কয়েকদিন ধরেই টেকটিউনসকে ওয়ার্ডপ্রেস ২.৫ এ আপগ্রেড করার চিন্তা করছি। নতুন আমেজের এডমিন প্যানেল , সেই সাথে চমৎকার কিছু ফিচার দেবার চিন্তা ভাবনা করছি যেমন ফেসবুক ও টুইটার ইন্ট্রিগ্রেশান, নিজের ইচ্ছা মত ড্যাশ বোর্ড সহ আরও অনেক দারুন কিছু। কিন্তু কবে নাগাদ এটা হবে বলতে পারছি না। হয়ত সহসাই নয়। যাই হোক কাজের একটু প্রিভিউ দেখে নিন।ছবি গুলো বড় করে দেখার জন্য ছবি গুলোর উপরে ক্লিক করুন। আর আপনারা কী, কেমন চান অবশ্যই মন্তব্য দিয়ে জানাবেন।
1. শুরু
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিভিউ দেখে খুব ভাল লাগলো। নতুন ভারসনের অপেক্ষায় থাকলাম। মেহেদী ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
Little Baby growing towards Beautiful Boy.