প্রথমেই টেকটিউনার আর ভিজিটরদের জন্য জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। টেকটিউনসের মান ও ধারা বজায় রাখার জন্য টেকটিউনস নীতিমালায় বেশকিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হচ্ছে। যা আপনারা টেকটিউনস নীতিমালা থেকে দেখতে পারেন। পরিবর্তন সম্বন্ধে খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে। তবে তার আগে আপনাদের মূল্যবান মতামত একান্ত প্রয়োজন। আপনাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে নীতিমালায় আরও পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন আনা হবে। নীতিমালা সম্পর্কে যে কোন মতামত আপনার মন্তব্যের মাধ্যমে দিন।
ধন্যবাদ ও আবারও শুভেচ্ছা সবাইকে।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Techtunes নীতিমালা নং ঃ ১.১২ এর সাথে Techtunes Lab এর করা https://www.techtunes.io/techtunes-labs/tune-id/458/ এই টিউনটির মিল খুঁজে পেলাম না। দয়া করে আমার confusion কেউ দূর করবেন কি? সহজ কথা আমি জানতে চাচ্ছি যে। পোস্টে Adsense ব্যবহার করা যাবে নাকি যাবে না? যদি না-ই যায় তাহলে https://www.techtunes.io/techtunes-labs/tune-id/458/ এই টিউনটি কেন ডিলিট করা হচ্ছে না?
আদনান ভাই @
টেকটিউনস নীতিমালা–
১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
== মানে হল আপনি না বলছেন যে আঞ্চলীক ভাষায় টিউন করাটা উচিত হবে না। তাই আমি টে টি থেকে দেখলাম যে এরকম একটা নীতিমালা আছে। তাই কপি পেস্ট করে তুলে ধরলাম। আমি আপনাকে ১.৩ এর শেষের অংশ দেখাতে চেয়েছি,যা আঞ্চলীক ভাষায় রোধে সহায়ক নীতিমালা – “বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।”
এবার Nurjahan আপু মনে করছে ১.৩ নীতিমালা মনে হয় আমি বানাইছি ! তাই ওনি বলছেন, “স্বাধীন ভাই, ইংরেজী বাংলা মিশ্রিত করে লেখা যাবে না তাহলেত সমস্যা।”কারন অনেক সময় ইংরেজী শব্দ ব্যবহারের প্রয়োজন পড়ে।””
এখন দেখি ১.৩ নীতিমালা আসলেই সমস্যা !
সময় উপযোগী সিদ্ধান্ত।
All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk
অনুপম শুভ@
যখন কেউ SEO নিয়ে টিউন করে তখন আপনাদের চোখ কই থাকে? তখন তো বলেন খুবই সুন্দর টিউন, ধন্যবাদ আপনাকে, আরো টিউন চাই………….. ইত্যাদি।
SEO তে যে বলা হয় কোন নতুন সাইট গুগলে ইনডেক্স করাতে হলে ব্যাক লিংক পাওয়ার জন্য জনপ্রিয় সাইটে লিংক রাখতে হয়। (যখন এই ধরনের টিউন হয় তখন আগের মন্তব্য গুলো না করে টিউনারকে জিজ্ঞাসা করবেন যে তিনি কেন এগুলো করতে বলেন) আর এইসব টিউনগুলো এখানকার টপটিউনাররা করেছে।
ও আচ্ছা…. এই হল আপানার ব্যকলিংক দেবার নমুনা…!!!!
নিচের লেখাটা পড়েন….. আশা করি ওখান থেকে কিছু শিখতে পারবেন….
http://bn.ria8.me.uk/2010/06/how-to-get-quality-back-links.html
ভাই আমার একটা পরামর্শ আছে। সেটা হল “নোটিশ বোর্ড” নামে একটা আলাদা ক্যাটাগরি করতে হবে। যা সাহায্য চাইছেন? এর উপরে প্রথম পাতাতে রাখতে হবে। যেখানে কোন টিউন কেন পেন্ডিং করা হল, কোন ডিলিট করা হল ইত্যাদি জানানো হবে।
All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk
আমি নিজেকে সেরা কমেন্টকারী মনে না করলেও….. একজন গঠনমূলক সমালচক মনে করি…..
কিন্তু সবাই গঠনমূলক সমালচনা বুঝে না….. আর… আমার মনে হয় আপনিও তেমনই এক অবুঝ মানুষ।
কারণ….. আপনার প্রথম কমেন্টেই আমি ছাড়া অন্যরাও আপনার লিংক দেবার ব্যপারটার সমালচনা করেছে…..
কিন্তু আপনি ঠিকই আপনার দ্বিতীয় কমেন্টে আবার লিংক যুক্ত করেছেন…..
এখন আপনিই বলেন…. আপনাকে আজাইড়া কমেন্টকারী ছাড়া আর কি বলতে পারি…..???
অন্যকে কিছু বলার আগে নিজের দোষ-ত্রুটিগুলো শুধরে নেবেন…..
কারণ….নিজের চোখেই তো দেখলেন…. আপনার কমেন্টে কেউই আপনার খুব একটা গুণগান গায় নি…..সবারই একমত….
নীতিমালার পরিবর্তন অবশ্যই প্রয়োজন। টেকটিউনস নিসন্দেহে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। কিন্তু, কিছুসংখক আবর্জনা এ সাইটের পরিবেশ নষ্ট করছে। আমি উদাহরণ দিচ্ছি, https://www.techtunes.io/programming/tune-id/27522/ লিংকটির আর্টিক্যালের মন্তব্য লক্ষ্য করলেই পরিস্কার হয়ে যাবে। প্রথম মন্তব্য, পুরাতন খবর বলে টিউনকে নেগলেট করা হল। আমার প্রশ্ন, এই পুরাতন খবর কতজন জানে? আমার ধারনা ৯৫% লোক জানে না। তাহলে আমি মহাপন্ডিত জানি বলে এটি পুরাতন খবর বলে মন্তব্য করা কি সমীচীন? মি: টি এন টি র মন্তব্য দেখুন, টিউন সম্পর্কে একজন ভদ্রলোক প্রশংসামূলক মন্তব্য করায় তাকে হেয় করে টি এন টির মন্তব্য-দাড়ি ওয়ালা খালাম্মা নতুন আইসা খালি ফাল পাইরেন না । এ ধরনের বাজে ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের কোন শাস্তিমূলক ব্যবস্থা কি টেকটিউন নিয়েছে? আমি বলব, এটি টেকির ব্যর্থতা। টেকির জানা উচিত, এখানে বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিত্ব পাঠক হিসাবে রয়েছে। তাদের জ্ঞানগর্ভ আর্টিক্যাল ও মন্তব্য টেকিকে আরো সমৃদ্ধ করতে পারে। কিন্তু, আমার তো মনে হয়, কিছু ফাউল কমেন্টারের কারনে তারা প্রসিড হয় না। সরি মন্তব্য অনেক বড় হয়ে গেল।
আমার আগে অনেক সময় ছিল, তাই https://www.techtunes.io/wp-admin/edit-comments.php এর দিকে সবসময় নজর দিতাম, তখন ধরতে পারলাম যে TNT ঐ মন্তব্যটি করেছিল।তখন সাথে সাথেই প্রতিবাদ করেছিলাম। আর TNT ঐ টিউন প্রকাশ হওয়ার প্রায় ২ দিন পরে মন্তব্যটি করেছিল, আর ২ দিনে একটি টিউন কত দূরে চলে যায় তা সবার জানা। কিন্তু ঐ লিঙ্কের দিকে নজর রাখলে ২ দিন পরে হোক আর ২০ দিন পরে হোক তা ধরা কোন ব্যাপার না।
মেহেদি ভাইয়া, এমন কি করা সম্ভব যে রেজিস্ট্রেশন না করে কেও ডাউনলোড লিঙ্ক দেখতে পারবে না ?
সম্ভবত চিনারা বাংলাদেশে এসে বাঙ্গালীকে ফ্রীতে চা খাওয়াতো। কিছুদিন পর জনপ্রিয় হওয়ার পর টাকা দিয়ে চা খেতে ও মানুষ আপত্তি করে না।
টেকটিউন্সতো এখন অনেক জনপ্রিয়, এ ব্যবস্থাটা চালু করলে মন্দ হয় না। আর এখনে রেজি করতে তো আর টাকা লাগে না। তাহলে আর অসুবিধা কি ? “রংমহলে” রেজি ছাড়া কিছু ডাউনলোড করতে পারবেন ?
আর টেকটিউন্সে টিউনে “like” আর “unlike” বাটন দরকার। সবসময় কমেন্ট করার এনার্জি, ধৈর্য , সময় থাকে না। তাই এটা করলে ভাল হয়। এমনভাবে এই বাটন যোগ কইরেন যাতে “like” এ ক্লিক করলেই সাথে সাথে সাবমিট হয়ে যায় (as like as ফেসবুক)
আর এমন করা যায় না যে এক আইপি এডরেস থেকে ১ জন ব্যাতিত আর কেও রেজি করতে পারবে না?
এই ব্লগটি একমাত্র প্রথম বাংলাদেশী ফোনেটিক ব্লগ , এই ব্লগের উন্নতি কল্পে অবশ্যই নীতিমালা বিভিন্ন ভাবে প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে , আমার মতে টেকটিউনসকে স্বাগত জানাই ,আর একটি কথা সেটি হলো মন্তব্য একই রকম না হলে ভালো হয় যেমন: ধন্যবাদ মন্তব্য দেয়ার জন্য , অনেক সময় দেখা যায় কোন ধরনের লিংক হটাৎ করেই সব মুছে দেয়া হয় এতে ওই টিউনটির ক্ষতি হয় ,আগে টিউনারকে অবশ্যই অবহিত করতে হবে যাতে টিউনার তার টিউনের পণ্য ( সফট্ওয়ার,সিরিয়াল,গেমস্) অনত্র সরিয়ে ফেলতে পারে , টপ টিউনার হওয়ার জন্য ঘন ঘন পোষ্ট বা টপ কমেন্টার হওয়ার জন্য ঘন ঘন ,অহেতুক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে , টেকটিউনের পোষ্ট মান উন্নয়নের জন্য টিউনটি প্রকাশের পর মডারেটরের ব্যবস্হা করতে হবে
নতুন নীতিমালা এখনও দেখি নি……তার আগে আমার একটা কথা হল…..অনেকে ভাল কিছু software দেন যা কিনা হয় upload করা থাকে বিভিন্ন সাইটে…কিন্তু সময় সল্পতা বা বিভিন্ন কারণে তা সে সময় ডাউনলোড করা যায় না……কিন্তু টিউনার তার সফট টি সরিয়ে ফেলেন সেই আপলোড সাইট থেকে……যার জন্য অনেক ভাল সফট পেয়েও হারাই……(যদিও জানি অনেকের লিমিটেশন থাকে)…কিন্তু পরিশেষে দেখা যায় টিউনটি আছে কিন্তু টিউনটির আসল জিনিস গায়েব…তারপরও এর জন্য একটা সুন্দর নির্দেশনা থাকবে টেটি তে সে আশা করছি।
১.৪) এ “ট্যাকনিক্যাল” বানানটা বোধয় ঠিক নাই। একটু চেক করবেন প্লিজ।
১.৮) নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
এতে আমার একটু আপত্তি আছে। লেখকের অনুমতি ছাড়া লিঙ্ক আর নাম দিয়েই খালাস! আমি কষ্ট করে লিখবো আর আরেকজন নাম আর লিঙ্ক উল্লেখ করে আমার অনুমতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমানে কপি-পেস্ট করে যাবে!
