টেকটিউনস জরিপ [নভেম্বর-২০১১] : ফায়ারফক্স এখনো শীর্ষে !

techtunes-poll-logo.pngনভেম্বর মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনি কোন ওয়েব ব্রাউজার সবচেয়ে বেশি ব্যবহার করেন?

  • জরিপটি বিগত ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১০৭৫ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল অনুযায়ী "মজিলা ফায়ারফক্স" সর্বমোট ৬৭৪টি ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছে। এরপরই "গুগল ক্রোম" সর্বমোট ২৮৯টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। "ইন্টারনেট এক্সপ্লোরার"'র থেকে মাত্র ৫টি ভোট বেশি পেয়ে তৃতীয় অবস্থানে আছে ওপেরা। এরমধ্যে ২১ জন ইন্টারনেট ব্যবহারকারী অন্যান্য ব্রাউজারও ব্যবহার করেন।

ফায়ারফক্স এখনো শীর্ষে !

ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে জিনিসটা প্রথমে লাগে সেটি হল ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেটের বিশাল এ জগতে অনেক ইন্টারনেট ব্রাউজার আছে। তবে সবগুলিই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। কারণ একেকটা ব্রাউজারে একেকরকমের সুবিধা। উদারহণ হিসেবে ফায়ারফক্সের বিশাল এক্সটেনশন ভান্ডার আছে সেই তুলনায় গুগল ক্রোমের এত এক্সটেনশন নেই। শুধুমাত্র এই একটা কারণেই ফায়ারফক্সকে কেউ এখনো পর্যন্ত কাটাতে পারেনি। ফায়ারফক্স এবং গুগল ক্রোমের স্পীডের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দুই ব্রাউজারের সিকিউরিটি সিস্টেমও সমান। অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন। তবে কথাগুলি আমার না, চাইলে আপনারও দেখে আসতে পারেন এখানে ক্লিক করে।

জেনে খুশি হবেন যে, ২০০৮ সালের এপ্রিল মাসে টেকটিউনস এর প্রথম জরিপটি প্রকাশিত হয়েছিল। এবং সেই জরিপটির বিষয় ছিল "কোনটি আপনার পছন্দের ব্রাউজার"। আর মজার ব্যাপারটা হচ্ছে সেই জরিপটিতেও ফায়ারফক্সই জয়ী হয়েছিল।

টেকটিউনস জরিপ [ ডিসেম্বর-২০১১ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি দ্বিতীয়দের দলে 🙁

আমি শাওন ভাই, হাসান ভাই এবং তানজিল ভাইয়ের পক্ষ থেকে বলছিঃ
ফায়ারফক্স রুলস………….. 8)

ডিসেম্বরের জরিপ দেখে তো কনফিউশনে পড়ে গেলাম! কারে ভোট দেব… 🙂

Level 0

Firefox,
sob thake basi valo lage, karon er speed amake sob thake basi tane. Ami jotodur jantam google crome banno/upgrade korar jonno firefoxer vumika asse. Vul o hote pare.

দুষ্ট _ছেলে
1 December, 2011 at 12:14 am
আমি দ্বিতীয়দের দলে
আমিউ দ্বিতীয়দের দলে

হা হা
আমি তাহলে এখন নিশ্চিত হলাম টেকটিউনস এ হুজুগে পাবলিক কম। আসলে যারা পিসি সম্পর্কে কিছুটা হলেও বুঝে তারাই মজিলা ব্যবহার করে। 😀 😀
Mozilla always RoCkZZZZZZ

অগ্নিশিয়াল Rockzzzzzzzzzzzzzzzzzzzz

Firefox সবসময় ই শীর্ষে থাকবে।

chroom ই best আমার কাছে chroom use করতে অনেক ভালো লাগে

Level 0

1st mozila, 2nd opera, 3rd Epic, 4th windows explorer, erokom houa uchit chilo

Level 0

@ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) hujuge pablic na jader net speed besi mane bhalo network tara praye chroom, ba opera use kore, amader net speed kom tai amader firefox use korte hoy

আমি প্রথম হয়েছি। কি মজা।

Level 0

আমিও তো তাই বলি ফায়ারফক্স প্রথম না হয়ে পারেই না। 8)
তবে অনেকে ক্রোম নিয়েও গবেষনা করতেছে । 😀

মজিলা অবশ্যই ভাল। কিন্তু আমি crome এর পক্ষে।

মজিলাতে এক্সটেনশন অনেক বেশি এইটা আমিও জানি।কিন্তু এতো এক্সটেনশন এ তো প্রয়োজন নেই।যতটুকু হলে একজন user শান্তিমত browsing করতে পারে ঠিকমত ততটুকু crome এ আছে।
আর একটা কথা যত বেশি এক্সটেনশন ব্যাবহার করবেন স্টার্ট হতে তত বেশি সময় নিবে।এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। 😀

আর হুম আরেকটি কথা।গুগল কিন্তু আমাদের কথা কিছুটা হলেও ভাবে।তাই আমরা যেই crome ইউস করি,তা কিন্তু বাংলা ভাষায়।গুগল crome এর প্রতিটা অংশ বাংলায় লেখা।বিজয়ের মাসে crome কে দেখতে বেশ ভালই লাগে।
জানিনা firefox কে হয়ত বাংলা করা যায়।আমি এখনো দেখিনি।

যেই সব এক্সটেনশন খুব বেশি দরকার তা তো crome এ পাওয়া যায়। এক এক্সটেনশন এ দোহাই দিয়ে crome ব্যাবহারিদেরকে বাচ্চা,হুজুগে ব্যাবহারী বলা উচিত না।

একটা জিনিষ মনে রাখতে হবে crome এর বয়স কিন্তু কম।ওকে তো সময় দিতে হবে।তাই বলে এদের ব্যাবহারিদেরকে যা তা বলা উচিত না।

world এ কোন ব্রাউজার কি পরিমান ইউস হয় তা হিসাব করার জন্য বিভিন্ন সাইট আছে।আম্রা তাদের হিসাবটা একটু দেখি।

W3Counter এর মতে firefox 38.7% , আর crome 32.3% মানুষ ইউস করেন।
clicky এ মতে 25.1% , আর crome 23.8% মানুষ ইউস করেন।

বুজলাম আমরা যারা বাঙালি যারা আছি তারা হুজুগে,কিন্তু এই পরিসঙ্খান এর 32.3% , আর 23.8% কি হুজুগে?crome কে কিছুদিন সময় দিন সেও তার রুপ নিয়ে ফিরে আসবে।

এবার crome ব্যাবহারকারিদের জন্য একটা সুখবর দেই।

2011 সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত ফায়ারফক্স ব্যবহারকারির সংখ্যা 28.71% থেকে কমে 23.56% এ নেমেছে।
আর অপরদিকে crome এর ব্যবহারকারির সংখ্যা 11.75% থেকে বেড়ে 20.60% এ দাড়িয়েছে।(wikimedia এর তথ্য অনুসারে)

কোন ব্রাউজার কেমন তা কিন্তু পরিসঙ্খান আর,ব্যাবহারকারির সংখ্যা দেখে বুঝা যায়।কারন এই এই পরিসঙ্খান শুধু বাংলাদেশ এর উপর হয় না।world এর সব কয়টা দেশ এর উপর হয়।

বেশি বক বক করার জন্য sorry.

    আমি কিন্তু কাউকে অবজ্ঞা করে কিছু বলি নি।শুধু মাত্র crome কে বেশি ভালবাসি তো তাই এই কথাগুলো বললাম।
    আমার কথায় কেউ কিছু মনে করলে সরি।মাফ করে দিবেন। 🙁

      @সাবিহা: হুম!! একটা কথা বলতেই হবে ক্রোমের ইন্টারফেস অত্যন্ত চমৎকার। কিন্তু আমার মতে ব্রাউজিং জগতে মজিলা মুকুটহীন সম্রাট!!

