উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে বেশিরভাগই কয়েকঘণ্টাই শুধু সর্বোচ্চ কম্পিউটার থেকে দূরে ছিলেন ! দ্বিতীয় পর্যায়ে "২-৩ দিন এবং ১ সপ্তাহ" -তে সমান ভোট পড়েছে। তৃতীয় পর্যায়ে রয়েছে ২-৩ সপ্তাহ এবং ক্রামান্বয়ে বাকিগুলি।
প্রযুক্তি দিয়ে ঘেরা এই অধুনিক যুগে কম্পিউটার ছাড়া যেন কোন কিছু কল্পনাই করা যায়না ! নিত্যপ্রয়োজনীয় কাজ তো বটেই এখন ধীরে ধীরে সকল কাজ কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তাই সেদিন আর বেশি দূরে নেই যেদিন বিজ্ঞানিক কল্পকাহিনীর চলচিত্রের মত কম্পিউটার থাকবে অঙ্গ প্রতঙ্গের মত। যেখানেই যান কম্পিউটার থাকবে আপনার মধ্যেই !
টিউনের এই জরিপটি মূলত কৌতুহল বশতই করা হয়েছিল। আর ফলাফলও কিন্তু অবাক করার মতই। তবে আমরা যে যুগে বাস করছি সেটিও অবশ্যি অবাক করার মতই। বর্তমানে যে অবাক করা কাজগুলি কম্পিউটারের সাহায্যে হচ্ছে সেগুলি যদি আগের কোন মানুষকে দেখান হত তাহলে অবশ্যই তার কাছে সেগুলি জাদু মনে হত।
আমার মনে আছে, বছরদশেক আগে কিছু মানুষ বলত " মানুষ যতই আধুনিক হোক আর যত কিছুই করুক, জীবন দিতে পারবে না"। আমিও বিশ্বাস করতাম; কিন্তু আজকে আমার যখন রোবটের কথা মনে পড়ে আমি সত্যিই অবাক হয়ে যাই !
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
onek shundor likhechen Saiful bhai.