উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে ৫১২ কিলোবিট স্পীডের ব্যবহারী বেশি হলেও তুলনামূলকভাবে বেশিরভাগ ভোটারই ২৫৬ কিলোবিট এবং এর থেকে কম স্পীডের ইন্টারনেট ব্যবহার করছেন !
বর্তমানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি "ইন্টারনেট"ও একটি মৌলিক চাহিদা হয়ে দাড়িয়েছে ! বাকি মৌলিক চাহিদাগুলি ছাড়া বেচেঁ থাকা যেমন দুষ্কর তেমনি ইন্টারনেট ছাড়াও বর্তমানে বেচেঁ থাকা কঠিন। কিন্তু অন্যান্য মৌলিক চাহিদাগুলি মোটামুটিভাবে পূরণ হলেও দেশের বেশিরভাগ মানুষ ইন্টারনেট সেবার বঞ্চিত ! যেখানে ডিজিটাল বাংলাদেশের এখন প্রায় সকল কাজই ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে সেখানে এই বিষয়টি বড়ই দুঃখের ! আর যারা ইন্টানেট সেবার আওতায় এসেছে তাদের দুর্ভোগও কম নয় ! উচ্চ দামতো বটেই কিন্তু সেই তুলনায় ইন্টারনেটে স্পীড খুবই কম ! তারমধ্যে আবার অপারেটরদের আনলিমিটেড ইন্টারনেট এর নামে FUP (Fair Usages Policy) সহ প্রতারণাতো আছেই ! এসব নিয়ে তরুন প্রযুক্তিপ্রেমীরা আন্দোলন করলেও তাতো কোন কাজ হয়নি ! আন্দোলন করলে "অমুক হচ্ছে, তমুক প্রক্রিয়াধীন" বলে থামিয়ে দেয় !
আগামী মাসে 3G উন্মুক্ত হবে হবে করে সরকার বিগত ৫ বছর ধরে 3G নামক মূলা ঝুলিয়ে রেখেছে ! কয়েকমাস আগে শুনলাম সামনে বছর নাকি 4G দিবে ! দারুন এই খবরটা শুনেই 4G এক্সপেরিয়েন্স হয়ে গেল !
এখন আবার শুনতেছি আমাদের দেশের ব্যাপক অব্যহৃত ব্যান্ডউইথ ভারতে রপ্তানী করা হবে ! যেখানে দেশের মানুষ চড়া দামে ইন্টারনেট কিনে, FUP এর ভয়ে থাকে আর ধীরগতির ইন্টারনেট চালায় সেখানে এই সিদ্ধান্ত কতটুকু সুফলদায়ক তা সরকারী কিছু মাথামোটা লোক না বুঝলেও আমরা সাধারণ ব্যবহারকারিরা বুঝি !
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
৬-১০ এমবিপিএস এর থেকে ১০ এমবিপিএস এর উপরে ইউজার এত বেশী!!!!