উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে বেশিরভাগজনেরই 3G হ্যান্ডসেট রয়েছে আবার অনেকজনের নেই।
জরিপে বেশিরভাগ ভোটারের 3G হ্যান্ডসেট থাকলেও "না" ভোটের সংখ্যাও অনেক। অর্থাৎ ১০০ ভাগের প্রায় ৪২ ভাগ প্রযুক্তিপ্রেমীরই নেই 3G সাপোর্টেট হ্যান্ডসেট। তবে এটা কোন দুঃখের বিষয় না ! এখন যারা নতুন ফোন কিনছেন কিংবা ফোন বদলাচ্ছেন তারা ফিচারস থেকে আগেই দেখে নিচ্ছেন 3G আছে কিনা !
বর্তমানে প্রায় প্রতিটি অপারেটরই তাদের 3G সেবা উন্মুক্ত করেছে এবং পরীক্ষামূলকভাবে উন্নত সব শহরে সবার আগে চালু করেছে। তবে দেশীয় অপারেটর টেলিটক এখন প্রতিটি বেসরকারী অপারেটরকে পিছনে ফেলে সবচেয়ে বেশিরভাগ এলাকায় তাদের 3G সুবিধা উন্মুক্ত করেছে। এবং তাদের 3G ডেটা প্যাকেজগুলিও দারুন! যদিও টেলিটকের নেটওয়ার্ক খুবই দুর্বল তাই কিছু এলাকায় 3G আসলেও এখনও অনেকজনই তাদের মনের মত স্পীড উপভোগ করতে পারছেন না। আশা করা যাচ্ছে আর তিন মাসের মধ্যেই প্রতিটি অপারেটরের 3G সুবিধা পৌছে যাবে সব এলাকায়।
তবে শেষকথা হল, থ্রিজি শুধু দিলেই হবেনা। এটাকে যেন সবাই ব্যবহার করতে পারে সেই উপযোগী নেটওয়ার্ক ও ট্যারিফও দিতে হবে। তানাহলে 3G শুধু নামেই থাকবে কামে নয় 😛
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
vai next bar jorip dan skype/viop use koren(24*7) koi jon r korben koi jon??digital hobe sobai kobe?