গত সপ্তাহে অ্যাপল তার অ্যাপ স্টোরের নীতিমালাকে নতুন করে প্রণয়ন করেছে, যেখানে এই নতুন নিয়মটিও দিয়ে দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরেই অ্যাপ নির্মাতারা আইফোন ইউজারদের ফোনবুক থেকে পারমিশন মোতাবেক তথ্যগুলোকে সংগ্রহ করে মার্কেটিং খাতে কাজে লাগাতো কিংবা অনেক সময় তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার এবং বিক্রি করে দিতো। তবে এই সমস্ত কাজগুলোকে বন্ধ করার জন্য অ্যাপল এই নতুন উদ্যোগ নিয়েছে।

৪) নতুন করে ২ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালুয়েশন করতে যাচ্ছে Bird

মাত্র এক সপ্তাহ আগে ইলেক্ট্রিক স্কুটার কোম্পানি Bird ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং পেয়েছিলো যার মাধ্যমে কোম্পানিটির ভ্যালুয়েশন ১ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌছায়। এখন খবর এসেছে কোম্পানিট আবারো রাইজিং খুঁজছে এবং এবার ২ বিলিয়ন মার্কিন ডলারের ভ্যালুয়েশনের দিকে নজর রয়েছে কোম্পানিটির। কোনো টেক কোম্পানির পক্ষে এত কম সময় এত পরিমাণের ভ্যালুয়েশনের টার্গেট এই প্রথম বলে জানা গিয়েছে।  উল্লেখ্য যে ইতিমধ্যেই ইলেক্ট্রিক স্কুটার খাতে পা রাখতে চলেছে Uber, Didi, Lyft এর মতো বড় বড় কোম্পানিগুলো, আর ই-স্কুটারের এই আসন্ন প্রতিযোগীতামূলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতেই Bird এর এই ম্যারাথন স্টাইলের ভ্যালুয়েশন টার্গেট রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। বর্তমানে Bird এর প্রতিযোগী সংস্থ হিসেবে রয়েছে Lime, যেটিও গত সপ্তাহে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ফান্ডিং পেয়ে তার ভ্যালুয়েশন ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌছে নিয়েছে।

৫) সাধারণ ট্যাক্সি ড্রাইভাদের জন্য সকল ডিজিটাল রাইডগুলোতে আলাদা ফি রাখার প্রস্তাব Uber সিইও এর।

নিউ ইর্য়ক টিউনে দেওয়া এক সাৎক্ষাকারে Uber সিইও Dara Khosrowshahi বলেছেন সাধারণ ট্যাক্সি ড্রাইভারদের সাহায্য করার জন্য সকল প্রকার ডিজিটাল রাইডগুলোতে একটি আলাদা ফি রাখা উচিত। উল্লেখ্য যে Uber সহ আরো কয়েকটি রাইড শেয়ারিং সার্ভিসের কারণে সাধারণ ট্যাক্সি ড্রাইভারদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। আর এই সমস্যার সমাধানের জন্য Uber সিইও এই কথাগুলো বলেন। তবে ফি এর পরিমাণ কতটুকু হবে এ ব্যাপারে তিনি কিছু বলেননি। এই ফিগুলো দিয়ে একটি ফান্ড করে সেটা ট্যাক্সি ড্রাইভারদের আর্থিক সমস্যার সমাধানে ব্যয় করার জন্য নিউ ইর্য়কের স্থানীয় সরকারের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

৬) E3 তে Nintendo

ভিডিও গেম ইন্ডাস্ট্রির সবথেকে বড় বাৎসরিক সম্মেলন হলো E3। আর এ বছরের E3 সম্মেলনে Nintendo ৩টি বড় এনাউন্সমেন্ট করেছেন তাদের প্লাটফর্মের দিক থেকে। সম্মেলনটিতে মাইক্রোসফট, সনির মতো বড় বড় কোম্পানি এবং ইউবিআই সফট, বেথেসডার মতো বড় বড় প্রকাশকদের নতুন নতুন কনসোল ও ভিডিও গেমের পাশাপাশি Nintendo ও তাদের কিছু  খবর এনাউন্সমেন্ট করেছে।  এদের মধ্যে প্রথমটি হলো Nintendo Switch কনসোলের জন্য এ বছরের ৭ ডিসেম্বরে আসতে যাচ্ছে "Super Smash Bros. Ultimate" ভিডিও গেমটি।  দ্বিতীয় এনাউন্সমেন্ট টিলো হলো Nintendo Switch কনসোলের জন্য এ বছরের ৫ অক্টোবরে আসতে যাচ্ছে "Mario Party" সিরিজের একটি নতুন ভিডিও গেম। আর তৃতীয় এনাউন্সমেন্টটি হলো যে Nintendo Switch এর জন্য অনেকগুলো নতুন গেম আসতে চলেছে যাদের মধ্যে রয়েছে Fortnite, Octopath Traveler, Hollow Knight, Daemon x Machina এবং আগামী বছর কনসোলটিতে Fifa 19, Wolfenstein II: The New Colossus, Dark Souls Remasterd, Dragon Ball FighterZ এর মতো বড় বড় ভিডিও গেমসগুলো আসতে যাচ্ছে

৭) শহরের বড় বড় কোম্পানির উপর নতুন ট্যাক্স অনুমোদনকে বাতিল করলো Seattle's সিটি কাউন্সিল

গত মঙ্গলবার Seattle শহরের সিটি কাউন্সির শহরের বড় বড় কোম্পানিগুলোর জন্য নতুন একটি ট্যাক্স ব্যবস্থার বাতিলের পক্ষে ভোট দিয়েছে। Head Tax নামে খ্যাত এই নতুন ট্যাক্সটির মাধ্যমে বড় বড় কোম্পানির সকল ফুল টাইম কর্মীর মাথাপিছু বাৎসরিক ২৭৫ মার্কিন ডলার ট্যাক্স দেবার নিয়ম ছিলো, এবং এই ট্যাক্সটি এ বছরের শেষের দিকে কার্যকর হবারও কথা ছিলো। কিন্তু আমাজন এই ট্যাক্সের বিরোধিতা করে এবং সিটি কাউন্সিলকে তাদের কন্সট্রাকশন টাওয়ারের কাজ বন্ধের হুমকির মাধ্যমে নতুন এই প্রস্তাবিত ট্যাক্সটিকে বাতিল করতে বাধ্য করলো। উল্লেখ্য যে শহরের অন্যতম বড় কোম্পানি হলো আমাজন, এবং আমাজনের সাথে আরো অনান্য বড় কোম্পানিগুলো এই নতুন প্রস্তাবিত ট্যাক্সের বিরোধিতা করে। তবে ট্যাক্সের বিরুদ্ধে আমাজনের পদক্ষেপটিই ছিলো বেশি জোড়ালো। আমাজন শহরে দুটি বড় টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ট্যাক্সের বিরোধিতা করে এবং এই নতুন ভোট পাস হবার পরেই একটি টাওয়ারের নির্মাণ কাজ আবারো শুরু করে।

৮) নতুন অটোমেটিক  এড দেখাবে Reddit

Reddit এর Web 1.0 লেআউটের নতুন রিডিজাইনে কোম্পানিটি নতুন এক ধরনের বিজ্ঞাপণ সিস্টেম আনতে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার Reddit এর এক ঘোষণায় জানা যায় এই নতুন নেটিভ ভিডিও এডগুলো অটোমেটিক্যালী in-stream য়ে চলে আসবে এবং সাউন্ড ছাড়াই বিজ্ঞাপনগুলো প্রচারিত হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞাপণ সিস্টেমকে কিনে নিয়েছে Nintendo, Netflix, Audi এর মতো বড় বড় কোম্পানি। উল্লেখ্য যে ফেসবুম এবং আমাজনের থেকেও বর্তমানে বেশি ট্রাফিক পাচ্ছে Reddit। এখানে রয়েছে ৩০০ মিলিয়নের মতো ইউজার এবং আমেরিকার সবথেকে বেশি ভিজিটকৃত সাইটগুলোর মধ্যে এটি রয়েছে ৩য় নাম্বারে।

৯) এখনো ঝুঁকির মধ্যে রয়েছে ZTE

সাধরণত আমেরিকার Senate Democrats এবং Republicans দল দুটি একত্রে কাজ করে না কিন্তু এবার তারা একত্রে হলে একটি চুক্তির বাতিলের পক্ষে কাজ করে যাচ্ছে যেটি চাইনিজ ফোনমেকার ZTE কে বাঁচিয়ে রেখেছে। এ মাসের শেষের দিকে ZTE এর বিপক্ষে আমেরিকায় একটি নতুন ডিফেন্স পলিসি বিল পাস হতে যাচ্ছে। আর সেটায় আরো প্রভিশন যোগ করার জন্য Senate Democrats এবং Republicans রা মিলে একটি চুক্তি বাতিল করতে চেষ্টা করছে। উল্লেখ্য যে চাইনিজ ফোনমেকার ZTE এবং Huawei এর বিরুদ্ধে আমেরিকায় চাইনিজ সরকারের গুপ্তচরের অভিযোগে বর্তমানে আমেরিকায় ZTE এবং Huawei কোম্পনিকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নতুন এই ডিফেন্স পলিসি বিল পাস হলে আমেরিকার সরকারি এজেন্সিগুলোকেও ZTE এবং Huawei এর সাথে কোন ধরনের টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ এবং সার্ভিস ট্রেডিংকে নিষিদ্ধ করা হবে। আর এই দুটি কোম্পানিকে লোন দেওয়াও নিষিদ্ধ করা হতে পারে এই নতুন বিলটিতে। এই ব্যাপারে White House এবং ZTE এর কেউই তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি।

১০) টুইটারে এডিট বাটন আনার অনুরোধ কিম কার্দাশিয়ানের

জনপ্রিয় সোশাল সাইট টুইটারে এখন পর্যন্ত কোনো টুইট এডিটিংয়ের অপশন নেই। আর টুইটার প্রতিষ্ঠার হবার পর থেকেই এর ব্যবহারকারীরা একটি এডিট বাটনের জন্য কোম্পনিকে আহবান জানিয়ে আসছিলো। টুইটারে কোনো টুইটে ভুল হলে সেটিকে এডিটিং করার কোনো অপশন আপনি পাবেন না, টুইটটিকে ডিলেট করে পুনরায় নতুন করে টুইট করতে হবে আপনাকে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। তিনি নিজে ব্যক্তিগত ভাবে টুইটারের সিইও Jack Dorsey কে কথোপকথনে টুইটগুলোকে একটি এডিট বাটন আনার জন্য অনুরোধ করেছেন এবং তিনি মনে করছেন যে শীঘ্রই টুইটারে একটি এডিটিং ফিচার আসতে চলেছে। উল্লেখ্য যে টুইটারে কিম কার্দাশিয়ানের ৬০.১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল খবর। নিয়মিত টেক বিশ্বের সকল খবরের আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। পবিত্র ঈদের আগে শেষ টেকবুমের পর্ব থেকে আমি হোষ্ট টিউনার গেমওয়ালা আপনাদের কাছ থেকে বিধায় নিচ্ছি। সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস