বর্তমান সময়ে Alcatel জনপ্রিয় কোন ফোন ব্রান্ড নয়। তবে প্রতিষ্ঠানটি চেস্টা করে যাচ্ছে স্মাটফোন বাজারে নতুন কিছু আনতে। এরই ধারবাহিকতায় 2018 সালের জন্য আনছে বেশকিছু মডেলের ফোন। ব্লগার Evan Blass টুইটার বার্তায় প্রতিষ্ঠানটির কিছু হাই-এন্ড ডিভাইস এর ছবি প্রকাশ করেন। ডিভাইস গুলো আগামী অক্টোবরে পাওয়া যাবে। তবে আমরা এই টিউনে যে ছবি গুলো শেয়ার করছি এগুলো ইতিপূর্বেই ফাঁস হয়ে গিয়েছে।
(বাম থেকে ডানে) Alcatel 5, 3V, 3X
ডিভাইসের মডেল গুলো হলো - Alcatel 5, 3V, 3X, 3, 3C, এবং 1X। এগুলোর মধ্যে Alcatel 5 মডেলের ফোনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। এক প্রিমিয়াম ফোন বলা হচ্ছে। Alcatel আশা করছে ফোনটি সকলের নজরকাড়তে সক্ষম হবে।
ফোনটির বেজেল কিছুটা বড় তবে নিচের এবং পাশের অংশটা বেশ পাতলা। অদ্ভুত বিষয় হলো ফোনটিতে ক্যামেরার সংখ্যা মাত্র একটি। আপনি যদি ডুয়েল ক্যামেরা ফোন কিনতে চান তাহলে নিতে পারেন Alcatel 3V অথবা 3X মডেল।
(বাম থেকে ডানে) Alcatel 3, 3C, 1X
3V, 3X, 3, এবং 3C মডেল তিনটিতে গ্লাসের উপস্থিতি থাকলেও সবচেয়ে কমদামী 1X ফিচার ফোনটি হবে প্লাস্টিকের। 1X ফোনের আরেকটি বিষয় হলো এত কোন ফিঙ্গার প্রিন্ট সেন্সর নেই।
প্রতিষ্ঠানটি আশা করছে স্মাটফোন বাজারে সাড়া ফেলতে সক্ষম হবে। নিচে ফাঁস হওয়া ফোনের আরও কিছু ছবি দেওয়া হলো -
এটি অস্পষ্ট যে 2018 সালে Alcatel যখন ফোন গুলো বাজারে ছাড়বে তখন এর দাম কি হবে? তবে দাম যাই হোক না কেন প্রতিযোগিতার এই বাজারে ক্রেতা সাধারণ দেখ শুনে এবং বুঝেই কিনবেন বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।