টেকটিউনস জরিপ [ফেব্রুয়ারী-২০১৭] : ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেলের শীর্ষে 10 Minute School,ও Salman the Brownfish এবং Gaan Friendz!!!

 ফেব্রুয়ারী মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ কোনটি আপনার ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল?

জরিপটি বিগত ১ই ফেব্রুয়ারী থেকে ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

জরিপটিতে মোট জন ভোটার ৩৭২ ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল হিসেবে মনোনীত করে 10 minute school কে ৪০.৩২% ভোট দিয়ে। এবং শীর্ষ তিন বাংলাদেশী ইউটিউব চ্যানেল গুলোর মাঝে দ্বিতীয় স্থানে রয়েছে Salman the Brownfish,তারা ভোট পেয়েছে ১১.৫৬%। এবং তৃতীয় স্থানে রয়েছে Gaan Friendz,তারা পেয়েছে ১০.৭৫% ভোট।  তার পরেই রয়েছে Mango Squad ও ক্রমান্বয়ে বাকিগুলি।

ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল গুলোর শীর্ষে 10 Minute School,ও Salman the Brownfish এবং Gaan Friendz চ্যানেলগুলো!!!

অল্প কিছুদিনের মধ্যে 10 Minute School বাংলাদেশী সবার মঝে ব্যাপক সারা ফেলে। আমরা সবাই জানি 10 minute school শিক্ষামূলক ভিডিও কনটেন্ট তৈরী করে থাকে। এবং তাদের তৈরী ভিডিওর মাধ্যমে বাংলায় খুব সহজে অনেক কিছুই শিখতে পারে। তাই তারা খুবই তাড়াতড়ি সবার মাঝে ্জনপ্রিয় হয়ে উঠে। টেকটিউনস জরিপে ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে  Salman the Brownfish , আপনারা সবাই এ চ্যানেলটির সাথে পরিচিত। বিভিন্ন হাস্য:রসান্তক ভিডিওর মাধ্যমে তারা সবসময় সবার কাছে সচেতনতা মূলক ভিডিও ম্যাসেজ পৌছানো এবং সবাইকে বিনোদন দেওয়ার চেস্টা করে Salman the Brownfish , এবং বাংলাদেশের তরুণ সমাজের  কাছে সব সময়ের প্রিয় ইউটিউব চ্যানেল গুলোর একটি  Salman the Brownfish । এবারের জরিপের  ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল গুলোর তৃতীয় অবস্থানে রয়েছে Gaan Friendz। বিভিন্ন পেরডি গানের মাধ্যমে তারা সবাইকে বিনোদন দেয়।শীর্ষ বাংলাদেশী ফানি চ্যানেল গুলোর মাঝে অন্যতম চ্যানেল  Gaan Friendz। সম্প্রতি এ চ্যানেলটি ইউটিউব সিলভার প্লে বাটন অর্জন করে। নতুন টেকটিউনস জরিপে সবাই অংশগ্রহন করুন আর টেকটিউনসের সাথেই থাকুন।

টেকটিউনস জরিপ [মার্চ-২০১৭] -এ অংশগ্রহণ করতে:

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

শোয়াইব আহমাদ

কমিউনিটি ম্যানেজার

টেকটিউনস

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BhaiBrothers LTD. লিস্টে নাই কেন?

    bhaiBrothers LTD. জরিপের লিস্টে ছিল কিন্তু এই চ্যানেলটি ফেভারিট বাংলাদেশী ইউটিউব চ্যানেল হিসেবে জরিপে শীর্ষে
    আসতে পারেনি।