মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল স্বচালিত গাড়ি উন্নয়নে কাজ করছে এমন গুজবনির্ভর আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। তবে সেটির বাস্তব প্রতিফলন দেখা ইতিপূর্বেই পাওয়া গিয়েছে ক্যালিফোর্নিয়ার রাস্তায় স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমোদন পাওয়ার মাধ্যমে। শুধু অ্যাপলই নয় স্ব-চালিত গাড়ি নিয়ে কাজ করছে গুগল, ফোর্ড মরটস, ভক্সওয়াগন, টেসলা মোটরস, জেনারেল মটরসের মতো আরও কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান।
সূত্রে জানা গেছে যে, এ ধরণের প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ রয়েছে। তারা জানিয়েছিলো, তাদের কোম্পানি পরিবহনসহ স্বয়ংচালিত ব্যবস্থার সম্ভাবনা নিয়ে উৎফুল্ল। অ্যাপল স্বয়ংচালিত গাড়ি নির্মাণ করার পরিকল্পনা করছে। বিশেষ করে এর সফটওয়্যারের উন্নয়নে তারা গুরুত্ব দিচ্ছে।
অনেকগুলো প্রতিষ্ঠান তাদের প্রথম স্বচালিত গাড়ি ২০২০ সালের উন্মুক্ত করার কথা ঘোষণাও দিয়েছে। তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংশ্লিষ্ট চ্যালেঞ্জের কারণে এই উন্মুক্তে আরও বেশি সময় লাগতে পারে।
ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগ থেকে অ্যাপলের স্বচালিত গাড়ি পরীক্ষার সংবাদটি জানানো হয়। তারা জানায় লেক্সাস থেকে নির্মিত তিনটি গাড়ির পরীক্ষার অনুমতি পেয়েছে অ্যাপল। এর পরই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে সেলফ ড্রাইভিং গাড়ির মুখোমুখি হওয়া সেখানকার বাসিন্দাদের নিত্য ঘটনা।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।