টেকটিউনস প্রোফাইল সেটআপ

টেকটিউনস প্রোফাইল সেটআপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 'টেকটিউনস ট্রাস্টেড টিউনার' হতে, 'টেকটিউনস সুপ্রিম টিউনার' হতে,  'টেকটিউনস জ্যাকেটার হতে',  'টেকটিউনস সুপ্রিম টিউনার', 'টেকটিউনস ট্রাস্টের টিউনার',  টেকটিউনস জ্যাকেটার হিসেবে 'টেকটিউনস ক্যাশ' উইথড্র হতে এছাড়া বিভিন্ন প্রয়োজনে টেকটিউনস প্রোফাইল সেটআপ করা প্রয়োজন।

কেন টেকটিউনস প্রোফাইল সেটআপ?

টেকটিউনস প্রোফাইল সেটআপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে টেকটিউনসে টেকটিউনস প্রোফাইল সেটআপ খুবই সোজা এবং সহজ একটি বিষয়। টেকটিউনস প্রোফাইল সেটআপ এর জন্য শুধুমাত্র টেকটিউনস অ্যাকাউন্ট প্রোফাইলের সুনির্দিষ্ট কিছু ফিল্ড সঠিকভাবে পূরণ করতে হয় এবং রিভিউ এর জন্য অ্যাপ্লাই করতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ এর মাধ্যমে টেকটিউনস থেকে বিশেষ যে সুবিধা গুলো পাওয়া যায়

  1. ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়া।
  2. টেকটিউনস সুপ্রিম টিউনার হওয়া।
  3. টেকটিউনস জ্যাকেটার হওয়া।
  4. ট্রাস্টের টিউনার হিসেবে মনিটাইজেশন অন করা।
  5. ট্রাস্টের টিউনার হিসেবে পেমেন্ট উইথড্র হওয়া।
  6. টেকটিউনস জেমস থেকে টেকটিউনস ক্যাশ ট্রান্সফার করা।
  7. টেকটিউনস ক্যাশ উইথড্র করা।
  8. টেকটিউনসের বিভিন্ন মাইক্রোটাস্কের এর মাধ্যমে আর্ন করা 'টেকটিউনস ক্যাশ' উইথড্র হওয়া।

টেকটিউনস প্রোফাইল সেটআপ শুরু

আপনার যদি একটি টেকটিউনস অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে এখনি টেকটিউনসে লগইন করুন

আপনি যদি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখনি আপনার টেকটিউনস অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিন এবং টেকটিউনস অ্যাকাউন্টে লগইন করুন।

আপনার যদি কোন টেকটিউনস অ্যাকাউন্ট এখনো না থেকে থাকে তাহলে এখনই একটি টেকটিউনস অ্যাকাউন্ট তৈরি করুন ও লগইন করুন।

আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ শুরু করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে লগইন করুন। এরপর আপনার টেকটিউনস Extended Profile এ যান।

টেকটিউনস প্রোফাইল সেটআপ প্রোফাইল পূরণ

আপনার টেকটিউনস Extended Profile এর ফিল্ড গুলো আলাদা আলাদা সেকশনে ভাগ করা রয়েছে যেমন Basic সেকশন, Profile Photo সেকশন, Contacts সেকশন, Personal সেকশন ইত্যাদি এই সেকশন গুলোর নির্দেশিত ফিল্ড গুলো সঠিক ভাবে পূরণ করুন।

Basic সেকশন

Name (required) ফ্লিড: Basic সেকশনের Name (required) ফ্লিডে আপনার ন্যাশনাল আইডি তে ব্যবহার করা বাংলা নাম যোগ করুন।

Name (in English) ফিল্ড: Basic সেকশনের Name (in English) ফিল্ডে আপনার ন্যাশনাল আইডি তে ব্যবহার করা ইংরেজি নাম যোগ করুন।

আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে Name (required) ফিল্ডে ও Name (in English) ফিল্ডে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি এর বাংলা ও ইংরেজি নাম সেট করতে হবে। কোন ধরনের ছদ্মনাম, সাংকেতিক নাম, কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম ব্যবহার করা যাবে না।

