কম্পিউটার কে সাজিয়ে তুলতে ডাউনলোড করে নিন Winstep Xtreme (10.9) ফুল ভার্সন (১০০% কাজ করবে)


আসসালামু আলাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি? মাস্টার্সের থিসিস নিয়ে অনেক ব্যস্ত আছি, বলা চলে দৌড়ের উপর। তারপর ও আজকে হঠাত করে কিছ সময় পেয়ে গেলাম। ভাবলাম একটা টিউন করে ফেললে কেমন হয়? তাই টি টি তে আবার আসা.........................................
Winstep Xtreme কি? আমার মনে হয় না বললেও চলতো । টি টি তে ও এটি নিয়ে  দু-একটা টিউন হয়েছে। দেখে নিন আরো একটি টিউন। আশা করি আপনারা Winstep Xtreme কি এই দুটি টিউন থেকে বুঝে ফেলেছেন। এক কথায় বললে, একটি Desktop enhancement Utility যা আপনাকে দিবে সম্পুর্ন customizationসুবিধা এবং থিমের মাধ্যমে একটি মনোমুগ্ধকর ডেস্কটপ ভিউ। তাই আমি ফিচার (সিস্টেম এর সাথে full integration, পাওয়ারফুল Nextstart menu system, drag & drop এর মাধ্যমে নিজস্ব মেনু তৈরী করা ইত্যাদি আরো অনেক ) সম্পর্কে বিস্তারিত লিখলাম না (সবাই নিজগুনে ক্ষমা করবেন)

আরো জানতে ক্লিক করুন Winstep Xtreme   মেইন সাইটে

জানি, আপনি বলবেন তাহলে কেনো আর টিউন করা???

হ্যা, আমি যে টিউন গুলো দেখেছি সেগুলোতে  সফটওয়্যার টির feature সহ ট্রায়াল ভার্সন (৩০ দিন) দেয়া আছে । এটি Shareware সফটওয়্যার এবং ডেইট এক্সপায়ার্ড হয়ে গেলে পুরোপুরি uninstall করতে হয়.  কোন টিউনেই ফুল ভার্সন আমি খুজে পাইনি, তাই আমার সফটওয়্যার টি শেয়ার করা। এটি XP তে ও সাপোর্ট করবে।

কিছু  স্থির চিত্র (আপলোড হচ্ছেনা এখন, ইনশাআল্লাহ পরে আপলোড করবো)

 

তারপর ও বলছি এ জন্য যে সফটওয়ার টির ইউজার ইন্টারফেস অসাধারণ! আপনার কম্পু কে একটি সুন্দর ও রুচিশীল করে তুলতে এই সফটওয়্যার এর জুড়ি নেই।
আর আপনার কাজ (Application & documents)গুলো ও   সাজিয়ে রাখবে আদর্শ গৃহিণীর মত। আদর্শ গৃহিণী পেতে হলে বাংলার বহুল প্রচলিত গল্প "বাসর রাতেই বিড়াল মারা" জানতে হবে"। জানা দরকার বিড়াল মারার কৌশল। হয়তো, আপনি বলবেন, বাসর রাতে বিড়াল মারার সাথে এই Winstep Xtreme ব্যাটার সম্পর্ক কি? আরে ভাই, আমি তো বলবো সে এক গভীর সম্পর্ক। কম্পু কে সাজিয়ে তুলতে তো Winstep key  দরকার। তাই key টাকেই ধরে নিন আদর্শ গিন্নি হিসেবে।

তাই key সহ ডাউনলোড করে নিন

কিভাবে key install করতে হবে

ডাউনলোড কৃত ফোল্ডারের মাঝে xtreme নামে একটি ফাইল আছে। আপনি সেটা C:\Users\Public\Documents\Winstep\Licenses folder এ কপি করুন।
তারপর register অপশনে অপেন ফোল্ডার নামে একটি বক্স আছে। সেখানে ক্লিক করে C:\Users\Public\Documents\Winstep\Licenses>Xtreme ফাইল টি দেখিয়ে দিন। ক্লিক করুন Click to register. ব্যস হয়ে গেলো।

About এর ডান পাশে register লেখা ছিলো। কী ঢুকানোর পর তা ও উধাও!!

নোটঃ কখনোই আপডেট দিতে যাবেন না

আজকের মত এখানেই ইতি। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level New

ভাই download হয় না।
File Belongs to Non-Validated Account.

“The resource you are trying access belongs to an account that has not yet been validated

Still have questions or do you think we’ve made an mistake? Check our knowledge base for more information or contact us about it.
“এই command আসে ।

    @JOYANTA: আমি আন্তরিক ভাবে দুঃখিত। এখন link ঠিক আছে।

Level 0

ধন্যবাদ।দারুন কাজ করছে। কিন্তু বিভিন্ন ফোল্ডারকে আমি সুন্দরভাবে সাজাতে চাই। এটা কিভাবে করব?

    @mamun66: কাজ করছে জেনে ভালো লাগলো। আপনি কয়েকদিন ইউজ করেন আশা করি এমনি ই বুঝতে পারবেন। এটা মুলত একটি desktop interface. তাই আপনি ডেক্সটপ কে customize করতে পারবেন। বিস্তারিত জানতে মুল সাইট এ একবার ঘুরে আসেন।

    @mamun66: ফোল্ডার কে কালারফুল করার জন্য folder highlight or folder marker ইউজ করতে পারেন ।

Level 0

License Key Install Korte Parchinah 🙁 Please Help

    @Mizu Ahmed: ফোল্ডারের মাঝে xtreme নামে একটি ফাইল আছে। আপনি সেটা C:\Users\Public\Documents\Winstep\Licenses folder এ কপি করুন।
    তারপর register অপশনে অপেন ফোল্ডার নামে একটি বক্স আছে। সেখানে ক্লিক করে C:\Users\Public\Documents\Winstep\Licenses>Xtreme ফাইল টি দেখিয়ে দিন। ক্লিক করুন Click to register. ব্যস হয়ে গেলো।

Level New

thanks.

vai update cay updat dila ae licence key kaj korba???

আপডেট দিলে কাজ করবে না। আপনি আপডেট বন্ধ করে দেন (more than two weeks)।

ভাই দারুন হইয়াছে ………।।লাগাইয়া জান………মানে চালায়া জান………।।আম রা আছি আপ্নের লগে…………? [email protected]
আরো সুন্দর TUNE চাই………।। THANKS A LOT…………..FOR U……….

    @M.A.SHAFIQUR RAHMAN: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি তো চালিয়ে যেতেই চাই আপনাদের সাথে নিয়ে। ভালো থাকবেন

THANKS GOD JOB

thanks bro 🙂

Level New

thanks

Level 0

win 8 এ কি চলবে এইটা?

Level 0

WIN 8 e just chalalam………….chrm jinis………….

সুন্দর পোষ্ট, অনেক ধন্যবাদ

আচ্ছা ভাই আমরা যারা নতুন “”” তারা তো টিউন পাবলিশ করতে সমস্য পড়তেছি। টেকঃ টিউন করা নিয়ে কোন পোষ্ট করা যায়না।

Level 0

Download hoe na. Please fix it.

Level 0

ঠ্যাং স

kaj hoy na

অনেক সুন্দর একটা Software…

ধন্যবাদ