বেশ কিছু দিন আগেই টেকটিউনসের আকাশে একটু মেঘ জমিয়ে দিয়েছিলাম। সেটা ছিল একটা পূর্বাভাস। নতুন কিছু আগমনের। আর এখনকার পূর্বাভাস হচ্ছে ১২৩৪৫৬৭৮৯। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন...
হ্যাঁ, টেকটিউনস টু পয়েন্ট ও রিলিজ হচ্ছে ৭ আগস্ট (৭/৮/৯) আন্তর্জাতিক সময় ১২:৩৪:৫৬ মিনিটে (অর্থাৎ দুপুর ১২:৩৪:৫৬ মিনিটে)। সব মিলিয়ে ১২৩৪৫৬৭৮৯। ইউনিক একটা, মনে রাখার মত সময়ে টেকটিউনস 2.0 টু পয়েন্ট ও রিলিজ করা হবে। টেকটিউনসের হ্যাডারে 123456789 হলেই টেকটিউনস 2.0 টু পয়েন্ট ও রিলিজ পাবে। আর টেকটিউনস 2.0 হবে টেকটিউনারদের টেকটিউনস, প্রতিজ্ঞা!
তাই আপনারা তৈরি থাকুন। ও হ্যাঁ অফিসিয়াল ঘোষণাও পেয়ে যাবেন। আমার থেকে একটু আগে জেনে নিলেন এই আরকি।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ও যাক শেষ পর্যন্ত 🙂 পার্টি কই?