টেকটিউনস জবস : হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটার – High Quality Content Writer

টিউন বিভাগ টেকটিউনস জবস
প্রকাশিত
জোসস করেছেন

আপনি যদি আইটি, বিজ্ঞান ও প্রযুক্তি, মোবাইল অ্যাপস, সফটওয়্যার, ওয়েব ডেভলোপিং, ওয়েব ডিজাইনিং, প্রোগ্রামিং, ইলেক্ট্রনিক্স, হ্যাকিং, মোবাইল, স্মার্ট ফোন, রবোটিক্স, গ্যাজেট, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সফটওয়্যার, ফ্রিওয়্যার, ওয়েবওয়্যার নিয়ে তৈরি করতে পারেন হাই কোয়ালিটি বাংলা কন্টেন্ট তাহলে যোগ দিতে পারেন 'টেকটিউনস হাই কোয়াটিলি কন্টেন্ট রাইটার' হিসেবে 'টেকটিউনস হাই-কোয়ালিটি' কন্টেন্ট ডেভলোপমেন্ট' টিমে।

Techtunes - http://www.techtunes.io এর কাস্টমার base USA, UK, India, China, Malaysia, Singapore এবং আরও অসংখ্য দেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে আছে।

টেকটিউনস জবস তাদের জন্যই যারা Digital, Online, Social Media and IT Business Development Industry তে কাজ করার জন্য খুবই Passionate এবং Long Term ক্যারিয়ার গড়তে প্রচন্ড আগ্রহী।

হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটার

Techtunes High Quality Content Writer

খালি পদের সংখ্যা:

Gender:

নারী ও পুরুষ উভয়ই

চাকরির ধরন:

ফুল টাইম

বেতন:

আলোচনা সাপেক্ষে

কর্মস্থল:

মতিঝিল, ঢাকা

বিশেষ নির্দেশনা:

এটি কোন রিমোর্ট বা অনলাইন জব নয়। এটি ফুল টাইম জব।  কোন ভাবেই  রিমোর্ট বা অনলাইন জব ভেবে আবেদন করা যাবে না।

দায়িত্বসমূহ:

  • টেকটিউনসের গাইডলাইন অনুযায়ী নিয়মিত ভাবে বিজ্ঞান ও প্রযুক্তির হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা।
  • টেকটিউনসের অন্যান্য হাই কোয়ালিটি টিউনাদের সাথে কানেক্ট থাকা ও তাদের মাধ্যমে গেস্ট টিউন প্রকাশ করা।
  • টেকটিউনসের ভলেন্টিয়ার কন্টেন্ট রাইটার টিম পরিচালনা করা।
  • টেকটিউনস টিউন্টারভিউ তৈরি ও পরিচালনা করা।
  • টেকটিউনস থেকে বিভিন্ন টেক ইভেন্টে অংশ গ্রহণ করা ও ইভেন্ট কভারেজ করা।
  • টেকটিউনস এর নিয়ম মোতাবেক নিয়মিত ভাবে কন্টেন্ট প্রকাশ করা ও রিপোটিং করা।

অভিজ্ঞতা:

প্রার্থীকে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি লেখালেখিতে ও ইংরেজি থেকে বাংলা কন্টেন্ট রুপান্তর লেখালেখিতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:

  • প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে ভালো দখল থাকতে হবে।
  • প্রার্থীকে ইংরেজি আর্টিকেল ও ভিডিও থেকে ট্রান্সলেট করায় দখল থাকতে হবে।
  • প্রার্থীকে টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং ও টেকটিউনস নীতিমালা সর্ম্পকে ধারনা থাকতে হবে।
  • কমিউনিটিতে টিউন করার মাধ্যমে ইনফ্লুয়েনস করার যোগ্যতা থাকতে হবে।
  • বাংলায় হাই কোয়ালিটির বিজ্ঞান এ প্রযুক্তির কনটেন্ট লেখায় পারদর্শী হতে হবে।
  • বাংলা টাইপিং স্পিড খুবই ভালো হতে হবে।
  • যে কোন একটি ফিক্সড কিবোর্ড লেআউটে টাইপিং এর দখল থাকতে হবে।
  • সঠিক বাংলা বানানের শুদ্ধ জ্ঞান থাকতে হবে।
  • বাংলায় এক্সক্লুসিভ ও মৌলিক কনটেন্ট তৈরীর যোগ্যতা থাকতে হবে।
  • নিজ থেকে নতুন নতুন টপিক নিয়ে টিউন করার যোগ্যতা থাকতে হবে।

আরও যোগ্যতা:

প্রার্থীকে নিম্নক্তো টপিক নিয়ে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করায় পারদর্শী হতে হবে

  • এন্টারপ্রেনারশিপ
  • স্টার্টআপ
  • ইথিকাল হ্যাকিং
  • অ্যান্ড্রোয়েড
  • হ্যান্ডসেট রিভিউ
  • মোবাইল অ্যাপস রিভিউ
  • সফটওয়্যার রিভিউ
  • হোম অ্যাপলাইঅ্যান্স রিভিউ
  • কম্পিউটার ইলেকট্রনিকস রিভিউ

অতিরিক্ত যোগ্যতা:

  • নিয়মানুবর্তি
  • বাধ্যগত
  • মেধাবি
  • পরিশ্রমী
  • কথা ও কাজে সৎ
  • অমায়িক
  • ভদ্র
  • চৌকষ

সুবিধা সমূহ:

  • বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি সৃষ্টিকারি প্রতিষ্ঠান টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করার সুযোগ ও অভিজ্ঞতা।
  • এশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রায় ৩ কোটি+ প্রযুক্তি ও বিজ্ঞান সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি ম্যানেজ করার সুযোগ।
  • টেকটিউনস এর Top-notch ওয়ার্কিং ম্যাথড এ কাজ করার সুযোগ।
  • টেকটিউনস এর ফেন্ডলি ওয়ার্কি কালচার উপভোগ করার সুযোগ।
  • টেকটিউনস এর GTD মেথডে কাজ করার অনন্য অভিজ্ঞতা।
  • টেকটিউনস এর Highly Productive Tools ব্যবহারের পুরো ৮ ঘন্টার ট্রেনিং।
  • World এর সর্ববৃহৎ Stock Image Shutter Stock এর ৪ কোটি+ স্টক ইমেইজ একসেস।
  • টেকটিউনস এর বিভিন্ন ইন্টার্নাল ইভেন্ট টেকটিউনস 'চিল আউট ডে', 'টেকটিউনস কফিকাপ', 'টেকটিউনস রোলিং লাইট' ইভেন্ট উপভোগের সুযোগ।

আরও সুবিধা সমূহ:

  • Open ও Friendly working environment.
  • আনলিমিটেড Coffee/Tea
  • টেকটিউনস এর পলিসি অনুযায়ী বছরে ২ টি বোনাস প্রদান
  • Transportation Allowance
  • পারফরমেন্স বোনাস
  • পারফরমেন্স ভাল হলে প্রতি বছর অন্তর টেকটিউনস পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট

Skill Development, Professional Development & Personality Development ট্রেনিং:

এই Digital Era তে নিজেকে পরিপূর্ণ ভাবে তৈরি করতে টেকটিউনস এর প্রতিটি টিম মেম্বার এর জন্য রয়েছে পুরো ৫০ ঘন্টার Skill Development, Professional Development & Personality Development এর ট্রেনিং সেশন ও প্রেজেন্টেশন।

আবেদনের শেষ তারিখ:

৩০ এপ্রিল ২০১৭

আবেদনের শর্তসমূহ:

  • আবেদন করার আগে আবেদন ফর্মে দেওয়া নির্দেশ গুলো ভালো ভাবে পড়ে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
  • আবেদনের Assessment অংশে ঠিক যা নির্দেশ দেওয়া আছে ঠিক সেভাবে তথ্য দিয়ে পূরণ করতে হবে। অন্যথায় আপনার আবেদন সাথে সাথে বাতিল করা হবে।
  • আবেদনের যেখানে বাংলায় পূরণের নির্দেশনা আছে সেখানে বাংলায় পূরণ না করলে আপনার আবেদন বাতিল করা হবে।
  • আবেদনটি মনোযোগ দিয়ে সময় নিয়ে গঠনমূলক উত্তর ও তথ্য দিয়ে পূরণ কর করতে হবে।
  • শুধু মাত্র তথ্য পূরণে উদ্দেশ্যে নামমাত্র আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে।
  • কন্টেন্ট সাবমিট করার প্রথম শর্ত হচ্ছে কন্টেন্ট হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক। অর্থাৎ কন্টেন্ট এর বিষয়বস্তু সম্পূর্ণ নিজ স্বত্তায় ও নিজের তৈরি করা হতে হবে। এখানে মৌলিক বলতে সম্পূর্ণ নিজে থেকে যে লেখা তৈরি করা হবে সেটাই মৌলিক বলে বিবেচিত হবে। এক্ষেত্রে দেশি বিদেশি যে কোন সোর্স, ব্যক্তি, মিডিয়া থেকে আইডিয়া, ধারণা, ইন্সপাইরেশন নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারে। কিন্তু কন্টেন্ট সম্পূর্ণ নিজ স্বত্তায় ও নিজে তৈরি করা হতে হবে। অন্য কোন সোর্স বা অন্য কোন স্থানে প্রকাশিত বা টেকটিউনসে পূর্বে প্রকাশিত লেখা, টিউন, টেক্সট, ছবি, পিকচার, ইমেইজ, ফটো, ভিডিও হুবহু কপি করে বা কপি করে আংশিক পরিবর্তন করে আবেদন করলে তা কোন ভাবে মৌলিক হিসেবে বিবেচিত হবে না বরং প্লেইজারিজম এর দায়ে আবেদন সাথে সাথে বাতিল করা হবে।
  • আবেদনের যেখানে কন্টেন্ট টেকটিউসে প্রকাশ করে লিংক দিতে বলা হয়েছে সেখানে টেকটিউনসে প্রকাশ করে, টেকটিউনসেরই লিংক দিতে হবে। অন্য কোন সাইটে বা সৌশল মিডিয়াতে প্রকাশ করে লিংক দিলে আবেদন সাথে সাথে বাতিল হবে।

বিশেষ নির্দেশনা:

এটি কোন রিমোর্ট বা অনলাইন জব নয়। এটি ফুল টাইম জব।  কোন ভাবেই  রিমোর্ট বা অনলাইন জব ভেবে আবেদন করা যাবে না।

আবেদনের নির্দেশনা

অনলাইন আবেদন

আবেদন করার জন্য আবেদনের শেষ সময়ের এর মধ্যে লিংকটিতে ক্লিক করে অনলাইন ফর্মটি পূরণ করে আবেদন করুন

http://techtun.es/2oyvbpO

আবেদন প্রক্রিয়াকরণ:

আপনার আবেদনটি Qualified হলে পরবর্তি ধাপের জন্য টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

টেকটিউনস কোম্পানি সম্বন্ধে:

Techtunes - http://www.techtunes.io is the World's Largest & Most Popular Bangla Science & Technology Social Network with over 40 Millions People Connected Worldwide. Techtunes client base are the top IT companies in Bangladesh and worldwide.

Techtunes communities are in 130 countries all around the world. Techtunes is the most visited website in Bangladesh. Not only in Bangladesh Techtunes is the Asia's Largest Science and Technology Social Network.

Techtunes has its customer base around the world Including USA, UK, India, China, Malaysia, Singapore and many others.

-

Techtunes People Management Team

-

Techtunes
World's Largest Science & Technology Social Network
http://www.techtunes.io

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। আশা করি, যোগ্য টিউনার নিয়োগের মাধ্যমে অতীতের মতই টিটিতে তুখোড় সব টিউন গুলো পাব! শুভ কামনা টিটকে!!

Thanks Techtunes for giving us this chance…Go Ahead….

30 সেকেন্ডে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অথবা remove অথবা ব্লার করুন একদম নিখুঁত ভাবে প্রফেশনাল দের মতো।

https://www.youtube.com/channel/UCQlYQZusPyKvJfgsFMhNd3A