উপরের ফলাফল থেকে, ৬৪১ টি ভোট পেয়ে "৩২ বিট" প্রথমে এবং ৩৪০ টি ভোট পেয়ে "৬৪ বিট" দ্বিতীয়তে!
বর্তমান সময়ের এখন প্রায় প্রযুক্তিপ্রেমীরাই হাই কনফিগের PC কিংবা ল্যাপটপ কিনছে। আর হাই কনফিগ মানেই তাতে ৪গিগাবাইট এর উপরে র্যাম অবশ্যই থাকবে। আর সেজন্য নিয়ম অনুযায়ী ৪জিবি উপরে র্যাম থাকলে ৬৪বিট অপারেটিং সিস্টেম পিসি/ল্যাপটপে ইউজ করতে হয়। তাছাড়াও ৬৪ বিট এর প্রসেসিং ক্ষমতা ৩২বিটের চেয়ে অনেকগুণ বেশি।
অনেকের কম্পিউটারেই দেখা যায় ৪জিবি র্যাম থাকা সত্ত্বেও তারা ৩২ বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। যার ফলে চাওয়ামত প্রসেসিং ক্ষমতা পাচ্ছেন না। এবং ৪জিবির পুরো র্যাম ব্যবহার করতে পারছেন না। এটা সাধারণত বেশিরভাগ অজ্ঞাতভাবেই হয়।
তবে ২জিবি র্যাম থাকলেও কিন্তু ৬৪বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। এবং অনেকেই ব্যবহার করছেন। বর্তমানে ৩২ বিট সফটওয়্যারগুলির পাশাপাশি ডেভলপাররা ৬৪ বিট ভার্সনও দিয়ে থাকেন। তাই আগের মত ৬৪ বিটে এটা কাজ করেনা ওটা কাজ করেনা এরকম বলার কোন অবকাশ নেই।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
32 bit