লেখকের অনুমতিসাপেক্ষে হলে ভাল হতো। আর একেবারেই যাবেনা এটা একটু কেমন যেন লাগে। এরকম হলে কেমন হতো একটু দেখুন তো প্লিজ-
“নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা লেখকের অনুমতিসাপেক্ষে হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে । তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।“
“এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।“
সর্বনাশ! সম্পাদনায় আমার আপত্তি আছে। এক্ষেত্রে পোস্টের কন্টেন্ট অপরিবর্তিত রেখে শুধুমাত্র ফরম্যটিং চেঞ্জ করা যায় বোধয়। “আমি লিখলাম আমি ভাত খাই” আর টেকটিউনস সেটা করে দিল “আমি ভাত খাই না” তাহলে ব্যাপারটা নিশ্চয়ই ভাল দেখাবে না! টেকটিউনসের উপর ভরসা আছে, কিন্তু স্বৈরাচারের অধিকারটা দিতে চাইনা 😀 আর এক্ষেত্রে তাকে যেন মেইল করে সম্পাদনা/অপসারনে বা বরখাস্ত করার কারণ জানানো হয়।
নীতিমালায় আরও কিছু যোগ করা যায় কিনা একটু দেখবেন-
ক) অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত টিউন সরিয়ে দেওয়া হবে খ) কল্পিত বা মিথ্যা পোস্ট সরিয়ে দেওয়া হবে।
গ) যদি কোন টিউন কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
ঘ) যদি কোন টিউনে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা টেকটিউনসের জন্য ক্ষতিকর হতে পারে।
ঙ) টিউনের সাথে সম্পর্কযুক্ত না এরকম কোন লিঙ্ক কমেন্টে অহেতুক বা প্রচারের উদ্দেশ্যে দেওয়া যাবেনা।
চ) কোন টিউনার যেন তার টিউনে করা অন্য কারও কমেন্ট এডিট না করতে পারে। এক্ষেত্রে ১ টাই অপশন থাকুক –মুছে ফেলুন।
ছ) টিউনারকে ব্লক করার সিস্টেম চালু করা হোক। যেমনঃ ধরুন, মেহেদী হাসানকে আমি আমার টিউনে কমেন্ট করতে দিতে চাইনা। এক্ষেত্রে আমি যেন তাকে ব্লক করতে পারি।
জ) পাইরেসী নিয়ে কঠোর একটা নীতিমালা চাই।
টেকটিউনসের অনেকেই হয়তো জানেন মাঝে মাঝে আমি টেকটিউনসের সমালোচনা করে কিছু টিউন বা কমেন্ট করে। প্রিয় টেকটিউনসের কোন অসংগতির কারণে অন্যরা সমালোচনা করলে সেটা আমার খুব খারাপ লাগে। সেজন্য নিজেই যতটুকু পারি সমালোচনা করার চেষ্টা করি। সেদিন একজন মুখের উপর বলে বসলো, “আপনি কোন সাইটের কথা বলছেন? যে সাইট পাইরেসীকে উৎসাহ দেয় সেই সাইটের কাছ থেকে এর চেয়ে ভাল আর কি আশা করেন?” এত খারাপ লেগেছিল যে পোস্টটাই ড্রাফট করে দিয়েছিলাম। কিন্তু টেকটিউনসের এ বিষয়গুলোতে সতর্ক হওয়া দরকার। অন্য কাউকে এরকম সমালোচোনা করার সুযোগ দেব কেন!
এবার সাধারণ টিউনার হিসেবে কিছু দাবী জানাইঃ
১। সব পরিস্থিতিতে টিউনার/কমেন্টারদের আইপি এড্রেস গোপন রাখা হোক। টেকটিউনসে কারও টিউনে কমেন্ট করলে কমেন্টারের আইপি এড্রেস মেইল করে পাঠানো হয় টিউনারের কাছে! এইটা টিউনারদের প্রাইভেসীর লঙ্ঘন বলে মনে হয়।
২। টিউনাররা যেন তাদের ইমেইল এড্রেস গোপন রাখতে পারে। আমার মেইল এড্রেস দিয়ে টেকটিউনসে একাউন্ট খুললে টিউনার পেজে ই-মেইল এড্রেস দেখায়। এইটা যেন টিউনারদের ইচ্ছাধীন করা হয় অর্থাৎ যারা দেখাতে চায়না তাদেরটা গোপন রাখা হোক।
৩। লাইকের পাশাপাশি একটা dislike বা মাইনাস বাটন চাই।
৪। টিউনার পেজে সেই টিউনারের করা এবং পাওয়া সর্বশেষ ৫ টা করে মন্তব্যের লিস্ট রাখা হলে সুবিধা হতো।
৫। টেকটিউনসের সবগুলো অপশন ও তার ব্যবহার নিয়ে আপনি একটা বিস্তারিত টিউন করেন বা তা পিডিএফ আকারে তা কোথাও আপলোড করে দেন। ২ দিন পরপর “যেভাবে টেকটিউনসে টিউন করবেন” টাইপ টিউন তাহলে লাগবেনা আর। তাছাড়া কমেন্টে ছবি কিভাবে যুক্ত করতে হয় সেটা আজ পর্যন্ত আমার অজানা। এটা আপনি ছাড়া অন্য কেউ এটা জানে কিনা সেটা নিয়ে পর্যাপ্ত সন্দেহ আছে আমার। যাহোক, এরকম একটা নির্দেশিকা বোধয় বেশ কাজের হতো সাধারণ টিউনারদের জন্য।
৬। টিউনে সময়ের ঘন্টা বা মিনিট উল্লেখ থাকেনা। সম্ভব হলে এটা সংযুক্ত করা হোক। যেমনঃ ১জুন, ২০১০ বিকেল ৫.৩০
আপাতত এটুকু । পরে সম্ভব হলে আরও লিখছি।
সব বিষয়ে সম্পূর্ণ সহমত। আর একটা বিষয় আবারো উল্লেখ করছি –
৩। লাইকের পাশাপাশি একটা dislike বা মাইনাস বাটন চাই।
মেহেদি ভাই কমেন্ট করতে করতে হাত থেকে একটা কী-বোর্ড পড়ে গিয়ে নষ্ট হয়েছে, সেই দুঃখের কাহিনী সম্পর্কে আপনি অবগত। আর কারও যেন এভাবে আমার কী-বোর্ডের মত নিষ্পাপ প্রান জলাঞ্জলী দিতে না হয় সেই কারণে অতি সত্তর এই বাটন চালু করুন।
মেহেদী ভাই আপনি কমেন্ট করার ক্ষেত্রে অনেক html কোড বন্ধ করে রেখেছেন কেন? খুলে দেন না প্লিজ !
ধরেন কোন টিউন করা হল টেকটিউন্স কতৃপক্ষকে উদ্দেশ্য করে। তাহলে আমাদের সবার কমেন্ট থাকলেও টেকটিউন্স কতৃপক্ষকে নিরব থাকতে দেখা যায়। কিন্তু কেন? নিরব থাকলে নাকি অনেক ক্ষেত্রে সুবিধা হয়। জানেন না বোবার কোন শত্রু নাই।
ও আচ্ছা, অনেক পুরানা দাবি, যেই দাবী করতে করতে বিরক্ত হইয়া কমেন্ট করাই প্রায় ছেড়ে দিসি = “টেটিতে কমেন্ট এডিট করার ব্যবস্থা চালু হোক ।”
(অফটপিকঃ অনেক কথা বলছি, এত কথা বলতাম না। ফেসবুকে আপনার ক্লোজ-আপ ওয়ান হাসি দেখে সাহসটা অনেক বেড়ে গেল। )
রনি ভাইয়ের সাথে যে সব ক্ষেত্রে সহমতঃ
চ) কোন টিউনার যেন তার টিউনে করা অন্য কারও কমেন্ট এডিট না করতে পারে। এক্ষেত্রে ১ টাই অপশন থাকুক –মুছে ফেলুন।
৩। লাইকের পাশাপাশি একটা dislike বা মাইনাস বাটন চাই।
৫। টেকটিউনসের সবগুলো অপশন ও তার ব্যবহার নিয়ে আপনি একটা বিস্তারিত টিউন করেন বা তা পিডিএফ আকারে তা কোথাও আপলোড করে দেন। ২ দিন পরপর “যেভাবে টেকটিউনসে টিউন করবেন” টাইপ টিউন তাহলে লাগবেনা আর।
৬। টিউনে সময়ের ঘন্টা বা মিনিট উল্লেখ থাকেনা। সম্ভব হলে এটা সংযুক্ত করা হোক। যেমনঃ ১জুন, ২০১০ বিকেল ৫.৩০
যে সব ক্ষেত্রে বিতর্কঃ
জ) পাইরেসী নিয়ে কঠোর একটা নীতিমালা চাই।
২। টিউনাররা যেন তাদের ইমেইল এড্রেস গোপন রাখতে পারে। আমার মেইল এড্রেস দিয়ে টেকটিউনসে একাউন্ট খুললে টিউনার পেজে ই-মেইল এড্রেস দেখায়। এইটা যেন টিউনারদের ইচ্ছাধীন করা হয় অর্থাৎ যারা দেখাতে চায়না তাদেরটা গোপন রাখা হোক।
আমার প্রশ্ন হলোঃ আমি একটা সফটওয়্যার টাকা দিয়ে কিনতে চাই কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে কিনতে পারি জানাবেন কি?
আর ইমেইল আইডি না থাকলে টিউনারের সাথে যদি আর্জেন্ট যোগাযোগের প্রয়োজন হয় তাহলে তখন উপায় কি?
আর মজা পাইছি যেখানেঃ
মেহেদী হাসানকে আমি আমার টিউনে কমেন্ট করতে দিতে চাইনা। এক্ষেত্রে আমি যেন তাকে ব্লক করতে পারি। 😛 😛 😉
“আমি লিখলাম আমি ভাত খাই” আর টেকটিউনস সেটা করে দিল “আমি ভাত খাই না”
আপনার কমেন্টিউনটি এবং কমেন্টের কমেন্ট গুলো ভালই লাগল। মোটামুটি সব ঠিক আছে। তবে কিছু বিষয় একমত নই তার মধ্যে পাইরেসি একটা। বুঝলাম পাইরেসি খারাপ। তাহলে কম্পিউটারে কাজ করা বন্ধ করে দিতে হবে। ms office, photoshop, winamp, Bandwidth Monitor, Microsoft Visual Basic 6.0, GIF Movie Gear, FastStone Capture, CyberLink PowerDVD ইত্যাদি যা যা ব্যবহার করি সব তো দুই নাম্বার। আর এক্সপি তো এটা তো আশা করি সবারই একই অবস্থা মানে দুই নাম্বার। তাহলে পাইরেসি বন্ধ করলে কম্পিউটারে লেখালেখির জন্য নোটপ্যাড, ছবি আকার জন্য পেইন্ট (জিম্পে করা যায় তবে আমার কাছে সুবিধা লাগে না।) আর মজিলাতে নেট ব্রাউজিং করতে হবে আর কিছু করা যাবেনা। আর যারা “আপনি কোন সাইটের কথা বলছেন? যে সাইট পাইরেসিকে উৎসাহ দেয় সেই সাইটের কাছ থেকে এর চেয়ে ভাল আর কি আশা করেন?”” এ রকম কথা বলে তাদের প্রশ্ন করি তারা কয়টা লাইসেন্স করা প্রোগ্রাম ব্যবহার করেন????????
ছোট মুখে মনে হয় বড় কথা বলে ফেললাম। ভুল হলে ক্ষমা প্রার্থী।
দেশের অন্য ব্লগ/ ফোরাম গুলোতে যখন পাইরেসির বিরুদ্ধের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে….. সেখানে এখনো টেকটিনসে পাইরেটেড সফটওয়্যার নিয়ে অনেক টিউন পাওয়া যায়।
অনেক ফোরামে সরাসরি বলাই আছে পাইরেটেড সফটওয়্যার বা ক্রাক নিয়ে কোন লেখা প্রোকাশ করা যাবে না। আমার মনে হয় টেকটিউনসেও এ বিষয়টি চালু করলে ভালো হয়……
এতে করে আর কিছু হোক বা না হোক দেশে পাইরেসির হার কিছুটা হলেও কমবে…… ফলে লোকজন ধীরে ধীরে বিকল্প হিসেবে বিভিন্ন ফ্রী সফটওয়্যারকে বেছে নেবে।
আর একটা কথা….. কোন টিউনার কোন টিউন প্রকাশ করলে সাথে সাথেই সেটা প্রথম পাতায় প্রকাশ না করে মডারেশনের জন্য জমা করা হোক। যদি সেটা প্রোকাশের উপযোগী হয় তবেই সেটা প্রকাশ করা হোক। কারণ, দেখা যায় অনেক সময়ে বিভিন্ন কারণে অনেক টিউন প্রকাশের পরে পেংডিং করা হয়। এতে করে টিউনের টিউনার যেমন কষ্ট পায় তেমনি অনেক সময় সে বিভিন্ন ব্লগ বা ফেসবুকে গিয়ে টেকটিউনসের নামে না না ধরনের আজেবাজে কথা রটাতে থাকে…… যাতে করে টেকটিউনসের ভাবমূর্তি নষ্ট হয়। তাই আগে থেকেই ব্যবস্থা নেয়ে হলে এ ধরনের অনাকাংক্ষিত পরিস্থিতি সৃষ্টির কোন সুযোগ থাকে না।
টিউনার টিউন প্রকাশ করবে আর তা প্রকাশ হবে মডারেশনের পর! ভাইরে দুই একদিন এভাবে চলার পর মজা বুঝবেন। তখন আপনিই কেঁদে কেঁদে বলবেন লাগবে না লাগবে না। তারচেয়ে কোন টিউন কত নাম্বার নিতী/নিতীমালা ভঙ্গের কারনে পেন্ডিং করা হয়েছে তা টিউনারকে মেইল করে/ টিউনের লিঙ্কে প্রকাশ করা যেতে পারে। এতে ভবিষ্যতে একটু একটু করে নিতীমালা ভঙ্গ কমবে।
টেকটিউনসকে নিজের মত চলতে দিননা। মডারেশন যা করার তাত প্রকাশের পরেও করা যায়। আর মডারেশন করলে চলবেনা তা নয় কিন্তু অনেক সময় দেখা যাবে সময়মত টিউন করা যাবে না। টেকটিউনসে কেন জানি আমার প্রত্যেকটি কমেন্ট মডারেশনের পর প্রকাশ হত। এতে কমেন্ট করার ৩-৪পর তা প্রকাশ হত। তাই আমি আর কমেন্টই করতামনা। কারন প্রকাশ হওয়ার আগেই কমেন্টের প্রয়োজনিয়তা শেষ। পরে অবশ্য মডারেটরদের দয়ায় আমাকে এই প্যাচাল থেকে মুক্ত করা হয়। আর এই পদ্ধতি অবলম্বন করা যাবেনা কারন টেকটিউনস শুধুমাত্র টেকনলজি নিয়ে টিউন হয় আর সচলে সকল বিষয়ে। তাই টিউনের সংখ্যা এখানে কিছু কম থাকবে। এর মধ্যে যদি আগেই মডারেশনের জন্য টিউন জমা রাখেন তাহলে দেখা যাবে টিউনই নেই। সব কথার শেষ কথা সচল একটি কমার্শিয়াল ব্লগ। সেখানে বেতনধারি মর্ডারেটর আছে। টেকটিউনসের লোকবল দক্ষ হলেও কম। তাই আমার মনে হয়না টিউন করার ৩০ মিনিটের মদ্ধে তা মর্ডারেশন করা যাবে।
কারেক্ট। টিউনারই ভাবুক কোথায় আপলোড করলে ভিজিটর সহজে ডাউনলোড করতে পারবে। এর সাথে বলতে চাই রেফারেল লিঙ্ক দিয়ে যদি মানসম্মত টিউন হয় তাতে রেফারেল লিঙ্কে সমস্যা কোথায়। তবে যদি দেখেন শুধুমাত্র রেভিনিউ আয়ের জন্য টিউন করা হয়েছে কার উপকারের জন্য নয় তাহলে নির্দ্বীধার পেন্ডিং করুন। তাছাড়া টিউন মানসম্মত না হলে কেউ ২-১ টার বেশি রেফার পাবে বলে মনে হয় না।
বি.দ্রঃ রেফারেল সহ আমার কয়েকটি টিউন আছে। তবে তাই বলে ভাববেন না আমি নিজে এভাবে আয় করতে চাই বলে বলছি।
সাধারনভাবে চিন্তা করলে বলব —
আপনি আমার কোন কাজের সমালোচনার মাধ্যমে ভুলটুকু ধরিয়ে দিলে আমি কি পরবর্তীতে সতর্ক হব না ?
এই জন্যই তো ডিসলাইক।
গভীরভাবে দূরদর্শীপূর্ণ চিন্তা করলে বলব —
তবে আরেকদিক চিন্তা করলে আপনার কথা মানা যায়। যেমন- আমার টিউন আপনার ভাল লাগল, আপনি আমাকে লাইক দিয়ে চলে গেলেন,তার মানে কোন সমস্যা নাই।
আবার “রহিম” নামে কারও ভাল লাগল না সে আমাকে ডিসলাইক দিয়ে চলে গেল, কিন্তু কোন কমেন্ট করল না। ফলে আমি ধরতেই পারলাম না যে আমার টিউনে কি ভুল হল। এই ভুল আবার পরবর্তী টিউনে আমিই করব।
তাই ভাল লাগলে লাইক দাও, না ভাল লাগলে কমেন্টের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দাও , “”” কি টিউন করছেন? স্ক্রীনশট নাই ? কোন ব্যাখ্যা নাই “””
ভাল লাগলে আরামে স্বসম্মানে Like ক্লিক করে বিদায় না লাগলে কমেন্ট করার সাজা। 😀 😀 :D। Unlike থাকলে কেউ আলতু ফালতু টিউন করার আগে ভাববে। এর মাধ্যমে জনমনে টিউনের প্রভাব বুঝা যাবে। সবাই সহজে প্রতিক্রিয়া জানাবে। কারন কমেন্ট সবাই করে না। যার কমেন্ট করার সে এমনিতেই করবে, Unlike থাকুক আর না থাকুক। টিউন যখন করব তখন নেগেটিভ পজেটিভ উভয় ধরনের সাড়া পাওয়া যাবে। এবং টিউনারকে তার টিউন মান সম্মত করার কথা ভাবতে হবে।
পাইরেসি নিয়ে কঠোর নীতিমালা চাই। পাইরেসি নিয়ে কঠোর নীতিমালা চাই। পাইরেসি নিয়ে কঠোর নীতিমালা চাই।
আর তা না হলে কেন techtunes কে কোন warez সাইট হিসেবে গন্য করা হবে না বিষয়ে ব্যাখ্য চাই..
একটি জাতীয় এবং জনপ্রিয় সাইটের কাছ থেকে কখনোই পাইরেসি সংক্রান্ত যে কোন জিনিস ( Download লিংক / text file / soft ) বা এ রকম কোন জিনিস গ্রহনযোগ্য নয়।
নীতিমালা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানাইতেই হয়,আগে নীতিমালা গুলু দেখি তারপর বাকি মন্তব্য বলব,তবে আমার একটা অনুরোধ থাকবে একটা খসরা নীতিমালা করে টেকটিউন্সে প্রকাশ করা হোক এবং নীতিমালার ব্যপারে সবার মতামত নেয়া হোক তারপর সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিলে ভাল হবে বলে মনে করি।
আর একটা দাবি থাকবে শুধু নীতিমালা করলেই হবেনা সে গুলুর যথাযথ প্রয়োগও করতে হবে এবং নিরপেক্ষ দৃষ্টি দিয়ে।আইন যেন সবার জন্য সমান হয়।
কাদের কারণে টেকটিউনের পরিবেশ নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না………….আপনার মন্তব্যতেই তা স্পষ্ট হয়ে উঠেছে!!!!
আপানাদের মত কিছু ছেলে যারা মেয়ের নাম ব্যবহার করে বাড়তি ফায়দা লুটার জন্য বাজে কমেন্ট করে থাকে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত………..
you r shamless মাইয়া সরি……..আপনি তো আসলে পোলা!!!!!!!!!!!
@বাশার: ভাইয়া আপনার কথার সাথে বেশ মিল আছে টেকটিউনস এর ১.২২ নীতিমালারঃ
১.২২ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
নতুন নীতিমালাকে স্বাগত জানাচ্ছি।