আমি সাগর, যে চেয়েছিল এক বরিশাইল্যার কাছে ইন্টারনেটে কাজ শিখতে। কিন্তু সে আমাকে কি শিখবো তার না্মই কোনো দিন বলে নাই। আমার খুব খারাপ লাগে যখন মনে হয় তার পেছনে আমি কত যে সময় নষ্ট করেছি। টাকাও নষ্ট করেছি ইন্টারনেটের পেছনে, মাঝে মাঝে আনলিমিটেড প্যাকেজও গ্রহণ করেছি, তার জন্য রাত জেগে জিমেইল আই ডি খুলে দিয়েছি কম পক্ষে ১০০টি, কেউ কি চিন্তা করতে পারেন? ১০০টি জি মেইল আই ডি খোলা কত কষ্টের ব্যাপার? কিন্তু যে সময় আমার নষ্ট হয়েছে তা আমি জীবনেও ফিরে পাব না। দীর্ঘ্ ৯টি মাস আমি শুধু সময়ই নষ্ট করেছি। সে বলেও না আমি তোমাকে শেখাতে পারবো না বা তুমি অন্য কোথাও শিখে নাও। জাস্ট সে আমাকে হ্যাংগিং অবস্থায় রেখে দিয়েছে। কিন্তু পরে যখন বুঝলাম সে আমাকে এড়িয়ে যায়, তখন সময় শেষ। চাকরি করতে হয়। চাকুরি শেষে যত সময় পাই টিউশনি করতেই শেষ। আমিও শেখার সময় পাইনা, আর নেটে সার্চ দিয়ে শেখা? সে তো বাংলাদেশী ট্রাফিক যামের মতো অবস্থা (স্লো)। তবুও আমি হাল ছাড়িনি। জানি অদূর ভবিষ্যতে আমি এক দিন শেখার সময়ও পাব। বর্তমানে আমি এনআইটি’তে হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং-এর কোর্স করছি। তার পর ফ্রিলেন্সিং নিয়ে ভাববো।

From

11 বছর 1 মাস

Personal

Relationship

Profession

Education

Living

সবচেয়ে জোসস টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

সবচেয়ে বেশি দেখা টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

সকল টিউনস পাতা - 1

কোন টিউন পাওয়া যায় নি