আজকের টেকবুম – ১৩ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবর নিয়ে টেকটিউনস এর নতুন আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা। আজ ১৩ জুন, ২০১৮, ২৯ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ; বুধবার। প্রতিবারের মতোই বিস্তারিত সংবাদে চলে যাবার আগে শিরোনাম গুলো দেখে নেই চলুন:

  • ১) ফেসবুকের ব্যাপারে স্মৃতিচারণ করলেন Oculus নির্মাতা Palmer Luckey
  • ২) আমেরিকায় ইন্টারনেট নিরপেক্ষতা আইন বাতিল। এবার ব্রডব্যান্ড প্রোভাইডাররা নিজেদের পছন্দমতো ইন্টারনেট সার্ভিসের স্পিড বাড়াতে কিংবা কমিয়ে নিতে পারবেন।
  • ৩) “চায়নার অ্যাপল” নামে খ্যাত Xiaomi এই মৌসুমে ১ বিলিয়ন মার্কিন ডলার লসে রয়েছে।
  • ৪) Uber এর সাথে চুক্তি সম্পন্ন করতে SoftBank কে ছয় মাস ধরে ঘুরতে হয়েছিলো; জানিয়েছেন কোম্পানির সিইও।
  • ৫) ২০১৭ সালে Uber এর স্ক্যান্ডালকে ঠিক করার কাজে দায়িত্বপ্রাপ্ত মার্কেটার এবার কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন।
  • ৬) একজন ইনভেস্টরের কাছে ক্ষমা চাইলেন ফেসবুকের পাবলিক পলিসি চিফ
  • ৭)  আইফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করলো অ্যাপল
  • ৮)  ফেসবুকের নতুন বিজ্ঞাপণ পলিসির উপর বিশ্বের পাবলিশারদের নিন্দা
  • ৯) আমেরিকার কনগ্রেসের ২০০০ প্রশ্নের জবাবে ফেসবুক ৪৫০ পেজের লিখিত জবাব দিয়েছে।
  • ১০) ইলন মাস্কের The Boring Company জনসাধারণের মাঝে flamethrowers বিক্রি শুরু করেছে।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম গুলো এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) ফেসবুকের ব্যাপারে স্মৃতিচারণ করলেন Oculus নির্মাতা Palmer Luckey

Wired কে দেওয়া এক সাৎক্ষাকারে Oculus নির্মাতা Palmer Luckey বলেছেন, ফেসবুকের সাথে কাজ সময় তিনি জীবনের একটি বড় শিক্ষা অর্জন করেছেন আর হলো “সবাইকে বিশ্বাস করার আগে দুবার ভাবতে হবে” এবং “কন্ট্রোল কে করছে সেটাও খেয়ালে রাখতে হবে”। উল্লেখ্য যে, Palmer Lucky কিশোর বয়সে ২০১২ সালে তার ঘরে বসে গেমারদের জন্য Virtual-reality system কে তৈরি করেছিলেন।  তারপর ফেসবুক সিইও এই VR সিস্টেমের সোশাল ভ্যালু বুঝার পর Palmer Luckey ২১ বছর বয়সের ফেসবুকের কাছে Oculus কে ২ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেন। এর তিন বছর তিনি ফেসবুক এবং Oculus থেকে কোনো বিস্তারিত কারণ ছাড়াই ছেড়ে চলে যান। অন্যদিকে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ এ ব্যাপারে বলেছেন যে Palmer Luckey কে বহিস্কার করা হয়নি। তিনি স্বেচ্ছায় কোম্পানি ছেড়ে চলে গিয়েছেন। Palmer Luckey বর্তমানে একটি ডিফেন্স টেক কোম্পানি Anduril তে কাজ করছেন।

