আজকের টেকবুম – ০৯ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো! কেমন আছেন? আরেকটি নতুন দিনের শুরু এবং টেকবুমের আরেকটি নতুন টিউন নিয়ে আমি চলে এলাম টেকটিউনস এ। টেকনোলজি বিশ্বের প্রতিদিনের ঘটে যাওয়া লেটেস্ট খবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ ৯ জুন, ২০১৮, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ শনিবার। চলুন বিস্তারিত খবরে চলে যাবার আগে শিরোনামগুলো সংক্ষেপে দেখে নেই:

  • ১) একটি ফেসবুকের বাগের জন্য প্রায় ১৪ মিলিয়ন ইউজার টিউন public সেটিংসয়ে চলে গিয়েছে। পোষ্টগুলো প্রাইভেট সেটিংসয়ে দেওয়া থাকলেও বাগের জন্য সেগুলো পাবলিক্যালি উন্মুক্ত হয়ে পড়ে।
  • ২) আর্টেফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার নিয়ে নিজেদের কতগুলো নিয়মনীতি প্রকাশ করলো গুগল।
  • ৩) চাইনিজ ফোন মেকার Huawei সাথে গুগলের পার্টনারশীপকে এবার আমেরিকার কনগ্রেস তদন্তে নিয়েছে।
  • ৪) অ্যান্ড্রয়েড এর উপর ইউরোপ থেকে সামনের মাসে বিলিয়ন ইউরোর জরিমানার সম্মুখিত হতে পারে গুগল।
  • ৫) নিউজ এবং বিজ্ঞাপণ নিয়ে গবেষণার জন্য নতুন কর্মী খুঁজছে ফেসবুক।
  • ৬) অভ্যন্তরীণ ঝামেলা থাকার পরেও মিলিটারী প্রজেক্ট "Project Maven" এর সাথে থাকবে গুগল।
  • ৭) প্রথম টেক কোম্পানি হিসেবে প্রিমিয়ার লীগ গেমস দেখানোর লাইসেন্স পেলো আমাজন
  • ৮) গত বৃহৎস্পতিবারে Google Pixel 3XL এর কিছু ছবি লিক হয়েছে।
  • ৯) বিশ্বের সর্ববৃহৎ বিটকয়েন মাইনিং চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান Bitmain Technologies পাবলিকে চলে যাবার পরিকল্পনা করছে।
  • ১০)  ডেলিভারী রোবট কোম্পনি Starship Technologies তাদের নতুন সিইও হিসেবে একজন সাবেক Airbnb এক্সিকিউটিবকে নিয়োগ দিয়েছে।

এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) ফেসবুকের বাগ!

বৃহস্পতিবার ফেসবুক এনাউন্স করে যে তারা একটি সফটওয়্যার বাগ খুঁজে পেয়েছে যার মাধ্যমে অনেকগুলো "friends" প্রাইভেসির স্ট্যাটাস আপডেট "public" প্রাইভেসিতে চলে গিয়েছে। এই বাগটি ১৮ মে থেকে ২৭ মে পর্যন্ত প্রায় ১৪ মিলিয়ন একাউন্টকে প্রভাবিত করেছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি অটো প্রাইভেসি চেঞ্জ এর রিভিউ এবং নোটিশ আসায় ফেসবুক কর্তৃপক্ষ তদন্তে গেলে এই বাগটি ধরা পড়ে। তবে বর্তমানে বাগটিকে সম্পূর্ণ রূপে ফিক্সড করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যারা যারা এই বাগের শিকার হয়েছে তাদেরকে ফেসবুক থেকে টিউন রিভিউ করার নোটিফিকেশন পাঠানো হয়েছে।

২) AI টেকনোলজি নিয়ে গুগলের নতুন নীতিমালা

AI টেকনোলজি কিভাবে ব্যবহার করা হবে সেটার উপর নতুন নীতিমালা প্রকাশ করেছে গুগল। AI টেকনোলজিকে সামাজিক উন্নতি, সুরক্ষা কাজের ব্যবহার করা সহ একে যাতে বেআইনী ও অপরাধমূলক কাজে ব্যবহার করা না হয় তাই ৭টি নীতিমালা প্রণয়ন করেছে গুগল। সম্প্রতি মিলিটারী খাতের জন্য AI টুলস নির্মাণ নিয়ে গুগলের অভ্যন্তরীণ দ্বন্ধের রেসপন্স হিসেবে এই নীতিমালা প্রণয়ন করলো গুগল। এছাড়াও মিলিটারী খাতে গুগল আর AI সার্পোট দিবে না কিন্তু মিলিটারী প্রজেক্টের সাথেই থাকলে গুগল বলে জানা গিয়েছে।

৩) কনগ্রেসের আইনী চোখে এবার গুগল।

সম্প্রতি ফেসবুকের সাথে Huawei এর চুক্তিকে তদন্তে নিয়ে আমেরিকান কনগ্রেস এবার গুগলের সাথে Huawei এর চুক্তিকে তদন্তে নিয়েছেন। উল্লেখ্য যে আমেরিকার সরকারের সাথে চায়নিজ টেলিকম জায়ান্ট Huawei এর Digital Cold War চলছে। Huawei স্মার্টফোনগুলোতে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এর ব্যবহার নিয়ে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও গুগলের ডাটা চুক্তিও তদন্তের নজরে থাকবে। অন্যদিকে ফেসবুক বলেছে এই সপ্তাহের মধ্যেই তারা Huawei এর সাথে সকল চুক্তিকে বাতিল করে দিবে।

৪) গুগলকে বিশাল পরিমাণ অর্থ জরিমানা করা হতে পারে।

Antitrust মামলায় গুগলকে আবারো বিশাল পরিমাণ অর্থ জরিমানা করতে পারে ইউরোপিয় ইউনিয়ন। গুগলের বিরুদ্ধে স্মার্টফোন মেকারদের স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল সার্ভিস বাধ্যতামূলক ভাবে ইন্সটল করার অভিযোগ রয়েছে। আগামী জুলাই মাসে ইউরোপিয়ন Competition Commissioner Margrethe Vestager আদালতে তার সিদ্ধান্ত জানাবেন এবং ধারণা করা হচ্ছে যে গুগলকে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হতে পারে।

৫) নিউজ এবং বিজ্ঞাপণ নিয়ে গবেষণার জন্য নতুন কর্মী খুঁজছে ফেসবুক।

ফেসবুক তাদের সাইটে news credibility specialists পদে নতুন লোক খুঁজছে। এই স্পেশালিস্টদের দিয়ে ক্রেডিবল নিউজ অর্গানাইজেশন তালিকা করে সাইটের ভবিষ্যৎতের নতুন ফিচারগুলোকে এগুলো কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে ফেসবুকের। ফেসবুক বর্তমানে দুইজন “news credibility specialists" পদে লোক খুঁজছে যাদের মধ্যে একজনকে অবশ্যই স্প্যানিশ ভাষায় দক্ষভাবে স্পিক, রিড এবং রাইটিং জানতে হবে। এই কাজগুলোকে চুক্তিভিক্তিক ভাবে সাজানো হয়েছে তবে তাদের অফিস ফেসবুকের হেডকোয়াটারেই বসানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে ফেসবুক থেকে ভূয়া নিউজ এবং গুজবগুলোকে নিয়ন্ত্রণে আনতেই ফেসবুক এই নতুন পদক্ষেপ হাতে নিয়েছে।

৬) মিলিটারী প্রকল্প "Project Maven" এর সাথে থাকবে গুগল।

ড্রোন সার্ভেলেন্স এর কাজে মিলিটারীকে সহায়তা করার জন্য গুগলের সাথে Pentagon এর যে চুক্তিটি হয় সেটা পূর্ণবহাল থাকবে। তবে গুগলের ক্লাউড চিফ Diane Greene বলেছেন গত বছর থেকে Project Maven এর সাথে ছিলো গুগল যা প্রজেক্টটি সম্পূর্ণ হওয়া আগ পর্যন্ত থাকবে; কিন্তু গুগল আর AI নিয়ে কোনো রকমের সাহায্য করবে না। উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহ ধরে মিলিটারীদের আর্টেফিসিয়াল ইন্টেলিজেন্সযুক্ত ড্রোন নির্মাণে গুগল সাহায্য করার অভিযোগে খোদ গুগলের অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা গুগলের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। ইতিমধ্যেই গুগল তার AI টেকনোলজির ব্যবহার নিয়ে ৭টি নীতিমালা প্রণয়ন করেছে। এবং এখন থেকে গুগল তার নতুন নীতিমালার ভিক্তিতেই "Project Maven" চুক্তিটি পরিপূর্ণ করবে।

৭) প্রিমিয়ার লিগ গেমস দেখানোর লাইসেন্স পেলো আমাজন।

বিশ্বের প্রথম টেক কোম্পানি হিসেবে প্রিমিয়ার লিগ গেমস লাইভস্ট্রিম করার লাইসেন্স পেলো আমাজন। আগস্ট ২০১৯ থেকে তিন বছরের জন্য প্রতি মৌসুমে ২০টি করে খেলা লাইভস্ট্রিম করতে পারবে আমাজন। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে সেটা প্রকাশ করা হয় নি। এই সমস্ত চুক্তি ছাড়াও মৌসুমের সকল গেমের হাইলাইটস দেখানোর লাইসেন্স পেয়েছে আমাজন। আমাজন প্রাইম ব্যবহারকারীরা এই প্রিমিয়ার লিগ গেমসগুলো লাইভস্ট্রিম এবং হাইলাইটসগুলোকে দেখতে পারবেন বলে জানা গিয়েছে।

৮) Google Pixel 3XL এর ছবি লিক হয়েছে।

গত বৃহস্পতিবার একটি স্মার্টফোনের কিছু ছবি লিক হয়েছে আর ধারণা করা হচ্ছে এটি গুগল এর আপকামিং স্মার্টফোন Pixel 3XL এর। আর গুজব রয়েছে যে আইফোন এক্স এর ডিজাইনের Notch ফিচারটি এই স্মার্টফোনে থাকবে। এছাড়াও ডিভাইসটিতে থাকবে nearly edge-to-edge স্ক্রিণ এবং chin bezel।  অন্যদিকে আরেকটি সংস্করণ Google Pixel 3 ডিভাইসে কোনো Notch থাকবে না এবং সেটি গুগল পিক্সেল ২ এর ডিজাইনের মতোই হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে গুগল পিক্সেল ৩এক্সএল ডিভাইসে ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকবে বলেও সুত্রে জানা গিয়েছে।

৯) Bitmain Technologies পাবলিকে চলে যাবার পরিকল্পনা করছে।

বিশ্বের সর্ববৃহৎ বিটকয়েন মাইনিং চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান Bitmain Technologies পাবলিকে চলে যাবার পরিকল্পনা করছে। কোম্পানিটি পরিচালনা করছেন cryptocurrency billionaire Jihan Wu; ৫ বছর আগে প্রতিষ্ঠা লাভের পর থেকেই  কোম্পানিটি বিটকয়েন মাইনিং ইন্ডাস্ট্রিতে একটি গ্লোবাল ফোর্স হিসেবে নিজের পরিচয় ধরে রেখেছে। উল্লেখ্য যে, ২০১৭ সালে Bitmain Technologies ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের লাভ আয় করে নেয় এবং এখন কোম্পানিটি পাবলিক অফারিং এর কথা পরিকল্পনা করছে।

১০) Starship Technologies তাদের নতুন সিইও হিসেবে সাবেক Airbnb এক্সিকিউটিবকে নিয়োগ দিয়েছে।

রোবট ডেলিভারী কোম্পানি Starship Technologies তাদের কোম্পানির নতুন CEO হিসেবে সাবেক Airbnb কর্মকর্তা Lex Bayer কে নিয়োগ দিয়েছে। লন্ডন ভিক্তিক কোম্পানিটি এছাড়াও বর্তমান ইনভেস্টরদের কাছ থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইস করেছে। এই অর্থ দিয়ে ডেলিভারী রোবটের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন কোম্পানিটর CTO Ahti Heinla।  ২০১৪ সালে স্কাইপ কো ফাউন্ডারদের দ্বারা কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।

এই ছিলো আজকের টেকবুমের আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সব গুরুর্ত্বপূণ খবর জানতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা বিধায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস