গুগল ম্যাপ আপডেট : থাকছে নতুন আইকন, কালার কোডসহ আরও কিছু

গুগল ম্যাপের সকল প্লাটফর্মের ইন্টারফেস গুলোতে আসছে বড় ধরনের পরিবর্তন। নতুন আপডেটে যুক্ত হয়েছে উজ্জ্বল রং, নির্দিষ্ট আইকন। এছাড়া বিশেষ বিশেষ স্থানগুলো নির্দিষ্ট রং দিয়ে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে।

গাড়ি ব্যবহারকারীদের জন্য সুবিধা থাকবে গুগল ম্যাপসের পরবর্তী সংস্করণে। ম্যাপস ব্যবহার করে কেউ যদি গাড়ি ব্যবহার করে কোথাও যাওয়ার ঠিকানা জানতে চায় তাহলে আশেপাশে থাকা গ্যাস স্টেশনগুলো দেখানো হবে। আবার কেউ যদি বাস ব্যবহার করে রাস্তার নির্দেশনা জানতে চায় তাহলে তাকে নিকটবর্তী বাস স্টপ বা রেলওয়ে স্টেশনগুলোর অবস্থান জানানো হবে।

এই আপডেটে বিভিন্ন আইকনকে রংয়ের ভিত্তেতে সাজানো হয়েছে। গুগল ম্যাপের আটটি ক্যাটাগরির জন্য আলাদা রং রয়েছে।  আইকনের রং দেখে বিভিন্ন কিছু খুজে পেতে আপনাকে সাহয্য করবে। কমলা রং দ্বারা নির্দেশ করছে- খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে। নীল রং দ্বারা নির্দেশ করছে- শপিং সেন্টার। লাল রং দ্বারা নির্দেশ করছে- হাসপাতাল ও স্বাস্থ্যসেবা। অ্যাকুয়া ব্লু রং দ্বারা নির্দেশ করছে- বিনোদন কেন্দ্র। আকাশী রং দ্বারা নির্দেশ করছে- ট্রান্সপোর্ট। নিচের ছবি গুলো লক্ষ্য করুন -

আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ম্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপসহ অন্যান্য অ্যাপ ভিত্তিক সার্ভিস (যেমন - গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল সার্চ, গুগল আর্থ ও অ্যান্ড্রয়েড অটো) এ নতুন আপডেট পাওয়া যাবে।

ইউজারদের জন্য নতুন নতুন ফিচার দিয়ে চমকে দেওয়াই গুগলের কাজ। আশা করছি ভবিষ্যতেও গুগল  ইউজারদের জন্য আনবে আরো আধুনিক সব ফিচার। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস