টেকটিউনসে এত দিন পর্যন্ত যে জিনিসটির খুব বেশি কমতি ছিল তা হল টিউন সার্চ। নতুন ও পুরনো টেকটিউনার আর ভিজিটররা অনেক আগেই থেকেই বলে আসছিল। আর গত সপ্তাহে বেশ কিছু টিউনার আর ভিজিটর মেইল বক্স ভরে ফেলেছে টিউন সার্চ যুক্ত করার জন্য। তাই আপনাদের চাহিদার কথা বিবেচনা করা টিউন সার্চ ফিচারটি যুক্ত করে দিলাম। আপনার লক্ষ করেছেন নিশ্চয়ই।
এখন থেকে আপনারা ইউনিজয় ও ফোনেটিক লেআউট ব্যবহার করে অনায়েসে টিউন সার্চ করতে পারবেন। আর যে শব্দ বা শব্দগুলো দিয়ে আপনি সার্চ করবেন সেগুলো রেজাল্টে হাইলাইট হয়ে দেখাবে। যে কোন শব্দ বা বিষয় সার্চের পাশাপাশি একই সাথে টিউনারের নাম দিয়েও সার্চ করা যাবে।
আর একটা ভাল ফিচার হচ্ছে কেউ যখন গুগলে সার্চ করে কোন পেইজ এসে থাকে তবে সে ও তার সার্চ করা কীওর্য়াডটি কোথায় কোথায় পাওয়া গিয়েছে তাও হাইলাইট হয়ে দেখাবে।
যেহেতু মাত্র এই ফিচারটি যুক্ত করা হয়েছে তাই ত্রুটি থাকা স্বাভাবিক। আর আপনাদের চোখে ধরা পড়ার সাথে সাথে জানিয়ে দিন। থাকুন টেকটিউনসের সাথে কারণ টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে আর ভালোবাসে প্রযুক্তিকে ভালোবাসা মানুষদের।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমমমম…কোব ভালো””’