আজকের টেকবুম – ০৬ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

শুভ সকাল! কেমন আছেন আপনারা? টেক খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন আয়োজন টেকটিউনস টেকবুম নিয়ে আমি গেমওয়ালা চলে এলাম আজকের টেক বিশ্বের শীর্ষ ১০টি খবর নিয়ে। আজ ৬ জুন, ২২ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ, ২০১৮ সাল। আজকের বিস্তারিত খবরে যাওয়ার আগে বরাবরের মতো চলুন আগে শিরোনাম দেখে আসি:

  • ১) নতুন প্রাইভেসি কনট্রোলস এবং এন্টি-ডিসট্রাকশন ফিচার নিয়ে ফেসবুকের বিপক্ষে প্রতিযোগীতায় নামতে যাচ্ছে অ্যাপল।
  • ২) ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সফটওয়্যার দুনিয়ার মধ্যমনি গিটহাবকে কিনে নিচ্ছে মাইক্রোসফট
  • ৩) টেসলা মডেল ৩এস বানানোর জন্য কোম্পানিটি প্রচুর পরিমাণের অর্থ এবং কাঁচামাল বরাদ্দ রেখেছে।  একটি ইন্টারনাল ডকুমেন্টে এইসকল তথ্য পাওয়া যায়।
  • ৪) অ্যাপল তার নতুন আইওএস১২ তে নিয়ে আসছে Memoji, এখানে আপনি আপনার নিজের চেহারার মতো ইমোজি বানাতে পারবেন।
  • ৫) টুইটার তার লাইভ ভিডিও বিজনেস কে বন্ধ করে দিয়েছে।
  • ৬) ফেসবুকের প্রাইভেসি ফিচারের সমালোচনা করেছেন অ্যাপল CEO টিম কুক।
  • ৭) ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে ওয়াশিংটন স্টেট এর মামলা
  • ৮) ইউটিউব তাদের সাইটে ট্রান্সজেন্ডার জাতীয় ভিডিওগুলোকে প্রকাশে অনুমতি এখনো দিচ্ছে না।
  • ৯) Thinx এর সাবেক সিইও এবার টয়লেট্রিজ কোম্পানি নিয়ে ফিরে এলেন।
  • ১০) Emoji তে আসলো নতুন আপডেট।

এতক্ষণ দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) ফেসবুকের বিপক্ষে প্রতিযোগীতায় নামতে যাচ্ছে অ্যাপল।

গত সোমবার অ্যাপলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে বেশ কিছু নতুন ফিচার উন্মোচন করা হয় যেগুলো দেখে মনে হবে এগুলো ফেসবুকের দিকে টার্গেট করে বানানো হয়েছে। এই ফিচারগুলোর মধ্যে রয়েছে ফেসবুক এবং অনান্য এড নেটওর্য়াক অপারেটরগুলোকে ব্লক করার ফিচার; যেখানে ব্যবহারকারী তাদের ওয়েবসাইটের মুভমেন্টগুলোকে ফেসবুক এবং অনান্য এড নেটওর্য়াক অপারেটরদের হাত থেকে রক্ষা করতে পারবে। এছাড়াও অনান্য ফিচারের মধ্যে রয়েছে কোনো নির্দিষ্ট অ্যাপগুলোকে ইউজার কতক্ষণ সময় ব্যায় করেন সেটা নিয়ন্ত্রণের সুযোগ এবং উক্ত অ্যাপগুলোর নোটিফিকেশনে নিজস্ব সেটিংস প্রয়োগ করার সুযোগ। উল্লেখ্য যে গত বছর থেকেই ফেসবুক এবং গুগল এর প্রাইভেসি সেটিংসে নিয়ে অ্যাপল সিইও টিম কুক ধারাবাহিক ভাবে সমালোচনা করে যাচ্ছিলেন।

২) গিটহাব কে কিনে নিচ্ছে মাইক্রোসফট।

গিটহাবকে কিনে নিচ্ছে মাইক্রোসফট। প্রায় ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এই ডিলটি এ বছরের শেষে সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। গিটহাব একটি ২৪ মিলিয়ন ইউসার ভিক্তিক বিশ্বের অন্যতম বড় একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্লাটফর্ম। উল্লেখ্য যে ২০১৫ সালে গিটহাবের মার্কেট ভ্যালু ছিলৈা ২ বিলিয়ন মার্কিন ডলার। আর এই চুক্তির এক পর্যায়ে ৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রাইস ট্যাগ আলোচনায় আসলেও শেষ পর্যন্ত ৭.৫ বিলিয়ন মার্কিন ডলারে চুক্তিটি সম্পন্ন হয়েছে। এখন গিটহাবের CEO হচ্ছেন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট Nat Friedman।

৩) Model 3s এর জন্য প্রচুর অর্থ খরচ করছে টেসলা।

বিলিয়নিয়ার ইলন মাস্কের ইলেক্ট্রিক গাড়ি কোম্পানি টেসলা তাদের পরবর্তী গাড়ি Tesla Model 3s নির্মাণের জন্য প্রচুর পরিমাণের অর্থ ব্যয় করছে এবং মাক্সের Gigafactory তে প্রচুর পরিমাণের কাঁচামাল ব্যবহার করা শুরু করে দিয়েছে। একটি ইন্টারনাল ডকুমেন্টের তথ্য অনুসারে এইসকল খবর পাওয়া যায়। ডুকুমেন্ট থেকে আরো জানা যায় যে গিগাফ্যাক্টরিতে প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের শুধু কাঁচামালই রয়েছে টেসলার পরবর্তী মডেলের গাড়িটি উৎপাদনের জন্য। এদের মধ্যে ৪০% কাঁচামাল দিয়ে ব্যাটারি এবং ড্রাইভিং ইউনিট তৈরি হচ্ছে। গিগাফ্যাক্টরি থেকে কাঁচামালগুলোকে গাড়িতে ব্যবহার উপযোগী করে মডিফাই করে তারপর টেলসা ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে Model 3s গাড়িতে ফিটিং এর জন্য। ইতিমধ্যেই এ বছরের প্রথম চার মাসে টেসলা তাদের নতুন Model 3s এর ৯৭৬৬ গাড়ি উৎপাদন করেছে বলে জানা গিয়েছে।

৪) অ্যাপল তার নতুন আইওএস১২ তে নিয়ে আসছে Memoji

এবারের আইওএস ১২ আপডেটে আসছে  নতুন ইমোজি ফিচার। যেখানে আইফোন ইউজাররা তাদের নিজস্ব চেহারার ইমোজি তৈরি করতে পারবে এবং বন্ধুদের সাতে শেয়ার করতে পারবে। অ্যাপল এই ইমোজি ফিচারের নাম দিয়েছে Memoji। গত সোমবার অ্যাপলের বাৎসরিক ডেভেলপার কনফারেন্সে এই ফিচারটির উন্মোচন করা হয়। এই Memoji ফিচারের ইমোজি গুলোর আইফোন ইউজাররা iMessage এর মাধ্যমে একে অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়াও আইফোনের ভিডিও কলিং অ্যাপ ফেসটাইমে নিজের ফেসের বিকল্প হিসেবেও এই Memoji ব্যবহার করা যাবে।

৫) টুইটার তার লাইভ ভিডিও বিজনেস কে বন্ধ করে দিয়েছে।

টুইটারে এখন থেকে আর লাইভ ভিডিও এড দেখা যাবে না, কারণ টুইটার সম্প্রতি তার লাইভ ভিডিও বিজনেজ ইউনিটটি বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য যে এই লাইভ ভিডিও বিজনেসের টুইটারে পার্টনার হিসেবে Disney, ESPSN, MLB, BuzzFeed এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো ছিলো। এই পদক্ষেপের মাধ্যমে টুইটার তার কনটেন্ট স্ট্রাটেজিকে আরো শক্তিশালি করার প্রয়াস চালাচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও লাইভ ভিডিও গ্রুপের প্রধান Tood Swidler ও টুইটার ছেড়ে শীঘ্রই চলে যাচ্ছেন এবং গ্রুপের অনান্য হেড মেম্বারদেরকে টুইটার তার Content Partnerships গ্রুপে সরিয়ে নিচ্ছে।

৬) ফেসবুকের প্সমালোচনা করেছেন অ্যাপল CEO টিম কুক।

ফেসবুকের প্রাইভেসি ফিচারের সমালোচনা করেছেন অ্যাপল CEO টিম কুক। ফেসবুক যেভাবে তাদের ব্যবহারকারীর প্রাইভেট তথ্যগুলো সংগ্রহ করে অন্যত্র বিক্রি বা শেয়ার করে দিচ্ছে অ্যাপল সিইওএ এর কড়া সমালোচনা করে বলেন, ফেসবুকে প্রাইভেসি বিষয়টি একেবারেই উঠে গিয়েছে। তিনি এই ব্যাপারে আমেরিকা সরকারের হস্তক্ষেপ এর জরুরী বলেও উল্লেখ করে। কারণ তিনি আশংকা করেন যে সরকারের অনলাইন প্রাইভেসি আইন না মেনে ফেসবুক তাদের নিজস্ব রুলস মোতাবেক সাইটটি পরিচালনা করছে। সম্প্রতি CNN কে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি এসকল কথা বলেন।

৭) ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে ওয়াশিংটন স্টেট এর মামলা

