টেকটিউনস জরিপ [আগষ্ট-২০১৩] : বেশিরভাগ প্রযুক্তিপ্রেমীই কয়েকঘণ্টার বেশি কম্পিউটার ছাড়া থাকেনি !

techtunes-poll-logo.pngআগষ্ট মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনার কম্পিউটারকে ছেড়ে সর্বোচ্চ কতদিন দূরে ছিলেন?

  • জরিপটি বিগত ১লা আগষ্ট থেকে ৩১ শে আগষ্ট পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১৩০৩ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে বেশিরভাগই কয়েকঘণ্টাই শুধু সর্বোচ্চ কম্পিউটার থেকে দূরে ছিলেন ! দ্বিতীয় পর্যায়ে "২-৩ দিন এবং ১ সপ্তাহ" -তে সমান ভোট পড়েছে। তৃতীয় পর্যায়ে রয়েছে ২-৩ সপ্তাহ এবং ক্রামান্বয়ে বাকিগুলি।

ধীরে ধীরে কম্পিউটার অঙ্গ প্রতঙ্গের মত সাথী হতে চলেছে !

প্রযুক্তি দিয়ে ঘেরা এই অধুনিক যুগে কম্পিউটার ছাড়া যেন কোন কিছু কল্পনাই করা যায়না ! নিত্যপ্রয়োজনীয় কাজ তো বটেই এখন ধীরে ধীরে সকল কাজ কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তাই সেদিন আর বেশি দূরে নেই যেদিন বিজ্ঞানিক কল্পকাহিনীর চলচিত্রের মত কম্পিউটার থাকবে অঙ্গ প্রতঙ্গের মত। যেখানেই যান কম্পিউটার থাকবে আপনার মধ্যেই !

টিউনের এই জরিপটি মূলত কৌতুহল বশতই করা হয়েছিল। আর ফলাফলও কিন্তু অবাক করার মতই। তবে আমরা যে যুগে বাস করছি সেটিও অবশ্যি অবাক করার মতই। বর্তমানে যে অবাক করা কাজগুলি কম্পিউটারের সাহায্যে হচ্ছে সেগুলি যদি আগের কোন মানুষকে দেখান হত তাহলে অবশ্যই তার কাছে সেগুলি জাদু মনে হত।

আমার মনে আছে, বছরদশেক আগে কিছু মানুষ বলত " মানুষ যতই আধুনিক হোক আর যত কিছুই করুক, জীবন দিতে পারবে না"। আমিও বিশ্বাস করতাম; কিন্তু আজকে আমার যখন রোবটের কথা মনে পড়ে আমি সত্যিই অবাক হয়ে যাই !

টেকটিউনস জরিপ [সেপ্টেম্বর-২০১৩] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onek shundor likhechen Saiful bhai.

১ বছর+ এ ভোট পড়ছে ৫২ টি! অষ্টম ও সর্বশেষ হলেও আশ্চর্য নয় কি?! তারা কি পিসি কিনে ফালায়া রাখছিল নাকি?!

    @আশরাফ: সহমত, এখনতো অনেকে নাম কেনার জন্য পিসি কিনে থাকে। এদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আর মুখ থেকে কোন কথা বের হয় না।

Level 0

বিশ্বাস হয় না………আপ্নারা কি কন ?

Level 0

সাইফুল ভাই আপনার সৌজন্যে মজার কিছু তথ্য পেলাম। ধন্যবাদ।

আমি ভোট না দিলে কয়েক ঘন্টার ভোটার সংখ্যা হইতো ৩৫৯ জন। 😛

Level 0

ভাই আমার https://www.techtunes.io/?p=238406#comment-459307 এই পোস্টটা ডিলিট করা হল কেন বুঝলামনা। এডমিন এদৃসষ্টি আর্কশন করছি

Level 0

yes

Level 0

Techtunes কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আমি Techtunes এ কোন টিউন করতে পারছি না। একটু সাহায্য করেন।

আমি একটি পোর্টেবল হার্ড ড্রাইভ কিনবো। কোনটা ভাল হবে? অভিজ্ঞরা একটু আওয়াজ দিয়েন।

Level 0

আমি তো টেকটিউসে লিখতে পারতেছি না আমার কোন post option নাই। মডারেটরের সাহায্য চাই।

কথা ঠিক। তবে বিদ্যুৎ সমস্যা বড় সমস্যা ।