উপরের ফলাফল অনুযায়ী শীর্ষে রয়েছেন "মুহম্মদ জাফর ইকবাল"। দ্বিতীয়তে রয়েছেন "মেহেদী হাসান খান" এবং সবশেষে রয়েছেন "মুনির হাসান"।
এরকম বইপ্রেমিক খুব কমই আছেন যারা "মুহম্মদ জাফর ইকবাল" কে চিনেন না। তিনি একাধারে একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত। তাঁর সমন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী টেকটিউনস টিউন্টারভিউতে।
প্রযুক্তিপ্রেমীদের সবারই পরিচিত মুখ "মেহেদী হাসান খান"। তিনি জনপ্রিয় ইউনিকোড ভিত্তিক বাংলা সফট্ওয়্যার "অভ্র" এর প্রতিষ্ঠাতা। তার সমন্ধে আরও জানতে অপেক্ষা করুন টেকটিউনস টিউন্টারভিউ এর।
মুনির হাসান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক। তাঁর সমন্ধে জানতে অপেক্ষা করুন। খুব শিঘ্রই আসছেন টেকটিউনস টিউন্টারভিউতে।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
Y