হ্যালো! কেমন আছেন টেকভিউয়ারস! আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেকবুম নিউজে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ। শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:
তো এতক্ষন শিরোনাম দেখলেন এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:
ব্রিটিশ আইনজীবিদের একটি দল আজ ফেসবুকের কিছু সার্টিফেশন পাবলিকে উন্মুক্ত করে দিয়েছে। এই সার্টিফিকেশনগুলো ব্রিটিশ MPs দের লিকডকৃত ডিলেটেড ডাটাকে উদ্ধার করার নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ব্রিটিশ আইনজীবিদের একটি কমিটি আজ কিছু ডকুমেন্টস প্রকাশ করে যেখানে ফেসবুকের Cambridge Analytica Data Scandal এর ডাটাগুলোকে ক্লিয়ার করার হিমশিম খাওয়াকে দেখাচ্ছে। এছাড়াও বহিস্কিত সাবেক CEO Alexander Nix একটি স্টেটমেন্টে সই করেছেন যেখানে বলা হয়েছে যে তিনি ৮৭ মিলিয়ন ইউজার প্রোফাইলের ডাটাকে ডিলেট করে দিয়েছেন। সম্প্রতি ফেসবুক সিইও মার্ক জুকারবার্ক এই ডকুমেন্টসগুলোকে প্রমাণ হিসেবে যুক্তরাজ্যের Digital, Culture, Media and Sport কমিটিতে উপস্থাপন করেছিলেন।
অ্যাপল এর সিইও Cim Cook আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে Closed-door মিটিং নিয়ে কথা বলেছেন। Cook ট্রাম্পকে বলেছেন যে তার চাইনিজ ইম্পোর্ট এর উপর শুল্কের চাপ বাড়ানোকে ব্যবসায়িক অসুবিধার বড় কারণ হিসেবে দেখছেন তারা। ট্রাম্পের এই পলিসি বাণ্যিজিক ভাবে সফল হয়নি বলে তাকে জানিয়েনে অ্যাপল সিইও টিম কুক। একই সাথে ট্রাম্পের এই ভুল সিদ্ধান্ত আরো সঠিক ভাবে বুঝিয়ে দেবার জন্য তিনি ট্রাম্পকে বিভিন্ন এনালাইজকৃত তথ্য উপস্থাপন করেন। তাদের এই গোপন বৈঠকটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎতে তিনি এসব কথা বলেন।
খবর এসেছে যে আমেরিকার Justice Department এবং FBI একত্রে মিলে Cambridge Analytica এর উপর তদন্ত করছে। গোয়েন্দা প্রতিষ্ঠানগুলো Cambridge Analytica এর আর্থিক লেনদেনের রের্কড সহ এটি কিভাবে ফেসবুক এবং অনান্য সোশাল মিডিয়ার ব্যবহৃত ব্যক্তিগত ডাটাকে উদ্ধার করেছে সেটার কাহিনী পরিস্কার হবার জন্য বর্তমানে তদন্ত করে যাচ্ছেন। Cambridge Analytica বর্তমানে একটি স্ক্যান্ডালের মধ্যদিয়ে যাচ্ছে। যেখানে তারা গোপনে ফেসবুক ইউজারদের তথ্য হ্যান্ডেলিং করেছেন। এর কারণে লক্ষাধিক একাউন্টের উপর বিরুপ প্রভাব পড়েছে। এখন গোয়েন্দা কর্মকর্তারা প্রতিষ্ঠানটির কর্মীদের এবং লেনদেনের ব্যাংকগুলোকেও জিঙ্গাসাবাদ করে যাচ্ছে।
২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যেই ফেসবুক তাদের সাইট থেকে ৫৮৩ মিলিয়ন ফেইক একাউন্টসগুলোকে ব্যান করে দিয়েছে। সম্প্রতি Cambrige Analytica স্ক্যান্ডালের আর্বিভার হিসেবে এটিকে দায়ী করছেন অনেকেই। কিন্তু অন্যদিকে সোশাল নেটওর্য়াকিং জায়েন্ট ফেসবুক গত রবিবারে ঘোষনা দেয় যে তারা তাদের সাইটের তথ্য সুরক্ষার জন্য নেওয়া উদ্যোগের উপর বিভিন্ন ডাটা ভিক্তিক তথ্য প্রকাশ করবে। এছাড়াও ২০১৮ সালের প্রথম তিন মাসে ফেসবুক ৩.৪ মিলিয়ন কনটেন্ট যেগুলোকে গ্রাফিক্স ভায়োলেন্স রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ২১ মিলিয়ন কনটেন্ট যেগুলোতে নুড এবং সেক্সুয়াল এক্টিভিটি রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ১.৯ কনটেন্ট যেগুলোতে জঙ্গীবাদী কনটেন্ট রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ৮৩৭ মিলিয়ন স্প্যাম্প এবং ৫৮৩ মিলিয়ন ফেইক একাউন্ট মুছে দিয়েছে।
খবর পাওয়া গিয়েছে টেক জায়ান্ট HTC বর্তমানে একটি স্মার্টফোন নির্মাণ করছেন যেটি বিশ্বের প্রথম নেটিভ ব্লগচেইন ফোন হবে। ফোনটির নাম রাখা হয়েছে HTC Exodus এবং ডিভাইসটি অ্যান্ড্রয়েডে চলবে আর ডিভাইসে থাকবে বিল্ট-ইন টপ ওর্য়াল্ড সিকুরিটি হার্ডওয়্যার এবং সুরক্ষিত অ্যাপস সমষ্টি। HTC Exodus ডিভাইসটি অনান্য সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই হবে কিন্তু এতে থাকবে ব্লকচেইন ভিক্তিক অ্যাপস।
টুইটারে যারা গালাগালি কিংবা নিয়ম সঠিক ভাবে না মেনে টুইটার চালাচ্ছেন যারা তাদের টুইটসগুলোকে কর্তৃপক্ষ less Visible করে দেবেন। এতে করে তাদের উক্ত টুইসগুলো কম লোকের টাইমলাইনে উপস্থিত হবে। আর এই সার্ভিসটি একটিভ করার জন্য টুইটার কর্তৃপক্ষ হাজারো behavioral Signal ব্যবহার করে তাদের ফিল্টারিং সার্চ, রিপ্লে এবং এলগোরিদম রেকোমেন্ডেশনগুলোর সার্ভিস প্রদান করবে। এবং এখন থেকে টুইটারে নতুন behavioral filters টি ডিফল্ট ভাবে অন থাকবে। এটিকে ব্যবহারকারীরা অন কিংবা অফ করে নিতে পারবেন।
সূলভ মূল্যে বাড়ি ক্রয় করার Seattle বড় বড় কোম্পানি যেমন আমাজন এবং স্টারবাকস এদের উপর নতুন একটি ট্যাক্সের জন্য ভোট দিয়েছে। উল্লেখ্য যে বর্তমানে Seattle চক্রাকার বসতভীটাহীন সমস্যায় ভুগছে। এই কাজে Seattle এবং আমাজনের কর্মীরা একত্রে হয়ে কাজ করে যাবে। এর মাধ্যমে তাদের কমপক্ষে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ফান্ডিং হিসেবে ট্যাক্স থেকে আদায় করে নেওয়া টার্গের হয়েছে। Seattle City Council সম্প্রতি ৯-০ ভোটে এই ট্যাক্স সিস্টেমটি চালু করেছে।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী বর্তমানে ফেসবুক তাদের সাইটের জন্য বিপুল পরিমাণের মডারেটর নিয়োগ করছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে ফেসবুক ৩.৪ মিলিয়ন কনটেন্ট যেগুলোকে গ্রাফিক্স ভায়োলেন্স রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ২১ মিলিয়ন কনটেন্ট যেগুলোতে নুড এবং সেক্সুয়াল এক্টিভিটি রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ১.৯ কনটেন্ট যেগুলোতে জঙ্গীবাদী কনটেন্ট রয়েছে সেগুলো মুছে দিয়েছে, ৮৩৭ মিলিয়ন স্প্যাম্প এবং ৫৮৩ মিলিয়ন ফেইক একাউন্ট মুছে দিয়েছে। আর এই কাজগুলো দ্রুত এবং সঠিক ও সুক্ষভাবে করার উদ্দেশ্যে ফেসবুক কর্তৃপক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার মডারেটরদের জন্য খরচ করে যাচ্ছে।
একজন ফেসবুক অ্যাপ নিমার্তা অভিযোগ করেছেন যে ফেসবুক বর্তমানে আরেকটি Cambridge Analytica কে প্রতিহত করার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ হাতে নেয় নি। যার কারণে অতীতে বড় বড় অ্যাপ নির্মাতারা ফেসবুক ছেড়ে অন্য কোম্পানিতে (যেমন গুগলে) যোগ দিয়েছেন। উল্লেখ্য যে কিছুদিন আগে Cambrige Analytica স্ক্যান্ডালের জন্য ফেসবুক লক্ষ্যমূলক ভাবে কিছুই করেনি। তাই ২য় বারের মতো যে আবারো কোনো Cambrige Analytica স্ক্যান্ডালের জন্য ফেসবুক প্রস্তুত নয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু অন্যদিকে মার্ক জুকারবার্গ US Congress এর সামনে টেস্টিফাই করেছেন যে ফেসবুক ইতিমধ্যেই ২০০টির বেশি অ্যাপসকে সাসপেন্ড করে দিয়েছে এবং আরো হাজারখানেক অ্যাপস যেগুলো ব্যবহারকারীদের ডাটাকে অসৎ উদ্দ্যেশে ব্যবহার করছে বলে ধারণা রয়েছে সেগুলোকেও তদন্ত করে যাচ্ছে।
আমাজন তাদের ভার্চুয়াল রিয়েলিটি এবং আগমেন্টেড রিয়েলিটি টুলকীটগুলো নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রোগ্রামিং এবং গ্রাফিক্স স্কিল ছাড়াই মানুষ যাতে এই দুটি পণ্যে স্বাদ উপভোগ করতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছে আমাজন। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে Amazon Sumerian। Amazon Sumerian কে শেষ নভেম্বর থেকে প্রাইভেট বেটা সংষ্করণে পরীক্ষামূলক ভাবে চালানো হয়ে আসছিলো। আর এটি এখন জেনারেলি সবর্ত্র সবার জন্যে পাওয়া যাবে।
তো এই ছিলো আজকের টেকবুক নিউজ। আগামীকাল একই ভাবে লেটেস্ট টেক নিউজ পেতে চলে আসুন বিশ্বের সর্ববৃহৎ বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। আর টিউনটি ভালো লাগছে জোস করতে ভূলবেন না যেন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
nice