আজকের টেকবুম – ১২ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ খবর নিয়ে টেকটিউনস এর নতুন আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা। আজ ১২ জুন, ২০১৮, ২৮ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ; মঙ্গলবার। প্রতিবারের মতোই বিস্তারিত সংবাদে চলে যাবার আগে শিরোনাম গুলো দেখে নেই চলুন:

  • ১) নতুন একটি ভিডিও গেম স্ট্রিমিং সার্ভিস তৈরি করছে মাইক্রোসফট যেটি এক্সবক্স, কম্পিউটার এবং স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এছাড়াও এই সার্ভিসকে বুষ্ট করার জন্য কয়েকটি স্টুডিওকেও কিনে নিয়েছে কোম্পানিটি।
  • ২) প্রচুর পরিমাণের কর্মী ছেড়ে চলে যাওয়ার কারণে BT হয়তো কোম্পানি সেলের দিকে ঝুঁকে পড়ছে।
  • ৩) টেসলার গাড়ি দুর্ঘটনার রির্পোট প্রকাশ; যা কোম্পানির সেমি-অটোমেটিক সিস্টেম এবং ড্রাইবারের একশন সম্পর্কে নতুন প্রশ্ন সৃষ্টি করছে।
  • ৪)  কিছু কোম্পানিকে ফেসবুক তাদের ইউজার ফ্রেন্ডলিস্টের ব্যাপারে স্পেশাল একসেস দেওয়ার ব্যাপারে কথা উঠছে।
  • ৫) গুগল পিক্সেল ৩ এক্সএল এর ফিচারযুক্ত কিছু ছবি লিক হয়েছে।
  • ৬) চীনে আমাজনের ফ্যাক্টরিতে চাইনিজ কর্মী আইন ভঙ্গের অভিযোগ উঠেছে, প্রায় ৩ গুণ বেশি কাজ করানোর প্রমাণ পাওয়া গিয়েছে।
  • ৭) ইলন মাস্ক এর ভাষ্যমতে এই আগষ্টে আসতে যাচ্ছে টেসলার কিছু ফুল সেলফ-ড্রাইভিং ফিচার
  • ৮) Uber এবং Lyft দুটি কোম্পনিই ইলেক্ট্রিক স্কুটারের দিকে চলে আসার পরিকল্পনা করছে
  • ৯) ইউএস নেভি প্রজেক্টের প্রায় ৬১২ গিগাবাইট তথ্য চুরি করে নিয়েছে চাইনিজ হ্যাকাররা!
  • ১০) কোম্পানির রোবটদের উপর “শারিরিক” অত্যাচারের কথা ফাঁস করলেন ডেলিভারী রোবট কোম্পানি Starship এর কোফাউন্ডার।

এতক্ষণ দেখে নিলেন শিরোনামগুলো, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) নতুন একটি ভিডিও গেম স্ট্রিমিং সার্ভিস তৈরি করছে মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নতুন এক্সবক্স কনসোল এবং মাল্টি-ডিভাইস গেম স্ট্রিমিং সার্ভিসের নির্মাণের কাজ চলছে বলে কনফার্ম করেছে। গত মার্চ মাস থেকেই মাইক্রোসফট তাদের নিজস্ব ক্লাউড ভিক্তিক গেম স্ট্রিমিং নিয়ে কথাবর্তা বলে আসছিলো, গত রবিরার এ বছরের E3 সম্মেলনে অফিসিয়াল ভাবে এটিকে কনফার্ম করে তারা। এছাড়াও সম্মেলনে পরবর্তী প্রজন্মের এক্সবক্স কনসোল নির্মাণের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এছাড়াও সনির সাথে প্রতিযোগীয় টিকে থাকার জন্য মাইক্রোসফট আরো চারটি স্টুডিওকে কিনে নিয়েছে বলেও সম্মেলন থেকে জানা গিয়েছে।  এই সার্ভিসের মাধ্যমে যেকোনো ডিভাইসে গেমিং কনসোল কোয়ালিটির গেমিং এর স্বাদ উপভোগ করা যাবে।

