আজকের টেকবুম – ১৯ মে ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো! কেমন আছেন টেকভিউয়ারস! আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেকবুম নিউজে। ১৯ মে, ২০১৮ সাল, ৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার। আজকের দিনটি শুরু করুন তাজা তাজা ১০টি টেক নিউজ দিয়ে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ।  শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:

  • ১) ২.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সুইডিশ ফিনটেক কোম্পানি iZettle কিনে নিচ্ছে পেপাল, যা কোম্পানির এ যাবৎ কালের সর্ববৃহৎ একুইজেশন।
  • ২) Uber কোম্পানির চিফ প্রডাক্ট অফিসার এবং কোম্পানির ফ্লাইয়িং কার ইফোর্ডস এর হেড Jeff Holden কোম্পানি ছেড়ে চলে গিয়েছেন।
  • ৩) দ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল প্রায় ১০০০টির বেশি নকল বিটকয়েন ওফারিং সনাক্ত করেছে যাদের মধ্যে শতাধিকে রয়েছে হলমার্ক।
  • ৪) বৃহস্পতিবারের MSNBC কর্তৃক রিলিজকৃত একটি ভিডিও তে মাইক্রোসফট এর ফাউন্ডার বিল গেটস বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে HIV এবং HPV এর পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মিটিংয়ের মাধ্যমে।
  • ৫) এক রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের প্রথম তিনমাসে অ্যাপল তাদের HomePod এর ৬ লক্ষ কপি বিক্রি করতে সক্ষম হয়েছে।
  • ৬) ভূয়া বিজ্ঞাপণের উপর আরোপিত আইনি মামলার মিমাংসা করার জন্য ফেসবুক এক্সিকিউটিভ একজন ব্রিটিশ টিভি ব্যক্তিত্য এবং কনজিউমার রাইটস সাংবাদিক Martin Lewis এর সাথে সাক্ষাৎ করেছেন।
  • ৭)  Utah ভিক্তিক টেকনিক্যাল স্কিল ট্রেইনিং কোম্পানি Pluralsight তাদের কোম্পানির যাত্রা শুরু করেছেন ৩৫% স্টক নিয়ে।
  • ৮) সম্প্রতি গুগল তাদের ডুপ্লেক্স ডেমো প্রদশর্নিকে সেটআপ করা হয়েছে কিনা সেটার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।
  • ৯) লস এঞ্জেলস শহরে একটি টানেল কনসেপ্ট বানানোর জন্য টেক ব্যক্তিত্য ইলন মাক্স শহরের মেট্রোপলিটন টান্সর্পোটেশন এজেন্সির সাথে একটি চুক্তিতে গিয়েছেন।
  • ১০) কল অফ ডিউটি সিরিজের পরবর্তী গেম ব্ল্যাক অপস ৪ গেমটিতে Fortnite: Battle Royale এর মতো আলাদা একটি ব্যাটল-র‌্যায়াল মোড থাকছে। গেমটি এ বছরের অক্টোবর ৪ তারিখে মুক্তি কথা রয়েছে।

তো শিরোনাম দেখে নিলেন এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) ২.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সুইডিশ ফিনটেক কোম্পানি iZettle কিনে নিচ্ছে পেপাল

২.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সুইডিশ ফিনটেক কোম্পানি iZettle কিনে নিচ্ছে পেপাল, যা কোম্পানির এ যাবৎ কালের সর্ববৃহৎ একুইজেশন।  iZettle সবার কাছে স্মার্টফোনের ক্রেডিট কার্ড রিডার সুবিধার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাপ্লাইয়ার হিসেবে পরিচিত রয়েছে। কিছুদিন আগেই কোম্পানিটি পাবলিক ভাবে উন্মোচন হতে চেয়েছিল কিন্তু এর আগেই পেপাল কোম্পানিটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়।  পেপাল এই কোম্পানির মালিকানার সাহায্যে বিশ্বের ইন-স্টোর পেমেন্ট কার্যক্রমে আরো এক ধাপ এগিয়ে যাবে। মালিকানা স্বত্ত বিক্রির আগে কোম্পানিটি ১১ টি দেশে তাদের সার্ভিসটি দিয়ে আসছিলো। আর এবার পেপালের সাথে এটি আরো ২০০টির বেশি দেশে তাদের সার্ভিসকে দ্রুত ছড়িয়ে দিতে পারবে। মালিকানা স্বত্ত বিক্রি হয়ে গেলেও iZettle এর সিইও Jacod De Greer এবং কোম্পানির বর্তমান কর্মকর্তা ও কর্মচারীরাই কোম্পানিকে ম্যানেজমেন্ট করে নিয়ে যাবেন।

২) Uber থেকে চলে গেলেন Jeff Holden

Uber কোম্পানির চিফ প্রডাক্ট অফিসার এবং কোম্পানির ফ্লাইয়িং কার ইফোর্ডস এর হেড Jeff Holden কোম্পানি ছেড়ে চলে গিয়েছেন। কোম্পানিতে তিনি ৪ বছর ধরে কাজ করে আসছিলেন। Uber এর ELevate Summit এ বক্তব্য দেবার এক সপ্তাহের মাথায় তিনি কোম্পানিটি ছেড়ে চলে যাচ্ছেন। তিনি কেন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন এবং কোথায় জয়েন করবেন এটা বর্তমানে জানা যায় নি।  তার জায়গায় কোম্পানিতে যোগ দিচ্ছে ল্যারি পেইজ এর ফ্লায়িং কার কোম্পানি ZEE.AERO এর সাবেক সিইও Eric Allison।

৩) দ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল প্রায় ১০০০টির বেশি নকল বিটকয়েক ওফারিং সনাক্ত করেছে

দ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল প্রায় ১০০০টির বেশি নকল বিটকয়েক ওফারিং সনাক্ত করেছে যাদের মধ্যে শতাধিকে রয়েছে হলমার্ক। প্রায় ১৪৫০ টি crytocurrency অফারিংস এ ধরা পড়েছে আইডেন্টিটি থেফট এবং চুরির প্রমাণ পাওয়া গিয়েছে। তাই আমেরিকান আইনী সংস্থা ডিজিটাল এই অর্থ ব্যবস্থায় লেনদেনের আগে ব্যবহারকারীদের সঠিক আইনি পেপার এবং টান্সফারের সঠিক অথেনটিকেশন দেখে নিয়ে তারপর লেনদেনের জন্য আহবান করেছেন।

৪) বিল গেইটস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক

বৃহস্পতিবারের MSNBC কর্তৃক রিলিজকৃত একটি ভিডিও তে মাইক্রোসফট এর ফাউন্ডার বিল গেটস বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে HIV এবং HPV এর পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মিটিংয়ের মাধ্যমে। বিল গেটস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গত বছর মার্চে প্রথম মিটিং হয় এবং পরবর্তীতে এ বছরের মার্চেও আরেকটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। HIV ভাইরাসের মাধ্যমে একজন AIDS এর দিকে ধীরে ধীরে ধাবিত হতে থাকে আর এইডস রোগিদের কোনো চিকিৎসা এখনো আবিস্কার হয়নি। অন্যদিকে HPV হচ্ছে একটি সেস্কুয়্যাল ট্রান্সমিটেড রোগ যেটিতে আক্রান্ত হবার পড়েও অনেকেই এই রোগের পূর্বাভাস কিংবা এই রোগে যে ভুগছে সেটি বুঝতে পারে না।

৫) ২০১৮ সালের প্রথম তিনমাসে অ্যাপল HomePod এর ৬ লক্ষ কপি বিক্রি।

এক রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের প্রথম তিনমাসে অ্যাপল তাদের HomePod এর ৬ লক্ষ কপি বিক্রি করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে অ্যাপল গ্লোবাল স্মার্ট স্পিকার মার্কেটের মাত্র ৬ শতাংশ অংশ দখল করতে সক্ষম হয়েছে এবং কোম্পানিটি আমাজন এবং গুগলের থেকে বেশ পিছিয়ে আছে।  গ্লোবাল স্মার্ট স্পিকার মার্কেটের প্রায় ৪৩.৬ শতাংশ অংশ নিয়ে আমাজন প্রথম স্থানে রয়েছে এবং আমাজন ২০১৮ সালের প্রথম তিন মাসে ৪ মিলিয়ন ইকো স্মার্ট স্পিকার বিক্রি করতে সক্ষম হয়। অন্যদিকে গ্লোবাল স্মার্ট স্পিকার মার্কেটের ২৫.৬ অংশ দখলে নিয়ে গুগল ২০১৮ সালের প্রথম তিন মাসে ২.৪ মিলিয়ন গুগল হোম স্পিকার বিক্রি করতে সক্ষম হয়েছে।

৬) মামলার নিষ্পত্তির জন্য ফেসবুকের সাথে Martin Lewis এর সাক্ষ্যাৎ

ভূয়া বিজ্ঞাপণের উপর আরোপিত আইনি মামলার মিমাংসা করার জন্য ফেসবুক এক্সিকিউটিভ একজন ব্রিটিশ টিভি ব্যক্তিত্য এবং কনজিউমার রাইটস সাংবাদিক Martin Lewis এর সাথে সাক্ষাৎ করেছেন।  তিনি ফেসবুকের উপর ভুয়া বিজ্ঞাপণের জন্য আইনী মামলা করেন। মিটিংয়ের পর তিনি এই ঘটনার আইনী প্রক্রিয়ার সাহায্য ছাড়াই সমাধানের আশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে Martin Lewis এর নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে হাজারো সংখ্যক বিটকয়েন বিজ্ঞাপণ দেওয়া হয়েছিল।

৭) টেকনিক্যাল স্কিল ট্রেইনিং কোম্পানি Pluralsight এর যাত্রা শুরু।

Utah ভিক্তিক টেকনিক্যাল স্কিল ট্রেইনিং কোম্পানি Pluralsight তাদের কোম্পানির যাত্রা শুরু করেছেন ৩৫% স্টক নিয়ে। গত বৃহৎপতিবার কোম্পানিটি অফিসিয়ালি পাবলিক ভাবে তাদের যাত্রা শুরু করে। কোম্পানিটি পাবলিকে ২০.৭ মিলিয়ন শেয়ার বিক্রি করে প্রায় ৩১০ মিলিয়ন মার্কিন ডলার মূলধন আয় করতে সক্ষম হয়। প্রতি শেয়ারে ১৫ ডলার করে বিক্রি হলেও প্রথম দিনেই কোম্পানির শেয়ার প্রতি মূল্য চলে গিয়েছে ২০ মার্কিন ডলারে। উল্লেখ্য যে কোম্পানিটি ২০১৭ সালে ২০.৬ মিলিয়ন মার্কিন ডলার লস খায় এবং ২০১৬ সালে কোম্পানিটি ১৩১.৮ মিলিয়ন মার্কিন ডলার লাভ করতে সক্ষম হয়।

৮) ডুপ্লেক্স ডোমোর উপর অভিযোগ নিয়ে গুগলের নিরবতা।

সম্প্রতি গুগল তাদের ডুপ্লেক্স ডেমো প্রদশর্নিকে সেটআপ করা হয়েছে কিনা সেটার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।  ডুপ্লেক্স এর ভয়েস এসিসটেন্স একজন হেয়ারড্রেসার এবং একটি রেস্টুরেন্টে কল করে মানুষের মতোই কথা বলেছে। তবে অভিযোগ উঠেছে যে এই কলগুলোকে অন স্টেজ রেকডিং হিসেবে এডিট করে তারপর ডেমোতে দিয়ে দেওয়া হয়েছে। তবে গুগল এটির সত্যতা যাচাই করেনি।

৯) লস এঞ্জেলস শহরে ইলক মাস্কের নতুন টানেল বানানোর সিদ্ধান্ত।

লস এঞ্জেলস শহরে একটি টানেল কনসেপ্ট বানানোর জন্য টেক ব্যক্তিত্য ইলন মাক্স শহরের মেট্রোপলিটন টান্সর্পোটেশন এজেন্সির সাথে একটি চুক্তিতে গিয়েছেন। এর কাজের জন্য ইলন মাক্স তার নিজস্ব The Boring Company কে ব্যবহার করবেন। এর মাধ্যমে শহরের ব্যস্ত রাস্তায় জ্যাম এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি টার্গেট রয়েছে ইলন মাক্সের। ৩ মাইল দৈর্ঘ্যে এই টানেলের নির্মাণ কাজ খুবই শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে The Boring Company ইতিমধ্যেই স্পেস এক্স হেডকোয়াটারের পাশেই একটি মিনি টানেল নির্মাণ করে ফেলেছে।

১০) ব্ল্যাক অপস ৪ গেমে থাকছে আলাদা একটি ব্যাটল-র্যায়াল মোড।

কল অফ ডিউটি সিরিজের পরবর্তী গেম ব্ল্যাক অপস ৪ গেমটিতে Fortnite: Battle Royale এর মতো আলাদা একটি ব্যাটল-র্যায়াল মোড থাকছে। গেমটি এ বছরের অক্টোবর ৪ তারিখে মুক্তি কথা রয়েছে।  সম্প্রতি গেমটির প্রথম গেমপ্লে ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এই সংবাদটি জানা যায়। এছাড়াও গেমটিতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে ভিডিও গেমস নির্মাতা Activision। আর এই ব্যাটল র‌য়্যাল মোডের নাম দেওয়া হয়েছে Blackout। আর এই মোডটি আগামী ১০ বছরের সকল কল অফ ডিউটি গেমসগুলোতে রাখার একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়।

তো এই ছিলো আজকের শীর্ষ টেক খবর। আগামীকাল একই সময়ে টেকটিউনসে চলে আসুন নতুন তাজা তাজা ১০টি টেক নিউজ জানার জন্য। এছাড়াও টেকটিউনসে প্রতিদিনই আপনি পাবেন বিভিন্ন জমজমাট টেকনোলজি টিউন এবং আপনার যদি কোনো টেকনোলজি বিষায়ক সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি সেটা টেকটিউনস জ্যাকেটে টিউন দিতে দ্বিধা করবেন না।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের টেকবুমস এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস