টেকটিউনস জরিপ [ডিসেম্বর-২০১১] : জনপ্রিয়তার শীর্ষে মুহম্মদ জাফর ইকবাল

techtunes-poll-logo.pngডিসেম্বর মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আগামী টেকটিউনস টিউন্টারভিউতে প্রথমে কাকে টিউন্টারভিউ গেস্ট হিসেবে দেখতে চান?

  • জরিপটি বিগত ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ৬৪৮ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল অনুযায়ী শীর্ষে রয়েছেন "মুহম্মদ জাফর ইকবাল"। দ্বিতীয়তে রয়েছেন "মেহেদী হাসান খান" এবং সবশেষে রয়েছেন "মুনির হাসান"।

জনপ্রিয়তার শীর্ষে মুহম্মদ জাফর ইকবালঃ

এরকম বইপ্রেমিক খুব কমই আছেন যারা "মুহম্মদ জাফর ইকবাল" কে চিনেন না। তিনি একাধারে একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত। তাঁর সমন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী টেকটিউনস টিউন্টারভিউতে।

মেহেদী হাসান খান, ওমিক্রনল্যাবঃ

প্রযুক্তিপ্রেমীদের সবারই পরিচিত মুখ "মেহেদী হাসান খান"। তিনি জনপ্রিয় ইউনিকোড ভিত্তিক বাংলা সফট্ওয়্যার "অভ্র" এর প্রতিষ্ঠাতা। তার সমন্ধে আরও জানতে অপেক্ষা করুন টেকটিউনস টিউন্টারভিউ এর।

মুনির হাসান, BDOSNঃ

মুনির হাসান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক। তাঁর সমন্ধে জানতে অপেক্ষা করুন। খুব শিঘ্রই আসছেন টেকটিউনস টিউন্টারভিউতে।

টেকটিউনস জরিপ [ জানুয়ারী-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মুহম্মদ জাফর ইকবাল স্যার বাংলাদেশের গর্ব।

Level 0

ইয়াহু ………জাফর স্যার জিতে গেছেন।

ডঃ জাফর ইকবাল যেমন গণিত অলিম্পিয়াড ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থীকে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলেছেন, তেমনি মেহেদী হাসান খান-ও অভ্র’র মাধ্যমে লাখ লাখ ইণ্টারনেট ব্যবহারকারী বাংলাদেশীকে দিয়েছেন বাংলায় নিজের মত প্রকাশের স্বাধীনতা। আমাদের দুর্ভাগ্য আমার যেমন ডঃ জাফর ইকবালকে মৌলবাদী ও ধর্মব্যবসায়ী গোষ্ঠীর রোষানল থেকে মুক্ত করতে পারিনি তেমনি পারিনি মেহেদী হাসান খানকে রাষ্ট্রীয়ভাবে তাঁর যথোপযুক্ত সম্মান দিতে। মেহেদী হাসান খানকে ২০১২ সালের একুশে পদকে ভূষিত করার দাবী জানাচ্ছি। আর মৌলবাদী গোষ্ঠী কর্তৃক ডঃ জাফর ইকবালের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ কতটা যৌক্তিক তা বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে এই পোস্টে- http://www.amarblog.com/proggaparomito/posts/141496

ভাই, জাফর ইকবালকে কে কীভাবে দেখে তা আমি বলতে পারব না। তবে আমার কাছে ব্যাক্তিগতভাবে তাকে একদম পছন্দ হয় না। যিনি ইসলামের পর্দা প্রথা নিয়ে কটূক্তি করেন। মাদরাসা ছাত্রদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে তিনি বেশ পারদর্শী। তার কাছে ইসলামটা বড্ড সেকেলে। আমরা মুসলমানরা নাকি বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারকে কুরআনের সাথে জোর পূর্বকভাবে মিলিয়ে বলি এটা ১৪০০ বছর আগেই আল্লাহ বলেছেন। তথাকথিত এই দেশপ্রেমিকের কন্যার অসাধারণ অনেক ছবিই আপনারা ইতোমধ্যে বিভিন্ন ব্লগে দেখতে পেয়েছেন। এই লোকটার এমন একটি বইও নেই যেখানে তিনি কমপক্ষে একটা লাইন হলেও ইসলামের কোনো না কোনো বিধানের বিরোধিতা করেন নি কিংবা আলেমদের ব্যাপারে কটূক্তি করেন নি। আমারও ইচ্ছা আছে অচিরেই আমি এই লোকের সায়েন্স ফিকশনগুলো ঘেটে ঘেটে সেই লাইনগুলো খুজে বের করব যেখানে তিনি আমার প্রিয় ধর্মের বিরোধিতা করেছেন। আর সেটা খুব শিঘ্রীই ইনশাআল্লাহ।

জাফর ইকবালের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কর্মকান্ডে জড়িত থাকা সহ অন্যান্য তথ্য সমৃদ্ধ ব্লগ, ফেসবুক গ্রুপ ও পেজ রয়েছে। বাংলাদেশকে ভালোবাসেন এমন তরুন দেশপ্রেমিক প্রত্যেকে নিজে সচেতন হন এবং অন্য সবাইকে সচেতন করে তুলুন মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যড়যন্ত্রকারী বাম গোষ্ঠী

তিনি আমার প্রিয় লেখক। ক্লাস সেভেন থেকে তার বই পড়ি। তার বইয়ের একটা লাইব্রেরি আছে আমার পিসি তে।

Level 0

জাফর সারের টিউন্টারভিউ কই????