ইউসি ব্রাউজারের অবর্তমানে ইউজারদের কাছে অ্যাডব্লক প্লাসের খোলা চিঠি

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ আমলে নিয়ে অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছিল গুগল কর্তৃপক্ষ। এক সপ্তোহের বেশি সময় পর প্লে স্টোরে ফিরে এসেছে চীনের আলিবাবা গ্রুপ মালিকানাধীন ইউসি ওয়েব ব্রাউজার। অ্যাপটি প্লে স্টোর থেকে সরানোর সময় গুগল জানায় তথ্য নিরাপত্তার কারণেই বাদ দেওয়া হয়েছে ইউসি ব্রাউজার।

অ্যাপটি সরানোর সময় ইউসি ওয়েব কৃর্তপক্ষ জানিয়েছিল “গুগল প্লে স্টোরে ইউসি ব্রাউজার না থাকার সঠিক কারণ হলো অ্যাপটির কিছু সেটিং গুগলের নীতিমালার বাইরে। এতে তথ্য নিরাপত্তা বা ক্ষতিকর প্রচারণার কোনো বিষয় নেই।”

নতুন সংস্করণ আনার পর ইউসি ওয়েব এক বিবৃতিতে জানায়, গুগল প্লে’র নীতিমালা `কঠোরভাবে মেনে’ প্রযুক্তিগত সেটিংস আপডেট করা হয়েছে।

ইউসি ব্রাউজার এর অবর্তমানকালীন সময়ে অ্যাডব্লক প্লাস তাদের নিজস্ব মোবাইল ওয়েব ব্রাউজার অ্যাডব্লক ব্রাউজারকে প্রমোট করা শুরু করে। মোবাইল ওয়েব ব্রাউজার ইউজারদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেয়। এখানে অ্যাডব্লক প্লাস চুপি চুপি বলার চেস্টা করে “আমাদের এখনও প্লে স্টোর থেকে বের করে দেওয়া হয়নি। আমরা আছি”।

প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজারকে সরিয়ে ফেলার এ বিষয়টি অ্যাডব্লক  প্লাস মার্কেটিংয়ের সুযোগ হিসেবে গ্রহণ করে। প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার এর একটি অন্যতম বৈশিষ্ট হলো অ্যাড ব্লকিং। স্বাভাবিক ভাবেই এ কাজটি করে থাকে। এজন্য অ্যাডব্লক প্লাস তাদের ব্রাউজারকে প্রচোরের জন্য সহায়ক হিসেবে নেয়। অ্যাডব্লক প্লাস তাদের খোলা চিঠিতে বলে -

আপনি যদি ইউসি ব্রাউজারের কথা না শুনে থাকেন, তাহলে সম্ভবতঃ আপনি চীন বা ভারততে বসবাস করেন না। তবে, এটি একটি বড় বিষয়। শুধুমাত্র ভারতে ইউসি ব্রাউজারের ১০০ মিলিয়ন ইউজার রয়েছে, চীন ও ইন্দোনেশিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে। PageFair এর পরিসংখ্যান অনুযায়ি তথ্য পাওয়া গেছে যে বিশ্বব্যাপী মোবাইল অ্যাডস্ ব্লক ব্যবহারের ৯৪ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে হয়। আর এই অধিকাংশ হচ্ছে ইউসি ব্রাউজার থেকে। কিন্তু যাইহোক, আমরা এখানে অনেক ইউজারদের সাথে কাজ করছি।

যদিও ইউসি ব্রাউজার অবশ্যই অসাধরণ। তবে তার অ্যাড ব্লকিং ফিচারটি আমাদের চাইতে এত বিশাল এবং শক্তিশালী নয়। কারণ আমদের বিশেষত্বই হলো অ্যাড ব্লকিং।  আর তাইতো এর নাম দেওয়া হয়েছে অ্যাড ব্লক ব্রাউজার। এছাড়া আরেকটি ছোট তথ্য হলো - আমাদের এখনও প্লে স্টোর থেকে বের করে দেওয়া হয়নি।

আপনি যদি মেবাইল ইউজার হয়ে থাকেন তবে দুইটি ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।  ইউসি ব্রাউজার এবং অ্যাড ব্লক ব্রাউজার ডাউনলোড করুন।  তাহলে জানান আপনি কোনটা ব্যবহার করছেন?

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস