টেকটিউনস জরিপ [ সেপ্টেম্বর-২০১১ ] : প্রযুক্তিপ্রেমীদের সর্বপ্রথম প্রেম “কম্পিউটার”

techtunes-poll-logo.pngসেপ্টেম্বর মাসের জরিপ

=====

জরিপের বিষয়টি ছিলঃ সর্বপ্রথম কোন প্রযুক্তির প্রেমে পড়েছিলেন?

  • জরিপটি বিগত ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ৮৯৮ জন ভোটার অংশগ্রহণ করেন।

প্রযুক্তিপ্রেমীদের সর্বপ্রথম প্রেম "কম্পিউটার" ঃ

জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে "কম্পিউটার" সর্বমোট ২৯২টি ভোট পেয়ে জয়ী হয়েছে। ২১৪টি ভোট পেয়ে মোবাইল দ্বিতীয় অবস্থানে, এর পরেই আছে ইন্টারনেট, এরপর টেলিভিশন, তারপর রেডিও এবং সবচেয়ে কম ভোট পেয়েছে ক্যাসেট। ক্যাসেটের ভাগে আরও একটু ভোট জুটত কারণ আমি প্রায় সাতদিন পরে পোলে "ক্যাসেট" যুক্ত করেছি।

মন্তব্য

আমি কিন্তু আমার ভোটটা মোবাইলেই দিয়েছিলাম 😛 । যদিও মোবাইল প্রথম হতে পারেনি। তবে আমি জরিপটি করার সময় মনে করছিলাম রেডিওই জয়ী হবে হয়ত কিন্তু কম্পিউটার তা হতে দিলনা। কম্পিউটার প্রথম হওয়ার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। কারণ টেকটিউনস এর বেশিরভাগ ভিজিটরই কম বয়সী। সেক্ষেত্রে রেডিও প্রথম না হওয়াটাই স্বাভাবিক।

বর্তমান যুগের সবচেয়ে সেরা প্রযুক্তিগুলোর মধ্যে কম্পিউটার, মোবাইল আর ইন্টারনেটই সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয়। এগুলি ছাড়া বর্তমান জনজীবন প্রায় অচল। টেলিভিশন যদিও একটি পুরোনো প্রযুক্তি তারপরও এটি এখনো যথেষ্ট জনপ্রিয়তার সাথে টিকে আছে। এর মধ্যে একটা লক্ষ্যনীয় কারণ হল পুরুষদের থেকে মহিলারা টিভির প্রতি বেশি আকৃষ্ট। তবে সেইদিন আর বেশি দূরে নয় যেদিন টেলিভিশনের চ্যানেলগুলা দেখার জন্য বাংলাদেশের মানুষ আর টেলিভিশন কিনবে না। কারণ ইন্টারনেটেই তো সব চ্যানেল দেখা যায়। তাছাড়া পিসিতে একটা টিভিকার্ড লাগালেই টিভির দরকার হয়না।

রেডিও আর ক্যাসেট হল সবচেয়ে পুরাতন প্রযুক্তি। তখনকার সময় এগুলিই ছিল সবচেয়ে অবিশ্বাস্য এবং জনপ্রিয় প্রযুক্তি। তখনকার আমলে এগুলির জনপ্রিয়তা অকল্পনীয়ভাবে লক্ষ্য করা যায়। বাবার কাছে শুনেছিলাম, যার বাড়ীতে নাকি রেডিও ছিল তার রেডিওটা একনজর দেখার জন্যই হত প্রচুর ভিড়। রেডিও সমন্ধে কৌতুহলের শেষ ছিলনা। অনেকের মন্তব্য ছিল এতটুকু যন্ত্র থেকে কথাটা আসে কিভাবে? মানুষ কি ঢুকে রাখা আছে নাকি ওই যন্ত্রটায়?

আর ক্যসেট নিয়ে অবশ্য তেমন হাস্যকর কোন কথা আমি শুনিনি। তবে ক্যাসেট বিলুপ্ত প্রায়। বিলুপ্ত হওয়াটাই স্বাভাবিক। পাঁচ'শ টাকা দিয়েই একটা MP3 প্লেয়ার পাওয়া যায়। আর ক্যাসেটের মত তো এটিতে ফিতা লাগেনা। তাছাড়া প্রায় সব মোবাইলেই তো এখন MP3 প্লেয়ার আছে। ক্যাসেটের দরকার কি?

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে আমি জিতছি 😀 😀

Level 0

ken je public internet ke vote dilo na.**

আপনি টেকটিউনের কতিপক্ষ কি?

Level 2

abarer bisoi ki

আমার মনে হয় অনেকেই প্রশ্ন না বুঝেই উত্তর দিয়েছে। 😛
কারন এখানে প্রশ্ন হলো সর্বপ্রথম কোন প্রযুক্তির প্রেমে পড়েছিলেন? সর্ব প্রথম বলতে কি বুঝানো হয়েছে?
আজকে থেকে ৭-৮ বছর আগেও কম্পিউটার এত ভুড়ি ভুড়ি ছিল না। তখন টেলিভিশনের যুগ ছিল বলা যায়।
ছোট বেলায় আলিফ লায়লা দেখার জন্য বাড়িতে ভিড় জমে যেত। শুক্রবারে বাংলা ছবিও ছিল বলার মতো। বিকালবেলা পুরা নিরব হয়ে যেত এলাকা শুধু মাত্র টিভিতে ছবি দেখার জন্য।

এটাই প্রমান করে সর্বপ্রথম টেলিভিশনের প্রেমে পড়েছিলেন সবাই।
আর মোবাইল বা ইন্টারনেটতো অনেক পড়ের কথা!

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আমারও ভোট ছিল টেলিভিশন। কম্পিউটারের প্রশ্নই উঠে না।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আমিও তো টেলিভিশন দিয়েছিলাম। আশ্চর্য লাগছে, কম্পিউটার জিতল কি করে। 🙁

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): প্রতি শুক্রবার বাংলা ছিনেমা না দেখলে ভালই লাগত না। তখন বয়স ছিল ৬। যখন মোবাইলের প্রেমে পড়লাম তখন বয়স ১৪। যখন কম্পিউটার এর প্রেমে পড়লাম তখন বয়স ১৮। আর যখন ইন্টারনেট এর প্রেমে পড়লাম তখন আমার ২২.৫, আর এখন আমার ২৪.৫। তাই জরিপ ঠিক হয়েছে কি হয় নাই তা প্রমান করার দায়িত্ব আমার নয়।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আপনার কথা শুনে বাচ্চা কালের কথা মনে পড়ে গেল । আলিফ লায়লার জন্য কি পাগলই না ছিলাম । বিদ্যুৎ চলে গেলে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতাম আলিফ লায়লা দেখার জন্য । দেখতাম এবং নিঃসন্দেহে খুব ভাল লাগত । কিন্তু সত্যি বলতে কি কম্পিউটার এর জায়গা কেউ দেখল করতে পারে নাই । মাঝে মাঝে আত্মীয়দের বাসায় গেম খেলতাম বা খেলতে দেখতাম তাতেই দুচোখ যেন ক্ষুধার্ত মানুষের মত ছটফট করত । কম্পিউটার এর জন্য যে কি ধরনের পাগল ছিলাম তা না দেখলে বিশ্বাস করা কঠিন । বাবাকে যে কত জালাইছি একটা কম্পিউটার এর জন্য , তা ঠিক বুঝানো সম্ভব না । যখন কম্পিউটার কিনা হবে শুনলাম একটা একটা করে দিন গুনতাম (টানা দু বছর) । শেষ পর্যন্ত তখন আর কিনা হয় নাই । খুব কষ্ট পেয়েছিলাম ।
    যাই হোক টেলিভিশন তখন ছিল বন্ধুর মত । আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যেমন মজা পাই টিভির পছন্দের অনুষ্ঠান গুলো দেখে সেরকমই মজা পেতাম । এর বেশি কিছু না । কিন্তু প্রেম যে একবারই হয় তাও কিছুটা পরিণত বয়সে । শিশুকাল বা বাল্যকালে বন্ধুদের নিয়ে অনেক পাগল ছিলাম তাই বলে যে তাদের প্রেমে পড়ে গেছি তা কিন্তু না । কিছুটা বুঝতে শিখার পর যে জিনিসটা আমাদের মন কেড়ে নিবে সেটাই প্রেম অর্থাৎ আমাদের অনুভব করতে হবে যে সেটা কোন পর্যায়ে আছে । এ থেকে কিন্তু স্পষ্ট বুঝা যায় প্রযুক্তির ক্ষেত্রে অনেকের প্রথম প্রেম কম্পিউটারও হতে পারে কিংবা টেলিভিশনও হতে পারে আবার অন্য কিছুও হতে পারে । এতে দ্বিমত পোষণ করার কিছু নেই । এই কয়দিন আমার পিসি নষ্ট ছিল তাই আমি এই জরিপে অংশগ্রহণ করতে পারি নাই । ধন্যবাদ ।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): একেবারে ঠিক কথা বলেছেন ! সর্থন জানাচ্ছি !

Level 0

হাসান যোবায়ের ভায়া একদম ঠিক কথা বলেছেন। একমত।

বিপুল ব্যবধানে হেরে যাওয়ায় কষ্ট পাইলাম 🙁

Level 0

আমি কম্পিউটারে ভোট দিয়েছিলাম।
@হাসান জোবায়ের ও মাখনঃ কম্পিউটার জিততেই পারে, যদিও আগে টিভির অনেক প্রোগ্রাম মানুষের অনেক ফেভারিট ছিল, কিন্তু তাতেই টিভির প্রতি প্রেম হয়ে গেল। একটা গান আছে না, “ভালোবাসা- ভালো লাগা এক নয়” 😉

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) MITHU ভাই
যারা জিতসে তারা সব্বাই পলাপান ২/৩/৪/৫/ বসরের প্রেমিক
আর আমরা ১০/১৫/২০/২৫
আমি কিন্ত ভোট দিতে পারিনাই নির্বাচন দেখছি কারন আমি তখনো ভোটার হই নাই
সহাইকে ধন্যবাদ

কম্পিউটার কিভাবে জিতল ভেবেই পাচ্ছি না… আমাদের দেশের মানুষের প্রথম প্রেম হওয়ার কোথা টেলিভিশন অথবা রেডিও… 😛

Ami to kacata dicilam ……………… 🙂

Level 0

ভাই ইন্টার নেট কি দোষ করলো। হা!

Level 0

jetlam na harlam seta to bujlam na…
Cheap Car Blog

Level 2

টেলিভিশন আগে আসলেও তখন ভাল লাগে নাই। কিন্তু যখন কম্পিউটার আসে সারা দিন কম্পিউটার এর সামনে বসে থাকতাম। স্বাভাবিক ভাবে আগে আসলেই ভাললাগতে হবে এর মানে নাই।

ভাইয়ারা আমাদের একটি ফেইসবুক পেইজ হ্যাক হয়েছে, কেউ কি পারেন একটু সাহায্য করতে। পেইজটি নাম Cricket Live ( News & Update )এবং পেইজটির মালিক ছিলেন Curiouss Artist । সে অনেক কষ্ট করে পেইজটির ৮ হাজারের উপরে ফ্যান করে ছিল। সারাক্ষণ ফেইসবুক নিয়ে পরে থাকত বলে আমরা তাকে ফেইসবুক পাগল বলতাম। তার পেইজের আপডেট সুবিধার জন্য সে তার কয়েকজন বড় ভাই ও বন্ধুদের এডমিন করে নিয়ে ছিল । এর মধ্যে একজন ছিল বাংলাদেশী প্রবাসী ইতালীতে অবস্থান করতেছে। তার ফেইস বুক আইডি হল Ahsan Habib Pranto ([email protected])।কাল রাত থেকেই হঠাৎ করে পেইজটি আমরা কেউ খুজে পাচ্ছি না।আমরা সবাই যেহেতু তার বড় ভাই ও বন্ধু তাই আমাদের মাঝে কেউ এই কাজ করবে না। আমাদের মনে হচ্ছে ইতালী প্রবাসী প্রান্ত সাহেবই এই কাজ করেছে।

টিটিতে অনেক দক্ষ লোক আছে, দয়া করে কেউ আমাদেরকে সাহায্য করেন।

    @জানতে চাই, জানাতে চাই: আরে আপনি বোধ হয় জানেন না যে ফেসবুক এ এক সাথে এরকম বেশ কিছু সাইট হ্যাক হয়েছে, ফেসবুক এডমিন প্যাজেসটাও গায়েব,এবং তাদের অনেক ফেসবুক সদশ্য পেজগুলাও নাই 😛 ক্যামতে কি হইলো বুজলাম না !

হি হি, আমি জিতেছি
😀

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এর সাথে আমিও একমত অনেকে না বুঝে বা কিছুটা দাম বাড়ানোর জন্য computer-e ভোট দিছে, কিন্তু বাস্তব হল কয়েক বছর আগেও television দারুন জনপ্রিয় ছিল ও আসে। তবে বর্তমানে এখন সবাই কম্পিউটার -এর দিকে সবাই ঝুঁকছে।

আমি জিতছি । মিষ্টি কোথায়?? মিষ্টি লে আও 😉

Level 0

অনেকেই প্রশ্ন না বুঝেই উত্তর দিয়েছে।

Level New

আনেক ভালো হইয়াছে……………………………।।

কম্পিউটার জয়ী হওয়ায় বুঝাগেল যে আমাদের দেশের বেশীর ভাগ লোকেরা বুঝে শুনে কাজ করে না । জোয়ার যেদিকে তারাও সে দিকে। এই জন্যই দেশের এই অবস্থা।ধন্যবাদ

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়ের কথা শুনে বাচ্চা কালের কথা মনে পড়ে গেল । আলিফ লায়লার জন্য কি পাগলই না ছিলাম । বিদ্যুৎ চলে গেলে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতাম আলিফ লায়লা দেখার জন্য । দেখতাম এবং নিঃসন্দেহে খুব ভাল লাগত । কিন্তু সত্যি বলতে কি কম্পিউটার এর জায়গা কেউ দেখল করতে পারে নাই । মাঝে মাঝে আত্মীয়দের বাসায় গেম খেলতাম বা খেলতে দেখতাম তাতেই দুচোখ যেন ক্ষুধার্ত মানুষের মত ছটফট করত । কম্পিউটার এর জন্য যে কি ধরনের পাগল ছিলাম তা না দেখলে বিশ্বাস করা কঠিন । বাবাকে যে কত জালাইছি একটা কম্পিউটার এর জন্য , তা ঠিক বুঝানো সম্ভব না । যখন কম্পিউটার কিনা হবে শুনলাম একটা একটা করে দিন গুনতাম (টানা দু বছর) । শেষ পর্যন্ত তখন আর কিনা হয় নাই । খুব কষ্ট পেয়েছিলাম ।
যাই হোক টেলিভিশন তখন ছিল বন্ধুর মত । আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যেমন মজা পাই টিভির পছন্দের অনুষ্ঠান গুলো দেখে সেরকমই মজা পেতাম । এর বেশি কিছু না । কিন্তু প্রেম যে একবারই হয় তাও কিছুটা পরিণত বয়সে । শিশুকাল বা বাল্যকালে বন্ধুদের নিয়ে অনেক পাগল ছিলাম তাই বলে যে তাদের প্রেমে পড়ে গেছি তা কিন্তু না । কিছুটা বুঝতে শিখার পর যে জিনিসটা আমাদের মন কেড়ে নিবে সেটাই প্রেম অর্থাৎ আমাদের অনুভব করতে হবে যে সেটা কোন পর্যায়ে আছে । এ থেকে কিন্তু স্পষ্ট বুঝা যায় প্রযুক্তির ক্ষেত্রে অনেকের প্রথম প্রেম কম্পিউটারও হতে পারে কিংবা টেলিভিশনও হতে পারে আবার অন্য কিছুও হতে পারে । এতে দ্বিমত পোষণ করার কিছু নেই । এই কয়দিন আমার পিসি নষ্ট ছিল তাই আমি এই জরিপে অংশগ্রহণ করতে পারি নাই । ধন্যবাদ ।

Level 0

@মেহেদী হাসান নিয়াজ ভাই ! এটাকে বলে যুগের পরিবর্তন আর ডিজিটাল ভাব।

🙂 :p

Level New

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্)—- TV dekhte valo lagto but preme pori nai……kintu zokhon computer pelam tokhon preme pore gelam….TV kichukhon dekhle r valo lage na but computer a 24/7 kaz korleo valo lage

Level 0

অনেক দিন পর লিখছি, অামি একটি সাহায্য চা্ছি, একসাথে ১০০০ মেল পাঠানোর কোন সফটওয়্যার সিরিয়াল নং সহ ১০০% কাজ হয় এরকম। আমার মেবা নং ০১৭৩৩৯১৯৭৯১, উত্তর দিলে খুব উপকার হবে। আমি সিরিয়াল নং সহ SendBlaster 2 Pro নামিয়েছি কিন্তু কজ করে না।

এইটা কোনো কাজের জরিপ হইল, সব ফালতু জিনিস।

প্রেম মানেই মোবাইল আর যাই বলেন… প্রেমের শুরু ত ওখানেই… আর কম্পিউটার ত প্রেম না এটা পুরাটাই ফ্লার্টিং… অতি বিশালাকার উদাহরন — ফেসবুক :p

প্রশ্নগুলো মানসম্মত হচ্ছে না…

Level 2

সাইফুল ভাই কোথায়? মেইল করেও উত্তর পেলাম না।আমার i phone problem এর প্রব্লেম যে কার কাছে বলি?

প্রেমে পড়েছিলাম ১৯৯৮ সালেই কিন্তু পাইলাম ২০০৭ এ….

Rar File কে Unrar করতে হয় কিভাবে কেউ জানাবেন কি । সাংঘাতিক উপকৃত হবো । ধন্যবাদ ।

    @Shourov Khan: আপনি Winrar সফটওয়্যার টি দিয়ে এটি করতে পারেন।
    ডাউনলোড করতে লিংকটিতে ক্লিক করুনঃ http://www.rarlab.com/rar/wrar41b1.exe

      Level 0

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই আমি আগেও এই প্রশ্নটা করেছি, আমি টিউন করতে চাই। কিভাবে করব।

      Level 0

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই আমি টরেন্ট থেকে ১টা গেম ডাউনলোড করেছি ইন্সটল ও করেছি কিন্তু খেলতে পারছি না।ইনস্টল নোট এরকম আছে-
      Install the game.
      When asked for a serial enter one of the following:
      1320-615D-BA73-52EC /////
      031F-F8D0-6536-B510
      Copy the cracked files located in the Crack directory on CD 1 to your
      installation directory. Play the game.

      আমি সিরিয়াল দিএ ইন্সটল করেছি কিন্তু সিডি ১ কিভাবে পাব। আগের প্রস্নের উত্তর দেবার জন্য ধন্নবাদ খুব সিগগির টিউন চালু করব।

Level 0

fghgkjh

এত কষ্ট করে এত গুলু কমেন্ট করলাম কিন্তু আজ দেখতেছি আমার একটা কমেন্টও নাই কোন টিউনে,বুঝলামনা আমার কমেন্ট কি ব্যান্ড করা হইল নাকি টেকটিউন্স হইতে?
দয়া করে বলবেন কি এডমিন মহোদয়গন আসল ব্যাপারটা কি?

    @আতাউর রহমান: গত ১২ তারিখ রাত ১টা থেকে ১৩ তারিখ রাত ১.৩০ পর্যন্ত টেকটিউনস এর ডেটা সেন্টার মাইগ্রেশন এর কারণে ওই সময়টুকুর মধ্যে করা প্রতেকটি টিউন ও টিউমেন্ট মিসিং হয়ে গিয়েছিল। টেকটিউনস মেইনটেন্যন্স থেকে ফিরে আসার পর এখন সব ঠিক আছে। 🙂 পূণরায় আপনার টিউমেন্টগুলি চেক করে দেখুন। 🙂

Level 0

Jitase

Level 0

Ataur Rahman Sahib Aponaka Amar Khub Casar Manus Mona Hoi

    @Rupok: জ্বি ভাই আসলেই আমরা টেকটিউন্সে সবাই সবাইর অনেক কাছের।

Level 0

[URL=http://imagetwist.com/hecku4nl19j2/RBT.jpg.html][IMG]http://img5.imagetwist.com/th/00583/hecku4nl19j2.jpg[/IMG][/URL]

Level 0
Level 0

<URL=http://imagetwist.com/hecku4nl19j2/RBT.jpg.html]http://img5.imagetwist.com/th/00583/hecku4nl19j2.jpg

Level 0

অত্যন্ত ক্ষোভের সাথে জানাই যে এর আহে আমি টুকাই বলে টিউন করতাম। অযথা আমাকে আর টিউন করতে দেওয়া হয় নি এব আমার শেষ টিউন যেটা খুব কষ্ট করে করেছিলাম তা ডিলিট করে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে তার উত্তর চাই…