টেকটিউনস জরিপ [জুলাই-২০১৩] : ডিজিটাল দেশের বেশিরভাগ প্রযুক্তিপ্রেমীই ব্যবহার করছেন ধীর গতির ইন্টারনেট!

techtunes-poll-logo.pngজুলাই মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ বর্তমানে কত স্পীডের ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন?

  • জরিপটি বিগত ১লা জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১৬৫১ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে ৫১২ কিলোবিট স্পীডের ব্যবহারী বেশি হলেও তুলনামূলকভাবে বেশিরভাগ ভোটারই ২৫৬ কিলোবিট এবং এর থেকে কম স্পীডের ইন্টারনেট ব্যবহার করছেন !

ইন্টারনেটও মৌলিক চাহিদার মধ্যে পড়ে!

বর্তমানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি "ইন্টারনেট"ও একটি মৌলিক চাহিদা হয়ে দাড়িয়েছে ! বাকি মৌলিক চাহিদাগুলি ছাড়া বেচেঁ থাকা যেমন দুষ্কর তেমনি ইন্টারনেট ছাড়াও বর্তমানে বেচেঁ থাকা কঠিন। কিন্তু অন্যান্য মৌলিক চাহিদাগুলি মোটামুটিভাবে পূরণ হলেও দেশের বেশিরভাগ মানুষ ইন্টারনেট সেবার বঞ্চিত ! যেখানে ডিজিটাল বাংলাদেশের এখন প্রায় সকল কাজই ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে সেখানে এই বিষয়টি বড়ই দুঃখের ! আর যারা ইন্টানেট সেবার আওতায় এসেছে তাদের দুর্ভোগও কম নয় ! উচ্চ দামতো বটেই কিন্তু সেই তুলনায় ইন্টারনেটে স্পীড খুবই কম ! তারমধ্যে আবার অপারেটরদের আনলিমিটেড ইন্টারনেট এর নামে FUP (Fair Usages Policy) সহ প্রতারণাতো আছেই ! এসব নিয়ে তরুন প্রযুক্তিপ্রেমীরা আন্দোলন করলেও তাতো কোন কাজ হয়নি ! আন্দোলন করলে "অমুক হচ্ছে, তমুক প্রক্রিয়াধীন" বলে থামিয়ে দেয় !

আগামী মাসে 3G উন্মুক্ত হবে হবে করে সরকার বিগত ৫ বছর ধরে 3G নামক মূলা ঝুলিয়ে রেখেছে ! কয়েকমাস আগে শুনলাম সামনে বছর নাকি 4G দিবে ! দারুন এই খবরটা শুনেই 4G এক্সপেরিয়েন্স হয়ে গেল !

এখন আবার শুনতেছি আমাদের দেশের ব্যাপক অব্যহৃত ব্যান্ডউইথ ভারতে রপ্তানী করা হবে ! যেখানে দেশের মানুষ চড়া দামে ইন্টারনেট কিনে, FUP এর ভয়ে থাকে আর ধীরগতির ইন্টারনেট চালায় সেখানে এই সিদ্ধান্ত কতটুকু সুফলদায়ক তা সরকারী কিছু মাথামোটা লোক না বুঝলেও আমরা সাধারণ ব্যবহারকারিরা বুঝি !

টেকটিউনস জরিপ [আগস্ট-২০১৩] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৬-১০ এমবিপিএস এর থেকে ১০ এমবিপিএস এর উপরে ইউজার এত বেশী!!!!

    @আশরাফ:এই “এতো বেশি” 10Mbps স্পিডের ইউজাররা অবশ্যই অন্য কোন দেশে প্রবাসী।
    আমরা তো 1Mbps পেলেই খুশি,কি বলেন?

    Level 0

আমার নাতী নাতনীর আমলে যখন থ্রি-জি আসবো তখন একবার জরিপ দেওনের অনুরোধ রইল। টিউনের শিরোনাম পুরা পাল্টাইয়া যাইবো। 😀

অঃটঃ আমার নিক নামটা বাংলায় করবো কিভাবে? দয়া করে সাহায্য করবেন।

    @sujan mnj: Login করে Dashboard-এ ঢুকে, বাম পাশে Profile-এ ঢুকুন । এবার দেখুন,

    Nickname (required)
    Display name publicly as
    নামে দুটো Option আছে ।
    আপনি এগুলো পছন্দমত চেঞ্জ করতে পারবেন । Display Name Public as চেঞ্জ করলে আপনার নতুন নাম show করবে । আর ওই বক্সে বাংলা support করে।

    ধন্যবাদ ।

😛 😛 😛

ধন্যবাদ @Black Dragon ভাই।

মজা পাইলাম।আমাদের দেশ নাকি ডিজিটাল

Level 0

“এখন আবার শুনতেছি আমাদের দেশের ব্যাপক অব্যহৃত ব্যান্ডউইথ ভারতে রপ্তানী করা হবে ! যেখানে দেশের মানুষ চড়া দামে ইন্টারনেট কিনে, FUP এর ভয়ে থাকে আর ধীরগতির ইন্টারনেট চালায় সেখানে এই সিদ্ধান্ত কতটুকু সুফলদায়ক তা সরকারী কিছু গাধা না বুঝলেও আমরা সাধারণ ব্যবহারকারিরা বুঝি !”

মানেটা বুঝলাম না। আমি ভারতে থাকি। আমি ব্রডব্যান্ড ৪ এম.বি./সে ইউস করি রাত ১১- সকাল ৭টা স্পিড দেয় ৮ এম.বি./সে। আর ল্যাপটপে এয়ারটেল ৪জি ইউস করি, কনো সমস্যা ছাড়াই। আপনার কথাটা ঠিক বুঝলাম না সাইফুল ভাই। আশা করছি আমার কথা খারাপ ভাবে নেবেন না, জাস্ট বুঝতে পারলাম না তাই জানতে চাইছি।

    Level 0

    @jiko: vai amra to akhon porjonto 3G use korte pari nai ar apni 4G use kotechen tao abar 7MB speed apni bandesh a takhan na india takhan

নেটের যে অবস্থা ৪ MB ফাইল আপলোড করতে প্রায় ১ ঘণ্টা লাগে (ডিজিটাল বাংলাদেশ)

৪জি আসবে, ৫জি আসবে, ৬জি আসবে, ৭জি আসবে, ৮জি আসবে, ৯জি আসবে, ১০জি আসবে। আসতেই থাকবে! আসতেই থাকবে। আর আমাদের গরুরগাড়ী আমরা ঠেলতেই থাকব। ভালোতো ভালো না।

আমারা অনেকে টেকটিউনকে ভালো বেসে আদর করে ডাকি টিটি পাড়া, আর এই টিটি পাড়াতে আসতে ৩৫ মিনিট। আর তা সম্ভব হয়েছে, জিপি নামের এক বেশি পানির নেট ব্যবহার করে।

আর Facebook এ ২.৩০ ঘন্টা চেষ্টা করে সম্পুর্ন ব্যর্থ…!!!! skype কথা বাদিই দিলাম।

gp কল সেন্টারে ফোন দিলাম , দীর্ঘ ৬+ মিনিট পরে এক সাহেব ধরলো, (প্রথম থেকে ফোন ধরা পর্যন্ত রাগ আমার মাথার চুল ছাড়িয়ে!!!!!)

আমি ভদ্রভাবে বললাম, ভাইয়া, আপনাদের ইন্টারনেটের স্পিডতো আগের তুলনার অনেক ভালো হয়েছে।
(১২১)কল সেন্টার বলে, জি স্যার আপগ্রেটিয়ের কাজ চলছেতো তাই এখন ইন্টারনের ভালো স্পিড।
আমি বলিঃ হুম অনেক ভালো স্পিড ৪ থেকে ৫ তো থাকছেই আবার মাঝে মাঝে ১-২ হয়ে যাচ্ছে!!!!!

কল সেন্টারঃ Sorry sir,বলে আবার পরিষ্কার করে শুনতে চাইলো,
আমিঃ আবার শোনালাম।

কল সেন্টারঃ সুন্দর করে আমার কলটা কেটে দিল।

এই যদি হয় অবস্থা তাহলে ক্যমনে কি হয়বো????????
আবার শুনতেছি ভারতকে নাকি আমরা ব্যন্ডউড দিতেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!

<<>>

    Level 2

    @সজীব প্রাণ: আল্লাহ দিলে আমরা অনেক ব্যান্ডউইথ রপ্তানি করতে পারব। শুধু শুধু পর্ণ দেখার জন্য ১ এম বি পি এস স্পিড এর কি দরকার। ১ কিলো বাইট প্রতি সেকেন্ড ইন্টারনেট ই তো ডিজিটাল বাংলাদেশ এর জন্য যথেস্ট

      @omi97: আপনি বোঝায়লেন, যারা 1mb নেট ব্যবহার করে তারা পর্ণ দেখে…!!! লজ্জা লজ্জা। 1MB যারা ব্যবহার করে তারা আপনার এই comment দেখলে কি ভাববে ?? একবার ভাবুনতো।

      1mb থেকে 10mb+ ভোট দিয়েছে মোট ৩৩৪ জন।ভোট দেওয়ার আগে আপানার comment দেখলে হয়ত 1mb বা তার বেশিতে ভোট দিত না।কারন আপনিতো বলেই দিয়েছেন ১ কিলো বাইট প্রতি সেকেন্ড ইন্টারনেট ই তো ডিজিটাল বাংলাদেশ এর জন্য যথেস্ট।

      আপনি এও বলছেন, আল্লাহ দিলে আমরা অনেক ব্যান্ডউইথ রপ্তানি করতে পারব। হ্যা আমিও মানি ।কিন্তু ব্যান্ডউইথ থাকতে তো হবে।ব্যান্ডউইথ থা্কলে ব্যান্ডউইথ দেওয়া মানষিকতা আমাদের সবার আছে। কিন্তু এখন যে নেটের অবস্থা এই অবস্থায় আপনি সহজে মেনে নেবেন??

      ১ কিলো বাইট প্রতি সেকেন্ড ইন্টারনেট ই যদি যথেষ্ট। তাহলে blog, facebook এ এতো এতো নেট নিয়ে লেখা-লেখি হয় কেন?? পর্ণ দেখার জন্য?? আফসোস…!!!!!!!

      আমার এখন সন্দেহ হচ্ছে আপনি জিপির কোন লোক কিনা?? কারন জিপি নিয়ে কথা বলেছিলাম।

        Level 2

        @সজীব প্রাণ: তাহলে এত এত ব্যান্ডউইথ কোথায় যায়? ব্যান্ডউইথ দিতে সরকারি লোকদের সমস্যা কোথায়? ব্যান্ডউইথ যদি এত অপ্রয়োজনীয় হয় এত অপচয় হয় তো ফ্রী দিয়া দেখুক কতটা কাজে লাগবে জনগণের। কথাগুলো আমার রাগ ও ক্ষোভের প্রকাশ। যারা 1Mbps ইন্টারনেট ব্যাবহার করে তাদের অপমান করা না।
        http://www.somewhereinblog.net/blog/rafins3
        http://www.somewhereinblog.net/blog/rafins3/29692823

Level 2

@Black Dragon: আপনি ms word এ টিউন লেখেন, পরে কপি পেস্ট করে দিয়েন।

আমি ৫১২ তে দিয়েছিলাম 😀

জরীপটি আসলে দরকারি। Thanks a lot of boss.

0mi akta bolod….

আমরা ব্যবহার করি দ্রুত গতির কচ্ছপ গতির নেট

Level 0

4G internet with high speed Upload and Download. ( 18/22kb) speed pai ra vai

agami te sineboard lagabe amra 3g service disi. sala m……c..d sorkar

Level 0

amar mona hoi a jorip basir vag dhaka city but out side of dhaka net ar obosta khub kurun
karon other district a qubee ba banglalion wimax is not available and gp ka to net bola jai na
information bank

Level 0

ভাই আমার টাতে তো 100mbps দেখায় ভাই

Level 0

কথাটা বলতে কষ্ট হলেও এ কথা সত্যি যে, ঢাকার যানজট যেমন আমাদের কর্মঘন্টা নষ্ট করছে তেমনি ভাবে আমাদের দেশের ইন্টারনেট স্পীড ও আমাদের কর্মঘন্টা নষ্ট করছে।

Level 2

১০০ তে ১০০০ ভাগ সত্যি কথা। ডিজিটাল বাংলাদেশ ওরা কেমনে বানাবে?

Level 0

আজকে মানজমিন এ এই খবর দেখে খুব অবাক হলামঃ http://www.mzamin.com/details.php?nid=NjY1NTU=&ty=MA==&s=Mjc=&c=MQ==

ভারত বাংলাদেশ থেকে bandwidth লিজ নিবে। আমাদের ইন্টারনেট এত বেশী speedy যে আমরা এখন আমদের পরম আত্মীয় দের bandwidth দিব! আমি প্রস্তাব করছি এ জন্য যেন কোন টাকা না নেয়া হয়! এটা উপহার হিসেবে দেয়া হলে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে!

Level 0

অভ্র কীবোর্ড ৫.১.০ ইন্সটল করার পর TT তে বাংলা বেশ ভালভাবে পরতে ও লিখতে পারছি কিন্তু অন্য সকল ওয়েবসাইট এর বাংলা একদম পড়তে পারছি না। কমা দাড়ি উল্টোপাল্টা দেখাচ্ছে। অভিজ্ঞদের সাহায্য কামনা করছি। ধন্যবাদ ।

    @Arif: Firefox ব্যবহার করেন ???
    তাহলে এই কাজটি করুনঃ
    Option এ ঢুকুন । এবার Content-এ ক্লিক করুন । এরপর Default Font হিসেবে Siyam Rupali দেন । এবার Advanced এ ক্লিক করে Font for—> Bangla সিলেক্ট করুন ।

    এরপর Proportional -টা serif রেখে বাকিগুলো Siyam Rupali করুন ।

    এরপর, Fallback Character Encodinng টা UNicode (UTF-8) করুন ।

    ব্যস… OK করে বেরিয়ে আসুন ।

    আশাকরি আর সমস্যা হবে না । ধন্যবাদ । । ।

Level 0

সাইফুল ভাই প্রথমে আমার ছালাম রইল আমি আপনার কাছে সাহয্য চাইছি আমি কোন add post করলে তা ২০ মিনিটের মধ্যে তা আর পাওয়া যায় না এবং ওই আইডি থেকে add post করা মিনুও পাওয়া যায় না ????????? আমার মেইল [email protected] or my number 01911275724 ……………

@AfiA Multifarious Biz: আপনার ড্রাফট টিউনগুলির লিংক দিন।

Level 0

I thought 128kb user beshi ! 🙂

Level 0

Ki r korar ase.. amra to froto jonota……………….. 🙁 🙁 🙁