ফায়ারবক্স তাদের ব্রাউজার এ এনেছে সর্ব বৃহৎ পরিবর্তন। প্রচলিত সকল এক্সটেনশন গুলোকে পেছনে ফেলে ফায়ারফক্স এনছে নতুন ডিজাইন, দ্রুত গতি সম্পন্ন এবং মাল্টি প্রসেস সমৃদ্ধ ব্রাউজার। আপনি কি ফায়ারফক্সের পুরাতন ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্যবহার শুরু করেছিলেন। তাহলে নতুন ফায়ারফক্সকে একটি সুযোগ দিতে পারেন। আর যদি আপনি বতৃমানে ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে পাবেন বেশ বড় ধরণের পরিবর্তন।
ফায়ারফক্স কোয়ান্টাম। যার আরেকটি নাম হলো ফায়ারফক্স ৫৭। গত ১৪ ই ডিসেম্বর ২০১৭ ইং তে রিলিজ হয় ফায়ারফক্সের এ ভার্শন।
একটি ব্রাউজারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পছন্দ করি সে গুলো নিয়ে আলোচনা করা যাক। ফায়ারফক্স এখন খুবই দ্রুতগতি সম্পন্ন। মজিলা’র টেস্টের ফলাফল অনুযায়ি ফায়ারফক্স কোয়ান্টাম ফায়ারফক্সের বিগত ভার্সন ৫২ এর চাইতে দ্বিগুন গতি সম্পন্ন। ওয়েব পেজ রেন্ডারিং, স্ক্রলিং, ব্রাউজিং ট্যাব গুলোর মধ্যে সুইচিং ইত্যাদি সবকিছুই এখন দ্রুত হবে।
ফায়ারফক্স কোয়ান্টামে মজিলার সার্ভো রিসার্স প্রোজেক্টকে যুক্ত করা হয়েছে। যা রাস্টা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে লেখা হয়েছে।
মজিলা ফায়ারফক্সের আভ্যন্তরীন বিভিন্ন অংশগুলিকে ধীরে ধীরে নতুন, দ্রুততর সার্ভো টেকনোলজিতে নিয়ে আসার পরিকল্পনা করছে। ফায়ারবক্স কোয়ান্টামে যুক্ত করা হয়েছে কোয়ান্টাম সিএসএস ইন্জিন। যা স্টাইলো নামেও পরিচিত। এটি আধুনিক মাল্টি কোর CPU- র সুবিধা গ্রহণ করার জন্য এটি একাধিক CPU কোরের মধ্যে সমান্তরালে চালাতে পারে।
সাধারণ কথায় এটি শুধুই নতুন এবং দ্রুতগতির। ফায়ারফক্সের ডেভেলপাররা ব্রাউজারের প্রতিটি বিষয়কে এতটাই পরিপাটি করে তুলেছে, যে কোন ধীর গতির কিছু থাকলে তা বাদ দেওয়া হয়েছে।
প্রথমত ফায়ারফক্স বর্তমানে একটি উপযুক্ত মাল্টি প্রসেস ব্রাউজার। ফায়ারফক্স সিঙ্গেল প্রসেসে সবকিছু চালনা করে, এর অর্থ দ্বারায় হল একটি ধীরগতির ওয়েব পেজ আপনার সম্পূর্ণ ব্রাউজার ইন্টারফেসকে ধীর করে দিতে পারে। এবং যদি একটি ওয়েব পেজ ব্রাউজার ক্র্যাশড করে, তাহলে সবগুলো ট্যাবই স্লো হবে।
ফায়ারফক্স 54 এর সাথে ফায়ারফক্স দুটি প্রসেস ব্যবহার করেছে: ইউজার ইন্টারফেসের জন্য একটি এবং ওয়েব পেজগুলির জন্য অন্যটি। ফায়ারফক্স কোয়ান্টাম আরও বেশি ব্যবহার করে।
যা হোক ফায়ারফক্স কোয়ান্টাম গুগলের মতো প্রতিটি ট্যাবের জন্য আলাদা প্রসেস ব্যবহার করে না। এর পরিবর্তে ফায়ারফক্স ওয়েবপেজ কনটেন্ট এর জন্য সর্বোচ্চ চারটি প্রসেসে কাজ করে। ফায়ারফক্স ইউজার এই প্রসেস ব্যবহারের সংখ্যাকে সঠিক বলে মনে করে। তারা মনে করে এটি ক্রোমের চাইতে ৩০% কম মেমরি ব্যবহার করে।
আরও ভাল হবে যদি আপনার কম্পিউটারে ফায়ারফক্সের প্রসেস সংখ্যা কম বেশি করে রাখতে পারেন। এজন্য আপনাকে মেনু থেকে অপশনে যেতে হবে। এবার স্ক্রল করে পারফরমেন্স এ যান এবং Use recommended performance settings থেকে Content process limit পরিবর্তন করে দিন
এটি আপনাকে মেমরি এবং পারফরমেন্স নিয়ন্ত্রন করতে সাহায্য করবে।
মাল্টি প্রসেস ব্রাউজার ব্যবহার করতে চান না তাহলে Content process limit ১ করে দিন। তাহলে ব্রাউজার আগের ভার্শনের মতো কাজ করবে। আমাদের পরামর্শ হলো আপনি এটি করা থেকে বিরত থাকুন, কারণ আধুনিক মাল্টিকোর কম্পিউটার এর সাথে একাধিক প্রসেসে ফায়ারফক্স আরও ভাল কাজ করবে।
এই সব পরিবর্তন গুলির সাথে ফায়ারফক্স আগের ভার্শনের সাথে বর্তমানের এক বিশাল দূরত্ব তৈরি করেছে। গতানুগতিক ফায়ারফক্স এক্সটেনশন যে গুলো XUL এ লেখা ছিল। সে গুলো আর সাপোর্ট করবে না। পরিবর্তে ফায়ারফক্স এখন শুধু মাত্র ওয়েব এক্সটেনশন সাপোর্ট করে। ফায়ারফক্স কিছুদিন পুরাতন এবং নতুন ওয়েব এক্সটেনশন উভয়ই সাপোর্ট করবে। আপনার ব্যবহৃত এক্সটেনশন গুলো যদি ওয়েব এক্সটেনশন হয় তাহলে সে গুলো ঠিকঠাক ভাবেই কাজ করবে। যাই হোক কিছু এক্সটেনশন বাতিল হয়ে যাবে।
আপনার ব্যবহৃত এক্সটেনশন গুলোর অবস্থা জানতে হলে Menu > Add-Ons এ যান। এবার Legacy Extensions থেকে জানতে পারবেন কোন কোন এক্সটেনশ এর সাপোর্ট আপনি পাচ্ছেন না। Find a Replacement বাটন ব্যবহার করে আপনার এক্সটেনশনটি পরিবর্তন করে নিতে পারবেন।
প্রথমদিকে ডেভলপাররা তাদের এক্সটেনশন গুলি আপডেট করার সময় কিছুটা সমস্যার সম্মখীন হচ্ছেন। এজন্য জনপ্রিয় কিছু এক্সটেনশন পেতে হয়তো আপনাকে কিছু সময় আরও অপেক্ষা করতে হতে পারে।
ফায়ারফক্সের নতুন ডিজাইন এক কথায় অসাধারণ। এটি শুধু মাত্র একটি থিমই নয়, থিমের চাইতে বেশি কিছু। ব্রাউজার ইন্টােরফেসের ডিজােইনকে মজিলা বলছে Photon Design। ফায়ারফক্স কোয়ান্টাম আধুনিক উচ্চ ডিপিআই ডিসপ্লে’র সাথে ভাল কাজ করে। এটি খুবই রেসপন্সিভ। আপনি এখনও মেনুতে ক্লিক করে এবং "কাস্টমাইজ" নির্বাচন করার মাধ্যমে আপনার টুলবারটি কাস্টমাইজ করতে পারবেন।
এটি ফায়ারফক্সের জন্য একটি বিশাল পরিবর্তন, এবং সকলেই খুব তারাতারি এটা ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বিশেষ করে, আপনি যদি পুরোনো ফায়ারফক্স এক্সটেনশনের উপর নির্ভর করেন যা আর সাপোর্ট করে না। যদি এইরকম হয়, তবে এমন একটি বিকল্প আছে যা আপনাকে ধরে রাখতে পারে। তাদের জন্য আছে মজিলার Firefox Extended Support। এটি Firefox ESR নামেও পরিচিত।
বর্তমান Firefox ESR ফায়ারফক্স ৫২-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং ২৬ শে জুন, ২০১৮ পর্যন্ত সিকিউরিটি রিলিজ পাওয়া যাবে। এটি ফায়ারফক্স ৫২ এর উপর ভিত্তি করে করা হয়েছে, তাই পুরোনো এক্সটেনশানগুলি কোনো সমস্যা ছাড়াই ফাংশন চালিয়ে যাবে এবং এটি ফায়ারফক্স ৫২ এর মতই দেখাবে।
আপনার যদি নির্দিষ্ট কোন একটি এক্সটেনশন ব্যবহারের প্রয়োজনীয়তা না থাকে তাহলে আমরা বলবো Firefox ESR ব্যবহার না করাই ভাল। Firefox ESR একটি অস্থায়ী সমাধান। আগের ভার্সন গুলোর সব সমাধান Firefox Quantum এ রয়েছে। তাই আপডেটেড থাকার আপনি হয়তো এটি পছন্দ করতেও পারেন। ধন্যবাদ সবাইকে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
নিচে কিছু সংশোধন ছিল:
ফায়ারফক্স কোয়ান্টাম। যার আরেকটি নাম হলো ফায়ারফক্স ৫৭। গত ১৪ ই ডিসেম্বর ২০১৭ ইং তে রিলিজ হয় ফায়ারফক্সের এ ভার্শন।
ভার্শন টি গত ১৪ই নভেম্বর ২০১৭ইং তারিখে আপডেট হয়।
ধন্যবাদ