টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন গাইডলাইন

টেকটিউনস একাউন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 'টেকটিউনস ট্রাস্টেড টিউনার' হতে, 'টেকটিউনস সুপ্রিম টিউনার' হতে,  'টেকটিউনস জ্যাকেটার হতে',  'টেকটিউনস সুপ্রিম টিউনার', 'টেকটিউনস ট্রাস্টের টিউনার',  টেকটিউনস জ্যাকেটার হিসেবে 'টেকটিউনস ক্যাশ' উইথড্র হতে এছাড়া বিভিন্ন প্রয়োজনে ভেরিফাইড টেকটিউনস একাউন্ট প্রয়োজন।

কেন ভেরিফাইড টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন?

টেকটিউনস একাউন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে টেকটিউনসে একাউন্ট ভেরিফিকেশন খুবই সোজা এবং সহজ একটি বিষয়। টেকটিউনস একাউন্ট ভেরিফিকেশন এর জন্য শুধুমাত্র টেকটিউনস অ্যাকাউন্ট প্রোফাইলের সুনির্দিষ্ট কিছু ফিল্ড সঠিকভাবে পূরণ করতে হয় এবং রিভিউ এর জন্য অ্যাপ্লাই করতে হয়।

 ভেরিফাইড টেকটিউনস অ্যাকাউন্টের মাধ্যমে টেকটিউনস থেকে বিশেষ যে সুবিধা গুলো পাওয়া যায়

  1. ট্রাস্টেড টিউনার হিসেবে মনিটাইজেশন অন করা।
  2. ট্রাস্টেড টিউনার হিসেবে 'টেকটিউনস ক্যাশ' পে-আউট পাওয়া।
  3. টেকটিউনসের বিভিন্ন মাইক্রোটাস্কের এর মাধ্যমে আর্ন করা 'টেকটিউনস ক্যাশ' পে-আউট পাওয়া।

টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রস্তুতি

টেকটিউনস একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমত আপনার কিছু প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন হবে। টেকটিউনস একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার নিচের জিনিস গুলো প্রয়োজন হবে।

  1. আপনার Nation ID কার্ডের Front ও Back সাইডের স্পষ্ট হাই-রেজুলেশন স্ক্যান কপি। স্ক্যানার মেশিনের সাহায্য Nation ID কার্ডের Front ও Back সাইড আলাদা আলাদা ভাবে স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে। ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তুলে আপলোড করা যাবে না।
  2. আপনার Nation ID কার্ড সহ আপনার স্পষ্ট হাই-রেজুলেশন সেলফি ফটো। ১৩ মেগাপিক্সেলের উপরে যে কোন ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তুলে আপলোড করতে হবে। প্রিন্ট করা ছবি থেকে স্ক্যান করা ছবি আপলোড করা যাবে না।

টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনীয় বিষয়

  1. টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার নিজেস্ব, অরিজিনাল ন্যাশনাল আইডি থাকতে হয়।
  2.  ১টি ন্যাশনাল আইডি দিয়ে ১টি টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায়। একই ন্যাশনাল আইডি দিয়ে একের অধিক টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায় না।
  3. আপনার নিজেস্ব, অরিজিনাল ন্যাশনাল আইডি দিয়ে আপনার নিজের টেকটিউনস একাউন্ট ভেরিফাই করতে হয়। অন্যের ও নিজের নয় এমন ন্যাশনাল আইডি দিয়ে, নিজের টেকটিউনস একাউন্ট ভেরিফাই করা যায় না। একই ভাবে অন্যের ও নিজের নয় এমন টেকটিউনস একাউন্ট, নিজের ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করা যায় না।
  4.  আপনার ন্যাশনাল আইডি এর অবশ্যই মেয়াদ থাকতে হয়। মেয়াদ উত্তীর্ণ কোন ন্যাশনাল আইডি, টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য গ্রহণযোগ্য হয় না।
  5. আপনার টেকটিউনস অ্যাকাউন্ট নতুন হোক অথবা পুরনো হোক। অ্যাকাউন্টটি আপনার নিজের হলেই আপনার টেকটিউনস অ্যকাইন্ট আপনি ভেরিফাইড করতে পারবেন।
  6. টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য শুধু মাত্র আপনার নিজেস্ব, অরিজিনাল ন্যাশনাল আইডি হলেই হবে। টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বেশির ভাগ ক্ষেত্রে আপনার অন্য কোন ডকুমেন্ট এর প্রয়োজন হয় না। তবে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর যদি কোন কারণে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে কোন ধরনের Issue Raise তখন 'সেকেন্ড ফেক্টর ডকুমেন্ট' সাবমিট করতে হয়।

টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন শুরু

আপনার যদি একটি টেকটিউনস অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই করতে এখনি টেকটিউনসে লগইন করুন। আপনি যদি আপনার টেকটিউনস একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখনি আপনার টেকটিউনস অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিন এবং টেকটিউনস অ্যাকাউন্টে লগইন করুন। আপনার যদি কোন টেকটিউনস অ্যাকাউন্ট এখনো না থেকে থাকে তাহলে এখনই একটি টেকটিউনস অ্যাকাউন্ট তৈরি করুন ও লগইন করুন।

আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন শুরু করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে লগইন করুন। এরপর আপনার টেকটিউনস Extended Profile এ যান।

টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রোফাইল পূরণ

Verification - National ID সেকশন

Online National ID

আপনি যদি এখনও আপনার অরিজিনাল National ID Card হাতে পেয়ে না থাকেন তবে নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আপনার Online National ID এর PDF থেকে প্রিন্ট করে, আইডি কার্ডের সাইজ অনুযায়ী কেটে, লেমোনেটিং করে আপনার National ID Card তৈরি করুন।

আপনার তৈরি করা এই কার্ডটিই গাইডলাইন অনুযায়ী স্ক্যান মেশিন ব্যবহার করে স্ক্যান করতে ব্যবহার করুন ও  গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল আইডি ধরে রাখা অবস্থায় আপনার ফটোতে ব্যবহার করুন।

নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আপনার Online National ID এর PDF থেকে National ID Card তৈরি করা ছাড়া অন্য যে কোন উপায়ে যেমন, অন্য যে কোন সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার, বিভিন্ন ফটোশপ ট্যামপ্লেট, ফটোশপ অ্যাকশান ব্যবহার করে National ID Card তৈরি করে সাবমিট করলে তা বাতিল হয়।

আর আপনার যদি আপনার অরিজিনাল National ID Card থেকে থাকে তবে আপনার অরিজিনাল National ID Card ব্যবহার করুন।

National ID Number ফিল্ড: National ID Number ফিল্ডে আপনার নিজের অরিজিনাল ন্যাশনাল আইডির নম্বর যোগ করুন।

National ID Scan Copy - Front ফিল্ড ও National ID Scan Copy - Back ফিল্ড: National ID Scan Copy - Front ফিল্ড ও National ID Scan Copy - Back ফিল্ডে এই গাইডলাইনে নির্দেশিত গাইডলাইন অনুযায়ী আপনার Nation ID কার্ডের Front ও Back সাইডের স্পষ্ট হাই-রেজুলেশন স্ক্যান কপি যোগ করুন।

National ID Scan Copy অবশ্যই নিচের ১২ টি বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে

  1. স্ক্যানার মেশিনের সাহায্য Nation ID কার্ডের Front ও Back সাইড আলাদা আলাদা ভাবে স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে। ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তুলে আপলোড করা যাবে না। আপনার মোবাইল বা DSLR যতই হাই-রেজুলেশনের হোক না কেন তা কখনই স্ক্যানার মেশিন দিয়ে করা স্ক্যান মত হাই-রেজুলেশনের হবে না। তাই স্ক্যানার মেশিনের সাহায্যে স্ক্যান না করে মোবাইল বা DSLR দিয়ে তুলে এডিট করে সাবমিট করলে আপনার আবেদন বাতিল হবে।
  2. স্ক্যানার মেশিনের সাহায্য National ID Scan Copy আপনকে অবশ্যই হাই-রেজুলেশনে স্ক্যান করতে হবে। 300 DPI বা সম্ভব হলে 600 DPI হাইরেজুলেশনে স্ক্যান করতে হবে।
  3. আপনার National ID Scan করার পর স্ক্যান খেয়াল করুন যেন স্ক্যান করার পর আপনার স্ক্যান কপি সম্পূণ স্পষ্ট থাকে। National ID এর Scan কপিতে যেন National ID এর প্রতিটি লেখা স্পষ্ট ভাবে বোঝা যায়। কোন রকম ঝাপসা, ফোকাস ছাড়া, লো-কোয়ালিটির, Hazy (ঘোলা), ঝিরঝির না হয়। এর জন্য অব্যশই আপনাকে ভালো ও ত্রুটি মুক্ত স্ক্যানার মেশিন ব্যবহার করতে হবে।
  4. আপনার National ID Scan করার পর National ID Card এর প্লাস্টিক অংশের বাইরে National ID Scan কপি (Front সাইড আলাদা ও Back সাইড আলাদা আলাদা ভাবে) Crop করুন। Crop করার সময় কার্ডের প্লাস্টিক অংশের বাইরে চারদিকে সমান ভাবে 100 px (Pixel) এর বর্ডার রেখে Crop করুন যেন কোন ভাবেই National ID Card এর প্লাসটিকের কোন অংশ কেটে না যায়। National ID Card কোন অংশ কেটে গেলে তা বাতিল হবে।
  5. আপনার স্ক্যান কপি যদি সোজা না থাকে তবে সঠিক ভাবে Rotate করে 90 Degree সোজা করে তারপর আপলোড করতে হবে। উল্টানো বা 90 Degree সোজা নয় এমন National ID এর Scan কপি সাবমিট করলে তা বাতিল হবে।
  6. আপনার National ID Scan করার পর Scan কপিতে কোন প্রকার Filter, Brightness, Contrast বাড়ানো কমানো বা কোন ধরনের Auto Color বা Color কারেক্টশন করা যাবে না।
  7. আপনার National ID Scan করার পর Scan কপি কোন প্রকার ছোট বড় বা রিসাইজ করা যাবে না।
  8. আপনার National ID শুধু মাত্র হাই-রেজুলেশনে স্ক্যান করে, স্ক্যান কপি National ID Card এর প্লাস্টিক অংশের বাইরে চারদিকে সমান ভাবে 100 px (Pixel) এর বর্ডার রেখে Crop করে (Front সাইড আলাদা ও Back সাইড আলাদা আলাদা ভাবে) 90 Degree সোজা করে (যদি প্রয়োজন হয়) আপলোড করতে হবে। হাই-রেজুলেশনে স্ক্যান করে, স্ক্যান কপিতে Crop ও Rotate ছাড়া অন্য কোন ধরনের এডিটিং করা যাবে না।
  9. নির্দেশনা অনুযায়ী সঠিক ভাবে Crop করার পর National ID Scan Copy – Front ও National ID Scan Copy – Back এর রেজুলেশন width 2000 px (Pixel) ও Height 1300 px (Pixel) এর উপরের রেজুলেশন হতে হয়। এর চেয়ে ছোট ডাইমেনশনের National ID Scan Copy – Front ও National ID Scan Copy – Back বাতিল হয়।
  10. National ID Scan Copy – Front ও National ID Scan Copy – Back এর রেজুলেশন width 2000px ও Height 1300px এর উপরের রেজুলেশন হতে হয়। আপনি যদি বাইরের দোকান থেকে স্ক্যান মেশিনের সাহায্য স্ক্যান করে থাকেন তবে দোকানদারকে বলুন 300 DPI বা সম্ভব হলে 600 DPI হাইরেজুলেশনে স্ক্যান করতে। স্ক্যান করার পর স্ক্যান কপিকে কোন ধরনের Brightness, Contrast বাড়ানো কমানো বা কোন ধরনের Auto Color বা Color কারেক্টশন না করে স্ক্যানের হাই-রেজুলেশন RAW কপিটি PSD ফাইল হিসেবে আপনাকে দিতে। স্ক্যানার মেশিনের সাহায্য National ID Scan Copy আপনকে অবশ্যই হাই-রেজুলেশনে স্ক্যান করতে হবে। 300 DPI বা সম্ভব হলে 600 DPI হাইরেজুলেশনে স্ক্যান করতে হবে। এরপর আপনি আপনার নিজের কম্পিউটারে গাইডলাইন অনুযায়ী Crop ও Rotate করে সাবমিট করুন। JPG কোয়ালিটি ১০০% রেখে Export করুন।
  11. স্ক্যানার মেশিনের সাহায্য Nation ID কার্ডের Front সাইড আলাদা ও Back সাইড আলাদা আলাদা ভাবে স্ক্যান করে National ID Scan Copy - Front ফিল্ডে Nation ID এর Front সাইড ও National ID Scan Copy - Back ফিল্ডে Nation ID এর Back সাইড আপলোড করতে হবে।
  12. National ID Scan Copy আপনাকে অবশ্যই JPG ফরমেটে আপলোড করতে হবে। JPG ফরমেট ছাড়া.png, .psd, .pdf, .bmp, .gif, .doc বা অন্য কোন ফরমেটে আপলোড করা যাবে না।

National ID Scan Copy স্যাম্পল

National ID Scan Copy – Front ও National ID Scan Copy – Back সাবমিট করতে উপরে দেখানো National ID Scan Copy স্যাম্পল এর হুবহু National ID Scan Copy – Front ও National ID Scan Copy – Back সাবমিট করুন।

উপরে দেখানো National ID Scan Copy স্যাম্পল টি লক্ষ করুন। এতে ১২ টি বৈশিষ্ঠ্য রয়েছে।

  1. National ID Scan Copy স্যাম্পলটি স্ক্যানার মেশিনের সাহায্য স্ক্যান করা হয়েছে। ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তোলা হয়নি।
  2. National ID Scan Copy স্যাম্পলটি স্ক্যানার মেশিনের সাহায্যে হাই-রেজুলেশন 300 DPI বা 600 DPI হাইরেজুলেশনে স্ক্যান করা হয়েছে।
  3. National ID Scan Copy স্যাম্পলটি ভালো ও ত্রুটি মুক্ত স্ক্যানার মেশিন ব্যবহার করে স্ক্যান করা হয়েছে।
  4. National ID Scan Copy স্যাম্পলটির স্ক্যান কপি সম্পূণ স্পষ্ট রয়েছে। স্ক্যান কপিতে প্রতিটি লেখা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। স্ক্যান কপিতে কোন রকম ঝাপসা, ফোকাস ছাড়া, লো-কোয়ালিটির, Hazy (ঘোলা), ঝিরঝির নেই।
  5. National ID Scan Copy স্যাম্পলটির কার্ডের প্লাস্টিক অংশের বাইরে চারদিকে সমান ভাবে 100 px (Pixel) এর বর্ডার রেখে Crop করা হয়েছে।
  6. National ID Scan Copy স্যাম্পলটি 90 Degree সোজা রয়েছে।
  7. National ID Scan Copy স্যাম্পলটিতে কোন প্রকার Filter, Brightness, Contrast বাড়ানো কমানো বা কোন ধরনের Auto Color বা Color কারেক্টশন ব্যবহার করা হয়নি।
  8. National ID Scan Copy স্যাম্পলটির স্ক্যান কপিতে কোন প্রকার ছোট বড় বা রিসাইজ করা হয়নি।
  9. National ID Scan Copy স্যাম্পলটির স্ক্যান কপিতে Crop ও Rotate ছাড়া অন্য কোন ধরনের এডিটিং করা হয়নি।
  10. National ID Scan Copy স্যাম্পলটির রেজুলেশন width 2000 px (Pixel) ও Height 1300 px (Pixel) এর উপরের রেজুলেশন রয়েছে।
  11. National ID Scan Copy স্যাম্পলটির JPG কোয়ালিটি ১০০% রেখে Export করা হয়েছে।
  12. National ID Scan Copy স্যাম্পলটির JPG ফরমেটে রয়েছে। JPG ফরমেট ছাড়া.png, .psd, .pdf, .bmp, .gif, .doc বা অন্য কোন ফরমেটে নেই।

Photo with Holding National ID ফিল্ড: Photo with Holding National ID ফিল্ডে নিচের ছবির মত সাদা ব্যাকগ্রাউন্ডে, আপনার National ID Card আপনার ডান হাত দিয়ে, মাথার মাঝ বরাবর ধরুন এবং Landscape Mode এ আপনার মোবাইল বা DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড করুন।

Photo Holding National ID অবশ্যই নিচের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে

  1. ছবি অবশ্যই ১৩ মেগাপিক্সেলের উপরে যে কোন ক্যামেরা (মোবাইল ক্যামেরা বা DSLR ক্যামেরা) দিয়ে ছবি তুলে আপলোড করতে হবে যেন ছবির ডাইমেনশন 2000px X 1400px এর উপরে হয়। এর চেয়ে ছোট ডাইমেনশনের ছবি বাতিল হবে।
  2. ছবি তোলার সময় এই গাইডলাইনে দেখানো ছবির মত করে সাদা উজ্জল ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে হবে।
  3. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন এই গাইডলাইনে দেখানো ছবির মত করে আপনার হাতের কব্জি দেখা যায়।
  4. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন ছবিতে এই গাইডলাইনে দেখানো ছবির মত মুখমন্ডল, হাতের কব্জি, গলা, মাথা, চুল ও National ID কোন অংশ কাটা না পড়ে।
  5. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন এই গাইডলাইনে দেখানো ছবির মত আপনার National ID এর পুরো অংশ দেখা যায়। হাতের আঙ্গুল দিয়ে National ID এর কোন অংশ ঢেকে না থাকে।
  6. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন আপনার National ID এর সকল তথ্যগুলো সম্পূর্ণ স্পষ্ট হয় ও সম্পূর্ণ স্পষ্ট ভাবে পড়তে পারা যায়। National ID এর সকল তথ্যগুলো স্পষ্ট না হলে, ঝাপসা, ফোকাস ছাড়া, অস্পষ্ট হলে তা বাতিল হয়।
  7. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন ছবিতে কোন ধরনের মিরর (Mirror) ইফেক্ট দেওয়া না হয়। যার ফলে ছবির বাম অংশ ডান অংশে এবং ডান অংশ বাম অংশে পরিবর্তিত হয় এবং National ID এর লেখা গুলো (Mirror) ইফেক্ট হয়ে উল্টো লেখায় পরিবর্তিত হয়। মিরর (Mirror) ইফেক্ট যুক্ত ছবি বাতিল হয়।
  8. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন এই গাইডলাইনে দেখানো ছবির মত আপনার মাথা যেন সোজা থাকে, মাথা বাঁকা না থাকে এবং ক্যামেরার দিকে তাকানো অবস্থায় থাকে।
  9. ছবি তোলার সময় সানগ্লাস, হ্যাট, ক্যাপ, টুপি, হুডি, মাথা ও মুখমন্ডল ঢেকে রাখে এমন কোন বস্তু পরিধারণ করা যাবে না।
  10. আপনার ছবিটি অবশ্যই Landscape Mode এ তুলতে হবে। Portrait Mode এ তোলা যাবে না।
  11. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন এই গাইডলাইনে দেখানো ছবির মত আপনার National ID ও আপনার Face ছবির ফ্রেমের যতটা সম্ভব ক্লোস থাকে। অনেক দূর থেকে ছবি তোলা না হয়।
  12. আপনার তোলা ছবি অবশ্যই স্পষ্ট ছবি হতে হবে। ছবি কোন রকম অতিরিক্ত Brightness, অন্ধকারাচ্ছন্ন, ঝাপসা, ফোকাস ছাড়া, লো-কোয়ালিটির, Hazy (ঘোলা) বা ঝিরঝির না হয়।
  13. ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ছবিতে কোন প্রকার Crop করা যাবে না।
  14. ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ছবিতে কোন প্রকার, Filter, Brightness, Contrast বাড়ানো কমানো বা কোন ধরনের Color কারেক্টশন করা যাবে না।
  15. ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ছবি কোন প্রকার ছোট বড় বা রিসাইজ করা যাবে না।
  16. ছবি ক্যামেরা দিয়ে তুলে সেই ছবি কোন প্রকার এডিট না করে আপলোড করতে হবে। মনে রাখুন, ছবি কোন প্রকার এডিট করা যাবে না।
  17. ছবি ক্যামেরা দিয়ে তুলে সেই আপনাকে অবশ্যই JPG ফরমেটে আপলোড করতে হবে। JPG ফরমেট ছাড়া.png, .psd, .pdf, .bmp, .gif, .doc বা অন্য কোন ফরমেটে আপলোড করা যাবে না।

সঠিক Photo Holding National ID এর জন্য কোন ধরনের ছবি ঠিক আছে আর কোন ধরনের ছবি ঠিক নেই

সঠিক

সঠিক নয়

কারণ: ছবির অংশ কেটে গিয়েছে

-

কারণ: ছবি অন্ধকারাচ্ছন্ন

-

কারণ: ছবিতে আলোর Reflection বা Brightness বেশি

-

কারণ: আইডি কাডের অংশ আঙ্গুল দিয়ে ঢেকে গিয়েছে।

-

কারণ: সানগ্লাস পড়া

-

 

কারণ: ঘোলা ও অস্পষ্ট ছবি

এই ভুল গুলো পরিহার করে গাইডলাইন মোতাবেক আপনার Photo Holding National ID এর ছবি তুলে আপলোড করুন।

সব কিছু ঠিক আছে কিনা তা ২ বার রিভাইজ দিন

আপনার প্রোফাইলের সকল তথ্য, ছবি ও স্ক্যান কপি সবকিছু ঠিক আছে কিনা তা ২ বার রিভাইজ দিন ও ২ বার চেক করুন।

'টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন' এর জন্য আবেদন করুন

সবকিছু ঠিক থাকলে টেকটিউনস ডেস্কে আপনার 'টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন' এর জন্য আবেদন করুন।