      যাই হোক, আমি তর্কে জড়াতে চাই না। ধন্যবাদ 😛

      হাসান ভাই এট্টু এদিকে আসেন তো?!?! :twister:

      আমি সহ সবাই মানি firefox best.বাট, crome কে আর তার ইউজারদেরকে অবহেলা করতে মানা করেছি। 😀

      আমার উলটা পালটা কথা বলার জন্য সরি।

      নিওফাইট ভাই আপনার পরবর্তী লেখা কি বিষয়ে।একটু তাড়াতাড়ি করেন।আর তর সইছে না।

      @সাবিহা: আরে ভাই উল্টা পালটা কথা কিসের? নিজের পছন্দতো সবাই বলতে চায়; তাই না? আপনিত তথ্য উল্লেখপূর্বক কাজটা করেছেন! 8)

      অটঃ এখন লেখা বন্ধ। পরবর্তী লেখা সাবমিট করতে দেরি হতে পারে 🙁 । আমার নিজের পড়াশুনা আছে তো; তাই ❗
      ধন্যবাদ। 🙂

    @সাবিহা: যেহেতু আমি হুজুগে শব্দটা ব্যবহার করেছি তাই ধরেই নিচ্ছি আপনি আমার মন্তব্যের আলোকেই বলেছেন।

    এবার বলি কারা ক্রোম ব্যবহার করে। ক্রোম মজিলার চেয়ে তাড়াতাড়ি ওপেন হয় এটা আমিও মানি। তবে ক্র্যাশ এর কথা আর বললাম না 😛 যারা নতুন নেট ব্যবহার করে তারা ক্রোম ব্যবহার করে কারন ক্রোম তাড়াতাড়ি ওপেন হয় আর তারা শুধু ব্রাউজিং এই খুশি।

    অন্য দিকে যারা পুরাতন ইউজার তারা ক্রোমের জন্মের আগে থেকে মজিলা ব্যবহার করে ফলে মজিলা চাইলেও ছেড়ে দিতে পারে না। কারন এত দিনে একটা আলাদা জগৎ তৈরি হয়েছে মজিলাকে ঘিরে 😛 তাছাড়া প্রত্যেক এডভান্স ব্যবহারকারী মজিলা ব্যবহার করে। যেমনঃ

    মেহেদি ভাই (টেকটিউনস এডমিন)
    টিনটিন ভাই
    ফিউশন ফাইভ
    নাফিস ইফতেখার
    সব চেয়ে বড় কথা আমি নিজে 😀 :mrgreen:

    অন্যদিকে ক্রোম শুধু মামুন ভাই ছাড়া আর তেমন কাউকে পাইনা 😛

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাই আমি গেলাম কই? 😥
      খেলুম না, আপনেরে ডাক দিলাম আমি আর নাম কইতাসেন… … … .. … 🙁
      আসার জন্যে ধইন্যা। 😀

      হাসান ভাই আমার কথায় আবার mind করেন নাই তো।please, mind কইরেন না।
      আমি জানি mind করেন নাই।
      আমার একটু খারাপ ছিল।এখন পুরাই ফুরফুরে।

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ্যোবায়ের ভাই ডিজিটাল যুগে কোন কিছুই অসম্ভব না । এখন লোকে যাকে নয় নিজে যাকে ভালো বলে বলে ভালো সেই হয় । 😛 এক কথায় সবাই তার নিজের রাজ্য রাজা । এখন ভাই আমি অপেরা ব্যবহার করি । আমি যদি আমার পছন্দের কথা বলি তাহলে অপেরা নিয়ে একটা ই-বুক লিখে ফেলতে পারব আর ঐটা আমাজন এ ভালো দামেই সেল করতে পারব । যাই হোক এই রিভিও টা দেখতে পারেন… http://download.cnet.com/windows/web-browsers/?tag=mncol%3Bsort&rpp=10&sort=downloadCount+asc অপেরার টোটাল ডাউনলোডস কিন্তু কম না ক্রোম এর চেয়ে বেশী । আমার গত সপ্তাহের ডাউনলোড এর মতে ক্রোম সবার শীর্ষে । তো কাকে কি বলবেন । শুধু আমরা না বিষ্ব ব্যবহার করে । যার যেটা পছন্দ । এটা আমার নিজস্ব মতামত ছাড়া আর কিছুনা । ওয়েবসাইট পাব্লিশার হিসেবে আমার পছন্দ অপেরা তাই এত কথা বললাম ।
      ধন্যবাদ

আমি ১ম এর দলে

গুগল ক্রোম 8-|

vai reee ami to mozila use kortam.. bt aktu update hoite giya chrome use korte onek din age theke
. akn chrome a amr sob…. aita k gire amr jibon…:(

মজিলা ভাবি not responding 😛 :> :> 😛

Level 0

Actually Mozilla will be more popular cz it is dedicated persons that are always try to develop its version than others browser like chrome, IE, opera etc. I prefer Mozilla based CometBird. So fast.

মোজিলা ফায়ারফক্স ব্যবহার করি ৮.০ তবে আমার কাছে ৩.৫টাই সবচেয়ে ভাল লাগতো, পুরাতন ভারসন হলেও দারূন কাস্টোমাইজড করা যায় ! কিন্তু ৮ এর কিছু সীমা বদ্ধতা আছে, ফ্লাস প্লেয়ার ইন্সটলের সময় নানা ঝামেলা করে, আইডি এম দিয়ে ভিডিও ডাউনলোড দিলে ভিডিও এর নামের জায়গায় playback.flv , playback1.flv playback3.flv এই রকম নামে সেভ হয় !
এর সমস্যার সমাধান কেউ দিতে পারলে বলবেন !

ক্রোম ইস দ্য বেস্ট।

ami fire and crom use kori

na amon to na

Level 0

Chrome is best…………

বাঁচও ভাই………………………………
আমার একটি facebook ID আছে যার friend লিস্ট এ ৫০০০ friend আছে এখন আর কোন friend request গ্রহন হচ্চেনা। এই সমস্যা সমাধানের জন্য কোন টিউন টি ফলো করবো ?

Level 0

আমি সব সময়ই Mozila Firefox ব্যবহার করে আসছি।

অপেরা একটু স্লো কিন্তু ক্রাশ হয়না । একটা ওয়েবসাইট পাব্লিশার হেসেবে আমার প্রথম পছন্দ অপেরা । আর যেখানে আমার নেট স্পিড ১এমবিপিএস সেখানে স্লো এর কোন মিনিং নাই । 😛

Level 0

Chrome is the best. এক কথায় চরম। যারা মোজিলা ব্যবহার করেন তারা হয়ত অনেক আগে থেকে এটা ব্যবহার করেন, তাই ছাড়তে পারছেন না। মোজিলা আমিও ব্যবহার করতাম, কিন্ত যেদিন থেকে Chrome পেয়েছি আর ছাড়তে পারি নি। সাথে মোজিলাও, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরারও আছে, খুবই কম ব্যবহার করি।

আমি সাবিহা ভাইয়ের(!) সাথে একমত, মোজিলা যদি এগিয়ে থাকে একমাত্র সুবিশাল প্লাগ ইন/এড অনস ভাণ্ডারের জন্যই টিকে আছে, অন্য কোন দিক থেকে নয়। কিছু দিক থেকে Chrome কে এগিয়ে রাখতে হবে, যেমন Chrome মোজিলার তুলনায় অনেক লাইট। স্টার্ট আপ টাইম বিবেচনা করলে Chrome কে এগিয়ে রাখতে হবে (মোজিলা 14 সে. এবং Chrome 8.1 সে.)। আর এখন Chrome এর এক্সটেনশনস/এড অনস/প্লাগ ইন যাই বলেন মোজিলার চেয়ে কম নয়, প্রয়োজনীয় সবই আছে।

অনেকে বলেন, Chrome নাকি ক্রাশ করে। প্রথম দিকে এই প্রবলেমটা ছিল, নতুন ব্রাউজার, কিছু BUGS ছিল, কিন্তু বিশ্বাস করেন গত এক বছরেও আমার একবারও ক্রাশ করে নি।

যা বললাম, নিজের খেয়াল খুশি বলিনি। Chrome এর সত্ত্বাধিকারী Google এ সার্চ দিয়ে দুই ব্রাউজার এর রিভিঊ পরেন, ইউজারদের মতামত পরেন…

আর মোজিলও Chrome এর রাতারাতি এত জনপ্রিয়তা নিয়ে চিন্তিত আছে, এজন্য নিজ জনপ্রিয়তা ধরে রাখতে বার বার ভার্সন পরিবর্তন করছে। নতুন ভার্সনটা অনেকটা Chrome এর মতই… 😀

মনে হচ্ছে একটু বেশীই বলে ফেলেছি, মোজিলা লাভারস প্লীজ ডোন্ট মাইন্ড, SORRY… পুরো কমেন্টগুলো পরে আর না লিখে পারলাম না………

আমি mozilla firefox use kori.

আমি সবচেয়ে বড় হুজুগে। 😛 যখন যেইটার খবর পাই সাথে সাথে ডাউনলোড দিয়ে ব্যবহার কইরা দেখি। এমনকি কিছুদিন আগে একজন ভিজুয়্যাল বেসিকে নিজের তৈরি একটা ব্রাউজার শেয়ার করেছিল, হেইয়াও ব্যবহার করছি।
সেই হিসেবে আমি বলব, আমি ফায়ারফক্স ইউজ করি ইন্টারফেসের কারনে। অন্যগুলো হয় অনেক বেশি ঝাকঝমকপূর্ণ না হয় জটিল। সেই হিসেবে ফায়ারফক্স এর ইন্টারফেস অনেক বেশী আপন।
অবশ্য কমেটবার্ড হুবুহু ফায়ারফক্সের কোডে তৈরি, সেটা নকল বলে ভাল লাগে না। আর এক্সটেনশনের কথা বললে ২-৩লাখ এক্সটেনশন দিয়া মুড়ি খামু নাকি, আমার যে কইটা লাগে সেগুলো পাইলেই হয়। সেই হিসেবে কিন্তু ক্রোম এগিয়ে, কারন ঐটাতে বেশ মজার মজার কিছু এক্সটেনশন আছে। 😛
আরেকটা কথা, কোন ব্রাউজার কতজনে ব্যবহার করে তা দিয়েও আমার কাম নাই। যেহেতু, I am the boss সেহেতু আমার যেইটা ভাল লাগে সেটাই সেরা। 😛
তো সব কথার শেষ কথা, ফায়ারফক্সই সেরা। তবে আর কয়দিন পরে যদি ক্রোমের ইন্টারফেস পালটায় বা পাল্টানোর কোন চান্স পাই তাইলে কমু ক্রোমই সেরা। মু হা হা

পরবর্তীতে গুগল ক্রম এক নাম্বার এ আসবে

Level 0

হাঁ, আমি আপনার সাথে একমত…………ফায়ারফক্সের মতো ব্রাউজার (স্পীডী) আমার মনে হয় আর কি আছে জানা নেই….. আমি এটাতেই কাজ করি………তবে গুগলক্রোম…… এর থেকে একটু বেশী স্পীড হলেও কাজ করা আমারদায় (মনের মতো) নয়……. খুবই ভালো টিউন….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…