শুভ সকাল! টেকনোলজি বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নিয়োমিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ ৮ মে, ২০১৮, ২৪ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ; শুক্রবার। বরাবরের মতো বিস্তারিত শিরোনামে যাবার আগের চলুন দেখে নেই শিরোনামে কি কি খবর রয়েছে:
এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
সমুদ্রের তলদেশ দেশে ইন্টারনেট সার্ভিস প্রদানের এক অদ্ভুত আইডিয়াকে বাস্তবায়নের জন্য মাইক্রোসফট সম্প্রতি স্কটল্যান্ড সমুদ্র অংশে একটি ডাটা সেন্টার স্থাপণ করছে। ডাটা সেন্টারটিকে সমুদ্রের একদম তলদেশে একটি এক্সপেরিমেন্টাল ইফোর্ড হিসেবে দেখছে মাইক্রোসফট। ডাটা সেন্টারটি বর্তমানে সমুদ্র পৃষ্ঠের ১১৭ ফিট নিচে রয়েছে আর Okrney থেকে একটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ডাটা সেন্টারটির পাওয়ার দেওয়া হচ্ছে। এটি মাইক্রোসফটের Project Natick Moonshot এর একটি অংশ হিসেবে টেস্টিং করা হচ্ছে বলে জানা গিয়েছে। টেস্টিং প্রক্রিয়াটি সফল হলে মাইক্রোসফট সমুদ্র তীরবর্তী এরিয়াগুলোতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে।
গুগলে কো ফাউন্ডার ল্যারি পেইজের রহস্যজনক "flying car" কোম্পানিটি গত বুধবার নতুন একটি আপডেট নিয়ে এসেছে। The Flyer নামের উড়ন্ত গাড়িটি গত বছর উন্মোচন করা হলেও এখন পর্যন্ত গাড়িটিতে কেউ চড়তে পারেনি। কিন্তু গত বুধবার The Flyer গাড়িতে একজন CNN রিপোটার টেস্ট ড্রাইভার হিসেবে গাড়িটির টেস্ট ড্রাইভিং কার্যক্রমটি উদ্বোধন করেন। Kitty Hawk ফ্লায়ি কার কোম্পানির The Flyer নামের উড়ন্ত গাড়িটিতে এখন থেকে টেস্ট ড্রাইভ এবং প্রিঅর্ডার কার্যাবলি শুরু হয়েছে। যারা যারা প্রিঅর্ডার করতে চান শুধুমাত্র তারাই গাড়িটির টেস্ট ড্রাইভিং করতে পারবেন। কোম্পানিটি এই টেস্ট ড্রাইভের মাধ্যমে গাড়িটির বিভিন্ন দুর্বল দিকগুলো খুঁজে বের করার প্রচেষ্ঠা করবে বলে জানা গিয়েছে। সেইফটির কারণে গাড়িটি বর্তমানে শুধুমাত্র পানির উপরেই টেস্ট ড্রাইভিং করা যাবে।
আমেরিকার হাউসহোল্ড সেক্টরের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Fiderlity। কোম্পানিটি সম্প্রতি একটি ডিজিটাল এসেট এক্সচেঞ্জ নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে। একটি ইন্টারনাল জব এডে এই সকল তথ্য জানা যায়। এই উদ্যোগ সফল হলে কোনো ওয়াল স্ট্রিট ফার্মের ডিজিটাল এসেটের মার্কেটে এই প্রথম কোনো বড় প্রবেশ হতে যাচ্ছে। বর্তমানে Fiderlity কোম্পানির ভ্যালু রয়েছে ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই কোম্পানিটি বিটকয়েনের মাধ্যমে কিছু কিছু ক্লায়েন্টকে cryto holdings এর সুবিধা দিচ্ছে। কিন্তু খবর পাওয়া গিয়েছে যে কোম্পানি তাদের নিজস্ব ডিজিটাল এসেট এক্সচেঞ্জ নির্মাণের জন্য উপযুক্ত ট্যালেন্ট খুঁজছে। উল্লেখ্য যে, প্রায় এক বছর ধরেই Fiderlity প্রতিষ্ঠার তাদের নিজস্ব ডিজিটাল এসেট এক্সচেঞ্জ নির্মাণের জন্য পরিকল্পনা করে আসছে।
৩৯৯ মার্কিন ডলার মূল্যের Sonos Beam নামের নতুন একটি স্পিকার এনাউন্স করলো Sonos। এটি বর্তমানে আমজন এলেক্সার দ্বারা পরিচালিত হচ্ছে এবং পরবর্তীতে অ্যাপল Siri কে এতে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। এই হোম থিয়েটার সাউন্ডবারে পরবর্তীতে গুগল এসিসটেন্টও যুক্ত করা হবে জানিয়েছে কোম্পানিটি। পণ্যটির প্রিঅর্ডার গতকাল থেকে শুরু হয়েছে এবং এর মূল্য রাখা হয়েছৈ ৩৯৯ মার্কিন ডলার বা ৩৩, ৭৯২ টাকা। বর্তমানে বাজারে যে Sonos Bar স্পিকার রয়েছে সেটার থেকে Sonos Beam ৬০ শতাংশ ছোট এবং কম মুল্যের ডিভাইস হতে যাচ্ছে। অ্যাপল Siri এবং AirPlay যুক্ত Sonos কোম্পানির অনান্য প্রোডাক্টগুলো হচ্ছে Sonos 1, দ্বিতীয় প্রজন্মের Sonos Play 5 এবং Sonos Play Base.
১.৬ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালুর বিটকয়েন এক্সচেঞ্জ কোম্পানি Coinbase একসাথে তিনটি কোম্পানিকে কিনে নিয়েছে। এই চুক্তির মাধ্যমে সরকারের সাথে কোম্পানিটির বর্ধিত লাইসেন্স ব্যবহারের সুযোগ পাবে এবং এর কাস্টমারদের আরো উন্নত এবং বিস্তৃত অর্থনৈতিক সেবা দিতে পারবে। একই সাথে SEC এর করতে যাওয়া ডিজিটাল টোকেন এবং cryptocurrencies এর উপর নতুন আইনের উপর কোম্পানির কিছু সার্বিক কভার আনতে পারবে এই চুক্তির মাধ্যমে। কোম্পানিটি গত বুধবার Keystone Capital Corp, Venovate Marketplace Inc এবং Digital Wealth LLC কে একসাথে কিনে নেয়, এই কোম্পানিগুলো কিনে নেওয়া পাশাপাশি এখন Coinbase এর কাছে Broker-dealer License, Alternative Trading System License (ATS) এবং একটি Registered Investment Advisor (RIA) Lincense রয়েছে।
গত বুধবার Waymo সিইও John Krafcik ঘোষনা করেন যে কোম্পানিটি তাদের প্রথম সম্পূর্ণ ড্রাইভারলেন টেকনোলজির টেস্ট ইউরোপে সম্পন্ন করতে পেরেছে। উল্লেখ্য যে Waymo গুগলের সাবেক গাড়ির প্রোজেক্ট ছিলো। কোম্পানিটি গত ১ জুন তাদের Level 4 সিস্টেমটির ইতালির Balocco Proving Ground তে প্রদর্শিত করে যেখানে Chrysler Pacifica মিনিভ্যানে Fiat Chrysler Automobiles কোম্পানি নিয়ন্ত্রণ করছিলো। এতে মিনিভ্যানগুলোর ভেতরে কোনো মানুষ ড্রাইভার ছিলো না।
Taipei তে কম্পিউটেক্স ইভেন্টে ইন্টেল এবং এএমডি তাদের নতুন প্রসেসরকে উন্মোচন করেছে। ইন্টেল তাদের নতুন প্রসেসরে ২৮টি কোর এবং এএমডি তাদের নতুন প্রসেসরে ৩২টি কোর যুক্ত করেছে! কিন্তু এগুলো সাধারণ কাস্টমারের হাতের নাগালের বাইরে থাকবে এবং এগুলো সাধারণ কাস্টমারের জন্য ডিজাইন করা হয়নি। বাজারে আপনি বর্তমানে ১০০ থেকে ৪৫০ ডলারের মধ্যে ২ থেকে ৮টি কোরের সিপিইউ পেয়ে যাবেন। কিন্তু আপনি যখনই ৮ কোরযুক্ত প্রসেসরের দিকে ঝুঁকবেন তখনই প্রাইস ট্যাগ বাড়া শুরু হয়ে যাবে। বর্তমানে বাজারে Intel এর I9 সিরিজের ১০ কোরযুক্ত সিপিইউ গুলোর দাম ১০০০ মার্কিন ডলার থেকে শুরু হয়ে ১৮টি কোরের সিপিইউতে ২০০০ মার্কিন ডলারে গিয়ে শেষ হয়। অন্যদিকে এএমডির Threadripper সিরিজের ১২ কোর যুক্ত প্রসেসরের দাম শুরু হচ্ছে ৭৬০ মার্কিন ডলার থেকে যা ১৬ কোরের মডেলে ১০০০ মার্কিন ডলারে গিয়ে শেষ হচ্ছে।
ইন্টেলের ২৮ টি কোরের সিপিইউ এর এখনো কোনো অফিসিয়াল নামকরণ করা হয়নি এবং এর মুল্য এখনো নির্ধারণ করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে এর দাম ২৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। ইন্টেল এ বছরের শেষের দিকে এই ২৮টি কোরযুক্ত প্রসেসর বাজারজাতকরণ করা শুরু করবে।
সম্প্রতি গুগল তার ইমেইল প্লাটফর্মের জন্য অনেকগুলো আপডেট এনাউন্স করেছে এবংএগুলো আপনি বর্তমানে আপনার জিমেইল একাউন্ট থেকে টেস্টিং করতে পারবেন। তবে এখন যেমন আপনি আপনার পুরোনো জিমেইল ডিজাইন ব্যবহার করতে পারছেন কিন্তু কয়েকমাস পরে আপনাকেও এই নতুন ডিজাইন এবং নতুন ফিচারের জিমেইল ব্যবহার করতে বাধ্য করা হবে। কারণ অক্টোবর, ২০১৮ তে গুগলের সকল জিমেইল একাউন্টগুলোতে এই আপডেট চলে আসবে এবং পুরোনো গুগল ডিজাইনকে মুছে দেওয়া হবে।
গত মে মাসে সোশাল নেটওয়ার্ক ASKfm এর স্পন্সরে মাউন্ট এভারেস্টে একটি cryptocurrency enthusiasts গ্রুপকে মার্কেটিং স্টান্ট হিসেবে পাঠানো হয়। মাউন্ট এভারেস্টের চূড়ায় কোম্পানিটি ৫০০০০ মার্কিন ডলার মুল্যের হার্ডওয়্যার ওয়ালেট পূঁতে রেখে ASKfm সেটা খুঁজে নিয়ে আসার জন্য লোকজনদেরকে উৎসাহ দিচ্ছিলো। ইভেন্ট শেষ হলে জানা যায় যে দলের সাথে একজন গাইড ছিলো তিনি হারিয়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি পাহাড়ে উঠার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এছাড়ার ২য় দিনে উদ্ধারের আগ পর্যন্ত আরো ২ জনের কাছে রির্জাভ অক্সিজেন ছিলো না বলে জানা গিয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি নতুন একটি শেয়ারিং ইকোনমি আইন জারি করা হয়। এর মাধ্যমে Airbnb হোস্টে এবার বছরে ১৮০টি রাতের জন্য গেস্ট রাখা লিমিট করে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ির মালিকরা ভোটের মাধ্যমে তাদের বাড়িটি Airbnb দের ব্যবহারের হাত থেকে বিরত রাখার সুযোগ পাবেন। এ ব্যাপারে Airbnb গ্লোবাল পলিসির প্রধান বলেছেন এটি এশিয়া এবং অনান্য দেশের জন্য একটি ব্লুপ্রিন্ট হিসেবে নিতে হবে। এর মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান হবেও বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও যে বাড়ির মালিকরা এই নতুন আইন ভঙ্গ করবেন তারা Airbnb সহ অনান্য প্লাটফর্মে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বলে জানা গিয়েছে।
এই ছিলো আজকের টেকবুমের যত আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া লেটেস্ট খবরাখবর পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনসে। খবরগুলো সম্পর্কে আপনার মতামত জানান নিচের টিউমেন্ট বক্সে এবং টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা আজ এখানেই বিধায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এক কথায় অসাধারণ……….!!
তবে নিউজগুলোর রেফারেন্স দেয়া থাকলে মনে হয় আরো ভাল হতো……….. (পরামর্শ)