নির্বাচনী বিজ্ঞাপণের তথ্য আইন ভঙ্গের জন্য ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে গত সোমবার মামলা করেছে ওয়াশিংটন স্টেট। স্টেট এর এটর্নি জেনারেল Bob Ferguson বাদী হয়ে এই মামলাটি করেন। তিনি ২০১৩ সাল থেকে নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনগুলো সুষ্ঠু ভাবে পরিচালনা করতে না পারার দায়ে কোম্পানির দুটির উপর অভিযোগের ভিক্তিকে এই মামলাটি করেন। ফেসবুক থেকে তাৎক্ষনিক প্রতিউত্তরে জানা যায় তারা এই মামলাটি আইনী ভাবেই দ্রুত নিষ্পত্তির ব্যাপারে কাজ করছেন, অন্যদিকে গুগল থেকে এই ব্যাপারে কোনো কিছু জানা যায় নি। উল্লেখ্য যে সম্প্রতি ফেসবুক তাদের সাইটে রাজনৈতিক বিজ্ঞাপণ প্রদর্শনের উপর নতুন একটি টুলস মুক্তি দিয়েছে।

৮) ইউটিউব তাদের সাইটে ট্রান্সজেন্ডার ভিডিওগুলোকে প্রকাশের অনুমতি এখনো দিচ্ছে না।

ইউটিউব তাদের সাইটে ট্রান্সজেন্ডার জাতীয় ভিডিওগুলোকে প্রকাশে অনুমতি এখনো দিচ্ছে না। বিভিন্ন ট্রান্সজেন্ডার ইউটিউবার যেমন Rowan Ellis, Tyler Oakley, Stevie Boebi, NeonFiona অভিযোগ করেছেন যে ইউটিউবে তাদের ভিডিও কনটেন্টগুলোকে হিডেন, এডিটেড এবং বয়স ভিক্তিক সেটিংসয়ে বন্ধ করে রাখা হয়েছে। তারা আরো বলেন, ইউটিউব এর Restricted Mode থেকে বেরিয়ে আসার পরেও তাদের কনটেন্ট গুলোকে আলাদাভাবে ফিল্টার করে রাখা হয়। সর্বপ্রথম এই অভিযোগটি উঠে ২০১৭ সালে, প্রায় এক বছর পর আবারো এই জাতীয় অভিযোগ উঠেছে ইউটিউবের বিপক্ষে। এই অভিযোগটির ব্যাপারে ইউটিউব বলেছে এগুলো তাদের অটোমেটিক সিস্টেম থেকেই করা হচ্ছে, এখানে ইউটিউব নিজে থেকে কোনো কিছু করছে না।

৯) Thinx এর সাবেক সিইও এবার টয়লেট্রিজ কোম্পানি নিয়ে ফিরে এলেন।

Thinkx এর সাবেক সিইও Miki Agrawal এবার নতুন করে টয়লেট্রিজ কোম্পানি Tushy চালু করেছেন। এই সপ্তাহে Tushy এর প্রথম রিটেইল অফিস খুলতে যাচ্ছে।  তিনি এই কোম্পানির মাধ্যমে bidet কে টয়লেট টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবেন। উল্লেখ্য যে এই bidet টয়লেট্রিজ faucet টি বর্তমানে ইউরোপের দেশগুলোকে রয়েছে, তিনি একে আমেরিকায় ছড়িয়ে দিতে চান। Tushy কোম্পানিটি তাদের নিজস্ব কাস্টম bidet তৈরি করে বাথরুমে টয়লেট টিস্যুর বিকল্প হিসেবে টেকনোলজিকে ব্যবহার করেছে। কোম্পানির কাস্টম bidet পাওয়া যাচ্ছে ৬৯ মার্কিন ডলারে।

১০) Emoji তে আসলো নতুন আপডেট।

গতকাল ইমোজিতে এসেছে নতুন আপডেট। Unicode 11.0 আপডেট এখন ইমোজিতে রয়েছে Bagels, cupcakes, lobsters, llamas. toilet paper এর নতুন আপডেট। নতুন নতুন এই সিম্বলস গুলো খুব শীঘ্রই আপনার স্মার্টফোনে আপডেটের মাধ্যমে চলে আসবে।  এবারের ইমোজি আপডেটে ১৫৭টি নতুন ইমোজি যুক্ত হবে। এর মাধ্যমে টোটাল ২, ৮২৩টি ইমোজি ব্যবহারের জন্য ইউজারদের কাছে থাকবে বলে জানা গিয়েছে। সর্বপ্রথম টুইটারে এই নতুন সকল ইমোজি ব্যবহারের উপযুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বাকি প্লাটফর্মগুলোতে ধীরে ধীরে এই আপডেট রিলিজ হবে।

এই ছিলো আজকের টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেকনোলজির নিউজ পেতে চোখ রাখুন টেকটিউনস এ। এ বলে আমি আপনাদের হোষ্ট গেমওয়ালা বিদায় নিচ্ছি। টিউনটি ভালো লাগলে জোস করুন এবং খবরগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচের টিউমেন্ট বক্সে জানান।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস