Razer ফোন সম্পর্কে সহজ কথায় বলতে গেলে বলা যেতে পারে ফোনটি Razer কর্তৃক তৈরি করা। কিন্তু যারা Razer সম্পর্কে জানেন তাদের মনে হতে পারে পিসি গেমিং পেরিফেরাল এবং ল্যাপটপ তৈরির জন্য বিখ্যাত একটি কোম্পানী কেন ফোন তৈরি করছে? Razer সিইও Min-Liang Tan সিদ্ধান্ত নেন তার প্রতিষ্ঠান গেমারদের জন্য গেমিং ফোন তৈরি করবে। তারপর শুরু হয় ফোন তৈরির কাজ এবং বাজরে আনে প্রথম মোবাইল ফোন Razer ফোন। এবার আলোচনা করা হবে Razer ফোন সম্পর্কে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক Razer ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্য।
প্রথমে জেনে নিই Razer ফোনের ডিজাইন এর কথা। আপনি যদি Razer Blade ল্যাপটপের ফ্যান হয়ে তাহলে সম্ভবত Razer ফোনের ডিজাইন ও পছন্দ করবেন। ফোনটির বডি কালো রংয়ের ধাতুর তৈরি। পাশের অংশটি ব্লেড ল্যাপটপের মতোই। পেছনে Razer লোগো রয়েছে।
Razer ফোনের পেছনের ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এর। ক্যামেরা দুইটি একসাথে লাগানো এবং এত অটো ফোকাস সুবিধা রয়েছে। সামনের ক্যামেরা 8 মেগা পিক্সেলের। Razer ফোন দিয়ে তোলা কিছু ছবি এখানে দেওয়া হলো -
ফোনটির পারফরমেন্স 2017 সালে রিলিজ হওয়া অন্যান্য ফ্লাগশিপ ফোনের মতোই। বিস্মিত হবার মতো তেমন কোন কিছু এতে নেই। ডিভাইসটিতে আছে Qualcomm Snapdragon ৮৩৫ প্রসেসর, ৮ গিগা বাইট র্যাম, এবং 64 গিগা বাইট স্টোরেজ। তবে পরবর্তীতে স্টোরেজ বাড়ানো যাবে। এ জন্য দেওয়া হয়েছে মেমরি কার্ড স্লট। অন্যান্য ফ্লাগশিপ ফোনের সাথে তুলনা করলে সমান সমান পারপরমেন্স পাওয়া যায়।
গ্রাফিক্স পারফরমেন্সও একই। GFXBench এর Manhattan 3.0 এ অন স্ক্রীন নেটিভ রেজ্যুলেশন স্কোর হলো - 40fps এবং অফ স্ক্রীন স্কোর হলো 63fps। 120Hz ডিসপ্লে হওয়া সত্ত্বেও Snapdragon ৮৩৫ জিপিইউ এর কারণে 2K রেজ্যুলেশনের ফ্রেম গুলো হ্যান্ডেল করতে সমস্যা হয়।
ফোনটিতে 4,000 mAh ধারণ ক্ষমতাসহ একটি ব্যাটারী রয়েছে। যা একটি ভাল দিক, তবে সমস্যা হলো ডিসপ্লে 120Hz হবার কারণে চার্জ বেশি খরচ হবে।
Hardware | |
---|---|
Processor | Octa-core 2.35GHz Qualcomm Snapdragon 835 |
RAM | 8GB |
Screen size | 5.7in |
Screen resolution | 2,560 x 1,440 |
Screen type | IGZO |
Front camera | 8-megapixel |
Rear camera | Dual 12-megapixel |
Flash | Dual LED |
GPS | Yes |
Compass | Yes |
Storage (free) | 64GB |
Memory card slot (supplied) | microSD |
Wi-Fi | 802.11ac |
Bluetooth | 4.2 |
NFC | Yes |
Wireless data | 4G |
Dimensions | 158.5 x 77.7 x 8 mm |
Weight | 197g |
Operating system | Android 7.1.1 |
Battery size | 4,000mAh |
তাহলে এবার দেখে শুনে বুঝে কিনুন Razer ফোন। ধন্যবাদ সবাইকে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
বাংলায় গ্রাফিক্স ডিজাইন অসাধারণ ভিডিও টিউটোরিয়াল
https://www.youtube.com/watch?v=BZCExDiGMBQ