অ্যাপল ওয়াচ নতুন সংস্করণ WatchOS 4

গত সপ্তাহে টেক জায়ান্ট অ্যাপল তাদের ডেভলপার ওয়েবসাইটে তাদের স্মার্ট ওয়াচের watchOS Apps এর কথা জানায়। সেখানে বলা হয় আগমী বছর থেকে  watchOS 1 ভার্সন আর সাপোর্ট করবে না। খবরে watchOS 4 অ্যাপের সুবিধা গুলো তুলে ধরা হয়।

অ্যাপ আপডেট করেল ভাল পারফরমেন্স, নেভিগেশনের জন্য নতুন ব্যাকগ্রউন্ড মোড, অডিও রেকর্ডিং, বিল্ট-ইন আলটিমিটার, কোর ব্লটুথসহ অন্যান্য এক্সেসরিস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এত সব ফিচারের কারণে watchOS 4 অ্যাপলিকেশনের সাইজ বৃদ্ধি পেয়েছে। আগের ভার্সনের সাইজ ছিল ৫০ এমবি। বর্তমানের এর সাইজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫ এমবি।

অ্যাপল ওয়াচ এর নেটিভ ভার্সনে যাবার সময়সীমা হলো আগামী বছরের ১ লা  এপ্রিল। জানানো হয় ১ লা এপ্রিল ২০১৮ সালের মধ্যে সকল watchOS 1 অ্যাপ গুলোকে আপডেট করতে হবে। আপগুলো watchOS 2 SDK বা পরবর্তী ভার্সনে তৈরি করতে হবে। আর নতুন অ্যাপ তৈরি করতে হলে ব্যবহার করতে হবে watchOS 4 SDK।

watchOS 4 এ আরও যা থাকছে -

  • নিউজ অ্যাপ এর মাধ্যমে আইফোনে সেভ করে রাখা খবর এবং টেপ নিউজের শিরোনাম েদেখা যাবে।
  • কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রণ যোগ্য ফ্লাশ লাইট এবং সেফটি লাইট রয়েছে।
  • সাম্প্রতিক কালে ব্যবহৃত অ্যাপগুলো ডকে পাওয়া যাবে।
  • Alphabetical লিস্ট ভিউ পাওয়া যাবে হোম স্ক্রিনে।
  • মেইল কম্পোজ এবং swipe gesture এর সুবিধা।
  • ফোন অ্যাপে ডায়ালার প্যাড।
  • জার্মান ভাষায় Scribble এর সাপোর্ট।
  • ম্যাপে বর্তমান এবং সাজেস্টেড লোকেশন দেখানো।
  • কন্টাক এবং লোকেশনের স্মার্ট উত্তর

আপডেটের প্রস্তুতি হিসেবে আপনাকে যা করতে হবে:

  • watchOS 4 আপডেট করার পুরে্ আপনার আইফোন কে আইওএস ১১ তে আপডেট করে নিতে হবে।
  • অ্যাপল ওয়াচ আপডেটের জন্য ডিভাইসটিতে কমপক্ষে ৫০% চার্জ থাকতে হবে। অ্যাপল ওয়াচ খুব দ্রুতই চার্জ হয়। কিন্তু ৫০% বা এর বেশি চার্জ না থাকলে এটি আপডেট করবে না। যদি আপনার ডিভাইসে ৫০% বা তার বেশি চার্জ থাকে তবে এটি আপডেটের জন্য প্রস্তুত।
  • watchOS 4 ভার্সন ডাউনলোড করার জন্য ওয়াইফাই সংযোগ থাকতে হবে। আপডেট প্রক্রিয়া সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে করা যায় না।

সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাপল ওয়াচ আপডেটের জন্য প্রস্তুত।

যেভাবে অ্যাপল ওয়াচ watchOS 4 এ আপডেট করবেন:

  • আপডেট করার জন্য আপনার আইফোন থেকে ওয়াচ অ্যাপটি চালু করুন। My Watch ট্যাব এ যান। এবার General → Software Update সেকশনে যান।
  • অ্যাপল ওয়াচ পাসকোড চাইলে দিয়ে দিন।
  • এবার আপডেট সম্পন্ন হবার জন্য অপেক্ষা করুন। ওয়াচ অ্যাপ থেকে আপডেটের প্রগ্রেস দেখতে পারবেন। আপডেটরে সময় দুইবার ওয়াচ রিস্ট্রাট নেবে। অপেক্ষা করুন। অবশেষে আপডেট শেষ হবে।

আশা রাখছি আপনি নিজেই আপনার অ্যাপল ওয়াচটি আপডেট করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।

 

 

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস