আজকের টেকবুম – ০৫ জুন ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

শুভ সকাল! কেমন আছেন আপনারা! টেকনোলজি বিশ্বের প্রতিদিনের ঘটে যাওয়া শীর্ষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নতুন নিয়মিত আয়োজন টেকবুমে আমি আপনাদের হোষ্ট টিউনার গেমওয়ালা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ৫ জুন, মঙ্গলবার, ২১ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ, ২০১৮ সাল। প্রতিদিনের মতোই বিস্তারিত খবরে চলে যাবার আগে চলুন আজকের খবরগুলোর শিরোনামে চোখ বুলিয়ে নেই।

  • ১) GitHub কে কিনে নেওয়ার প্রক্রিয়ার রয়েছে মাইক্রোসফট, যার আনুমানিক মূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার।
  • ২) প্রায় ৬০ টি ডিভাইস তৈরির কোম্পানির সাথে ফেসবুকের ডাটা-শেয়ারিং এগ্রিমেন্টস ছিলো বলে জানা গিয়েছে।
  • ৩)  সাবেক ফেসবুক কমকর্তা বলেছেন ফেসবুকের Cambridge Analytica স্ক্যান্ডালের জন্য মার্ক জুকারবার্গই দায়ী।
  • ৪)  ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রির্পোটে জানা গিয়েছে, অ্যাপল নতুন একটি মোবাইল নেটওর্য়াক লাঞ্চ করার পরিকল্পনা করছে।
  • ৫) বেআইনি সার্ভিসের জন্য তুরস্কে UBER কে নিষিদ্ধ করা হয়েছে।
  • ৬) যুক্তরাজ্যের চ্যানচেলর বলেছেন বড় টেক ফার্মের একচেটিয়া রাজত্ব্য বন্ধের জন্য গ্লোবাল গভার্মেন্টগুলোকে প্রতিযোগী আইন এবং ট্যাক্সের ব্যাপারে পুনরায় চিন্তা ভাবনা করতে হবে।
  • ৭) অসুরক্ষিত ওয়েবসাইটগুলোতে ডিএনএ তথ্য দেওয়াকে ঝুঁকিজনক বলে আখ্যায়িত করেছে McClatchy
  • ৮)  ইউরোপের নতুন ইন্টারনেট আইনের বিরুদ্ধে রয়েছে সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড।
  • ৯) ড্রাইভারলেস ডেলিভারী রোবট উন্মোচন করলো আলিবাবা
  • ১০) সাবেক সফটব্যাংক এক্সিকিউটিভ নিকেশ আরোরা Palo Alto Networks এর সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) GitHub কে কিনে নেওয়ার প্রক্রিয়ার রয়েছে মাইক্রোসফট

অনেকদিন ধরেই মাইক্রোসফট GitHub কে কিনে নেবে এরকম গুঞ্জণ শোনা যাচ্ছিলো। কিন্তু সম্প্রতি মাইক্রোসফট এবং গিটহাবের মধ্যে এই বিষয়ে আলাপ হয়েছে।  এ বছরের আগষ্টে গিটহাবের CoFounder এবং CEO Chris Wanstrath পদত্যাগ করার পর কোম্পানি এখন পর্যন্ত তার রিপ্লেমেন্ট তুলে আনতে বেশ ঝামেলার মধ্যে রয়েছে। গুগলের এক্সিকিউটিভ Sridhar Ramaswamy কে গিটহ্যাব তার নতুন সিইও হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা থাকলেও এখন এটি আর পরিকল্পনায় নেই। অন্যদিকে কোম্পানিটি ২০১৫ সালেই ২ বিলিয়ন ডলার মার্কেট ভ্যালু রয়েছে বলে জানিয়েছে কোম্পানির নিকটবর্তী কয়েকজন কর্মকর্তা। তাই মাইক্রোসফটকে এই কোম্পানিটি কিনে নিতে কমপক্ষে ২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

২) প্রায় ৬০ টি ডিভাইস তৈরির কোম্পানির সাথে ফেসবুকের ডাটা-শেয়ারিং এগ্রিমেন্টস ছিলো বলে জানা গিয়েছে।

ফেসবুক তাদের ব্যবহাকারীদের ইউজার ডাটা প্রায় ৬০টির মতো ডিভাইস মেকার কোম্পানির সাথে শেয়ার করেছে বলে জানা গিয়েছে, যাদের মধ্যে এখনো কয়েকটি কোম্পানির সাথে ফেসবুক এ ব্যাপারে চুক্তিবদ্ধ রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।  কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল, আমাজন, স্যামসং এবং মাইক্রোসফট এর মতো বড় বড় টেক প্রতিষ্ঠান রয়েছে বলেছে জানিয়েছে The New York Times। কোম্পানিগুলো ফেসবুক ব্যবহারকারীদের ফ্রেন্ডলিস্ট, রিলেশনশীপ স্ট্যাটাস, ধর্ম এবং রাজনৈতিক পছন্দগুলোর ব্যাপারে তথ্য একসেস করতে পারতেন। ফেসবুক কর্তৃপক্ষ এই চুক্তির ব্যাপারটি স্বীকার করেছে তবে তারা বলেছে যে এটি সম্পূর্ণই Facebook-like Experiences তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফ্রেন্ডলিস্ট তথ্য একসেস করা হয়নি বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

