গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ব্রাউজার ইউসি ব্রাউজার অ্যাপ। বর্তমানে আবার প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি। ব্রাউজারের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ আনে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এরপর অভিযোগ আমলে নিয়ে অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে গুগল কর্তৃপক্ষ। ফলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছিল না।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠার পর ইউসির বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে দেশটির মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এরপর পরই প্লে স্টোর থেকে গুগল অ্যাপটি সরিয়ে দেয়।
কেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরানো হয়েছে এ নিয়ে রেডিটে বিতর্ক চলছিল। অ্যান্ড্রয়েড পুলিশ এর প্রতিষ্ঠাতা আর্টেম রাসকোভস্কি জানান ইউসি ব্রাউজার এর প্রমোশনাল ক্যাম্পেইন এর কারণে অ্যাপটি প্লে স্টোর থেকে সরানো হয়েছে। কারণ তাদের এ পলিসি গুগলের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে।
পরিসংখ্যান থেকে জানা যায় শুধুমাত্র ভারতে ইউসি ব্রাউজারের ১০০ মিলিয়ন ইউজার রয়েছে, চীন ও ইন্দোনেশিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে। PageFair এর পরিসংখ্যান অনুযায়ি তথ্য পাওয়া গেছে যে বিশ্বব্যাপী মোবাইল অ্যাডস্ ব্লক ব্যবহারের ৯৪ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে হয়। আর এই ইউজারের অধিকাংশ হচ্ছে ইউসি ব্রাউজার থেকে।
চলতি বছরের জুন পর্যন্ত ভারতের বাজারে ইউসি ব্রাউজার দ্বিতীয় অবস্থানে ছিল। মোবাইল ব্রাউজার হিসেবে অ্যাপটির মার্কেট শেয়ার ছিল ৪৮ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে ইউসি ব্রাউজারের অবর্তমানে অ্যাডব্লক সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাডব্লক প্লাস ইউসি ব্রাউজার ইউজারদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি তাদের ব্লগে প্রকাশ করে। অ্যাড ব্লক সার্ভিস ইউসি ব্রাউজারের এ অনুপস্থিতিকে তাদের মার্কেটিং হিসেবে কাজে লাগায়। এসময় তা তাদের নিজস্ব মোবাইল ব্রাউজার অ্যাডব্লক ব্রাউজারকে প্রমোট করা শুরু করে।
জনপ্রিয় ইউসি ব্রাউজার বর্তমানে আবারো প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন সংস্করণ আনার পর ইউসি ওয়েব এক বিবৃতিতে জানায়, গুগল প্লে’র নীতিমালা `কঠোরভাবে মেনে’ প্রযুক্তিগত সেটিংস আপডেট করা হয়েছে।
ইউসি ব্রাউজার ফ্যানরা অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিজিট করুন
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।