আজকের টেকবুম – ০৭ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

শুভ সকাল! টেকনোলজি নিউজ নিয়ে টেকটিউনসের নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর থাকছে নিয়মিত এই টিউনে। আজ ৭ জুন, ২০১৮, বৃহস্পতিবার;  ২৩ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ। প্রতিদিনের মতো বিস্তারিত খবরে যাওয়ার আগে চলুন দেখে নেই শিরোনামগুলো:

  • ১) চাইনিজ টেলিকম জায়ান্ট এবং সেল ফোন ম্যানুফ্যাকচার Huwei এর সাথে ফেসবুকের ডাটা শেয়ারিং এগ্রিমেন্ট ছিলো
  • ২) ফেসবুক এবং ওয়াটসঅ্যাপ কর্মীরা একত্রে কাজ করতে গিয়ে বার বার সমস্যার সম্মুখিন হচ্ছেন
  • ৩) একটি মেমোর অনুসারে, Uber CEO Dara Khosrowshahi কোম্পানির মিটিংয়ে কর্মীদের "have the D" বলতে নির্দেশ দিয়েছেন
  • ৪)  ১৫৯ মার্কিন ডলার মূল্যের AirPods য়ে অ্যাপল Live Listen নামের নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে
  • ৫) টেসলা এ মাসের শেষের দিকে তাদের মডেল ৩ গাড়িটির সাপ্তাহিক উৎপাদন ৫০০০ য়ে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে।
  • ৬)  ডিএনএ টেস্টিং এবং Genealogy ওয়েবসাইট MyHeritage হ্যাকিংয়ের শিকার হয়েছে।
  • ৭)  ফেসবুকের সাথে ডাটা শেয়ারিং এগ্রিমেন্টের অনুযায়ী অ্যাপল কখনোই ফেসবুকের ইউজার ডাটা চায়নি কিংবা রিসিভ করেনি; বলেছেন অ্যাপল সিইও।
  • ৮) অ্যাপলের Augmented-reality খ্যাতে পুশকে ওয়াল স্ট্রিট জার্নাল তেমন গুরুত্ব সহকারে নেয়নি।
  • ৯) CEO ইলন মাক্সকে টেসলার বোর্ড অফ ডাইরেক্টর এর চেয়ারম্যান হিসেবে পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।
  • ১০) শীঘ্রই ইন্সটাগ্রামে এক ঘন্টা ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোডের ফিচার আসছে।

এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) Huawei এর সাথে ফেসবুকের ডাটা শেয়ারিং চুক্তি।

সম্প্রতি দ্যা ওয়াশিংটন টিউন এর রির্পোটে জানা যায় যে চাইনিজ টেলিকম জায়ান্ট এবং সেল ফোন ম্যানুফেকচার Huawei সাথে ফেসবুকের একটি ডাটা শেয়ারিং চুক্তি ছিলো। উল্লেখ্য যে, কয়েক বছর থেকে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো Huawei এর বিরুদ্ধে চাইনিজ সরকারের গুপ্তচরের অভিযোগ তুলে যাচ্ছিলেন, আর তার মধ্যেই ব্রেকিং নিউজ হিসেবে এই খবরটি বেরিয়ে এলো। কিন্তু ফেসবুক বলছে এই চুক্তিটি প্রথম দিক থেকেই “controlled from the get-go” অবস্থায় ছিলো, কোনো ডাটেই Huawei সার্ভারে ছিলো না বরং ফেসবুক সার্ভারে ছিলো। বর্তমানেও এই চুক্তিটি বৈধ অবস্থায় রয়েছে কিন্তু এপ্রিল মাস থেকে ডিভাইস পার্টনারশীপ প্রোগ্রাম বন্ধ করা শুরু করে দিয়েছে।

২) ফেসবুক এবং ওয়াটসঅ্যাপ কর্মীরা একত্রে কাজ করতে গিয়ে বার বার সমস্যার সম্মুখিন হচ্ছেন

ওয়াটস অ্যাপ বর্তমানে ফেসবুকের মালিকানায় রয়েছে কিন্তু দুটি কোম্পানির ভিন্ন কালচার এবং ফিলোসফির কারণে দুটি কোম্পানির কর্মী প্রায়ই কাজ করতে গিয়ে বিভিন্ন আর্ন্তদ্বন্ধের মুখোমুখি হচ্ছেন। ওয়ার্ল্ড স্ট্রিট জানার্লের  একটি রির্পোটে এই তথ্যটি জানা যায়। উল্লেখ্য যে ২০১৪ সালে ওয়াটস অ্যাপকে ফেসবুক কিনে নেয়। আর বর্তমানের কর্মী সমস্যাগুলো কোনো কোড বা কোম্পানি পরিকল্পনার জন্য হয়নি; অনেক ফেসবুক কর্মী অভিযোগ করেছেন যে ওয়াটসঅ্যাপ কর্মীদেরকে কর্তৃপক্ষ বড় ডেস্ক এবং সুন্দর বাথরুমের ব্যবস্থা করেছেন যা তাদের সাথে করা হয়নি। এছাড়াও ওয়াল্ড স্ট্রিট জার্নালের রির্পোটে আরো জানা গিয়েছে যে, এগুলো ছাড়াও ওয়াটসঅ্যাপ ফাউন্ডার এবং ফেসবুক সিইও এবং সিওও এর মধ্যে কয়েকবার তর্কবির্তকও হয়েছে।  এছাড়াও সম্প্রতি সময়ে মার্ক জুর্কারবার্গ ওয়াটসঅ্যাপকে একটি Advertising-based মেসেঞ্জিং প্লাটফর্ম বানানোর পরিকল্পনা নিয়েও দুটি কোম্পানির কর্মীদের মধ্যে আর্ন্তদলীয় দ্বন্ধ চলছে।

৩) “have the D”?

মিটিংসের দক্ষতা এবং সুক্ষতা বাড়াতে Uber সম্প্রতি একটি নতুন ইন্টারনাল পলিসি গ্রহণ করেছে যেটির কারণে কিছু কিছু কর্মকর্তা মাথার চুল ছেঁড়া শুরু করে দিয়েছেন। বিজনেস ইনসাইডার সাইটে প্রকাশিত একটি রির্পোটে জানা যায় যে, কোম্পানির সিইও Dara Khosrowshahi কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মিটিংসের কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় “have the D” থাকতে বলেছেন। এখন এই কথার সঠিক মানে অনেকেই বুঝছেন না। ২০০৬ সালের হার্ভাড বিজনেস রিভিউ এর মতে "the D" এর অর্থ হলো ব্যবসার প্রতিষ্ঠানের একটি ম্যানেজেরিয়াল টেকনিক যেখানে সকল কর্মীর পরিকল্পনাকে সমান গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অন্যদিকে Uber এর কিছু তরুণ কর্মকর্তারা সিইও এর মেসেজের সঠিক অর্থ বুঝতে পারেননি, তারা ভাবছেন এটা কোনো সেক্সুয়াল ইঙ্গিত!

৪)  AirPod এ আসতে যাচ্ছে Live Listen ফিচার।

অতিরিক্ত শব্দপূর্ণ স্থানে AirPod দিয়ে সুন্দর এবং সুশ্রি কনভারসেশন এর জন্য অ্যাপল তাদের AirPods গুলোতে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে। ফিচারটির নাম Live Listen। এতে রয়েছে Noise Reduction টেকনোলজি যার মাধ্যমে এয়ারপডসে Noisy Place গুলোতে আরো স্পষ্ট এবং পরিস্কার শব্দ শোনা যাবে। ফিচারটি এ বছরের শেষের দিকে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে অনেক দিনের অপেক্ষামানকৃত in-ear কম্পিউটিং প্রযুক্তির ব্যবহার শুরু হবে।

এ বছরের শেষের দিকে অ্যাপলের iOS 12 এর সাথে এয়ারপডসগুলোতে এই Live Listen ফিচারটি আনা হবে বলে নিশ্চিত করা গেছে। উল্লেখ্য যে Live Listen ফিচারটি ২০১৪ সাল থেকেই একটিভ রয়েছে কিন্তু এগুলো কিছু নির্দিষ্ট Apple-certified Hearing Aids গুলোতেই সীমাবদ্ধ ছিলো।

৫) প্রতি সপ্তাহে ৫০০০টি টেসলা মডেল ৩ গাড়ি।

Tesla কোম্পানির সিইও ইলন মাক্স গত মঙ্গলবার বলেছেন, কোম্পানিটি এ মাসের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ৫০০০টি টেসলা মডেল ৩ গাড়ি উৎপাদন করতে পারবে। এছাড়াও প্রতি সপ্তাহে এতো পরিমাণের গাড়ি উৎপাদন প্রক্রিয়ায় টেসলার প্রচুর পরিমাণ অর্থ খরচ হবে, এবং ইলন মাস্ক আরো বলে এই অর্থ তখনই উঠে আসবে যখন গাড়িগুলোর বিক্রির পরিমাণ একটি নির্দিষ্ট টার্গেট লেভেলে হিট করবে। এছাড়াও টেসলা মডেল ৩ গাড়ির প্রোডাক্টশনকে র‌্যাম্প আপ করাটা অনেকটা “hellish” বলেছেন মাস্ক। উল্লেখ্য যে বর্তমানে কোম্পানিটি দিনে ৫০০টি গাড়ি এবং সপ্তাহে ৩৫০০টি গাড়ি উৎপাদন করছে।

৬) হ্যাকিংয়ের শিকার ডিএনএ টেস্টিং ওয়েবসাইট  MyHeritage।

হ্যাকিংয়ের শিকার হয়েছে Genealogy ওয়েবসাইট MyHeritage। হ্যাকিংয়ে প্রায় ৯২ মিলিয়ন একাউন্টের পাসওর্য়াড চুরি হয়েছে বলে জানা গিয়েছে, কিন্তু ডাটাগুলো এনক্রিপ্ট করা রয়েছে বলে জানিয়েছে সাইট কতৃর্পক্ষ। এছাড়াও ক্রেডিট কার্ড ইনফো, ফ্যামিলি ট্রিস এবং ডিএনএ ডাটাগুলো এই হ্যাকিংয়েল শিকার হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি। হ্যাকিংয়ের ব্যাপারটি কোম্পানিকে একজন সিকুরিটি রিসার্চজার অবহিত করেন বলে জানা গিয়েছে। তিনি জানান যে গত মঙ্গলবার তিনি কোম্পানির বাইরের একটি সার্ভারে অনেক পরিমাণের ইমেইল এড্রেস এবং এনক্রিপ্টকৃত পাসওর্য়াডগুলো দেখতে পান। আর এই এনক্রিপ্টশনের কারণেই পাসওর্য়াডগুলোকে হ্যাকিং করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও হ্যাকিংটি গত বছরের ২৬ অক্টোবর মানে অক্টোবর ২৬, ২০১৭ সালে করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে কোম্পানিটি। উল্লেখ্য যে MyHeritage একটি Israeli-based ওয়েবসাইট যেটা মানুষের ডিএনএ বিশ্লেষণ করে তার ethnic origins এবং ফ্যামিলি হিস্টোরি বের করে দেয়। এই ঘটনার পর সাইটে Two-factor authentication সিকুরিটি ফিচার চালু করা হয়েছে।

৭) ফেসবুক এবং অ্যাপলের ডাটা বিজনেস।

ফেসবুকের সাথে ডাটা শেয়ারিং এগ্রিমেন্টের অনুযায়ী অ্যাপল কখনোই ফেসবুকের ইউজার ডাটা চায়নি কিংবা রিসিভ করেনি; বলেছেন অ্যাপল সিইও টিম কুক। সম্প্রতি New York Times এর অন্য এক খবরে জানা গিয়েছে যে  ফেসবুকের সাথে ৬০টি ফোন ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে ডাটা শেয়ারিং চুক্তি ছিলো, যাদের অ্যাপল ছিলো। এই ইস্যুতে অ্যাপল সিইও টিম কুক এই কথাগুলো বলেন। এর মাধ্যমে ফেসবুকের প্রাইভেসি ব্যাপারের উপর আরেকটি "shot" মারলেন অ্যাপল সিইও। উল্লেখ্য যে ফেসবুক মোবাইল অ্যাপ জনপ্রিয় হওয়ার পূর্বেই এই ডাটা শেয়ারিং চুক্তিটি হয়েছিলো। সম্প্রতি অ্যাপলের বাৎসরিক ডেভেলপার কনফারেন্সে অ্যাপল  তাদের মোবাইল সাফারি ব্রাউজারে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক এবং অনান্য Ad tech ফার্মগুলোকে ব্লক করে রাখতে পারবে।

৮) অ্যাপলের Augmented-reality খ্যাতে পুশকে ওয়াল স্ট্রিট জার্নাল তেমন গুরুত্ব সহকারে নেয়নি।

ওয়ালস্ট্রিট সাংবাদিক এবং গবেষণাকারীরা অ্যাপলের AR বা Augmented-reality খ্যাতের সম্প্রতিক পুশকে তেমন গুরুত্ব সহকারে নেয়নি। অ্যাপল সম্প্রতি তাদের নতুন এবং আপগ্রেডেড AR বিল্ডিং সফটওয়্যার ARKit 2 উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে একটি বিল্ট ইন অ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের রিয়েল লাইফের পাশাপাশি নিজেরাই তাদের নিজস্ব ভাচুর্য়াল ওর্য়াল্ড বানিয়ে নিতে পারবে। অন্যদিকে গত সোমবারে অ্যাপলের শেয়ার ১.৭% বেড়ে গিয়ে এখন ১৯৪.৪২ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে, যা কোম্পানি নতুন অল টাইম হাই শেয়ার প্রাইস হিসেবে রেকর্ড সেট করেছে।

৯) ইলন মাক্স টেসলার চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত।

গত মঙ্গলবার টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাক্সকে ভোট দিয়ে পুনরায় টেসলার বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য যে কিছুদিন আগে একজন শেয়ারহোল্ডার কোম্পানিকে ইলন মাস্ককে রিপ্লেস করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু টেলসার বোর্ড অফ ডিরেক্টরস এই প্রস্তাবকে গ্রহণ করেননি, তারা বলেন কোম্পানির চেয়ারম্যান হিসেবে ইলন মাস্ক যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন এবং মাস্ক  Tesla কে অন্যতম একটি উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন, আর ভবিষ্যৎতেও টেসলার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে ইলন মাস্ক ভালো উদ্যোগ নিবেন বলে আশা রাখেন তারা। এছাড়াও টেসলার বর্তমান সাফল্য অন্য কোনো চেয়ারম্যানের হাত ধরে আসা সম্ভব ছিলো না এটাও বোর্ড মিটিংয়ে বলা হয়।

১০) শীঘ্রই ইন্সটাগ্রামে এক ঘন্টা ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোডের ফিচার আসছে।

ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের একটি রির্পোটে জানা গেছে যে ইন্সটাগ্রাম তাদের সাইটে বড় বড় দৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট আনার পরিকল্পনা করছে। এই নতুন ফিচারের মাধ্যমে ইন্সটাগ্রামে ইউজাররা এক ঘন্টার দৈর্ঘে্যর ভিডিও ক্লিপ আপলোড করতে পারবেন। এর মাধ্যমে ইউটিউবের সাথে প্রতিযোগীতায় নামার একটা আভাষ পাওয়া যাচ্ছে। বর্তমানে ইন্সটাগ্রামে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায় না, আর Instagram Stories ফিচারে ১৫ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায় না। ইন্সটাগ্রামে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়নের বেশি ইউজার থাকে এবং বর্তমানে ইন্সটাগ্রামে প্রায় ৮০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছেন।

এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেক বিশ্বের সকল খবরাখবর বাংলায় পেতে চাইলে প্রতিদিন চোখ রাখুন টেকটিউনস এ। আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা বিদায় নিচ্ছি। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস