হ্যালো! নতুন একটি মাসে নতুন একটি টেকবুম এর টিউন নিয়ে আমি চলে এলাম টেকটিউনসে। আজ ২ জুন, ২০১৮ শনিবার। আজকের দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ খবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোষ্ট টিউনার গেমওয়ালা। বরাবরের মতোই বিস্তারিত খবরে যাওয়ার আগে চলুন দেখে নেই আজকের টেকবুমে শিরোনামে কি কি খবর রয়েছে।
এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:
Godfather of Silicon Valley নামে খ্যাত Ron Conway এর ইনভেস্টমেন্ট ফার্ম SV Angel এখন থেকে আর নতুন কোনো ফান্ডিং কার্যক্রমে অংশগ্রহন করবে না বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে Ron Conway একজন পাওয়ারফুল এবং আমেরিকার অন্যতম একজন ফান্ড রাইজার; তিনি Facebook, Twitter, Google, PayPal সহ বিভিন্ন প্রযুক্তির কোম্পানিতে অনেক আগে থেকেই ফান্ডিং এর সহায়তায় পাশে ছিলেন। তিনি এবং তার ছেলে সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন যে তাদের প্রথম দিকের ইনভেস্টমেন্ট ফার্ম SV Angel আর নতুন করে কোনো ফান্ড রাইজিং করবে না। তবে তারা SV Angel কে তারা ছোট ছোট একাউন্টিং এর জন্য ব্যবহার করে যাবেন। কারণ হিসেবে বিগত ১০ বছরের টেক খ্যাতের পরিবর্তনকে তুলে ধরেছেন তারা। ২০০৯ সালে SV Angel কে প্রতিষ্ঠা করেন Ron Conway।
কনগ্রেস সদস্যদের থেকে কঠিন প্রশ্নের সম্মুখিন হবার ১ মাস পর ফেসবুকের বাৎসরিক মিটিংয়ে আবারো ফেসবুকের CEO মার্ক জুকারবার্গ আবারো কঠিন প্রশ্নের সম্মুখিন হয়েছেন। গত বৃহৎস্পতিবার ফেসবুকের বাৎসরিক মিটিংয়ে শেয়ারহোল্ডাররা মার্ক জুকারবাগ এবং ফেসবুকের অনান্য কর্মকর্তাদেরকে ফেসবুকের সার্ভিস সম্পর্কে কঠিন প্রশ্ন তুলেছেন। তবে এক্ষেত্রে মার্ক জুকারবার্গ আগে থেকে রেডি করে রাখা পয়েন্টগুলো বার বার রিপিট করে দিয়ে প্রশ্নগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছেন। এছাড়াও ফেসবুকের ফেইক একাউন্টস ডিলেট এবং এবিউজিং পোষ্টগুলোর ডিলেটের ব্যাপারে তারা প্রশ্ন তুলেন। উল্লেখ্য যে সম্প্রতি Cambridge Analytica স্ক্যান্ডালের শিকার হয় ফেসবুক এবং এর জন্য কনগ্রেস এবং ইউরোপিয়ান আদালতে মার্ক জুকারবার্গকে আইনী সভায় যেতে হয়েছিলো।
আমেরিকার ডির্পাটমেন্ট অফ ডিফেন্স এর Project Maven এর সাথে গুগলের সম্পৃক্ততার জন্য গুগলের অভ্যন্তরীণ অংশে চলছে তুমুল দ্বন্ধ। সম্প্রতি গুগলের সিনিয়র বিজ্ঞানী Fei Fei Li আমেরিকার New York Times কে দেওয়া একটি ইমেইল বার্তায় এই কথাগুলো জানিয়েছেন। আর এই দ্বন্ধের কারণে গুগল ভেতর থেকে ভেঙ্গে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন। বিভিন্ন স্টাফ সদস্যরা গুগলের সদস্য বোর্ডগুলোতে মেসেজের বন্যা বইয়ে দিচ্ছেন, প্রজেক্ট বিরোধী মিটিংয়ে অংশ নিচ্ছেন, প্রজেক্ট বিরোধী স্টিকারস বানাচ্ছেন এবং পদত্যাগও করা শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য যে আমেরিকার ডির্পাটমেন্ট অফ ডিফেন্স এর Project Maven টি ভিডিও ইমেজে আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা নিয়ে তৈরি করা হয়েছে আর এ কারণেই গুগল এই প্রজেক্টের একটি অংশ হিসেবে কাজ করছে। তবে গুগলের স্টাফদের অভিযোগ রয়েছে যে এর মাধ্যমে সরকারকে ড্রোন মিসাইল স্ট্রাইকের একুরেসি আরো উন্নত করতে গুগল সাহায্য করতে পারে। AI টেকনোলজিকে অস্ত্রখাতে ব্যবহার করাটা একটি সেন্সিটিভ বিষয়, আর গুগলের স্টাফদের আশংকা রয়েছে যে প্রজেক্টের মাধ্যমে গুগল তার ভাবমুর্তি নস্ট করতে যাচ্ছে।
গত বৃহৎপতিবারে স্যান ফ্রান্সিসকোতে Anti-tech demonstrators রা রাস্তায় ইলেক্ট্রিক স্কুটার বসিয়ে গুগলের এবং অনান্য কোম্পানির প্রায় ১১টি বাস, কয়েকটি গাড়িকে দুই ঘন্টার জন্য অবরোধ করে রেখেছিলো। তাদের অবরোধের কারণ হিসেবে শহরের বাস্তবিক উন্নয়নে টেক ইন্ডাস্টির ব্যার্থতা এবং শহরের বাড়িহীন জনবসতির জন্য আইনজীবীদেরকে শহরের ইনকামের সুষ্ঠু বন্টন না করার দোষ দেওয়া হয়েছে। তারা বলেছেন যে, শহরে মানুষের থেকে ইলেক্ট্রিক স্কুটারের জন্য অধিকার আইন বেশি রয়েছে। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিরাপদে অবরোধ শেষে বাসগুলোকে সরিয়ে নিয়ে আসে।
আমেরিকার General Motors এর সেলফ ড্রাইভিং গাড়ি প্রজেক্ট Cruise য়ে প্রায় ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করবে জাপানের সফটব্যাংক। এই অর্থটি দুইটি ভাগে প্রথমে ৯০০ মিলিয়নের ফান্ডিং এবং পরবর্তীতে আরো ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে। বিনিময়ে কোম্পানির ২০ শতাংশ শেয়ার নিয়ে নেবে জাপানের সফটব্যাংক। এই ইনভেস্টমেন্ট এর কারণে Cruise প্রজেক্টের ভ্যালু গিয়ে দাড়াবে ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে এবং General Motors এর টোটাল মার্কেট ভ্যালু হবে ৫১ বিলিয়ন মার্কিন ডলারে। উল্লেখ্য যে ২০১৬ সালে Cruise Automation কে কিনে নেয় General Motors
James Williams, একজন সাবে গুগল কর্মকর্তা যিনি দার্শনিক হবার জন্য গুগল ছেড়ে দেন, তিনি সম্প্রতি তার একটি নতুন বইয়ে টেকনোলজিকে মানুষত্বের জন্য হুমকিস্বরুপ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলে যে টেকনোলজি আমাদের জীবনের কাজগুলো সহজ করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্রেইনকেও অলস করে দিচ্ছে যার ফলে মানুষ আর আগের মতো করে নতুন নতুন আইডিয়া বের করতে পারছে না। এর জন্য তিনি টেকনোলজি কোম্পানিগুলোকে টেকনোলজির উপস্থাপনের উপায়গুলোকে পরিবর্তন করতে আহবান জানিয়েছেন।
চীনের মোবাইল টেলিকম কোম্পানি ZTE এর বিরুদ্ধে গুপ্তচরবাদী এবং দুর্নীতির অভিযোগ সম্প্রতি প্রমাণিত হয়েছে। Faifax Media এর একটি রির্পোটে এসকল তথ্য জানা যায়। চীনের Ministry of Aerospace মোবাইল টেলিকম কোম্পানি ZTE কে একটি ঢালস্বরুপ কোম্পানি হিসেবে ব্যবহার করে কোম্পানির বিজ্ঞানী, বিজনেসম্যান এবং এক্সিকিউটিভ হিসেবে আমেরিকায় চীনের গুপ্তচর পাঠানোর অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে। ২০০৫ থেকে ২০০৭ সালে এই সকল গুপ্তচর এবং দুর্নীতি করা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে ২০১৫ সালে ZTE এর বিরুদ্ধে ১৮টি দেশে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আরো ১০টি দেশে দুর্নীতির অভিযোগ বর্তমানে তদন্দে রয়েছে। বর্তমানে আমেরিকায় ZTE এবং Huawei এর সকল পণ্য বেচাকেনা নিষিদ্ধ রয়েছে।
