টেকটিউনস জরিপ [অক্টোবর-২০১৩] : বেশিরভাগ প্রযুক্তিপ্রেমীই এখন 3G ব্যবহারের জন্য প্রস্তুত! তবে অপ্রস্তুত এর সংখ্যাও কম নয়!

techtunes-poll-logo.pngঅক্টোবর মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনার বর্তমান ফোনটি কী 3G সাপোর্টেড?

  • জরিপটি বিগত ১লা অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১,৩২৯ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে বেশিরভাগজনেরই 3G হ্যান্ডসেট রয়েছে আবার অনেকজনের নেই। 

বেশিরভাগ প্রযুক্তিপ্রেমীই এখন 3G ব্যবহারের জন্য প্রস্তুত !

জরিপে বেশিরভাগ ভোটারের 3G হ্যান্ডসেট থাকলেও "না" ভোটের সংখ্যাও অনেক। অর্থাৎ ১০০ ভাগের প্রায় ৪২ ভাগ প্রযুক্তিপ্রেমীরই নেই 3G সাপোর্টেট হ্যান্ডসেট। তবে এটা কোন দুঃখের বিষয় না ! এখন যারা নতুন ফোন কিনছেন কিংবা ফোন বদলাচ্ছেন তারা ফিচারস থেকে আগেই দেখে নিচ্ছেন 3G আছে কিনা !

বর্তমানে প্রায় প্রতিটি অপারেটরই তাদের 3G সেবা উন্মুক্ত করেছে এবং পরীক্ষামূলকভাবে উন্নত সব শহরে সবার আগে চালু করেছে। তবে দেশীয় অপারেটর টেলিটক এখন প্রতিটি বেসরকারী অপারেটরকে পিছনে ফেলে সবচেয়ে বেশিরভাগ এলাকায় তাদের 3G সুবিধা উন্মুক্ত করেছে। এবং তাদের 3G ডেটা প্যাকেজগুলিও দারুন! যদিও টেলিটকের নেটওয়ার্ক খুবই দুর্বল তাই কিছু এলাকায় 3G আসলেও এখনও অনেকজনই তাদের মনের মত স্পীড উপভোগ করতে পারছেন না। আশা করা যাচ্ছে আর তিন মাসের মধ্যেই প্রতিটি অপারেটরের 3G সুবিধা পৌছে যাবে সব এলাকায়।

তবে শেষকথা হল, থ্রিজি শুধু দিলেই হবেনা। এটাকে যেন সবাই ব্যবহার করতে পারে সেই উপযোগী নেটওয়ার্ক ও ট্যারিফও দিতে হবে। তানাহলে 3G শুধু নামেই থাকবে কামে নয় 😛

টেকটিউনস জরিপ [নবেম্বর-২০১৩] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai next bar jorip dan skype/viop use koren(24*7) koi jon r korben koi jon??digital hobe sobai kobe?

Saiful vai apni ki iPhone 4 32gb only for 19,000 to 7month used come from italy kinben tta hole contact korte parents amar uncle sell korbe.

Level 0

Nokia kon model suport korbe?

আমি বর্তমানে টেলিটক ৩ জি ব্যবহার করছি।

Level 0

সাইফুল ভাই আমার একটা ইয়াহু অ্যাকাউন্ট deactivate হয়ে গেছে, কিছু করা যাবে কি? কোনও উপায় আছে কি? জানলে দয়া করে বলেন।।

Level 0

You won’t leave until u make an order here

Level New

আমি ডিস লাইন নিলাম । আমার পাশের অন্য একজনের টিভিতেও লাইন চলে আসে । এখন বাইরে লাইন যাওয়া বন্ধ করা যায় ?