শুভ সকাল! কেমন আছেন টেকটিউনস ভিজিটরবাসী! নতুন দিনের শুরুর সাথে সাথে নিয়ে চলে এলাম টেকবুম এর আরেকটি নিয়মিত টিউন। আজ ২৬ মে, ২০১৮ সাল, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার। আজকের দিনটি শুরু করুন তাজা তাজা ১০টি টেক নিউজ দিয়ে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ। শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:
শিরোনাম দেখে নিলেন। চলুন এবার চলে যাই বিস্তারিত খবরে:
Portland, Oregon শহরের একটি কাপল অভিযোগ করেছেন যে সম্প্রতি আমাজন এলেক্সা তাদের একটি গোপন কথোপকথন রেকর্ড করে র্যান্ডমভাবে তাদের ফোনবুকের একজন ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। এতে উক্ত কাপলের প্রাইভেসি নস্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। KIRO-TV এর রির্পোট অনুযায়ী ঘটনাটি ঘটেছে দুই সপ্তাহ আগে। KIRO-TV তে দেওয়া তথ্যে কাপল মহিলাটি জানিয়েছেন যে ডিভাইসটি তাদের কথোপকথন রেকর্ডের ব্যাপারে এবং সেটা সেন্ড করার ব্যাপারে কোনো কিছুই জানায়নি। ১৭৬ মাইল দূরের সেই বন্ধুটি পরবর্তীকে কাপলদের কে ফোন করে জানিয়ে দেন যে এই সমস্যা হচ্ছে। উল্লেখ্য যে, এটাই প্রথম কোনো আমাজন এলেক্সার বাগ নয়, মার্চ মাসে স্মার্ট স্পিকার আমাজন এলেক্সা র্যান্ডম ভাবে হাসাহাসি করার ঘটনায় আমাজনকে এলেক্সার রক্ষনাবেক্ষণের উপর জোড় দিতে হয়।
মার্চ ১৮, ২০১৮ তারিখে ড্রাইভার বিহীন একটি Self-driving Uber গাড়ি টেস্ট রানিংয়ের সময় দুঘটর্নার শিকার হয় এবং একজন পথচারী এতে নিহত হন। ঘটনাটি ঘটেচিলো আমেরিকার Arizona শহরে। সম্প্রতি National Trapsportaiton Safety Board (NTSB) এর এক রির্পোটে এই বিস্তারিত তথ্যগুলো জানা যায়। আরো জানা যায় যে গাড়িটি পথচারীর উপস্থিতি বূঝতে পেরেছিলো কিন্তু গাড়িটিতে ইমারজেন্সি অটোব্রেক ফিচারটি না থাকায় Self-Driving গাড়িটি ব্রেক করতে পারেনি। দুঘর্টনার সময় গাড়িটির গতিবেগ ছিলো ঘন্টায় ৩৯ মাইল।
তবে NTSB এর তথ্য অনুযায়ী Uber এর self-driving গাড়িগুলো অটোমেটিক্যালি ব্রেক ডিজাইনে তৈরি করা হয় না, তাদেরকে ইমাজেন্সি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজন অপারেটরের সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকতে হয়। কিন্তু এই ঘটনাটি মাত্র ৬ সেকেন্ডের ভেতর ঘটে যাওয়ায় গাড়িটির অপারেটর তেমন কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারেননি। বর্তমানে ঘটনাটি NTSB এর তদন্তে রয়েছে এবং ঘটনাটির সম্পূর্ণ তদন্ত শেষ না হলে UBER আর কোনো টেক্স রানিং চালাবে না।
হার্ডওয়্যার কোম্পানি Essential কে বিক্রি করে দেবার পরিকল্পনা চলছে। কোম্পানির ফাউন্ডার Andy Rubin সম্প্রতি এই মনোভাব প্রকাশ করেন। গত বছর কোম্পানিটি তাদের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন Essential Phone মুক্তি দিয়েছিলো কিন্তু বর্তমানে কোম্পানিটি তাদের ২য় কোনো স্মার্টফোন তৈরির উদ্যোগ নেবে না। কোম্পানি বর্তমান দিন পর্যন্ত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার লাভ অর্জন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে কোম্পানিটির ভ্যালু রয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার।
প্যারিসে ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এক ইভেন্টে বসেছে টেক সিইওদের মিলন মেলা। এদের মধ্যে রয়েছেন ফেসবুক সিইও Mark Zucerberg, মাইক্রোসফট সিইও Satya Nadella, আইবিএম সিইও Ginni Rometty, ইন্টেল সিইও Brian Krzanich, স্ল্যাক সিইও Stewart Butterfield, Uber সিইও Dara Khosrowshahi সহ প্রমুখ। এদের মিলনমেলায় ইউরোপে টেক হাবগুলো আরো শক্তিশালি এবং প্রানবন্ত হবে বলে মনে করা হচ্ছে।
ইউরোপের কড়া ইন্টারনেট প্রাইভেসি আইন GDPR গতকাল থেকে শুরু হয়েছে। এর মাধ্যমে সোশাল নেটওর্য়াকগুলোর ডাটা কালেক্টশন ফিচারটি ইউরোপের শহরগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ বলেছেন যে ফেসবুক ব্যবহারকারীর অধিকাংশই এই ডাটা কালেক্টশন ফিচারটি নিয়ে মাথা ঘামায় না এবং তাদের উপযুক্ত বিজ্ঞাপনগুলো দেখতে পছন্দ করে। কিন্তু ইউরোপের দেশগুলোতে এই ফিচারটি আর থাকছে না। নতুন এই ইন্টারনেট প্রাইভেসি আইন অনুযায়ী এখন ইউরোপ দেশগুলোর ওয়েব ব্যবহারকারীরা তাদের তথ্যগুলো উপর আরো স্বাধীন নিয়ন্ত্রণ পাবেন। ফেসবুকের জন্য এর মানে হচ্ছে যে, দেশ ভেদে সঠিক বিজ্ঞাপণ প্রকাশের জন্য তারা তাদের ব্যবহারকারীদের কাছ থেকে যে ডাটাগুলো নিয়ে নিতে এবার সেগুলোকে ব্যবহারকারীর অনুমতি ছাড়া নিতে পারবে না।
সম্প্রতি এক বিচারক স্যামসংকে ৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। প্যাটেন্ট স্মার্টফোন ফিচার কপি করার কারণে স্যামসংয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অ্যাপল ২০১১ থেকে লড়ে আসছে। আর এবার স্যামসংকে ৫৩৯ মার্কিন ডলার অ্যাপলকে জরিমানা স্বরুপ দিতে হবে। এর মাধ্যমে দুটি কোম্পানির মধ্যে শান্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে একই কেসে স্যামসং আগে আরো ৩৯৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা অ্যাপলকে দিয়েছে।
৩০ জুনে বন্ধ হয়ে যাচ্ছে র্যান্ডম কনটেন্ট ডিসকোভারি টুল StumbleUpon ওয়েবসাইটটি। তবে একেবারেই নয়, এটিকে mix.com সাইটের মাধ্যমে পরিবর্তন করিয়ে নেওয়া হবে। মিক্স ডট কমে থাকবে আরো অধিক এবং বিস্তৃত ফিচার যা প্রায় সকল ওয়েব ব্রাউজার এবং মোবাইল ডিভাইসের ব্রাউজারে ব্যবহার করা যাবে। এছাড়াও সকল StumbleUpon একাউন্টগুলোকেও মিক্স ডট কমে সরিয়ে নেওয়া হবে। উল্লেখ্য যে StumpbleUpon সাইটে প্রায় ৪০ মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন।
ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে এখন থেকে রাজনৈতিক বিজ্ঞাপণ দিতে হলে একপ্রকার ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপরেই বিজ্ঞাপনগুলো প্রকাশ করা যাবে। সম্প্রতি Cambridge Analytica এর স্ক্যান্ডারে কারণে রাজনৈতিক বিজ্ঞাপণ সহ সকল প্রকার সেন্সিটিভ বিষয়ে সোশাল সাইটগুলো সর্তক হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার ফেসবুক এবং টু্ইটার দুটি সাইটই রাজনৈতিক বিজ্ঞাপণ নিয়ে এসব তথ্য প্রকার করে।
Uber এর সিইও Dara Khosrowshahi বলেছেন যে গত অক্টোবর মাসে তার দেওয়া নতুন গঠনতন্ত্রের অনুযায়ী Uber য়ে এখন থেকে আর ক্ষমতার জন্য অসুস্থ লড়াই চলে না। উল্লেখ্য যে তিনি তার এই নতুন গঠনতন্ত্রের মাধ্যমে সাবেক সিইও Travis Kalanick এর ভোট দেওয়ার ক্ষমতাকে নস্ট করে দেন। তিনি আরো বলেন যে কোম্পানির CEO হবার পর তার প্রথম কাজটি ছিলো কোম্পানির অর্থনৈতিক অবস্থা শক্ত করা। আর সম্প্রতি জানা গিয়েছে যে Uber বর্তমানে মোট ২.৫ বিলিয়ন মার্কিন ডলার লাভজনক অবস্থানে রয়েছেন।
স্মার্ট স্পিকার বাজারে শুরু থেকে গুগলের অবস্থান শক্ত ছিলো না। কারণ গুগলের আগে আমাজন তাদের স্মার্ট স্পিকারগুলো বাজারজাত করণ করায় বেশ লাভজনক অবস্থানে ছিলো কোম্পানিটি। কিন্তু সম্প্রতি এক রির্পোটে জানা যায় যে ২০১৮ সালের প্রথম তিন মাসে গুগল ৩.২ মিলিয়ন গুগল হোম এবং গুগল হোম মিনি ডিভাইস বিক্রি করতে সক্ষম হয়, অন্যদিকে আমাজন তাদের ইকো ডিভাইসগুলোর ২.৫ মিলিয়ন কপি বিক্রি করে। টানা চার মৌসুম স্মার্ট স্পিকার খাতে প্রথম থাকার পর এবার ২য় স্থানে অবস্থান করছে আমাজন।
তো এই ছিলো আজকের শীর্ষ টেক খবর। আগামীকাল একই সময়ে টেকটিউনসে চলে আসুন নতুন তাজা তাজা ১০টি টেক নিউজ জানার জন্য। এছাড়াও টেকটিউনসে প্রতিদিনই আপনি পাবেন বিভিন্ন জমজমাট টেকনোলজি টিউন এবং আপনার যদি কোনো টেকনোলজি বিষায়ক সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি সেটা টেকটিউনস জ্যাকেটে টিউন দিতে দ্বিধা করবেন না।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের টেকবুমস এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Wow,,,,great post,,,,khub valo laglo