বিল গেটস এর স্ত্রী Melinda Gates টেকনোলজি ইন্ড্রাস্ট্রির কর্মক্ষেত্রে মহিলাদের অভাব পূরণের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। এদের মধ্যে মহিলা ফাউন্ডারদেরকে তিনি ইনভেস্টমেন্ট দিচ্ছেন এবং যেসকল টেক কোম্পানিগুলো মহিলা কর্মকর্তাদের দ্বারা পরিচালনা করা হয় সেখানে তিনি আর্থিক সহায়তা প্রদান করছেন। উল্লেখ্য যে তিনি ২০১৭ সালে এরকম প্রায় ১০০টির বেশি ফান্ডিং প্রদান করেছেন। এছাড়াও টেক ইন্ড্রাস্ট্রিতে মহিলা ভাইস চেয়ারম্যানের গুরুত্ব সম্পর্কেও তিনি ক্যাম্পিং করে যাচ্ছেন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপের CEO Pavel Durov বলেছেন যে অ্যাপল তাদের অ্যাপের আপডেটগুলোকে গত এপ্রিল মাস থেকে ব্লক করে রেখেছে। এ কারণে রাশিয়াতে অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম মেসেজিং অ্যাপকে মুছে দেওয়া হয়েছে। একই সাথে তিনি অভিযোগ করেছেন যে টেলিগ্রাম এর কয়েকটি ফিচার কাজ করা বন্ধ করে দিয়েছে এবং কোম্পানিটি ইউরোপের নতুন ডাটা আইনের মোতাবেক টেলিগ্রাম অ্যাপকে আপগ্রেড করতে পারছেন না। এ ব্যাপারে অ্যাপল কোনো অফিসিয়াল বক্তব্য দেয় নি। উল্লেখ্য যে ২০১৩ সালে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন Pavel Durov।
আমেরিকার Smart Thermostat কোম্পানি Ecobee সম্প্রতি প্রায় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইজ করেছে। এর মাধ্যমে কোম্পানিটি টোটাল ১২৭ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইজ করে ফেলেছ। এর মাধ্যমে কোম্পানিটি তাদের মূল প্রতিযোগী Google Nest এর প্রতিযোগীতা করবে বলে জানা গিয়েছে। Nest একটি স্মার্ট হোম কোম্পানি যেটা ২০১৪ সালে গুগল কিনে নেয়। বর্তমানে Nest এর মাধ্যমে গুগল স্মার্ট স্পিকারস, ডোর লকস, ডোরবেল ক্যামেরা এবং সিকুরিটি সিস্টেম বাজারজাত করণ খ্যাতটি বাড়িয়ে নেবে। আর Ecobee তাদের সাথে প্রতিযোগীতায় নামার জন্য এখন প্রস্তুত রয়েছে এবং তারা ইতিমধ্যেই Switch+ নামের একটি স্মার্ট লাইটসুইচ বানিয়ে বাজারজাতকরণ শুরু করে দিয়েছে। তবে Ecobee বলছে যে তারা সরাসরি প্রতিযোগীতায় নামে নি, তারা গ্রাহকদের মন জয় করার উদ্দেশ্যে নেমেছে। উল্লেখ্য যে Ecobee এর নিজস্ব কোনো Voice Assistants বানানোর কোনো ফান্ডিং নেয়, তারা Amazon Alexa কে Voice Assistants হিসেবে ব্যবহার করছে এবং একই সাথে Apple HomeKit এবং Samsung SmartThings এর সাথে Ecobee খাপ খাইয়ে নিতে পারছে যা গুগলের স্মার্ট হোম ইকোসিস্টেমের বড় দুটি প্রতিযোগী কোম্পানি। Ecobee কে এই অর্থ ফান্ডিং দেয় AGL Energy Ltd এবং Business Development Bank of Canada।
তো এই ছিলো আজকের টেকবুমে যত আয়োজন। টেকবুম টিউনগুলো শুধুমাত্র আপনাদের জন্যেই করা হয়। তাই টেকবুমের কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে, কোন গুলো লাগে না, অথবা টেকবুম সম্পর্কে কোনো মতামত আপনি নিচের টিউমেন্ট বক্সে জানিয়ে টেকবুম সিরিজকে আরো সমৃদ্ধ করতে আমাদের সহায়তা করতে পারেন। নিয়মিত টেকনোলজি খবর বাংলায় পেতে চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!