টেকটিউনস জব :: জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার

টেকটিউনস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও এশিয়ার সবচেয়ে বড় বাংলা বিজ্ঞান ও প্রযুক্তির সৌশ্‌ল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সারা বিশ্বের চার কোটিরও বেশি মানুষ টেকটিউনসের সাথে জড়িত।

টেকটিউনস এর ইউজারদের মধ্যে গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী ইউজার দের জন্য সুখবর নিয়ে এল টেকটিউনস। টেকটিউনস ওয়েব ব্যানার, ফেসবুক ব্যানার, ফ্ল্যাশ ব্যানার তৈরিতে যারা পারদর্শী তাদের জন্য ফুল টাইম জব অফার নিয়ে এল টেকটিউনস। টেকটিউনস সাইটের ওয়েব ব্যানার এবং বিভিন্ন সৌশল মিডিয়ার ব্যানার তৈরিতে পারদর্শী ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই জবের জন্য।

জব রেসপনসিবিলিটিস ও রিকোয়ামেন্টস:

  • টেকটিউনস টিমের সাথে সরাসরি অফিসে এসে ফুল টাইম ক্জ করতে আগ্রহি ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
  • অবশ্যই প্রফেশনাল ব্যানার এড ডিজাইনে পারদর্শী হতে হবে।
  • ফেসবুক ব্যানার এড ডিজাইনে পারদর্শী হতে হবে।
  • High-quality complex GIF এবং  ডাইনামিক ওয়েব এড তৈরির জন্য 360-degree creative designs  এ পারদর্শী হতে হবে।
  • গ্রফিক্স ডিসাইনিং এ কমপক্ষে ১ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • কমপক্ষে H.S.C পাশ ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।

সুযোগ সুবিধা:

  • টেকটিউনস থেকে মাসিক বেতন যা আলোচনা সাপেক্ষ।
  • টেকটিউনস অফিস রুলস অনুযায়ী অন্যান্য সুবিধা সমূহ।
  • বাৎসরিক বেতন বৃদ্ধি।
  • ফেস্টিবল বোনাস।
  • টেকটিউনস বিশাল কমিউনিটির একজন কোর মেম্বার হিসেব েকাজ করার সুযোগ।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন এই লিংকে

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস