গত জুলাই মাস থেকে টেকটিউনসের পেইজ ভিউ এর পরিমান অনেক বেড়ে গিয়েছি। প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে। নতুন ভিজিটররা পুরোন টিউন গুলো অনেক খুব বেশি হিট করছে। আবার সাইটের রিটার্নিং ভিজিটরও বেড়ে গিয়েছে। এর থেকে বোঝা যায় টেকটিউনাররা খুবই মান সম্মত টিউন লিখছে। যার জন্য দেখা যাচ্ছে সার্ভারকে প্রতিনিয়তই বিজি থাকতে হচ্ছে। সার্ভারের উপর অতিরিক্ত এই চাপ কমাতে এবং দ্রুত ব্রাউজিং এর অভিজ্ঞতা দিতে আজকে সাইট ক্যাশিং যুক্ত করে দিলাম। এর ফলে এখন থেকে পেইজ গুলো লোড হবে তুলনামূলক অনেক দ্রুত।
আর ক্যাশিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন ডাইনামিক পেইজের স্যাস্টিক ভার্সন তৈরি করে রাখা হয় ( .html হিসেবে )। যখন কোন ভিজিটর কোন পেইজ রিকোয়েস্ট করে তখন সার্ভারকে কোন রিকোয়েস্ট না করে ওয়েব ফোল্ডার থেকে তাকে ঐ পেইজের স্ট্যাটিক ভার্সনটি দেখানো হয়। ফলে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাতে ভিজিটরের যে সময় টুকু লাগত তা বেঁচে যায়। আর ফল সরূপ ভিজিটর খুব দ্রুত পেইজ ব্রাউজ করতে পারে।
পুরো সাইট ব্ঞ্চেমার্ক করে দেখেছি আগের চেয়ে প্রায় ৪০% দ্রুত পেইজ গুলো লোড হচ্ছে। আপনারাও ব্রাউজ করে দেখুন পার্থক্য বুঝতে পারবেন। যেহেতু এটা পরীক্ষামূলক ভাবে করেছি তাই যে কোন সমস্যা দেখা দিলে অবশ্যই জানাবেন।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেহেদি ভাই কী জাদু মারলেন? সাইট সত্যি সত্যিই অনেক ফাস্ট হইয়া গেছে। পেইজ গুলো খুব তাড়াতাড়ি লোড হচ্ছে। অওসাম!