বিশ্বের পঞ্চম বৃহত্তম স্মাটফোন নির্মাতা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও শাওমি মার্কিন যুক্তরাস্ট্রের অনেক কাস্টমারের কাছে এখনও একটি অপরিচিত নাম। কোম্পানির কোন ফোনই এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভালো অবস্থানে যেতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিভাইস বাজারে শাওমি ধীর গতিতেই এগোচ্ছে।
বর্তমানে শাওমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় থাকা ওয়ালমার্টের শোরুম গুলোতে অ্যান্ড্রয়েড টিভি সেট টপ বক্ম, Mi TV বিক্রি করছে। এর আগে ইউএস এর কাস্টমারের জন্য শাওমি অফিশিয়াল অনলাইন স্টোর Mi অনলাইন স্টোরে ডিভাইস বিক্রি শুরু করে। ডিভাইসগুলো হলো ফিটনেস ট্রাকার, ব্যাটারী প্যাক এবং হেডফোন। বিক্রি শুরুর 30 মিনিটের মধ্যে সবগুলো ডিভাইস বিক্রি শেষ হয়ে যায়। হলিডে শপিং সিজনের প্রস্তুতি হিসেবে শাওমি মার্কিন যুক্তরাস্ট্রের বাজারে নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। কিছু বেসিক ডিভাইস (যেমস: ১০,০০০ mAh ব্যাটারী প্যাক, over-the-ear এবং in-ear হেডফোন) সহ মোট পাঁচটি পণ্য লঞ্চ করছে।
আপনি যদি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চান তাহলে শাওমি ‘র Mi Sphere Camera এবং Mi Robot Builder ব্যবহার করে দেখতে পারেন।
Mi Sphere Camera হলো একটি ৩৬০° ক্যামেরা যাতে রয়েছে 23.88MP (6912*3456) সেন্সর এবং এর দ্বারা 3.5K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। একটি ৬-অক্ষ বিশিষ্ট ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম যা আপনার ফুটেজ সুন্দর এবং স্মুথ রাখতে সাহায্য করবে।
স্কাইড্রাইভিং, খেলাধুলা ও অন্যান্য হাইস্পিড অ্যাকটিভিটির জন্য ক্যামেরাটি ব্যবহার করা যেতে পারে। IP67 প্রযুক্তি পানি এবং ধুলবালি থেকে ডিভাইসটিকে রক্ষা করবে এবং আর আপনি থাকবেন দুঃসাহসিক অভিযানে যাবার জন্য সদা প্রস্তুত।
Mi Robot Builder হলো আধুনিক যুগের LEGO। ৯৭৮ টি পার্টস্ এর সমন্বয়ে তিনটি প্রধান ডিজাইন তৈরি করা যাবে। এর মাধ্যমে আপনি রোবট, ডায়নোসর এবং বিমান তৈরি করতে পারবেন। একবার কনট্রাপশন তৈরি হয়ে গেলে স্মার্টফোন সহযোগী অ্যাপস্ ব্যবহার করে কোড করে রোবটটি নিয়ন্ত্রন করা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ই প্লাটফর্মে ডিভাইসটি কাজ করবে।
শাওমি’র ডিভাইস গুলো অ্যামাজন স্টোরে পাওয়া যাচ্ছে। নিচে ডিভাইস গুলোর মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ করা হলো -
পণ্যের নাম | দাম |
Mi Sphere Camera | $299.99 |
Mi Robot Builder | $139.99 |
Mi Headphones | $129.99 |
10,000 mAh Mi Power Bank Pro | $29.99 |
Mi In-Ear Headphones Pro | $25.99 |
ধন্যবাদ সবাইকে।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।