গতকাল ২৩শে ডিসেম্বর/২০১১ খ্রিঃ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় বেলা ৩ ঘটিকায় টেকটিউনস-এর আনঅফিসিয়ালমিটআপের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। আমি সময়মত যথারীতি পৌছে যাই আমার শ্যালক শাহাদত হোসেন শান্তকে নিয়ে। যাবার আগে সোর্ডফিশ এর সাথে সেলফোনে কথা হয়েছিল । আমার ছেলে মনযুর-উল মামুন এর কাছে আমি জানুয়ারী/২০০৯ সনে প্রথম জানি টেকটিউনস বাংলা টেক সাইটটির ব্যাপারে তারপর থেকে আমার প্রাত্যহিক জীবনের অনুসঙ্গ হয়ে যায় এই সাইটটি। কোন কারনে এই সাইটের সার্ভার ডাউন থাকলে বিষন্নতায় ভুগতে থাকি । আগের চেয়ে অনেক তারাতারি লোড হয় এই সাইটটি এজন্য কর্তপক্ষকে ধন্যবাদ। এবার আসি মিটআপে কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে ছিলাম যে কারণে. .. আমার ছেলে মনযুর-উল মামুন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ বিএসসি(সম্মান) ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সি ইঞ্জিনিয়ারিং ফাইন্যাল সেমিষ্টার (শেষ পর্বের)পরীক্ষা চলছে। আমার সাথে মিটাপে নিয়ে যেতে চেয়েছিলাম ফাইনাল পরীক্ষার জন্য সে যেতে পারেনি। যাহোক আমি কথা বলবার জন্য দাড়াতেই আমার হঠাৎ মনে হয়েছিল তোমাদের এ বয়সটি আমি পার করে এসেছি আরও ৩০ বৎসর আগে, তবুও তোমাদের মাঝে এসেছি তারণ্যকে ছুয়ে দেখবো বলে.. যে ছেলেদেরকে বর্তমান কলুষিত সমাজ স্পর্ষ করতে পারে নাই । যারা নেশা ও মাদকতার ছোবলগ্রাস থেকে মুক্ত। কোনকিছু লাভের আশা না করেই শুধু নিঃস্বার্থ ভাবে দেবার জন্য চেষ্টা করছে। এরাতো আমার ছেলে মনযুর-উল মামুন এর মত শত শত মামুন। যাদের কাছে প্রত্যাশা করা যায় এরা আমাদের দেশ ও জাতিকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বিশ্বদরবারে। এ সময় টেকটিউনস এর টিপুর কথা খুব বেশী মনে পড়ছিল… যে কিছুদিন আগেও আমাদের মাঝে ছিল সরব অথচ এখন সে নেই । আমি পরকালে তার আত্বার শান্তি কামনা করি।
মিটআপে আমার প্রিয় ভিজিটর ও টিউনারদের দেখার ইচ্ছেটা পুরুন হলো না বিশেষ করে শাওন, সাইফুলইসলাম, শুভ্র আকাশ, জাকির, হিমায়িত দিহান, হাসান যোবায়ের, রাসেল, আব্দুল মালেক, তাহের চৌধুরী, নাবিল আহম্মেদ, টিউটো বিডি, হাসিব NirzonAlobd, রাসেল রনি, সাবিহা , মাইক্রোহ্যাকার_আলমাস , মেহেদী আকরাম, ফাহিম রেজা বাঁধন, শাকিল আরেফিন, দুঃসাহসী টিনটিন, মঈনুল হক ,বিল্লাহ মামুন ,আরিফ নিজামী, রিয়া, রাসেল ,রনি, মো. আমিনুল ইসলাম সজীব, সাব্বির আলম, মোহাম্মদ রকিবুল হায়দার, MITHU, [আইটিপ্রেমী রুহুল ], উইন্ডোজ শোয়েব, আমিনুল ইসলাম, সজীব রহমান, মাইক্রোকাতার প্রোগ্রামার রোমেল সব্যসাচী দত্ত, Pudina Pata, দিহান, রনি পারভেজ, রাফসান মুকুট, m.h.mithu, ও আরো অনেকে এমুহুর্তে যাদের নাম স্বরণে নেই। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই প্রত্যাশায় বিদায়। আবার ও দেখা হবে ইনশায়াল্লাহ্ ।
বিঃদ্রঃ আমাকে অনেকে হয়তো ডাঃ মনে করে ভুল করেছেন আমার পরিচয় পর্বে বলেছিলাম আমি একজন ষ্টুয়ার্ড (পথ্য ব্যবস্থাপক)।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা ।
আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।
আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়েছি… আপনি যাবার পর আপনাকে আমরা সবাই অনেক মনে করেছি… ধন্যবাদ আপনার ইমোশনাল ব্যাপার টা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আশা করি আপনি নিয়মিত টিউন ও মন্তব্য করবেন।
বিশেষ করে আমার টিউন গুলোতে আপনার মন্তব্বের অপেক্ষায় থাকব… ভাল লাগলে করবেন… আর টেকনোলজি বাতিত আমার লেখা পড়তে আমার বাক্তিগত ব্লগে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি… http://www.moumachibd.com
ভাল থাকবেন।
ধন্যবাদ।