২) বিক্রির দিকে ঝুঁকে পড়ছে ব্রিটিশ টেলিকম

সম্প্রতি প্রায় ১৩০০০ কর্মীর লেঅফের কারণে ব্রিটিশ টেলিকম বা BT তাদের কোম্পানিটি বিক্রি করে দেবার ব্যাপারে গুজব উঠেছে। কোম্পানিটি গত ১১ মে, ২০১৮ তে ১৩, ০০০ কর্মীর লেঅফের কথা ঘোষণা করে। এছাড়াও কোম্পানির সিইও Gavin Patterson ও এ বছরের শেষের দিকে কোম্পানি ছেড়ে চলে যাবেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আরো গুজব উঠেছে যে কোম্পানিটি Deutsche Telekom এর সাথে একপ্রকারের লেনদেনের ব্যাপারে কভার করার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য যে BT কোম্পানির উপর বিভিন্ন টেকনিক্যাল ঋণের বোঝা রয়েছে এবং এর ইন্টারনাল ডাটাবেজ প্রায় এক যুগের মতো পুরোনো।

৩) টেসলার গাড়ি দুর্ঘটনার রির্পোট প্রকাশ

টেসলার কোম্পানির মডেল এক্স  আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এ বছরের  ২৩ মার্চে একটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনারটির রির্পোট কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে টেসলার সেমি-অটোমেটিক ড্রাইভিং সিস্টেম এবং গাড়িটির ড্রাইভারের বিপক্ষে নতুন করে প্রশ্ন উঠছে। সেমি-অটোমেটিক ড্রাইভিং সিস্টেমে গাড়িটি প্রায় ঘন্টাপ্রতি ৭১ মাইল স্পিডে গত মার্চে হাইওয়ের ব্যারিয়ারের সাথে দুঘর্টনটার শিকার হয়। গত বৃহৎস্পতিবার আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের একটি রির্পোটে টেসলার সেমি-অটোমেটিক ড্রাইভিং সিস্টেমটির উপর নতুন করে সন্দেহ উঠছে। রির্পোটে জানা যায় দুঘর্টনার শেষ মিনিটে গাড়িটির স্টেয়ারিং হুইলে ড্রাইভারের হাত মাত্র ৩৪ সেকেন্ড ধরে ছিলো এবং ড্রাইভারটি গাড়িটিতে ৭৫ mph গতিতে চালানোর জন্য প্রোগ্রাম করে রাখেন। বেশ কয়েক মাস ধরেই টেসলার সেমি-অটোমেটিক ড্রাইভিং সিস্টেমটির উপর অনেকেই প্রশ্ন তুলছেন আর এই রির্পোটি সেখানে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে। উল্লেখ্য যে গত ১৮ মার্চে টেস্ট ড্রাইভিংয়ের সময় অটোড্রাইভিং টেসলা গাড়ি একজন পথচারীকে দুর্ঘটনায় নিহত করে ফেলে এবং ২৩ মার্চের দুর্ঘটনায় একজন অ্যাপল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

৪) ফেসবুকের বিরুদ্ধে আবারো স্পেশাল ডাটা শেয়ারিং এর অভিযোগ

ফেসবুকের বিরুদ্ধে আবারো ডাটা শেয়ারিং এর অভিযোগ উঠেছে। এবার ফেসবুকের বিরুদ্ধে কাস্টমাইজ ডাটা শেয়ারিং এর কথা উঠেছে। ২০১৫ সাল পর্যন্ত কিছু কিছু কোম্পানির সাথে ফেসবুকের এই স্পেশাল ডাটা শেয়ারিং চুক্তিটি বহাল ছিলো বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি কোর্টে ফেসবুক কর্তৃপক্ষ এইসকল ডিল বর্তমানে বন্ধ রয়েছে বলে জানিয়েছে। এই স্পেশাল ডাটা শেয়ারকে ফেসবুকের ভাষায় “whitelists” বলে আখ্যায়িত করা হতো। আর এই চুক্তির আওতায় কোম্পানিগুলো ফেসবুকের ইউজারদের ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডদের ফোন নাম্বার, ইউজারের সাথে ফ্রেন্ডের সম্পর্ক ইত্যাদি গোপনীয় তথ্যকে শেয়ার করা হতো। এই whitelist এর আওয়ায় Royal Bank of Canada এবং Nissan Motor Co এর মতো বড় বড় কোম্পানিও রয়েছে বলে জানা গিয়েছে।