Profile Photo সেকশন

Profile Photo সেকশনে আপনার আসল, স্পষ্ট, ঝাপসা ও অন্ধকার আছন্ন নয় এবং ছবির ৯০% আপানর মুখমন্ডল রয়েছে এমন সাম্প্রতিক তোলা ছবি, প্রোফাইল ফটো হিসেবে আপলোড করুন।

আপনার প্রোফাইল ফটো অবশ্যই নিচের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে

  1. আপনার প্রোফাইল ফটো অবশ্যই ১৩ মেগাপিক্সেলের উপরে যে কোন ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তুলে আপলোড করতে হবে। প্রিন্ট করা ছবি থেকে ছবি তুলে বা স্ক্যান করে প্রোফাইল ফটো আপলোড করা যাবে না।
  2. প্রোফাইল ফটো অবশ্যই আপনার নিজের আসল ছবি হতে হবে। অন্য কোন ব্যক্তির ছবি বা  নিজের নয় এমন ফেক ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।
  3. প্রোফাইল ফটো অবশ্যই স্পষ্ট হতে হবে। ঝাপসা, অন্ধকার আছন্ন, ছায়া বা সেডো পড়া, আলোর রিফ্লেকশন পড়া কোন  ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।
  4. প্রোফাইল ফটোতে অবশ্যই ৯০% আপনার মুখমন্ডল (Face) রয়েছে এমন ছবি আপলোড করতে হবে। দূর থেকে তোলা ছবি এবং ছবির ৯০% আপনার মুখমন্ডল (Face) নেই এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না
  5. প্রোফাইল ফটোতে অবশ্যই আপনার মাথা বা হেড (Head), চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ পরিপূর্ণ ভাবে থাকতে হবে। ছবিতে মাথা, চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে গিয়েছে এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না। মাথা, চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে না গিয়ে, মুখমণ্ডল ৯০%-৮০% এর যতটুকু কাছাকাছি রাখা যায় ততটুকু রেখে প্রোফাইল ফটো তুলুন ও আপলোড করুন।
  6. প্রোফাইল ফটো হিসেবে অব্যশই ক্যামেরার দিকে তাকিয়ে, এমন ছবি যোগ করতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে নেই বা ডানে বামে অন্য দিকে তাকিয়ে থাকা কোন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।
  7. প্রোফাইল ফটোতে অবশ্যই আপনার মাথা যেন সোজা থাকে, মাথা ডানে, বামে, উপরে বা নিচে বাঁকা না থাকে।
  8. প্রোফাইল ফটো অবশ্যই যেন ক্যামেরার দিকে তাকানো অবস্থায় থাকে। ডানে বামে ডানে, বামে, উপরে বা নিচে তাকানো অবস্থায় না থাকে।
  9. প্রোফাইল ফটো অবশ্যই ক্যামেরার সোজাসুজি তুলতে হয়। সাইড থেকে, উপর থেকে বা নিচে থেকে তোলা যায় না।
  10. প্রোফাইল ফটোতে আপনার বডি (শরীর) ও মুখমন্ডল যেন ছবির ফ্রেমের মাঝ বরাবার থাকে। ছবির ফ্রেমে বাম ও ডান পাশে যেন সমান অংশ ব্যাকগ্রাউন্ড থাকে। ছবির ফ্রেমে বাম পাশে যতটুকু ব্যাকগ্রাউন্ড রয়েছে ডান পাশেও যেন ততটুকু অংশ ব্যাকগ্রাউন্ড থাকে।
  11. প্রোফাইল ফটোতে কোন সানগ্লাস, হ্যাট, ক্যাপ, টুপি, হুডি, মাস্ক, মাথা ও মুখমন্ড ঢেকে রাখে এমন কোন বস্তু পরিধারণ করা, এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।
  12. প্রোফাইল ফটো তুলতে যথেষ্ঠ পরিপাটি হয়ে, সতেজ অবস্থায় ও পরিস্কার পরিচ্ছন্ন পোষাক পড়ে ছবি তুলুন। উসকো, খুসকো চুল, ঘর্মার্ক্ত, ক্লান্ত, অবসাদগ্রস্থ, ঘুমাচ্ছন্ন, অপরিষ্কার পোষাক পরিহিত অবস্থায় ছবি তোলা থেকে বিরত থাকুন।
  13. প্রোফাইল ফটোতে কোন প্রকার এডিট করা যায় না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া, ছবি কোন সফওয়্যার বা AI এর সাহায্যে Beautify বা এডিট করা ইত্যাদি করা যায় না। প্রোফাইল ফটো সবসময় ন্যাচারাল থাকতে হয়।
  14. প্রোফাইল ফটো অবশ্যই সাম্প্রতিক তোলা হতে হবে। ১ মাসের বেশি পুরনো কোন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।

উদাহরণ সরূপ এই টিউনার প্রোফাইলের ফটো দেখুন।

Contacts সেকশন

Contacts সেকশনের Phone ফ্লিডে Country Code সহ (+880) আপনার একটিভ Phone Number যুক্ত করুন। Phone Number এর মাঝে কোন স্পেস হবে না। এই ফোন নম্বর ব্যবহার করে আপনার সাথে প্রয়োজনে যোগাযোগ করা হবে। তাই নিশ্চিত হোন যে আপনি আপনার একটিভ Phone Number যুক্ত করেছেন।

Contacts সেকশনের Email ফ্লিডে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট যে Email Address দিয়ে রেজিস্টার করেছেন সে Email যোগ করুন।

Contacts সেকশনের Website/Blog ফ্লিডে যদি আপনার কোন নিজেস্ব Website/Blog থেকে থাকে তবে সে এড্রেস যোগ করুন। না থাকলে Blank রাখুন।

Personal ও Relationship সেকশন

Personal সেকশনের Gender, Date of Birth, Place of Birth, Religion, Blood Group এবং Relationship সেকশনের Status ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

Personal সেকশনের Place of Birth ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন

Personal সেকশনের এর সকল ফিল্ড গুলো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি ব্যবহার করা তথ্য অনুযায়ী পূরণ করতে হবে।

Profession সেকশন

Profession সেকশনের Organization, Position, City, Description, Start, End ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

আপনি ছাত্র হলে Profession সেকশনের

  • Organization ফিল্ডে আপনার স্কুল/কলেজ/ইউনিভার্সিটির নাম বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন,
  • Position ফিল্ডে আপনার ক্লাস/সেমিস্টার/ইয়ার বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন
  • City ফিল্ডে আপনার স্কুল/কলেজ/ইউনিভার্সিটি যে City তে অবস্থিত তা বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন
  • Description ফিল্ডে আপনি কোন স্কুল/কলেজ থেকে, কত সালে, কোন Faculty (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) থেকে, কত GPA  নিয়ে, SSC/HSC পাশ করে বর্তমানে কোন প্রতিষ্ঠানে কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তার বর্ণনা বাংলায় সঠিক তথ্য দিয়ে লিখুন
  • Start ফিল্ডে, Organization ফিল্ডে পূরণ করা আপনার স্কুল/কলেজ/ইউনিভার্সিটি যে দিন থেকে শুরু করেছেন তা, সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • End ফিল্ডে, Organization ফিল্ডে পূরণ করা আপনার কলেজ/ইউনিভার্সিটির পড়াশোনা আপনি যদি সম্পন্ন করে থাকেন তবে যে দিন থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন তা, সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আর Organization ফিল্ডে পূরণ করা কলেজ/ইউনিভার্সিটিতে আপনি এখন পড়াশোন অবস্থায় ছাত্র হিসেবে থাকেন তবে End ফিল্ড blank রাখুন।

আপনি ছাত্র ছাড়া অন্য পেশার হলে Profession সেকশনের

  • Organization ফিল্ডে আপনার কর্মরত প্রতিষ্ঠানের নাম বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন,
  • Position ফিল্ডে আপনার কর্মরত প্রতিষ্ঠানে আপনি যে পদে কাজ করছেন তা বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন
  • Description ফিল্ডে আপনি এর আগে কোন কোন প্রতিষ্ঠানে, কত কত সালে, কোন কোন পদে, কাজ করে বর্তমানে আপনার কর্মরত প্রতিষ্ঠানে আপনার পেশার বর্ণনা বাংলায় সঠিক তথ্য দিয়ে লিখুন।
  • Start ফিল্ডে, Organization ফিল্ডে পূরণ করা আপনার কর্মরত প্রতিষ্ঠানে যে দিন থেকে কাজ শুরু করেছেন তা, সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • End ফিল্ডে,  Organization ফিল্ডে পূরণ করা আপনার কর্মরত প্রতিষ্ঠানে আপনি যদি আর কাজ না করে থাকেন তবে যে দিন থেকে কাজ ছেড়ে দিয়েছেন তা, সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আর Organization ফিল্ডে পূরণ করা প্রতিষ্ঠানে আপনি এখন কর্মরত থাকেন তবে End ফিল্ড blank রাখুন।

Living সেকশন

Living সেকশনের City/Town, Street Address, Post Code ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

Living সেকশনে অবশ্যই আপনাকে আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তার আসল ঠিকানার সকল তথ্য পূরন করতে হবে। ঠিকানা আপনার ন্যাশনাল আইডির সাথে মিল থাকার প্রয়োজন হবে না। তবে ঠিকানা অবশ্যই আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তার আসল ঠিকানা হতে হবে। কোন অপূর্ণ বা ফেক ঠিকানা দেওয়া যাবে না। কারণ টেকটিউনস থেকে বিভিন্ন সময় আপনাকে গিফট, ভাউচার প্রোডাক্ট রিভিউ এর জন্য পোডাক্ট পাঠানোর প্রয়োজন পড়বে।

Living সেকশনের City/Town, Street Address ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন

Education সেকশন

Study Completed ও Currently Study In ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

Education সেকশনের আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী School (নাম), College (নাম), University (নাম) ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন

Education সেকশনের School/Collage/University Faculty, Subject ফিল্ড আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

Education সেকশনের School/Collage/University Start ও End ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

Social Connection সেকশন

Social Connection সেকশনে শুধুমাত্র Facebook ফিল্ডটি আপনাকে আবশ্যকীয় পূরণ করতে হবে বাকি ফিল্ডগুলো অপশনাল।

Facebook ফিল্ডে অবশ্যই আপনার অরিজিনাল ও একটিভ ফেসবুক প্রোফাইলের লিংক দিতে হবে। অরিজিনাল ও একটিভ নয় এমন ফেসবুক প্রোফাইল ছাড়া অন্য কোন সেকেন্ডারি বা ফেক ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া যাবে না এবং আপনার ফেসবুক প্রোফাইল অব্যশই লক না থাকা যাবে না। আপনার এই ফেসবুক প্রোফাইল রিভিউ করে টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ সম্পন্ন করা হবে। যদি আপনার ফেসবুক প্রোফাইল অরিজিনাল না হয়, একটিভ না থাকে, ফেক প্রোফাইল হয় বা প্রোফাইল লক করা থাকে তবে আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ বাতিল হবে।

Social Connection সেকশনে Facebook ফিল্ড ছাড়া বাকি ফিল্ডগুলো অপশনাল। আপনি আপনার অন্যান্য Social Media Profile এর লিংক গুলো পূরন করতে পারেন।

Instant Connection সেকশন

Instant Connection সেকশনে শুধুমাত্র Whatsapp ফিল্ডটি আপনাকে আবশ্যকীয় ভাবে পূরণ করতে হবে বাকি ফিল্ডগুলো অপশনাল।

Whatsapp ফিল্ডে অবশ্যই আপনার একটিভ Whatsapp নাম্বর দিতে হবে। একটিভ নয় এমন Whatsapp নাম্বর দেওয়া যাবে না। আপনার এই Whatsapp নাম্বর এর মাধ্যমে টেকটিউনস অ্যাকাউন্ট এর ভিডিও ভেরিফিকেশন করা হবে। একটিভ নয় এমন Whatsapp নাম্বর হয় তবে আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ বাতিল হবে। Instant Connection সেকশনে Whatsapp ফিল্ড ছাড়া বাকি ফিল্ডগুলো অপশনাল। আপনি আপনার অন্যান্য Instant Connection গুলো পূরন করতে পারেন।

Freelance ও Skill সেকশন

Freelance ও Skill সেকশন দুটি অপশনাল। আপনার যদি ফ্রিল্যান্সার কাজের অভিজ্ঞতা থাকে তবে Freelance সেকশনে আপনার বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ও পোর্টফলিও এর প্রোফাইল গুলো (যেগুলো আপনার আছে) পূরণ করুন। একই ভাবে Skill সেকশনে ফ্রিল্যান্সার হিসেবে আপনার যে যে Skill রয়েছে তা পূরণ করুন।

Freelance ও Skill সেকশন দুটি পূরণ থাকলে টেকটিউনস এর বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজে আপনাকে অগ্রাধীকার দেওয়া হবে।

যেহেতু Freelance ও Skill সেকশন দুটি অপশনাল। তাই আপনার ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা না থাকলে Freelance ও Skill সেকশন দুটির ফ্লিড গুলো পূরণ করার প্রয়োজন হবে না।

Verification - National ID সেকশন

Verification - National ID সেকশন এর National ID Scan Copy - Front ফিল্ড, National ID Scan Copy - Back ফিল্ড, Photo with Holding National ID ফিল্ড ও  Photo Holding National ID ফিল্ড গুলো এই মুহূর্তে আপনার প্রয়োজন পড়বে না। তবে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে এই ফ্লিড গুলো টেকটিউনস আকাউন্ট আবশ্যকীয় ভাবে পূরণ করতে হবে।

Verification - Supplements সেকশন

এই সেকশনের ফিল্ড গুলো এই মুহূর্তে আপনার প্রয়োজন পড়বে না।

Payout - Settings, Payout - Wallet ও Payout - Bank সেকশন

Default Payment Method হিসেবে কোন পেমেন্ট মেথডে পেমেন্ট পেতে চান তা সিলেক্ট করুন। Payout - Wallet এ bKash, Rocket, Nagad যেটি যেটি আপনার আছে পূরণ করুন।

টেকটিউনস ক্যাশ পে-আউট গ্রহণ করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে দেওয়া আপনার বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে খোলা থাকতে হয়। নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে নয় এমন বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টেকটিউনস ক্যাশ পে-আউট হয় না।

টেকটিউনস ক্যাশ পে-আউট গ্রহণ করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে খোলা বিকাশ নম্বর ম্যান্ডেটরি ভাবে থাকতে হয়। অন্যথায় টেকটিউনস ক্যাশ পে-আউট হয় না। ‌কেননা আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে খোলা বিকাশ নম্বর আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপের জন্য ব্যবহৃত হয়। এছাড়া সিস্টেম সর্বপ্রথম আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে খোলা বিকাশ অ্যাকাউন্টে পে-আউট করে। এছাড়া আপনার অন্য কোন পেমেন্ট মেথড এ পে-আউট করা না গেলে সিস্টেম বাই ডিফল্ট ভাবে বিকাশ ব্যবহার করে পে-আউট করে।

আপনি Bank এর মাধ্যমে Payout চাইলে Bank এর তথ্য গুলো পূরণ করুন। অন্যথায় Blank বা খালি রাখুন।

Photos সেকশন

Photos সেকশনের ID Photo ফিল্ডে আপনার একটি হাই-রেজুলেশনের 'পাসপোর্ট সাইজ ফটো' আপলোড করুন।

Photos সেকশনের Selfie Photo ফিল্ডে আপনার একটি হাই-রেজুলেশনের সদ্য তোলা 'সেলফি ফটো' আপলোড করুন।

Family সেকশন

Family সেকশনের ফিল্ডে আপনার বাবা এবং মা এর বাংলা এবং ইংরেজি নাম সঠিক ভাবে পূরণ করুন।

সব কিছু ঠিক আছে কিনা তা ২ বার রিভাইজ দিন

আপনার প্রোফাইলের সকল তথ্য, ছবি ও স্ক্যান কপি সবকিছু ঠিক আছে কিনা তা ২ বার রিভাইজ দিন ও ২ বার চেক করুন।

'টেকটিউনস প্রোফাইল সেটআপ' এর জন্য আবেদন করুন

সবকিছু ঠিক থাকলে টেকটিউনস ডেস্কে আপনার টেকটিউনস প্রোফাইল 'টেকটিউনস প্রোফাইল সেটআপ' গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়েছে জানিয়ে রিভিউ এর জন্য আবেদন করুন।