গত সপ্তাহে টেক জায়ান্ট অ্যাপল তাদের ডেভলপার ওয়েবসাইটে তাদের স্মার্ট ওয়াচের watchOS Apps এর কথা জানায়। সেখানে বলা হয় আগমী বছর থেকে watchOS 1 ভার্সন আর সাপোর্ট করবে না। খবরে watchOS 4 অ্যাপের সুবিধা গুলো তুলে ধরা হয়।
অ্যাপ আপডেট করেল ভাল পারফরমেন্স, নেভিগেশনের জন্য নতুন ব্যাকগ্রউন্ড মোড, অডিও রেকর্ডিং, বিল্ট-ইন আলটিমিটার, কোর ব্লটুথসহ অন্যান্য এক্সেসরিস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এত সব ফিচারের কারণে watchOS 4 অ্যাপলিকেশনের সাইজ বৃদ্ধি পেয়েছে। আগের ভার্সনের সাইজ ছিল ৫০ এমবি। বর্তমানের এর সাইজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫ এমবি।
অ্যাপল ওয়াচ এর নেটিভ ভার্সনে যাবার সময়সীমা হলো আগামী বছরের ১ লা এপ্রিল। জানানো হয় ১ লা এপ্রিল ২০১৮ সালের মধ্যে সকল watchOS 1 অ্যাপ গুলোকে আপডেট করতে হবে। আপগুলো watchOS 2 SDK বা পরবর্তী ভার্সনে তৈরি করতে হবে। আর নতুন অ্যাপ তৈরি করতে হলে ব্যবহার করতে হবে watchOS 4 SDK।
watchOS 4 এ আরও যা থাকছে -
সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাপল ওয়াচ আপডেটের জন্য প্রস্তুত।
আশা রাখছি আপনি নিজেই আপনার অ্যাপল ওয়াচটি আপডেট করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।