আমি মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ), জন্ম থেকে গ্রামের বাড়িতেই বড় হয়ে উঠা এবং গ্রামের বাড়িতেই থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পড়াশুনা শেষ করি। তারপর পাড়ি জমানো খুলনা শহরে সেখান ব্রজলাল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হওয়া এবং ব্যবস্থাপনা বিষয় নিয়ে বি.বি.এস এবং এম.বি.এস পড়াশুনা শেষ করি যথাকরি ২০১১ ও ২০১২ সালে পাসিং ইয়ার হলেও আমি বের হয়েছি ২০১৬ সালে। তবে পড়াশুনার পাশাপাশি ২০১০ সাল থেকেেই পার্ট টাইম চাকুরি শুরু করি। ২০১২ সালে পাড়ি জমায় ঢাকার শহরে। চাকুরীর পাশাপাশি মনে মধ্যে একটাই চেষ্টা ছিল নিজে কিছু একটা করা, আর তারই পরিপেক্ষিতে একাধিক বিষয়ের উপরে ট্রেনিং, ওয়ার্কশপ, মেন্টাশীপে জয়েন্ট করা ও সার্পোটিং কাজে জড়ানো সেই ২০০৮ সাল থেকে। ২০১০ সালে এসইও দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পদার্পণ করা। তার পর একে একে ওয়েসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্লোবাল ই-কমার্স, লোকাল ই-কমার্স, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ শেখা। ২০১৪ সাল থেকে নিজের বিজনেস শুরু করি এবং ২০২০ সালে জব ছেড়ে এখন ফুল টাইম কয়েকটা সেক্টর নিয়ে কাজ করে যাচ্চ্ছি । সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার প্রজেক্ট ও পরিকল্পনা ফুলফিল করতে পারি ।
From Bangladesh, ঢাকা, ঢাকা
6 বছর 9 মাস
Personal
Male
5 November, 1990
Islam
O+
Relationship
Married
Profession
CEO & Founder, Amazon Seller, Dropshipping & Digital Content Creator, Dhaka
Education
Living
Mirpur, Dhaka
1216