৫) গুগল পিক্সেল ৩এক্সএল এর নতুন ছবি ফাঁস।

গুগলের আপকামিং নতুন স্মার্টফোন গুগল পিক্সেল ৩এক্সএল এর নতুন ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। XDA-Developers ফোরামের একজন সিনিয়র মেম্বার এই ছবিগুলো ফাঁস করেন। নতুন এই ছবিগুলোতে দেখা যায় যে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচারটি থাকবে কিন্তু কোনো হেডফোন জ্যাক ডিভাইসে থাকছে না। এছাড়াও গুগলের এই আপকামিং ফ্ল্যাগশীপ ফোনটির ব্যাক পার্ট সম্পূর্ণ গ্লাসের হবে বলেও নিশ্চিত হওয়া গিয়েছে। গ্লাস ব্যাক পার্টের কারণে ডিভাইসটিতে ওয়্যারল্যাস চার্জিং ফিচারটি যুক্ত করা সম্ভব হবে। এই ফিচারটি গুগলের আগের পিক্সেল ডিভাইসগুলোতে ছিলো না। আবার একই সাথে গ্লাস ব্যাক পার্ট থাকলেই যে ডিভাইসে ওয়্যারল্যাস চার্জিং ফিচারটি থাকবে এমনটিও বলা যায় না। যেমন ওয়ানপ্লাস ৬ ডিভাইসের ব্যাক পার্ট গ্লাসের হলেও ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিং ফিচারটি নেই। এছাড়াও গুগল পিক্সেল ৩ এক্সএল ডিভাইসের পেছনের ক্যামেরায় একটি লেন্স থাকবে বলেও জানা গিয়েছে।

৬) চীনে আমাজনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ

চীনে আমাজনের ফ্যাক্টরিতে যে সকল চীনা কর্মী আমাজেনের জনপ্রিয় ইকো স্পিকার এবং Kindle e-reader তৈরি করেন তাদেরকে আমাজন মাত্রাতিরিক্ত কাজ করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি চীনের এক রির্পোটে জানা যায় যে কোম্পানিট চীনের শ্রম আইন ভঙ্গ করে শ্রমিকদেরকে ৩ গুন বেশি পরিমাণে কাজ করিয়ে নিচ্ছেন। China Labor Watch তদন্ত সংস্থাটি ৯ মাস ধরে চীনের Hengyang শহরে একটি ফ্যাক্টরির কর্মীদের উপর নজর রেখে এই তথ্যগুলো সংগ্রহ করেন। চীনের আইন মতে কোনো ফ্যাক্টরির কর্মীকে প্রতি মাসে ৩৬ ঘন্টার বেশি ওভারটাইম শ্রম দিতে বাধ্য করা যাবে না, কিন্তু তদন্ত সংস্থাটি উক্ত ফ্যাক্টরির কর্মীদের প্রতি মাসে প্রায় ১০০ ঘন্টার বেশি সময় ধরে কাজ করতে হয় বলে প্রমাণ পেয়েছেন। এছাড়াও যেকোনো অবস্থাতেই শিফট শুরু হবার ১০ মিনিট আগে ফ্যাক্টরিতে উপস্থিত হবার নিয়ম এবং অনেক কর্মীকেই একটানা ১৪ দিন পর্যন্ত কাজ করার অভিযোগে প্রমাণ পেয়েছে সংস্থাটি।  এ ব্যাপারে আমাজন তাদের অভ্যন্তরীণ তদন্ত টীম করে বিষয়টিকে সমাধানে চেষ্টা করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে আমাজনের বিরুদ্ধে আমেরিকাতেও শ্রমিকদের অতিরিক্ত পরিশ্রমের অভিযোগ রয়েছে।

৭) আগষ্টে আসতে যাচ্ছে টেসলার কিছু ফুল সেলফ-ড্রাইভিং ফিচার

টেসলার সেলফ ড্রাইভিং নিয়ে সম্প্রতি অনেক প্রশ্ন থাকলেও কোম্পানির সিইও ইলন মাস্ক গত রবিবারে টুইটারে এক টুইটে জানিয়েছেন এই আগষ্ট মাসেই টেসলার সেলফ-ড্রাইভিং ফিচারটি বাজারে আসতে শুরু করবে। একই সাথে এই সফটওয়্যারটির Version 9 সংস্করণটিও একই সাথে আসবে বলে তিনি জানিয়েছেন। তবে আগষ্টেই এই সেলফ-ড্রাইভিংয়ের সম্পূর্ণ ফিচারটি আসবে না। উল্লেখ্য যে অক্টোবর, ২০১৬ থেকে উৎপাদিত টেসলার সকল গাড়িতেই সেলফ ড্রাইভিংয়ের জন্য প্রয়োজনীয় সকল হার্ডওয়্যারই ইন্সটল করা রয়েছে। এছাড়াও যেসকল টেসলা গাড়িতে এই হার্ডওয়্যারগুলো নেই তাদেরকে ৮ হাজার মার্কিন ডলার ফি দিয়ে গাড়িতে এই হার্ডওয়্যারগুলোকে লাগিয়ে নিতে হবে।

৮) ইলেক্ট্রিক স্কুটার সার্ভিসে Uber এবং Lyft এর আগ্রহ

জনপ্রিয় Uber এবং Lyft সম্প্রতি তাদের ইলেক্ট্রিক স্কুটার সার্ভিসের ব্যাপারে অফিসিয়াল ভাবে কনর্ফাম করেছে। ইতিমধ্যেই স্যান ফ্রান্সিস্কো শহরে ই-স্কুটারের লাইসেন্সের ব্যাপারে Uber আবেদন করে রেখেছে। ঊবার তাদের কেনা নতুন কোম্পানি Jump এর বাইকগুলোর সাথে এই ই-স্কুটারগুলো যুক্ত করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে Lyft কোম্পানিটিও স্যান ফ্রান্সিস্কো শহরে ই-স্কুটার পরিচালানার লাইসেন্স এর জন্য আবেদন করেছে। তবে তাদের বর্তমানের কোনো স্কুটার বা বাইক অপারেশন নেই; lyft কোম্পানিটি এই ঘাঁটতি পূরণের জন্য বাইক শেয়ারিং কোম্পানি Motivate কে কিনে নেওয়া ব্যাপারে আলাপ চলমান রেখেছে। উল্লেখ্য যে স্যান ফ্রান্সিস্কো মিউনিসিপাল ট্রান্সপোর্টেশন এজেন্সি বলেছেন শহরে ৫টি কোম্পানিকে এই ই-স্কুটার চালানোর লাইসেন্স দেওয়া হবে, Uber এবং Lyft সাথে আরো ১০টি কোম্পানি ই-স্কুটারের লাইসেন্সের জন্য আবেদন করেছে, এদের মধ্যে রয়েছে Bird, Spin, Lime এবং Scoot।

৯) চাইনিজ হ্যাকারদের কবলে আমেরিকান নেভি

সম্প্রতি দ্যা ওয়াশিংটন এর একটি টিউনে জানা গিয়েছে যে, আমেরিকার নেভির একজন কনট্রাকটরের কম্পিউটারগুলোতে চাইনিজ হ্যাকারা হ্যাকিং করে একটি গোপন প্রজেক্টের প্রায় ৬১৪ গিগাবাইট তথ্য চুরি করে নিয়েছে। হ্যাকিংটি এ বছরের জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত চলেছে বলে জানিয়েছেন নেভি কর্তৃপক্ষ। হ্যাকিং শিকার ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি তবে তার সাথে ইউএস নেভি তাদের research, development, test এবং evaluation, engineering ও fleet support বিষয়ে বিভিন্ন টেস্টিং করতো। হ্যাকাররা তার কাছ থেকে "Sea Dragon" নামের একটি সিক্রেট প্রজেক্টের প্রায় ৬১৪ গিগাবাইট ডাটা চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে চীনের বিরুদ্ধে আমেরিকার সাইবার হামলার অভিযোগ অনেকদিন ধরেই চলমান রয়েছে।

১০) রোবটের উপর মানুষের অত্যাচার

স্টারশীপ টেকনোলজির কো-ফাউন্ডার Ahti Heinla সম্প্রতি এক ইন্টারভিউতে জানিয়েছে যে আমেরিকার মানুষ মাঝেমধ্যেই তাদের ফুড ডেভিভারী রোবটদের উপর লাথি মেরে থাকে।  তিনি আরো বলেন যে এই সকল হামলা কোনো ক্ষতির উদ্দেশ্যে করা না হলেও ভবিষ্যৎতে মানুষ রোবটদের সাথে কি রূপ আচরণ করতে পারে সে ব্যাপারে এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে স্টারশীপ টেকনোলজি। এটি ২২ ইঞ্চির ফুড ডেলিভারী রোবট তৈরি করে থাকে যেগুলো 4mph গতিতে মানুষদের কাছে খাদ্য ডেলিভারী দিয়ে থাকে। রোবটের সাহায্যে প্রতিদিনের জীবনকে সহজ করে তোলাই কোম্পানিটির লক্ষ্য। কোম্পানিটির কো ফাউন্ডার আরো বলেছেন যে অধিকাংশ লোকই কোম্পানির রোবটকে পছন্দ করে থাকেন, কিন্তু অল্প সংখ্যক লোক রয়েছেন তারা রোবটিক ব্যাপারটিকে ভালো চোখে দেখেন না।

এই ছিলো আজকের টেকবুমের সকল নিউজ। নিয়মিত টেক বিশ্বের সকল খবর জানতে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস এ। ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস