আজকের টেকবুম – ৩০ মে ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

দেখতে দেখতে আরেকটি মাস প্রায় শেষ হয়ে এলো। আর মাসের শেষের দিকের টেকটিউনস টেকবুম নিয়ে আমি আপনাদের হোস্ট টিউনার গেমওয়ালা চলে এলাম টেকবুমের আরেকটি পর্ব নিয়ে। আজ ৩০ মে, ২০১৮ বুধবার। টেক বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ টপ খবরাখবর নিয়ে টেকটিউনসের নিয়োমিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরবরের মতোই মূল সংবাদের চলে যাবার আগে চলুন দেখে নেই শিরোনামে কি কি রয়েছে:

১) সামাজিক সাইটগুলোর বিরুদ্ধে ইউরোপিয় ডাটা প্রাইভেসি এক্টিভিটিসের আইনি মামলা।

২)  প্রস্তাবিত নতুন ePrivacy আইনি খসড়ার বিরুদ্ধে রয়েছে বড় বড় টেক ফার্মগুলো। বলা হচ্ছে এই আইনের মাধ্যমে ইলেক্ট্রনিক কমিউনিকেশন সিস্টেমকে ধ্বংস করে হবে।

৩) ইন্টেলের বিরুদ্ধে বয়স বৈষম্যের অভিযোগ। ২০১৬ সালে প্রায় ১০০০০ হাজার কর্মীদের চাকরিচ্যুত করে ইন্টেল।

৪) নিজেদের কড়া পলিসি থেকে সরে এলো Spotify

৫) ব্যবহারকারীদের Scroll এবং Tap করাকেও ট্রাক করছে ইন্সটাগ্রাম।

৬) সাউথ ইস্ট এশিয়া থেকে Uber এর সার্ভিস বন্ধ।

৭) হ্যাকিংয়ের শিকার ডিজিটাল কারেন্সি ট্রেডিং প্লাটফর্ম Taylor. প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি

৮) ২০১৯ সালের সকল আইফোন মডেলে অ্যাপল ব্যবহার করবে OLED স্ক্রিণ প্রযুক্তি।

৯) সুপার চিপ ইলেক্ট্রিসিটির সৎ সুযোগ নিচ্ছেন বিটকয়েন মাইনারসরা।

১০) আমাজন এলেক্সার ট্রাকিং বাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই: জানিয়েছেন সিকুরিটি এক্সপার্ট।

এতক্ষণ দেখলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) সামাজিক সাইটগুলোর বিরুদ্ধে ইউরোপিয় ডাটা প্রাইভেসি এক্টিভিটিসের আইনি মামলা।

ইউরোপের নতুন ইন্টারনেট প্রাইভেসি আইন গত শুক্রবার থেকে একটিভ হবার পর পরেই, একজন ডাটা প্রাইভেসি এক্টিভিস্ট কোনো সময় দেরি না করে গুগল, ফেসবুক, ইন্সটাগ্রাম এবং ওয়াটসঅ্যাপের বিরুদ্ধে মামলা চুকে দিয়েছেন। Max Schrems নামের অস্ট্রিয়ান ডাটা প্রাইভেসি এক্টিভিস্ট বলেছেন যে নতুন এই আইনের মতে এখন থেকে ইউরোপের দেশগুলোতে সোশাল সাইটগুলো তাদের নতুন take-it-or-leave-it এপ্রোচটি অনুসরণ করছে, যা পুরোপুরি আইন বিরোধী একটি কার্যক্রম এবং এটা GDPR (General Data Protection Regulation) কে উপেক্ষা করা হয়। উল্লেখ্য যে GDPR এর মতে এখন ইউরোপের ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডাটাকে সোশাল সাইটগুলো কিভাবে ব্যবহার করবে সে ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছৈ। কিন্তু এই take-it-or-leave-it এপ্রোচটির কারণে ব্যবহারকারীরা এই স্বাধীনাতাটি সঠিক ভাবে পাচ্ছেন না। অন্যদিকে নতুন আইন অনুযায়ী কোনো ফার্ম যদি GDPR এর রুলস ভঙ্গ করে তাহলে ফার্মের গ্লোবাল আয়ের ৪% পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

২)  প্রস্তাবিত নতুন ePrivacy আইনি খসড়ার বিরুদ্ধে রয়েছে বড় বড় টেক ফার্মগুলো।

ইউরোপের দেশগুলোতে গত শুক্রবার থেকে চালু হয়েছে নতুন ইন্টারনেট প্রাইভেসি আইন GDPR বা General Data Protection Regulation। কিন্তু খবর পাওয়া গিয়েছে যে ইউরোপিয় ইউনিয়নে আরো কড়া আরেকটি আইন আসতে চলেছে যার নাম ePrivacy। আর এর বিরুদ্ধে ইতিমধ্যেই বড় বড় টেক ফার্মগুলো একত্র হয়ে এর বিরোধিতা শুরু করে দিয়েছে। The Developers Alliance নামের এই গ্রুপে রয়েছে ফেসবুক, গুগল, ইন্টেল সহ আরো বেশ কয়েকটি টেক জায়ান্ট এবং তারা বলছে যে এই নতুন ePrivacy খসড়া আইনটি পাস হলে ইউরোপের টেকনোলজি ব্যবসাখাত বছর প্রতি  ৫৫০ বিলিয়ন ইউরো বা ৬৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখিন হবে। অন্যদিকে DigitalEurope নামের আরেকটি টেক ট্রেড গ্রুপ বলেছে যে এই খসড়া আইনি ইউরোপের ডিজিটাল ইকোনমির উন্নয়নের জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য যে প্রস্তাবিত এই ePrivacy আইনটি কার্যকর করা হলে Skype, WhatsApp, iMessage, মেসেজিং সার্ভিসযুক্ত ভিডিও গেমস এবং অনান্য ইলেক্ট্রনিক সার্ভিস যেগুলোয় প্রাইভেট চ্যাটিংয়ের ব্যবস্থা রয়েছে; তাদের প্রতিটি ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি অনুমতি নিয়ে তারপরই তারা তাদের ডিভাইসে ট্রাকিং কোড কিংবা তাদের যোগাযোগের তথ্যগুলোকে সংগ্রহ করতে পারবে।

৩) ইন্টেলের বিরুদ্ধে বয়স বৈষম্যের অভিযোগ।

টেক জায়ান্ট ইন্টেলের বিরুদ্ধে বয়স বৈষম্যের অভিযোগ উঠেছে। ২০১৬ সালে প্রায় দশ হাজার কর্মীদের কে চাকরিচ্যুত করে ইন্টেল, আর অভিযোগ উঠেছে যে এই ঘটনাটি ইন্টেল বয়সের ভিক্তিতে করেছে। বর্তমানে আমেরিকার FBI সংস্থা বিষয়টি তদন্ত করছেন।

৪) নিজেদের কড়া পলিসি থেকে সরে এলো Spotify

এ মাসের শুরুর দিকে সুইডিশ স্ট্রিমিং জায়ান্ট Spotify এনাউন্স করেছিলো যে তারা Hate Content and Hateful Conduct এর বিষয়ের একটি নতুন পলিসি আনতে যাচ্ছে। আর এই পলিসির অনুযায়ী Spotify তাদের প্লেলিস্ট থেকে Hate Content and Hateful Conduct জাতীয় আর্টিস্টদেরকে মুছে দিতে পারতো। এবং কোম্পানিটি কয়েকজন আর্টিস্টদেরকে মুছেও দিয়েছিলো। কিন্তু গতকালের একটি রির্পোটে জানা যায় যে Spotify তাদের এই পলিসি থেকে সরে আসতে যাচ্ছে।

৫) ব্যবহারকারীদের Scroll এবং Tap করাকেও ট্রাক করছে ইন্সটাগ্রাম।

আপনি ইন্সটাগ্রামে কিভাবে স্ক্রল করেন এবং কিভাবে কোনো কিছুকে ট্যাপ করছেন সেটাও ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ ট্রাক করতে পারছে। স্বাভাবিক ভাবেই এটা বিব্রতকর কিন্তু কোম্পানিটির এর পক্ষে একটি যুক্তি রয়েছে। ইন্সটাগ্রামে রয়েছে প্রচুর bots সমস্যা, bots যুক্ত একাউন্টগুলো অনান্য ব্যবহারকারীদের টিউনে অটো লাইক এবং ফলো করার কমান্ড অনুসরণ করে। আর এই সমস্যার সমাধানের জন্য ইন্সটাগ্রাম এবার আপনার স্ক্রল এবং ট্যাপিং মুভমেন্টগুলোকে ট্রাক করছে যাতে তারা সে সমস্ত bots একাউন্টগুলোকে চিহ্নিত করে মুছে দিতে পারে।

৬) সাউথ ইস্ট এশিয়া থেকে Uber এর সার্ভিস বন্ধ।

সাউথ ইস্ট এশিয়ার ৮টি দেশ থেকে গত মার্চে Uber তাদের সার্ভিসকে বন্ধ করে দেবার আনুষ্ঠানিক ঘোষনা দেয়। কিন্তু অভিযোগ উঠেছে যে এর মাধ্যমে Uber ড্রাইভারদের সাথে চাল চালানো হয়েছে। Uber তাদের সাউথ ইস্ট এশিয়ার সকল প্রোপার্টি তাদের প্রতিযোগী সংস্থা Grab কে বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু গত সোমবারের New York Times এর এক রির্পোটে জানা যায় যে ঊবারের এই পদক্ষেপটি ঊবার ড্রাইভারদের জন্য একটি দুঃসংবাদ হিসেবে বয়ে এনেছে। ঊবার ড্রাইভারদেরকে বলা হয়েছে Grap অ্যাপ ডাউনলোড করতে এবং ড্রাইভারদেরকে বলা হয়েছে যে কোম্পানি পরিবর্তন করতে। সংবাদটি ছড়িয়ে যাবার পর পরই ৫০০ ঊবার ড্রাইভার ইন্টারনেটে অভিযোগ করেছেন যে নতুন সংস্থা Grab তাদের চাকরি দেবে কিনা সেটা নিশ্চিত না করেই ঊবার এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঊবাররের বর্তমান সিইও Dara Khosrowshahi বর্তমানে এই ব্যাপারটি নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছেন।

৭) হ্যাকিংয়ের শিকার ডিজিটাল কারেন্সি ট্রেডিং প্লাটফর্ম Taylor.

হ্যাকিংয়ের শিকার ডিজিটাল কারেন্সি ট্রেডিং প্লাটফর্ম Taylor. প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কোম্পানিটি। Taylor একটি স্মার্ট ট্রেডিং এসিসটেন্স যেটি Cryptocurrency নিয়ে তাদের সার্ভিসটি দিয়ে থাকে। সম্প্রতি কোম্পানিটি হ্যাকিংয়ের শিকার হয় এবং ধারণা করা হচ্ছে যে প্রায় 2578 ETH বা ১.৫ মিলিযন মার্কিন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে কোম্পানিটি। কোম্পানিটি ধারণা করছে যে CypheriumChain হ্যাকিং এর পিছে যে গ্রুপটি দায়ী তারাই এই হ্যাকিংটিও করেছে। উল্লেখ্য যে CypheriumChain হ্যাকিংয়ের চুরি হওয়া ১৭০০০ ETH এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।

৮) ২০১৯ সালের সকল আইফোন মডেলে অ্যাপল ব্যবহার করবে OLED স্ক্রিণ প্রযুক্তি।

২০১৯ সালের সকল আইফোন মডেলে অ্যাপল ব্যবহার করবে OLED স্ক্রিণ প্রযুক্তি। এছাড়াও ভবিষ্যৎতের সকল টপ রেঞ্জ আইফোনগুলোতেওই অ্যাপল OLED স্ক্রিণ প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গিয়েছে। আগামী বছর এক সাথে তিনটি আইফোন মডেল বাজারে ছাড়বে বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট অ্যাপল। উল্লেখ্য যে অ্যাপল তাদের বর্তমানের আইফোন এক্স এর OLED স্ক্রিণ প্রযুক্তির জন্য স্যামসংয়ের উপর নির্ভরশীল রয়েছে। আরো জানা গিয়েছে যে আগামী বছর একটি কমমূল্যের LCD স্ক্রিণ প্রযুক্তির আইফোনও বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।

৯) সুপার চিপ ইলেক্ট্রিসিটির সৎ সুযোগ নিচ্ছেন বিটকয়েন মাইনারসরা।

আমেরিকার ওয়াশিংটন অঞ্চলের বেশির ভাগ ইলেক্ট্রিসিটি শুষে নিচ্ছে বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার সার্ভারগুলো, এতে অঞ্চলের অনান্য স্বাভাবিক কার্যক্রমে বেশ চাপ পড়ছে বলে জানা গিয়েছে। এর পেছনে ইলেক্ট্রিসিটির কম মূল্যকে দায়ী করছেন অনেকেই। অন্যদিকে বিদ্যুদের এই হেভি লোডের জন্য অনান্য কাস্টমাররা বিদ্যুৎতের দাম বেড়ে যাওয়ার আশংকা করছেন।

১০) আমাজন এলেক্সার ট্রাকিং বাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই: জানিয়েছেন সিকুরিটি এক্সপার্ট।

আমাজন এলেক্সার ট্রাকিং বাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই: জানিয়েছেন সিকুরিটি এক্সপার্ট Daniel Miessler। সম্প্রতি আমাজনের স্মার্ট স্পিকার আমাজন ইকোতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এলেক্সা ব্যবহারকারীদের কথপোকথন রেকর্ড করে র‌্যানডম ভাবে কোনো বন্ধুকে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিকুরিটি এক্সপার্ট Daniel Missler বলেছেন যে একটি একটি অনান্য স্মার্টফোন ডিভাইসের Butt dial / pocket dial এর মতোই একটি স্বাভাবিক ঘটনা। এতে সিরিয়াস চিন্তার কোনো কারণ নেই।

এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল টেক সংবাদ। পরবর্তী টেক সংবাদের জন্য চোখ রাখুন আপনাদের প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনসে। আল্লাহ হাফেজ

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জব্বর!