৩)  সাবেক ফেসবুক কমকর্তা বলেছেন ফেসবুকের Cambridge Analytica স্ক্যান্ডালের জন্য মার্ক জুকারবার্গই দায়ী।

ফেসবুকের সাবেক কর্মকর্তা Sandy Parakilas বলেছেন সে সম্প্রতি সময়ে ঘটা Cambridge Analytica স্ক্যান্ডালের জন্য কাউকে দায়ী করতে হলে ফেসবুক CEO মার্ক জুকারবার্গকেই করতে হবে এবং কাউকে বহিস্কার করতে হলে খোদ মার্ক জুকারবার্গকেই করতে হবে বলে জানিয়েছে। উল্লেখ্য যে স্ক্যান্ডালের ঘটনার সময় তিনিই ফেসবুকের ইন্টারনাল সিকুরিটি বিষয় নিয়ে গুপ্তচরের কাজ করেছেন। তিনি আগামীকাল Brussels শহরে যাচ্ছেন ইউরোপিয়ান আইনজীবিদের সাথে নিজের বক্তব্য তুলে ধরার জন্য। Sandy Parakilas ফেসবুকের অপারেশনস ম্যানেজার হিসেবে ২০১১ থেকে ২০১২ পর্যন্ত কাজ করেছেন।

৪) অ্যাপল নতুন একটি মোবাইল নেটওর্য়াক লাঞ্চ করার পরিকল্পনা করছে।

অ্যাপল নতুন করে একটি মোবাইল এড নেটওর্য়াক লঞ্চ করার পরিকল্পনা করছে, জানিয়ে একটি রির্পোট প্রকাশ করেছে The Wall Street Journal। ইতিমধ্যেই অ্যাপল এই বিষয়ে Pinterest এবং SnapChat এর সাথে মিটিং করেছে। এই Ad Network এর মাধ্যমে ডেভেলপারগণ তাদের অ্যাপসগুলো অনান্য অ্যাপগুলোতে প্রোমোট করতে পারবেন। উল্লেখ্য যে, ২০১৬ সালে অ্যাপল তার মোবাইল এড নেটওর্য়াকের প্রথম চেষ্টা  iAd কে বন্ধ করে দিয়েছে।

৫) বেআইনি সার্ভিসের জন্য তুরস্কে UBER কে নিষিদ্ধ করা হয়েছে।

ইস্তানবুলের টেক্সি ড্রাইভারদের কাছ থেকে অভিযোগ পাবার পর তুরস্কে UBER কে নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। ২০১৪ সালে তুরস্কে UBER সার্ভিস প্রবেশের পর থেকেই দেশটির টেক্সি ড্রাইভার এবং UBER এর মধ্যে দ্বন্ধ বেড়েই চলেছিলো। সম্প্রতি সময়ে তুরস্কে টান্সপোর্ট লাইসেন্স রিকোয়ারমেন্টস আরো কঠিন করা হয়েছে যার মাধ্যমে দেশটির ড্রাইভাররা UBER এ রেজিস্ট্রার করাটা অনেকটাই কঠিন হয়ে পড়েছিলো।

ধরনা করা হচ্ছে যে আগামী ৩ সপ্তাহের মধ্যে দেশটিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বর্তমান প্রেসিডেন্ট তার অবস্থান আরো শক্ত করে নেওয়ার জন্যেই UBER কে নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন যে তার দেশের নিজস্ব ট্যাক্সি সিস্টেম রয়েছে এবং এর মাধ্যমেই সুষ্ঠুভাবে দেশের ট্রান্সর্পোট ব্যবস্থা চলে আসবে, এখানে Uber কোথা থেকে আসলো? এটা ইউরোপে ব্যবহৃত হোক কিন্তু সেটা এখানে চলবে না। প্রেসিডেন্ট এর এই ঘোষণার পর UBER থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায় নি।

৬) বড় টেক ফার্মের একচেটিয়া রাজত্ব্য বন্ধের জন্য যা বললেন যুক্তরাজ্যের চ্যানচেলর।

যুক্তরাজ্যের চ্যানচেলর বলেছেন বড় টেক ফার্মের একচেটিয়া রাজত্ব্য বন্ধের জন্য গ্লোবাল গভার্মেন্টগুলোকে প্রতিযোগী আইন এবং ট্যাক্সের ব্যাপারে পুনরায় চিন্তা ভাবনা করতে হবে। Business Insider কে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি Brexit, স্টিল এবং এল্যুমিনিয়াম আমদানির উপর ট্রাম্প সরকারের রুলস নিয়েও কথা বলেন। তিনি আংশঙ্কা করেন যে যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের পর আয়ারল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ড এর বর্ডার ম্যানেজ নিয়ে সরকারকে বেশ বেগ পোহাতে হতে পারে।

৭) অসুরক্ষিত ওয়েবসাইটগুলোতে ডিএনএ তথ্য দেওয়াকে ঝুঁকিজনক বলে আখ্যায়িত করেছে McClatchy

অসুরক্ষিত ওয়েবসাইটগুলোতে ডিএনএ তথ্য দেওয়াকে ঝুঁকিজনক বলে আখ্যায়িত করেছে  McClatchy। তাদের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত একটি রির্পোটে তারা এসকল কথাগুলো বলেন। তারা আরো বলেন যে তথ্য প্রযুক্তির এই যুগে নিজেদের সবথেকে গোপন তথ্য DNA কে যত্রতত্র শেয়ার করা থেকে মানুষদের বিরত থাকতে হবে। উল্লেখ্য যে আমেরিকার Ancestry LLC কোম্পানিটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ DNA টেস্টিং কোম্পানি হিসেবে গড়ে উঠেছে। ২০১২ সাল থেকে কোম্পানিটি প্রায় ৫ মিলিয়নের বেশি লোকদের DNA কোড বিশ্বের সবথেকে বড় ডিএনএ ডাটাবেজে টান্সফার করেছে।

McClatchy অভিযোগ করেছে যে বর্তমানে মানুষজন তাদের নিজেদের ডিএনএ তথ্যগুলো Ancestry সহ অনান্য ডিএনএ টেস্টিং সাইটগুলোতে টাকার বিনিময়ে প্রদান করতে তা ভবিষ্যৎতে বড় ধরনের ইস্যু সৃষ্টি করতে পারেন। এছাড়াও এ সকল ওয়েবসাইটগুলোকে হ্যাকিং এর মাধ্যমে ডিএনএ তথ্যগুলো সন্ত্রাসী সংঘটনের কাছে চলে যাওয়ার ব্যাপারে আশংঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটি।

৮)  ইউরোপের নতুন ইন্টারনেট আইনের বিরুদ্ধে রয়েছে সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড।

ইউরোপিয় ইউনিয়নের তিনটি দেশ; সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড সম্প্রতি সময়ে প্রণীত নতুন ইন্টারনেট আইনের বিরোধীতা করছে। তারা বলছে এর মাধ্যমে ইউরোপিয়ান অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। এছাড়াও ইউরোপিয় ইউনিয়নের সম্প্রতি সময়ে প্রস্তাবিত ডিজিটাল ট্যাক্স এরও বিরোধীতা করেছে এই তিনটি দেশ। উল্লেখ্য যে এই ডিজিটাল ট্যাক্স এর মাধ্যমে বড় বড় টেক কোম্পানিকে তাদের ডিজিটাল টার্নওভারের জন্য বড় ধরনের ট্যাক্স দেবার ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে ফেসবুক এবং গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যাদের বিরুদ্ধে ইউরোপিয় ইউনিয়ন দেশগুলোকে খুব কম ট্যাক্স দেবার অভিযোগ রয়েছে।

৯) ড্রাইভারলেস ডেলিভারী রোবট উন্মোচন করলো আলিবাবা

চায়নিজ রিটেইল জায়ান্ট আলিবাবা সম্প্রতি একটি নতুন অটোমেটেড ডেলিভারী রোবট যান উন্মোচন করেছে যেটির মাধ্যমে কুরিয়ার ডেলিভারী এবং অটোমেটেড কফি ভেন্ডরের কাজ আরো সহজ হয়ে যাবে বলে বলা হচ্ছে। রোবট যানটির নাম রাখা হয়েছে The Cainiao G Plus। যানটি প্রতি ঘন্টায় ৯ মাইল পথ অতিক্রম করতে পারবে।  উল্লেখ্য যে আলিবাবা সম্প্রতি Smart Logistics খাতে প্রায় ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টমেন্ট করেছে, যাদের মধ্যে এই রোবট যানটি অন্যতম।

১০) সাবেক সফটব্যাংক এক্সিকিউটিভ নিকেশ আরোরা Palo Alto Networks এর সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন।

সাবেক সফটব্যাংক এক্সিকিউটিভ নিকেশ আরোরা Palo Alto Networks এর সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন। সাইবার সিকুরিটি ফার্ম Palo Alto Networks গত শুক্রবার একটি বার্তায় বলেছে যে সাবেক সফটব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট Nikesh Arora কোম্পানির চিফ এক্সিটিউটিভ অফিসার এবং চেয়ারম্যান হিসেবে কোম্পানিতে ৬ জুন থেকে কাজ শুরু করবেন। Nikesh Arora এর আগে গুগলের Alphabet Inc তে চিফ বিজনেস অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়াও Palo Alto Networks তাদের টার্গেট রিভিনিউ ৫৪৬.১ মিলিয়ন মার্কিন ডলারকে ছাড়িয়ে গিয়ে বর্তমানে ৫৬৭.১ মিলিয়ন মার্কিন ডলার রিভিনিউতে রয়েছে।

এই ছিলো আজকের টেকবুমের যত আয়োজন। নিয়মিত টেক বিশ্বের সকল লেটেস্ট খবর পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। আমি আপনাদের হোষ্ট গেমওয়ালা বিদায় নিচ্ছি। সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very useful this informational