২) আমেরিকায় ইন্টারনেট নিরপেক্ষতা আইন বাতিল।

আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনের ইন্টারনেট নিরপেক্ষতা আইন গত সোমবার অফিসিয়াল ভাবে বাতিল করা হয়েছে। এর মাধ্যমে এখন আমেরিকার ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রভাইডাররা তাদের ইচ্ছেমতো ইন্টারনেট সার্ভিসগুলোকে ব্লক এবং স্লো করে দিতে পারবেন এবং একই সাথে সার্ভিসগুলোকে ফাস্ট ল্যান তৈরি করে দিতে পারবেন। সোমবার আইনটি বাতিল হবার পর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলেছেন তারা কোনো ইন্টারনেট সাইটকে স্লো বা ব্লক করার কোনো পরিকল্পনা নেই তবে তারা এই ফাস্ট ল্যান তৈরি করার ইঙ্গিত দিয়েছেন। এই আইনটি বাতিলের মাধ্যমে আমেরিকায় ইন্টারনেট ফ্রিডম অর্ডার স্থাপিত হয়েছে বলে অনেকেই বলছেন।

৩) বিরাট লসের মুখে শাওমি।

“অ্যাপল অফ চায়না” খ্যাত শাওমি এই বছরের প্রথম মৌসুমে রেকর্ড সংখ্যা ১.০৯ বিলিয়ন মার্কিন ডলার লসের মুখে পড়েছে।  এছাড়াও কোম্পানিটি ২০১৭ সালে মোট ৪৩.৮৯ বিলিয়ন Yuan লসের মুখে পড়েছিলো। ২০১৮ সালের প্রথম মৌসুমে শাওমির বিশ্বব্যাপী জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোম্পানিটির স্মাটফোন শিপমেন্ট ৮৮% বেড়ে যাবার কারণে কোম্পানি নেট ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার লাভ তুলে নেয়। এদিকে এ বছরে কোম্পানিট হংকংয়ে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের IPO ছাড়ার কথা রয়েছে যা গত বছরের মধ্যে বিশ্বের সবথেকে বড় ইন্টারনাল পাবলিক অফারিং হতে যাচ্ছে।

৪) Uber এর সাথে চুক্তি সম্পন্ন করতে SoftBank কে ছয় মাস ধরে ঘুরতে হয়েছিলো

৮ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তির জন্য সফটব্যাংককে Uber এর কাছে ছয় মাস ধরে ঘুরতে হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সফটব্যাংকের ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ভিশন ফান্ডের চিফ এক্সিকিউটিভ Rajeev Misra কে ব্যক্তিগতভাবে ছয় মাস ধরে Uber বোর্ডের কাছে ঘুরতে হয়েছিলো বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে গত বছর Uber এবং SoftBank এর মধ্যে বড় ধরনের একটি চুক্তি সম্পন্ন হয়, যার মাধ্যমে Uber এর সবথেকে বড় একক শেয়ারহোল্ডার হিসেবে SoftBank নিজেকে নিয়ে এসেছে।

৫) Uber ছেড়ে চলে যাচ্ছেন Bozoma Saint John

Uber ব্রান্ডকে ফিক্স করার জন্য গত বছর কোম্পানি একজন মাকের্টিং এক্সপার্টকে নিয়োগ দিয়েছিলো; তিনি Bozoma Saint John এবং তিনি একজন সাবেক অ্যাপল মাকের্টিং এক্সিকিউটিভ ছিলেন। খবর এসেছে তিনি এ বছর Uber ছেড়ে চলে যাচ্ছেন। বিজনেস ইনসাইডার কে দেওয়া এক ইন্টারভিউতে Uber এই ব্যাপারটির সত্যতা নিশ্চিত করেছে। তিনি Uber ছেড়ে Endeavor এর CMO পদে যোগদান করবেন। Uber এর CEO Dara Khosrowshahi বলেছেন, কোম্পানির দুঃসময়ে Boz তার এনার্জি, ক্রিয়েটিভি এবং ট্যালেন্টের মাধ্যমে Uber কে টার্নওভার করেছেন; Endeavor খুবই ভাগ্যবান তারা তাকে পেতে যাচ্ছে এবং আমি তাকে নতুন পদে কাজ করার জন্য শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য যে Saint John তার ২০১৬ সালের আইফোন মেকার সম্মেলনের চমৎপ্রদ উপস্থাপনের জন্য পরিচিত। তিনি অ্যাপলের মিউজিক এবং মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন।

৬) একজন ইনভেস্টরের কাছে ক্ষমা চাইলেন ফেসবুকের পাবলিক পলিসি চিফ

যৌন বৈষম্যের বিষয়ে একজন ইনভেস্টরের কাছে ক্ষমা চেয়েছেন ফেসবুকের কমিউনিকেশন এবং পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট Elliot Schrage। গত মাসের ফেসবুকের শেয়ারহোল্ডার মিটিংয়ে এই ঘটনাটি ঘটে। Financial Times কে দেওয়া একটি রির্পোটে জানা যায় যে Arjuna Capital এর ম্যানেজিং পার্টনার Natasha Lamb গত মাসের ফেসবুক শেয়ারহোল্ডার মিটিংয়ে ফেসবুকের লিঙ্গ বৈষম্য, অনান্য স্ক্যান্ডার নিয়ে কথা বলার সময় তাকে "not nice" অখ্যায়িত করে তার বক্ত্যবকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে পরবর্তীতে ঘটনাটির ব্যাপারে Elliot Schrage তার বক্ত্যবের জন্য দুঃখ প্রকাশ করে Natasha Lamb কে কয়েকটি মিটিংয়ে বলেছেন যে ফেসবুক কর্তৃপক্ষ তার বক্ত্যবকে গুরুত্বের সহকারেই আমলে নিয়েছে। উল্লেখ্য যে Natasha Lamb এর সাথে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে কয়েকবার ফেসবুকের সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে।

৭)  আইফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করলো অ্যাপল

সর্বশেষ অ্যাপল অ্যাপ স্টোরের নীতিমালায় আইফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং চর্চাকে নিষিদ্ধ করেছে অ্যাপল। আইফোনের সফটওয়্যারগুলোকে অপ্রাসংঙ্গিত বিজ্ঞাপণ এবং অ্যাপ দিয়ে মাইনিং এর অভিযোগের ভিক্তিতে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও অ্যাপল অনেক কম ক্রিপ্টোকারেন্সি অ্যাপকে তাদের সার্ভারে চলার অনুমতি দিয়ে থাকতো কিন্তু এখন থেকে অ্যাপলের ডিভাইসগুলোকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলো কোম্পানিটি। আইফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হিডেন অ্যাপস ব্যবহার করা হতো, কিন্তু এগুলো আইফোনের জন্য ক্ষতিকর উল্লেখ করে এই কাজটি নিষিদ্ধ করে দিলো অ্যাপল। এখন থেকে কেউ অ্যাপল ডিভাইসে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করলে সেটা হবে একটি অবৈধ এবং বেআইনী। এছাড়াও  এই সকল ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো র্দীঘসময় ধরে চলানোর ফলে আইফোনের ব্যাটারীর উপর চাপ বেশি হবে এবং বেশি হিট হবার কারণে ব্যাটারী নস্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।

৮) ফেসবুকের এড পলিসির উপর গ্লোবাল পাবলিশারদের নিন্দা।

সম্প্রতি নিউজ আর্টিকেলের প্রোমোশনকে পলিটিক্যাল কনটেন্স হিসেবে ধরে নেওয়ার নতুন এড পলিসির উপর ফেসবুকের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করছে বিশ্বের প্রকাশকরা। বর্তশানে অনেকগুলো গ্লোবাল পাবলিশার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে এই পলিসি পরিবর্তন করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে গত সোমবার ১২০টি দেশের মিডিয়া পাবলিশার এবং ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সাতটি ট্রেড গ্রুপস মার্ক জুকারবার্গকে একটি অফিসিয়াল চিঠি দিয়েছেন। এই কোম্পানিরগুলো মধ্যে রয়েছে New York Times, BBC.com, 21st Century Fox সহ আরো বড় বড় প্রতিষ্ঠান।

নতুন রূলটির মোতাবেক ফেসবুকের কোনো পলিটিক্যাল কনটেন্ট যেমন পলিটিক্যাল নিউজ আর্টিকেলগুলোকে একটি আকার্ইভে উঠিয়ে রাখা হবে যেখানে কনটেন্টটি প্রচারের জন্য ফেসবুককে কে অর্থ প্রদান করেছেন সেটা এবং কনটেন্টটি কারা কারা দেখেছেন সেটা উল্লেখ্য থাকবে এবং এটি পরবর্তী ৭ বছর পর্যন্ত আকার্ইভে সংরক্ষিত থাকবে। ইতিমধ্যেই এই রুলটি আমেরিকায় চালু করেছে ফেসবুক এবং শীঘ্রই বিশ্বব্যাপী এই রূলটি চালু করতে যাচ্ছে সোশাল জায়ান্ট কোম্পানিটি।

৯) আমেরিকার কনগ্রেসের ২০০০ প্রশ্নের ৪৫০ পেজের লিখিত জবাব দিয়েছে ফেসবুক।

ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ গত  এপ্রিলে কনগ্রেসের সামনে টেস্টিফাই করার সময় অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। প্রায় ১০ ঘন্টার এই টেস্টিমনিতে মার্ক জুকারবার্গ কে প্রায় ২ হাজারের মতো প্রশ্ন করা হয়েছিলো। গত সোমবার কনগ্রেস এই প্রশ্ন উত্তরের লিখিত ডকুমেন্ট প্রকাশ করেছে; সেখান থেকে এই তথ্যগুলো জানা যায়। ফেসবুক বলেছে টেস্টমনির আগ থেকে শেষ হওয়া পর্যন্ত তারা প্রায় ২০০০ এর বেশি প্রশ্ন পেয়েছে। প্রশ্নগুলো ফেসবুকের এক্টিভিটিস, শ্যাডো প্রোফাইলের উপর ফেসবুকের নিয়ন্ত্রণ এবং ডাটা লিকের উপর কোম্পানির দায়িত্বের উপর করা হয়েছে বলে জানা গিয়েছে। এসকল প্রশ্নের লিখিত জবাবটি প্রায় সাড়ে চারশ (৪৫০) পাতার একটি রির্পোটে ফেসবুক কনগ্রেস টিমকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

১০) ইলন মাস্কের Flamethrowers এর অপব্যবহার শুরু।

ইলন মাস্কের Boring Company তাদের ৫০০ মার্কিন ডলার মূল্যের Flamethrower বাজারজাতকরণ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই এক হাজার মানুষের হাতে পৌছে গেছে এই ডিভাইসটি এবং এরমধ্যে ডিভাইসটির অপব্যবহারও শুরু হয়ে গিয়েছে। আইনী বাধ্যবাধকতার কারণে ডিভাইসটির নাম দেওয়া হয়েছে Not-a-Flamethrower। সোশাল মিডিয়াতে ডিভাইসটি দিয়ে আগুণে পুড়িয়ে দেবার দৃশ্য ধারণ করে ছড়িয়ে দিচ্ছে এর ব্যবহারকারীরা। উল্লেখ্য যে এ পর্যন্ত ২০০০০ পিস Flamethrower বিক্রি করা হলেও গত শনিবার আনুষ্ঠানিক ভাবে কোম্পানিটি ১০০০টি Flamethrower ডিস্ট্রিবিউট করে। ইলন মাস্ক বলেছেন আগুনে পুড়িয়ে খাবার বানানোর আর চুলার প্রয়োজন হবে না, এখন থেকে বারবিকিউ এবং অনান্য মজাদার খাবার এই ডিভাইসটির মাধ্যমেই তৈরি করতে পারবে মানুষ। তবে দেখা যাচ্ছে যে ডিভাইসটির ব্যবহারের থেকে অপব্যবহারই বেশি হচ্ছে।

এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সকল খবরের আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। এই বলে আমি টিউনার গেমওয়ালা বিধায় নিচ্ছি। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস