শুভ সকাল! কেমন আছেন টেকটিউনস ভিজিটরবাসী! নতুন দিনের শুরুর সাথে সাথে নিয়ে চলে এলাম টেকবুম এর আরেকটি নিয়মিত টিউন। আজ ২৭ মে, ২০১৮ সাল, ১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রবিবার। আজকের দিনটি শুরু করুন তাজা তাজা ১০টি টেক নিউজ দিয়ে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ। শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:
দেখে নিলেন শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:
গত সোমবার ইন্টেল এবং মাইক্রোসফট নতুন এক ধরনের Spectre and Meltdown প্রসেসরের বাগ খুঁজে পেয়েছেন, যেটি বর্তমানে লক্ষ লক্ষ কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের প্রসেসরে রয়েছে। এই বাগটির নাম দেওয়া হয়েছে Variant 4। এর মাধ্যমে প্রসেসরটির ব্যবহাকারীর সম্পর্কে গোপনে তথ্য চুরি করা সম্ভব বলে জানা গিয়েছে। তবে অন্যদিকে ইন্টেল তাদের প্রসেসরে এই বাগটির সমস্যার সমাধানে কয়েক সপ্তাহের মধ্যে সিকুরিটি Patches মুক্তি দেবে বলে জানিয়েছে। আর এর ফলে এই বাগযুক্ত ডিভাইসগুলোর পারফরমেন্স ডাউন হতে পারে বলে কোম্পানি থেকে সর্তক করে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্মার্টফোনটির সিকুরিটি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখান না। তিনি White House এর আইফোন ব্যবহার করেন যেটায় তার কমিউনিকেশন সুরক্ষার কোনো সিকুরিটি সেটআপ করা নেই। এর ফলে তার নিরাপত্তা নিয়ে অফিসিয়ালদের চিন্তার উদ্ভব হয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প গত ৫ মাসে একবারও তার সেলফোনকে সিকুরিটি এক্সপার্টদের নিয়ে চেকআপ করান নি। উল্লেখ্য যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সেলফোনকে মাসে একবার সিকুরিটি এক্সপার্টদেরকে দিয়ে চেক করাতেন এবং সোশাল সাইটের জন্য আলাদা আলাদা স্মার্টফোন ব্যবহার করতেন।
Uber এর এক সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার গত সোমবার কোম্পানির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন। অভিযোগ রয়েছে যে তার এই সমস্যা ব্যাপারে কমপ্লেইন করা হলেও কোম্পানি কোনো পদক্ষেপ নেয় নি। তিনি Uber কোম্পানিতে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত কর্মরত ছিলেন।
প্রোগ্রামিংয়ের উপযুক্ত এবং 3D প্রযুক্তির হেডফোন কোম্পানি ossic শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে। কোম্পানিটি ক্রাউডফান্ডিং এর মাধ্যমে প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার উত্তোলন করলেও কোম্পানিটির বন্ধ হয়ে যাবার কারণে প্রায় সবাই তাদের অর্থ খোয়াতে যাচ্ছেন। Surround Sound সিস্টেম যুক্ত হেডফোন নির্মাণের জন্য কোম্পানিটি প্রায় ২২ হাজার হেডফোনের প্রি অর্ডার নিয়েছেন যাদের প্রতিটির মূল্য ছিলো ২০০ থেকে ৩০০ মার্কিন ডলার। আর গত সপ্তাহে কোম্পানিটি ঘোষনা দেয় যে অর্থ সংকটের কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছে। কোম্পানির ভাষ্যমতে তারা মাত্র ২৫০ হেডফোন মার্কেটিং করতে পেরেছে।
সম্প্রতি আমেরিকান মাল্টিন্যাশনাল কম্পিউটার সফটওয়্যার কোম্পানি Adobe একটি ই কর্মাস সার্ভিস প্রোভাইডার Magento Commerce কে ১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছে। এর মাধ্যমে Adobe তাদের এক যুগের মধ্যে সবথেকে বড় ডিল করে ফেলেছে। এই ডিলের মাধ্যমে Adobe তাদের ক্লাউড বিজনেস আরো সম্প্রসারণ করতে পারবে বলে কোম্পানিটি আশা প্রকাশ করেছে।
চাইনিজ ফোনমেকার কোম্পানি ZTE এর উপর আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে আমেরিকা-চীন শীঘ্রই একটি সম্মতিতে আসবে বলে যানা গিয়েছে। সম্প্রতি আমেরিকান এবং চীন এর সরকারের কয়েকজন টপ লেভেল কর্মকর্তাদের মাঝে চাইনিজ টেলিকম জায়েন্ট ZTE কর্পোরেশনের নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে শেষ মুহূর্ত্বের কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। তবে আরো জানা গিয়েছে যে ZTE কর্পোরেশনকে বড় ধরনের জরিমানা গুণতে হবে এবং কর্পোরেশনের ম্যানেজমেন্টেও পরিবর্তন আনতে হবে, তাহলেই এর পরিবর্তে ট্রাম্প সরকার কোম্পানির উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকার কোম্পানিগুলোর কম্পোনেন্টস এবং সফটওয়্যারসমুহ ZTE কোম্পানিকে সরবরাহের উপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অনুসারে বর্তমানে আমেরিকায় ZTE কোম্পানি কোনো ধরনের ব্যবসা করতে পারবে না, তবে এই অবস্থার পরিবর্তন আনতে আমেরিকান সরকার কোম্পানির ম্যানেজমেন্টে প্রচুর রদবদল করতে হবে বলে আদেশ দিয়েছেন। এছাড়াও একই সাথে ZTE কোম্পানিকে প্রচুর পরিমান ফাইনও দিতে হবে বলে জানা গিয়েছে।
আমেরিকার ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানি NetFlex এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আগামী কয়েক বছরের জন্য ওবামা দম্পত্তি ওই চুক্তি অনুযায়ী NetFlex য়ে ডকুমেন্টারি অনুষ্ঠান, স্ক্রিপ্ট করা সিরিজ, স্ক্রিপ্ট ব্যাতিত সিরিজ এবং কিছু ফিচার অনুষ্ঠান থাকবে। উল্লেখ্য যে এর আগে NetFlex এর একটি টকশোতে ওবামা দম্পত্তি অংশ নিয়েছিলেন।
সুইডেনে স্পটিফাই এর সিইও Daniel Ek একটি বড়সড় ইভেন্ট কো-ফাউন্ড করেছেন। স্পটিফাইন এর সিইও মনে করছেন যে এই ইভেন্টের মাধ্যমে সুইডেনে তথ্য প্রযুক্তির আরো উন্নত বিকাশ ঘটতে সাহায্য করবে। উল্লেখ্য যে সম্প্রতিক সময়ে এটিই সুইডেনে অনুষ্ঠিত বৃহৎ একটি টেক ইভেন্ট।
বর্তমানে বিশ্বের অন্যতম ফ্রি-টু-প্লে ভিডিও গেম Fortnite কে eSports গেমিং ইভেন্টে আসার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ পুল অর্থ প্রদান করেছে Epic Games। ধারণা করা হচ্ছে অনান্য অনলাইন গেমিং টুর্নামেন্টের মতোই এ বছরের শেষের দিকে Fortnite এর আলাদা একটি গেমিং টুর্নামেন্টের আসর বসতে যাচ্ছে। উল্লেখ্য যে Fortnite গেমটি প্রতি মাষে ২২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। গেমটিতে বর্তমানে ৪৫ লক্ষের বেশি প্লেয়ার রয়েছে আর গেমটি প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান, পিসি, ম্যাক এবং আইফোনে খেলা যাচ্ছে। গেমটির অ্যান্ড্রয়েড সংষ্করণ এ বছরের Summer এ আসার কথা রয়েছে।
এনাউন্সমেন্ট এর একদিন আগেই লিক হয়ে গেল এইটিসি কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশীপ ফোন HTC U12+ এর তথ্য। এ মাসের ২৩ তারিখে এনাউন্সমেন্ট করার কথা থাকলেও এইচটিসি টেস্ট সাইটে ২২ মে তারিখে স্মার্টফোনটির ব্যাপারে তথ্যগুলো লিক হয়ে যায়। HTC U12+ ডিভাইসটিতে রয়েছে ৬ ইঞ্চির Super LCD6 স্ক্রিণ, ৬ গিগাবাইট র্যাম, ৩৫০০ mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টা কোর প্রসেসর সহ সামনে পেছনে দুদিকেই ডুয়াল ক্যামেরার সেটআপ।
তো এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। আগামীকালের শীর্ষ ১০টি টেক নিউজ জানতে ভিজিট করুন টেকটিউনস এ। ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!