আজকের টেকবুম – ২০ মে ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

আজকের টেকবুম টিউনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনের টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবরাখবর নিয়ে আমার এই নিয়মিত আয়োজন।

আজ ২০ ই মে, ২০১৮ সাল, ৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রবিবার। বরাবরের মতোই শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনামগুলো এবং তারপর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

  • ১) সম্প্রতি ইউএস সেনেট ৫২-৪৭ ভোটে আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশনের নেট-নিউট্রালিটি রুলকে পুর্ণবহাল করেছেন।
  • ২) ফেসবুকের ডাটা ব্যবহারের উপর ইউরোপে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ একটি গণ রির্পোট প্রদান করবেন।
  • ৩) ফেসবুকে শুরু হয়েছে সেন্সিটিভ বিষয়ের বিজ্ঞাপণ।
  • ৪) মহিলা খুনের ঘটনায় চাইনিজ রাইড শেয়ারিং কোম্পানি তাদের সার্ভিস থেকে Passenger Attractiveness Ratings কে উঠিয়ে দিয়েছে।
  • ৫) ইন্সটাগ্রাম খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে তার ব্যবহারকারীরা দিনে কতক্ষণ ইন্সটাগ্রামে থাকেন সেটি জানা যাবে।
  • ৬) ইউটিউবে বিজ্ঞাপণবিহীণ শোগুলো দেখতে হলে এবার ব্যবহারকারীকে আরো বেশি ফি প্রদান করতে হবে।
  • ৭) আমেরিকার সিকুরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি একটি ফেইক Cryptocurrency সাইট Howey Coins চালু করেছে।
  • ৮) আমেরিকান মাল্টিন্যাশনাল করপোরেশন টেসলায় চলছে দারুন উত্তেজনা।
  • ৯) অনেক Uber ড্রাইভার মনে করছেন যে এই সার্ভিস থেকে তারা তাদের ন্যায্য পেমেন্ট পাচ্ছেন না।
  • ১০) টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন ২০০০০ কর্মকর্তা, কর্মচারীর জন্য নতুন একটি ক্যাম্পাস নির্মান করতে যাচ্ছেন।

শিরোনামের পর এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:

১) সম্প্রতি ইউএস সেনেট ৫২-৪৭ ভোটে আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশনের নেট-নিউট্রালিটি রুলকে পুর্ণবহাল করেছেন

সম্প্রতি ইউএস সেনেট ৫২-৪৭ ভোটে আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশনের নেট-নিউট্রালিটি রুলকে পুর্ণবহাল করেছেন। উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বরে এই রুলকে বন্ধ করে দিয়েছিলো। এই রুলের মাধ্যমে আমেরিকার সকল ক্যাবল নেট কোম্পানিকে একই ভাবে দেখার নির্দেশনা রয়েছে। গত ১০ বছর ধরে এই রুলের মাধ্যমেই আমেরিকার নেট সংযোগ সংস্থাগুলো পরিচালিত হয়ে আসছিলো।

২) ফেসবুকের ডাটা ব্যবহারের উপর ইউরোপে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ একটি গণ রির্পোট প্রদান করবেন

ফেসবুকের ডাটা ব্যবহারের উপর ইউরোপে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ একটি গণ রির্পোট প্রদান করবেন। সম্প্রতি ফেসবুকের Cambridge Analytica স্ক্যান্ডারের শিকার হওয়া ৮৭ মিলিয়ন ব্যবহারকারীর অবস্থা জানানোর জন্য ফেসবুককে এই আইনী নোটিশ অনুসরণ করতে বলা হয়েছে।

৩) ফেসবুকে শুরু হয়েছে সেন্সিটিভ বিষয়ের বিজ্ঞাপণ

ফেসবুকে শুরু হয়েছে সেন্সিটিভ বিষয়ের বিজ্ঞাপণ। জনপ্রিয় সোশাল সাইট ফেসবুক তাদের বিজ্ঞাপনদাতাদের কে এবার ফেসবুকের ব্যবহাকারীর আগ্রহের উপর ভিক্তি করে বিভিন্ন সেন্সিটিভ বিষয়ের বিজ্ঞাপণ দেওয়ার অনুমতি প্রধান করে দিয়েছে।

এদের মধ্যে রয়েছে সেস্কুয়্যাল বিষায়দি, ইসলামি বিষয়াদি, রাজনৈতিক বিষয়াদি সহ আরো অনেক কিছু। সোশাল নেটওর্য়াক সাইটটি ইতিমধ্যেই এর ব্যবহারকারীদের তথ্যাদি সংরক্ষণ করে রাখে বিভিন্ন গবেষণার কাজে। আর এখন থেকে এই গবেষণার ভিক্তিতেই একজন ব্যবহারকারীর পছন্দমতোই তার একাউন্টে বিভিন্ন টাইপের বিজ্ঞাপণ প্রদর্শিত হবে।

৪) মহিলা খুনের ঘটনায় চাইনিজ রাইড শেয়ারিং কোম্পানি তাদের সার্ভিস থেকে Passenger Attractiveness Ratings কে উঠিয়ে দিয়েছে

মহিলা খুনের ঘটনায় চাইনিজ রাইড শেয়ারিং কোম্পানি তাদের সার্ভিস থেকে Passenger Attractiveness Ratings কে উঠিয়ে দিয়েছে। সম্প্রতি ২১ বছরের একজন মহিলা চীনে রাইড শেয়ারিং সার্ভিস Didi এর Passenger Attractiveness Ratings এর প্রভাবেই খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আর এই অভিযোগের পরেই Didi তাদের সার্ভিস থেকে Passenger Attractiveness Ratings কে উঠিয়ে দিয়েছে এবং তাদের প্লাটফর্মকে ব্যবহারকারীদের জন্য সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ড্রাইভাররা তাদের যাত্রীদের বিভিন্ন শারিরিক বৈশিষ্ট্য দেখে তাদেরকে বিভিন্ন রেটিংস প্রদান করতে পারতো যেমন long legs, adorable girl, goddesses, beauties ইত্যাদি।

৫) ইন্সটাগ্রাম খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে তার ব্যবহারকারীরা দিনে কতক্ষণ ইন্সটাগ্রামে থাকেন সেটি জানা যাবে

ইন্সটাগ্রাম খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে তার ব্যবহারকারীরা দিনে কতক্ষণ ইন্সটাগ্রামে থাকেন সেটি জানা যাবে।

এই ফিচারটি ইন্সটাগ্রাম কম্পিউটার বিজ্ঞানী Jane Manchun Wong এর দ্বারা উন্মোচন করা হয়েছে এবং এটি ইন্সটাগ্রামের CEO Kevin Systrom এর দ্বারা কনফার্ম করা হয়েছে।

উল্লেখ্য যে অনেক টেক কোম্পানি তাদের সার্ভিসে টাইম ম্যানেজমেন্ট সিস্টেম ফিচারকে আনতে চাচ্ছে।

৬) ইউটিউবে বিজ্ঞাপণ ফ্রি শোগুলো দেখতে হলে এবার ব্যবহারকারীকে আরো বেশি ফি প্রদান করতে হবে।

ইউটিউবে বিজ্ঞাপণ ফ্রি শোগুলো দেখতে হলে এবার ব্যবহারকারীকে আরো বেশি ফি প্রদান করতে হবে। সম্প্রতি ইউটিউব রেড ফিচারটিকে পরিবর্তন করে ইউটিউব প্রিমিয়াম ফিচারটি আনা হয়েছে এবং এর মাধ্যমে অতিরিক্ত ফি প্রদান করে ইউটিউবে ad-free বিভিন্ন অনুষ্ঠান ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। আগে মাসে ১০ ডলার সাবক্রিপ্টশন চার্জে ইউটিউব রেড পাওয়া যেত কিন্তু এখন ইউটিউব প্রিমিয়ামে ব্যবহারকারীদেরকে মাসে ১২ মার্কিন ডলার গুনতে হবে।

৭) আমেরিকার SEC সম্প্রতি একটি ফেইক cryptocurrency সাইট HoweyCoins চালু করেছে

আমেরিকার সিকুরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি একটি ফেইক cryptocurrency সাইট HoweyCoins চালু করেছে যাতে এটির মাধ্যমে ইনভেস্টটরদেরকে ICO স্ক্যামস সম্পর্কে সর্তক করা যায়। এর মাধ্যমে লোকজনকে ব্লকচেইন প্রোজেক্টে টাকা লাগানো আগে আরো বেশি জেনেশুনে নেবার পরামর্শ প্রদান করেছে আমেরিকার সিকুরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন।

৮) আমেরিকান মাল্টিন্যাশনাল করপোরেশন টেসলায় চলছে দারুন উত্তেজনা।

আমেরিকান মাল্টিন্যাশনাল করপোরেশন টেসলায় চলছে দারুন উত্তেজনা। টেসলার বোর্ড মেম্বার Steve Jurvetson যিনি ২০০৯ থেকে কোম্পানিতে রয়েছে তিনি গত ৬ মাস ধরে কোম্পানিতে কাজ করছেন না, আর এই কারণে অনান্য বোর্ড মেম্বাররা কোম্পানির শেয়ারহোল্ডারদেরকে Steve Jurvestson কে তার পদ থেকে বহিস্কার করার জন্য প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও অন্যদিকে কোম্পানির ইনভেস্টরদের থেকে বোর্ড ডাইরেক্ট এবং কোম্পানির সিইও ইলন মাস্কের ভাইকেও বহিস্কার করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

৯) অনেক Uber ড্রাইভার মনে করছেন যে এই সার্ভিস থেকে তারা তাদের ন্যায্য পেমেন্ট পাচ্ছেন না।

অনেক Uber ড্রাইভার মনে করছেন যে এই সার্ভিস থেকে তারা তাদের ন্যায্য পেমেন্ট পাচ্ছেন না। প্রতি ঘন্টায় একজন ঊবার ড্রাইভার গড়ে কত করে আয় করেন সেটা সঠিক ভাবে বলা সম্ভব নয় কারণ বিশ্বের বিভিন্ন স্থানে তাদের ঘন্টার রেট এক এক রকম হয়ে থাকে, এছাড়াও ঊবার কোম্পানি খুবই ঘন ঘন তাদের কমিশন স্ট্রাটচার পরিবর্তন করে থাকে আর অন্যদিকে ঊবার গাড়ি চালকদের গাড়ির গ্যাস এবং অবচয় খরচ বহন করে না বিধায় কোম্পানির ড্রাইভারগুলো তেমন অর্থ কামাতে পারছেন না। ২০১৮ সালের জানুয়ারী মাসে এক রিপোর্টে দেখা যায় যে একজন ঊবার ড্রাইভারে ঘন্টায় গড় আয় হচ্ছে ২১.০৭ মার্কিন ডলার কিন্তু গ্যাস খরচ এবং অবচয় মিলিয়ে একই সাথে ড্রাইভারের ঘন্টায় খরচ হচ্চে ২০.১৯ মার্কিন ডলার।

১০) টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন ২০০০০ কর্মকর্তা, কর্মচারীর জন্য নতুন একটি ক্যাম্পাস নির্মান করতে যাচ্ছেন

টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন ২০০০০ কর্মকর্তা, কর্মচারীর জন্য নতুন একটি ক্যাম্পাস নির্মান করতে যাচ্ছেন। এই সুবাধে অ্যাপল এর সিইও টিম কুক আমেরিকার North Carolina এর সরকারী কর্মকর্তাদের সাথে কয়েকবার বৈঠকে বসেছেন। সম্প্রতি আমাজনের নতুন একটি হেডকোয়াটার নির্মাণের ঘোষনার পর পরেই অ্যাপল থেকে এই ধরনের খবর পাওয়া গেল। উল্লেখ্য যে এই কাজের জন্য অ্যাপল ৩০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে আমেরিকা থেকে ২০০০০০ কর্মী নেবার পরিকল্পনা করেছেন। এই বাজেটের কিছু অংশ নতুন ক্যাম্পাস নির্মাণে খরচ করা হবে।

তো এই ছিলো আজকের শীর্ষ টেক খবর। আগামীকাল একই সময়ে টেকটিউনসে চলে আসুন নতুন তাজা তাজা ১০টি টেক নিউজ জানার জন্য। এছাড়াও টেকটিউনসে প্রতিদিনই আপনি পাবেন বিভিন্ন জমজমাট টেকনোলজি টিউন এবং আপনার যদি কোনো টেকনোলজি বিষায়ক সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি সেটা টেকটিউনস জ্যাকেটে টিউন দিতে দ্বিধা করবেন না।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের টেকবুমস এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস