বিনামূল্যে Chromecast এবং Moto X4 পেতে চান? অংশগ্রহণ করুন প্রজেক্ট ফাই রেফারেল চ্যালেঞ্জ-এ

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গত বছর থেকে গুগল প্রোজেক্ট ফাই নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রেফারেল প্রোগ্রামের আয়োজন করে আসছে। পাশাপাশি পুরাতন গ্রাহকদেরও বিভিন্ন ভাবে পুরষ্কৃত করছে।

সর্বশেষ গুগল ঘোষনা করে “Fi it Forward” চ্যালেন্জ অফার। পুরস্কার হিসেবে দেওয়া হবে Chromecast এবং  Android One Moto X4 ডিভাইস। প্রতিযোগীতা চলবে 17 ই নভেম্বর থেকে 17  ই ডিসেম্বর পর্যন্ত। স্বাভাবিক ভাবে গুগল রেফারেল কারীদের প্রতিজন এবং যাকে রেফার করা হবে উভয়রই মাসিক বিল $20 অ্যালাউন্স পাবেন। কনটেস্টে অংশগ্রহণকারী প্রতি ইউজার 25 ক্রেডিট।

দুইজন কোয়ালিফাই রেফারের এর জন্য “Fi it Forward”  চ্যালেন্জের জন্য একটি Chromecast  পাবেন সম্পুর্ন বিনামূল্যে। সাত বা তার অধিক সংখ্যক ইউজারকে রেফার করলে গুগল গ্রান্ড প্রাইজ হিসেবে  Android One Moto X4 মডেলের হ্যান্ডসেট। সর্বোপুরি এটি পাওয়া যাবে বিনামূল্যে।

রেফারেল চ্যালেন্জে অংশগ্রহনের জন্য ফাই ইউজারদের প্রজেক্ট ফাই অ্যাপ বা ওয়েব পোর্টাল থেকে একটি ইউনিক লিংক সংগ্রহ করতে হবে। অত:পর সংগ্রহকৃত লিংকটি এসএমএস, ইমেইল, সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মাধ্যম ব্যবহার করে পরিবার পরিজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন।

ক্যাম্পেইন এর অংশ হিসেবে প্রতিযোগীতাকে আরও মধুর করতে গুগল ইনেফরমেশন টোকনোলজি ডিজাস্টার রিসার্স  সেন্টার (ITDRC) কে $50,000 ডলার ডোনেট করবে। এ জন্য আর কোন অতিরিক্ত কিছুর প্রয়োজনীয়তা নেই। গুগল যেমনটি বলে - “আপনি ইতিমধ্যেই প্রোজেক্ট ফাই এর অংশ হিসেবে এই উপহারকে সমর্থন করছে ”।

সার্চ  জায়ান্ট গুগলের এধরনের কর্মকান্ড এই প্রথম নয়। এ বছর হারিকেন হার্ভের সময়ও সার্চ জায়ান্ট গুগল প্রভাবিত এলাকায় বাসিন্দাদের আ্যাকাউন্টে $20 প্রদান করে।

এবার আসুন দেখে নিই আপনি যে Android One Moto X4 ডিভাইসটি জিতবেন তার স্পেসিফিকেশন।

Motorola Moto X4 Specifiction
NETWORKTechnologyGSM / HSPA / LTE
BODYDimensions148.4 x 73.4 x 8 mm (5.84 x 2.89 x 0.31 in)
Weight163 g (5.75 oz)
BuildFront/back glass & aluminum frame
SIMSingle SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAYTypeLTPS IPS LCD capacitive touchscreen, 16M colors
Size5.2 inches, 74.5 cm2 (~68.4% screen-to-body ratio)
Resolution1080 x 1920 pixels, 16:9 ratio (~424 ppi density)
MultitouchYes
ProtectionCorning Gorilla Glass 3
PLATFORMOSAndroid 7.1 (Nougat), planned upgrade to Android 8.0 (Oreo); Android One
ChipsetQualcomm Snapdragon 630
CPUOcta-core 2.2 GHz Cortex-A53
GPUAdreno 508
MEMORYCard slotmicroSD, up to 256 GB
Internal64 GB, 4 GB RAM or 32 GB, 3 GB RAM
CAMERAPrimaryDual: 12 MP (f/2.0, 1.4 µm, PDAF, dual pixel) + 8 MP (f/2.2, 1.12 µm, no AF), phase detection autofocus, dual-LED (dual tone) flash
FeaturesGeo-tagging, touch focus, face detection, panorama, auto-HDR
Video2160p@30fps, 1080p@30/60fps,
Secondary16 MP, f/2.0, 1.0 µm pixel size, 1080p, LED flash
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes- Active noise cancellation with dedicated mic
COMMSWLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth4.2, A2DP, LE, EDR, aptX
GPSYes, with A-GPS, GLONASS, GALILEO
NFCYes
RadioNo
USBType-C 1.0 reversible connector, USB On-The-Go
FEATURESSensorsFingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
MessagingSMS(threaded view), MMS, Email, Push Email, IM
BrowserHTML5
JavaNo
- Fast battery charging (15W)
- MP3/AAC+/WAV/Flac player
- MP4/H.264 player
- Photo/video editor
- Document viewer
BATTERYNon-removable Li-Ion 3000 mAh battery
MISCColorSuper Black, Sterling Blue

 

তাহলে এবার বলুন আপনিও কি চান প্রোজেক্ট ফাই এ জয়েন করতে? টিউমেন্ট জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

 

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস